মডেল মসজিদ নির্মাণেও দুর্নীতি, দেড় মাসেই ভবনে ফাটল

বগুড়া অফিস
বগুড়া অফিস
শেয়ার
মডেল মসজিদ নির্মাণেও দুর্নীতি, দেড় মাসেই ভবনে ফাটল
মডেল মসজিদ। ফাইল ছবি

বগুড়ার দুপচাঁচিয়ায় কার্যক্রম শুরুর দেড় মাসের মাথায় উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ভবনে ফাটলসহ নানা ত্রুটি দেখা দিয়েছে।

আরো পড়ুন
ছাত্রলীগ নিষিদ্ধ প্রসঙ্গে যা বলল মার্কিন পররাষ্ট্র দপ্তর

ছাত্রলীগ নিষিদ্ধ প্রসঙ্গে যা বলল মার্কিন পররাষ্ট্র দপ্তর

 

জানা গেছে, প্রায় ১২ কোটি ৪৫ লাখ টাকা ব্যয়ে দুপচাঁচিয়া উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করা হয়। গত ৬ সেপ্টেম্বর শুক্রবার জুমার নামাজের মধ্য দিয়ে মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের কার্যক্রম শুরু হয়। 

কার্যক্রম শুরুর দেড় মাসের মাথায় মসজিদের দেয়ালে ফাটল দেখা দিয়েছে।

সামান্য বৃষ্টি হলেই ওপর থেকে পানি পড়ে মসজিদের ফ্লোরে পানি জমে থাকছে। বৈদ্যুতিক ওয়্যারিংয়ের তার দিয়েও পানি চুয়ে চুয়ে বের হচ্ছে।

আরো পড়ুন
লেবাননে ইসরায়েলের হামলায় নিহত ৬০

লেবাননে ইসরায়েলের হামলায় নিহত ৬০

 

বগুড়া গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ডা. ফারজানা আক্তার বলেন, সরেজমিনে মসজিদটি পরিদর্শন করে ত্রুটিগুলো চিহ্নিত করে তা পুনঃসংস্কারের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

মন্তব্য

সম্পর্কিত খবর

বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ, তবে ধর্মান্ধ নয় : মঈন খান

নরসিংদী প্রতিনিধি
নরসিংদী প্রতিনিধি
শেয়ার
বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ, তবে ধর্মান্ধ নয় : মঈন খান
ছবি: কালের কণ্ঠ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেন, বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ, ধর্মান্ধ নয়। কোনো দিন ছিল না, কোনো দিন হবেও না। এই দেশ একটি ছোট দেশ। এখানে জনসংখ্যা বৃহৎ পৃথিবীর মধ্যে সবচেয়ে ঘনবসতি দেশ হচ্ছে বাংলাদেশ।

এই দেশে আমরা পাশাপাশি একজন আরেকজনের কাঁধে হাত রেখে বসবাস করি। এখানে কে কোন জাতি, ধর্ম-বর্ণ সেটা আমরা কখনো বিবেচনা করি নাই। কখনো করব না। আমরা মানুষে মানুষে ভালোবাসায় বিশ্বাস করি।
আমরা রাসূলের নির্দেশ অনুসরণ করি। আমরা যার যার ধর্ম নিয়ে শান্তিতে বসবাস করি।

শুক্রবার (১৪ এপ্রিল) নরসিংদীর পলাশ উপজেলার আধুনিক মাল্টিপারপাস অডিটোরিয়ামে পলাশ উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসররা বিদেশি পশ্চিমাদের কাছে বাংলাদেশকে একটি সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে দেখাতে চেয়েছিল।

তারা টেরোরিস্ট হিসেবে পশ্চিমা বিশ্বের কাছে তুলে ধরতে চেয়েছিল। আমি বলেছিলাম এই ট্যাবলেট আর পশ্চিমা বিশ্বকে খাওয়াতে পারবে না। সেই জুজুর ভয় দেখিয়ে, আইএসের ভয় দেখিয়ে ও হরকাতুল জিহাদের ভয় দেখিয়ে। বিদেশি শক্তিকে আওয়ামী লীগ এবার বিভ্রান্তি করতে পারবে না এবং আপনারা দেখেছেন তারা বিভ্রান্ত হয় নাই।

পলাশ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এম এ সাত্তারের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল ইসলাম, সিনিয়র যুগ্ম সম্পাদক মো. বাহাউদ্দীন ভুঁইয়া মিল্টন, সহসভাপতি আওলাদ হোসেন জনি, অ্যাড. কানিজ ফাতেমা, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিকী, যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান টিপু ও প্রচার সম্পাদক ও বিএনপির মিডিয়া সমন্বয়ক হাজী জাহিদ হোসেন গাজী।

 

