<p>পানছড়ি উপজেলার মোহাম্মদপুর গ্রামের এইচএসসি পাশ করা ২০ বছর বয়সী টগবগে তরুণ সাব্বির। এলাকার শান্ত শিষ্ট ও ভদ্র স্বভাবের সাব্বির ঘুণাক্ষরেও টের পায়নি কখন যে মরণ অসুখ বাসা বেঁধেছে তার কিডনিতে। যখন ধরা পড়ল তখন জানতে পারল তার একটি কিডনি পুরোই নষ্ট। যা অপারেশনের মাধ্যমে ফেলে দিতে হয়েছে। বর্তমানে বাকি কিডনিটিরও বেশির ভাগ নষ্ট। ডায়ালাইসিসের মাধ্যমে কোনোরকম বেঁচে আছে সাব্বির।</p> <p>সাব্বিরের কিডনি প্রতিস্থাপন করা খুবই জরুরী। বেঁচে থাকার তীব্র আকুতি নিয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ১৭ নম্বর ওয়ার্ডে ৫৪ নম্বর বেডে মরণ যন্ত্রণায় কাতরাচ্ছে সাব্বির। ছেলের চিকিৎসায় বাবা এস আলম নিজের শেষ সম্বল বাড়িটুকু বিক্রি করে আশ্রয় নিয়েছে পরের বাড়িতে। কিডনি প্রতিস্থাপনের ব্যয়বহুল খরচ চালানো অসহায় পিতা এস আলমের পক্ষে সম্ভব হচ্ছে না। তাই ছেলেকে বাঁচাতে আকুল আকুতি নিয়ে সকলের সহযোগিতা কামনা করছে এই অসহায় পিতা।</p> <p>সমাজের বিত্তবান, দানশীল ও প্রবাসীদের সহযোগিতার হাত বাড়াতে অনুরোধ জানিয়েছেন সাব্বিরের পাড়া-প্রতিবেশী ও বন্ধুরা। সাব্বিরের বাবার বিকাশ নাম্বার ০১৮২৮৭৫৩৪৬৬ (পার্সোনাল)।</p>