<p>রাজশাহীর মোহনপুরে সাদ্দাম আলী হত্যাকাণ্ডের ঘটনায় থানায় দায়েরকৃত মামলায় আসামিদের সম্পর্কে বাদী কিছুই জানেন না বলে দাবি করেছেন। এ নিয়ে ক্ষুব্ধ বাদী পুনরায় আদালতে মামলা করেছেন। তিনি ঘটনা সুষ্ঠু তদন্ত করে প্রকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ারও দাবি জানান। </p> <p>নিহত সাদ্দামের স্ত্রী ও মামলার বাদী মোছা.  রেহেনা বিবি সোমবার (৪ নভেম্বর) রাজশাহী সাংবাদিক ইউনিয়নে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন। এসময় নিহত সাদ্দাম আলীর ভাই বুলবুল হোসেনসহ পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।</p> <p>সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তারা উল্লেখ করেন, গত ২৬ সেপ্টেম্বর বিকেল ৫ টার সময় ধরালো হাঁসুয়া দিয়ে কুপিয়ে মো. সাদ্দাম আলীকে হত্যা করা হয়। ঘটনার দিন মামলার এক নম্বর আসামি একছার আলীকে জনতা আটক করে পুলিশে সোর্পদ করে। ওইদিন সাদ্দাম আলীর লাশ দাফনের পর মোহনপুর থানায় মামলা করতে গিয়ে পরিবারের লোকজন জানতে পারেন, এ ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে। মামলায় গ্রেপ্তারকৃত একছার আলীসহ ৫জনকে আসামিও করা হয়েছে।<br />  <br /> তবে ঘটনার সঙ্গে ওই মামলায় অন্য চারজন যে আসামিকে জড়ানো হয় তারা জড়িত ছিলেন না। এবং এজাহারে উল্লেখিত ঘটনার সাথে পৃকত ঘটনারও কোনো মিল নাই। ফলে ওই মামলা বাতিল করে বাদী তার মতো করে মামলা দায়ের করতে চাইলে পুলিশ তাতে অস্বীকৃতি জানায়। </p> <p>লিখিত বক্তব্যে বাদী আরো দাবি করেন, হত্যাকাণ্ডের তদন্তে গিয়ে মোহনপুর থানা পুলিশ ময়নাতদন্তের কথা বলে নিহত সাদ্দাম আলীর স্ত্রী মোছা. রেহেনা বিবির স্বাক্ষর নিয়েছিল। ওই স্বাক্ষরেই রেহেনা বিবিকে মামলার বাদী করে পুলিশ মামলা নথিভূক্ত করে। কিন্তু আসামি করা হয়েছে মনগড়া।</p> <p>নিহত সাদ্দাম আলীর পরিবারের দাবি, ওই এজাহারে ৫ জন আসামির মধ্যে একছার আলী ছাড়া বাকি আসামি উপজেলার মহব্বতপুর গ্রামের মৃত নছির উদ্দিনের ছেলে মো. দেলোয়ার হোসেন (৪৫), মহিষকুন্ডি গ্রামের মৃত হাবিবুর রহমান মন্ডলের ছেলে মো. আয়েন উদ্দিন (৪৭), এনামুল হকের ছেলে একরামুল হক বিজয় (৪৫) ও বজরপুর গ্রামের সমশের আলীর ছেলে মো. আল আলামিন বিশ্বাস (৪৬) হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল না।</p> <p>পরবর্তীতে মোহনপুর থানায় মামলা না নেওয়ায় প্রকৃত ঘটনার বিবরণ দিয়ে হত্যার সাথে জড়িত মোহনপুর উপজেলার বড় পালশা গ্রামের মৃত আয়েজ উদ্দিন ছেলে একছার আলী (৪০), আনছার আলীর স্ত্রী মোছা.  হালিমা (৫০), মৃত আয়েজ উদ্দিনের ছেলে মো. কামাল হোসেন (৩০) একছার আলীর স্ত্রী আঙ্গুরা (৩৫), মৃত ইয়াছিন মোল্লার ছেলে মো. সাজ্জাদ মোল্লা (৪৫), মৃত আজিদের ছেলে মো.আক্তারুজ্জামানকে আসামি করে রাজশাহীর মোহনপুর আমলী আদালত মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর ৫১২। মামলাটি আমলে নিয়ে আদালত মোহনপুর থানা পুলিশকে তদন্ত করে প্রতিবেদন দাখিল করতে বলেছেন। </p> <p>এ ব্যাপারে জানতে চাইলে মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান হান্নান বলেন, ‘বাদীর করা অভিযোগের পরিপ্রেক্ষিতেই আমরা মামলা নথিভূক্ত করেছি। এখন তিনি কি দাবি করছেন, সেটি তার ব্যাপার। তবে আমরা কোনো আসামির নাম আমাদের মতো করে এজাহারে দেয়নি।’</p>