এ ছাড়া আরো উপস্থিত ছিলেন পৌরসভা বিএনপির সিনিয়র সহসভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আলম মোল্লা, সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মোস্তাফিজুর রহমান বাবু মহিউদ্দীন চিসতিয়া, ঘোড়াশাল পৌরসভা যুবদলের আহ্বায়ক মাহমুদুল হক মোমেন মোল্লাসহ পলাশ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

মন্তব্য

‘ফ্যাসিবাদের পথে হাটলে ৫ আগস্টের পরিণতি ভোগ করতে হবে’

আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর
শেয়ার
‘ফ্যাসিবাদের পথে হাটলে ৫ আগস্টের পরিণতি ভোগ করতে হবে’
ছবি: কালের কণ্ঠ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য ও গাজীপুর মহানগরের নায়েবে আমির খায়রুল হাসান বলেছেন, ‘কালিগঞ্জে ইফতার মাহফিলে রোজাদারদের উপর হামলা করে রক্তাক্ত করা হয়েছে। আসামিরা বিএনপির হলে দলীয় ব্যবস্থা নিন। আইন শৃঙ্খলা বাহিনীকে ২৪ ঘণ্টার মধ্যে সকল আসামিকে গ্রেপ্তার করতে হবে। তা না হলে ৫ আগস্টের করুণ পরিণতি ভোগ করতে হবে।

আজ শুক্রবার (১৪ মার্চ) কালিগঞ্জে বাদ জুমা অনুষ্ঠিত এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে খায়রুল হাসান এসব কথা বলেন।

খায়রুল হাসান বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, ‘স্বৈরাচারী হাসিনা যে পথে হেঁটেছেন, সেপথ অন্ধকার। অন্ধকার পথে হাঁটবেন না। অন্ধকার পথে হাঁটলে, ফ্যাসিবাদের পথে হাটলে ৫ আগস্টের করুণ পরিণতি ভোগ করতে হবে।

আরো পড়ুন
গভীর রাতে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে মসজিদের ইমাম আটক, অতঃপর...

গভীর রাতে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে মসজিদের ইমাম আটক, অতঃপর...

 

জানা যায়, বৃহস্পতিবার (১৩ মার্চ) রাত সাড়ে আটটার দিকে কালিগঞ্জ উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মধ্য খলাপাড়া খাজা মার্কেট এলাকায় জামায়াতের ইফতার মাহফিলে হামলার ঘটনা ঘটে। এতে ১০ জন জামায়াত কর্মী আহত হন। এই ঘটনায় কালিগঞ্জ থানায় ১৩ জনকে আসামি করে জামায়াতের পক্ষ থেকে মামলা করা হয়। মামলার আসামিরা সকলেই বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী।

এই ঘটনায় কালিগঞ্জে বিএনপি ও জামায়াতের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। 

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন বলেন, এ বিষয়ে মামলা হয়েছে।  তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। 
 

প্রাসঙ্গিক
মন্তব্য

চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে কোপালেন যুবদল নেতা

আঞ্চলিক প্রতিনিধি, নেত্রকোনা
আঞ্চলিক প্রতিনিধি, নেত্রকোনা
শেয়ার
চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে কোপালেন যুবদল নেতা
ভুক্তভোগী ব্যবসায়ী

নেত্রকোনার মোহনগঞ্জে চাঁদা না পেয়ে জসীম উদ্দীন (৩৫) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে যুবদল নেতা ও তার সহযোগীদের বিরুদ্ধে। আজ শুক্রবার (১৪ মার্চ) বিকালে মোহনগঞ্জ পৌরশহরের পাথরঘাটা এলাকায় এ ঘটনা ঘটে।

আহত অবস্থায় ওই ব্যবসায়ীকে উদ্ধার কর ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসাপাতালে পাঠানো হয়েছে। 

পৌর যুবদলের সদস্য সচিব ফয়সাল আহমেদ খোকনের নেতৃত্বে তার অনুসারী ১০-১২ জন হামলায় অংশ নেয় বলে অভিযোগ করেন আহত জসীম উদ্দীনের স্ত্রী নিশা আক্তার।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম ব্যবসায়ী আহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

আহত জসীম উদ্দীন উপজেলার পানুর গ্রামের বাসিন্দা। তিনি রাজধানীতে থাকা রিক্রুটিং এজেন্সি মেসার্স আফিফ ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী। তিনি পরিবারসহ ঢাকায় বসবাস করেন।

নিশা আক্তার জানান, গত ৫ আগস্টের পর থেকে যুবদল নেতা খোকন ও তার সহযোগীরা জসীম উদ্দীনের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা না দেওয়ার তারা ক্ষিপ্ত হয়। গত বৃহস্পতিবার ঢাকা থেকে আমরা বাড়িতে এসেছি। আজ গ্রামের বাড়িতে জুমার নামাজ শেষে ইফতার কিনতে মোহনগঞ্জ বাজারে গেলে পাথরঘাটা স্থানে খোকনসহ ১০-১২ জন মিলে অতর্কিতভাবে তার ওপর হামলা চালায়।

