‘প্রকৃত কণ্ঠশিল্পীরা বিটিভিতে এখন আর তেমন প্রোগ্রাম পাচ্ছেন না। পাশাপাশি প্রোগ্রামগুলোর মানও তেমন ভালো হচ্ছে না। আমি বিটিভির এসব অনিয়ম-দুর্নীতি নিয়ে বিগত দিনে বিভিন্ন সময়ে জোরালো প্রতিবাদ করেছি, এখনো করছি। আর এ কারণেই মূলত বিটিভির একটি জনপ্রিয় অনুষ্ঠান থেকে অন্যায়ভাবে আমাকে বাদ দেওয়া হয়েছে, যা এ বয়সে আমার জন্য খুবই অপমানজনক।
’ গতকাল বৃহস্পতিবার কালের কণ্ঠের এ প্রতিবেদকের কাছে এভাবেই ক্ষোভ ও হতাশার সঙ্গে কথা বলছিলেন একুশে পদকপ্রাপ্ত সংগীত পরিচালক ৭৬ বছরের শেখ সাদী খান। জাতীয় একটি গণমাধ্যমের অনলাইন ভার্সনে ‘বিটিভি থেকে বাদ পড়লেন শেখ সাদী খান’ শিরোনামে প্রকাশিত একটি সংবাদের বিষয়ে জানতে চাইলে তিনি এভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করেন। শেখ সাদী খান এ ঘটনার প্রতিকারে বিটিভির জিএম ও ডিজির সরাসরি হস্তক্ষেপও কামনা করেছেন।
২০১৬ সালে শেখ সাদী খানের পরিকল্পনা ও সংগীত পরিচালনায় বিটিভিতে পুরনো দিনের বাংলা গান নিয়ে ‘স্মৃতিময় গানগুলো’ শিরোনামে একটি অনুষ্ঠানের প্রচার শুরু হয়।
এ অনুষ্ঠানে গবেষক হিসেবে প্রখ্যাত গীতিকবি মুন্সী আবদুল ওয়াদুদ এবং আলোচক ও বিশ্লেষক হিসেবে আরেক প্রখ্যাত কণ্ঠশিল্পী সৈয়দ আব্দুল হাদী শুরু থেকেই যুক্ত রয়েছেন।
শেখ সাদী খান অভিযোগ করে বলেন, “সম্প্রতি আমাকে কিছু না জানিয়েই গত ৯ বছরে দর্শকদের কাছে ব্যাপকভাবে জনপ্রিয় হয়ে ওঠা ‘স্মৃতিময় গানগুলো’ নামের প্রোগ্রাম থেকে মূল পরিকল্পনাকারী ও সংগীত পরিচালক হিসেবে আচমকা আমাকে বাদ দেওয়া হয়, যা আমার জন্য খুবই অপমানজনক।”