 এসময় রামদা দিয়ে কুপিয়ে ও রড দিয়ে পিটিয়ে জসীমকে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে মমেক হাসাপাতালে পাঠান। পরে ময়মনসিংহ নিয়ে গেলে অবস্থার অবনতি হওয়ায় রাত সাড়ে ৯টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসক।  

নিশা আক্তার আরও বলেন, জসীমের মাথায় রামদার গভীর কোপ লেগেছে।

হাত, পা রড দিয়ে পিটিয়ে ভেঙে ফেলেছে। এছাড়া শরীরের অনেক জায়গায় রামদার কোপ লেগেছে। এ ঘটনায় আমরা মামলা করব। 

এদিকে অভিযুক্ত যুবদল নেতা ফয়সাল আহমেদ খোকনের মোবাইলে ফোনে কল দিলেও সেটি বন্ধ পাওয়া যাওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

ওসি মো. আমিনুল ইসলাম বলেন, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

প্রাসঙ্গিক
মন্তব্য

চলন্ত অটোরিকশায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, অতঃপর...

দিরাই-শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি
দিরাই-শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি
শেয়ার
চলন্ত অটোরিকশায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, অতঃপর...
প্রতীকী ছবি

সুনামগঞ্জের দিরাইয়ে অটোরিকশায় এক কিশোরীকে (১৬) ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী কিশোরী অটোরিকশা থেকে লাফ দিয়ে নিজেকে রক্ষা করলেও আহত হয়ে সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

শুক্রবার বিকেলে ধর্ষণচেষ্টার ঘটনায় ব্যবহৃত সিএনজি ও তার চালককে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (১৩ মার্চ) সন্ধ্যায় দিরাই-মদনপির সড়কে এই ঘটনা ঘটে।

হাসপাতালে মেয়েটি জানায়, বৃহস্পতিবার দুপুরে কিছু কাপড়চোপড় কেনার জন্য তারা তিনজন দিরাই পৌর শহরে আসেন। অন্য দুইজনের কেনাকাটা শেষ হওয়ায় তারা আগেই চলে যায়। বিকেল সাড়ে পাঁচটার দিকে মেয়েটি কেনাকাটা শেষে বাড়িতে যাওয়ার জন্য দিরাই বাসস্ট্যান্ডে গিয়ে একটি অটোরিকশায় উঠে। সেখানে তখন মানুষের ভিড় বেশি ছিল।

এ সময় আরও দুই যুবক দুই দিকে ওঠে পড়ে। এরপরই চালক অটোরিকশা চালিয়ে যায়। কিছুদূর যাওয়ার পরই মেয়েটি দেখতে পায় অটোরিকশা সুনামগঞ্জ শহরের দিকে যাচ্ছে। অটোরিকশা থামাতে বললে পাশে থাকা দুইজন তার মুখ চেপে ধরে।
মোবাইল ফোন কেড়ে নেয়। তখন মেয়েটি তাদের সঙ্গে ধস্তাধস্তি শুরু করে। এক পর্যায় অটোরিকশা দিরাই—মদনপুর সড়কের গণিগঞ্জ এলাকায় আসে। এই সময় জোরে ধাক্কা দিয়ে নিজেকে কোনো রকমে ছাড়িয়ে মেয়েটি চলন্ত অটোরিকশা থেকে লাফ দিয়ে রাস্তায় পড়ে যায়।

মেয়েটির বরাত দিয়ে হাসপাতালের দায়িত্বরত এক সেবিকা বলেছেন, তাকে ধর্ষণচেষ্টা করা হয়েছে।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক বলেন, শুক্রবার বিকালে সুনামগঞ্জ শহর থেকে একজন শিক্ষক ফোনে আমাকে বিষয়টি জানিয়েছেন। এর আগে কেউ জানায়নি। আমরা মেয়েটির দিরাই থানার বাড়িতে পুলিশ পাঠাচ্ছি। সুনামগঞ্জ সদর হাসপাতালেও ডিবি পুলিশ পাঠানো হবে। কিছুক্ষণ পর দিরাই থানা থেকে সুনামগঞ্জ সদর হাসপাতালে পুলিশ যাবে। এটি স্পর্শকাতর বিষয়, আমরা গুরত্বের সঙ্গে দেখছি।

পুলিশ সুপার তোফায়েল আহম্মেদ বললেন, বিষয়টি গুরত্বের সঙ্গে দেখতে পুলিশকে বলে দেওয়া হয়েছে। মেয়েটির পরিবারের কেউ থানায় গেলেই মামলা নেওয়া হবে। এই ঘটনায় সিএনজিসহ চালক ইমন খান (২৫) এবং মিঠু মিয়া নামে দুই যুবককে আটক করা হয়েছে।

মন্তব্য

সর্বশেষ সংবাদ