<p>আসন্ন বিশ্ব ইজতেমা নিয়ে বিবদমান দুই পক্ষের মধ্যে সরকারের মধ্যস্থতায় সমঝোতা হয়েছে বলে বিবৃতি দিয়েছে যোবায়ের পন্থিদের সংগঠন ওলামা মাশায়েখ বাংলাদেশ। কিন্তু সমঝোতা হয়নি বলে জানিয়েছে সাদপন্থিরা।</p> <p>বুধবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় শুরায়ী নেজামের (যোবায়ের পন্থি) মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান কালের কণ্ঠকে বিবৃতির বিষয়টি নিশ্চিত করেন।</p> <p>বিবৃতিতে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার তাজা রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশ বর্তমানে নানা ষড়যন্ত্রে জর্জরিত। দেশের সংকটময় এই পরিস্থিতি যাতে আরো জটিলতার দিকে না যায়, সেই লক্ষ্যে যেকোনোভাবেই দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সরকার ও দেশপ্রেমী জনগণ সকলের কর্তব্য।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ইজতেমার কারণে পেছাল ঢাবির ভর্তি পরীক্ষা" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/13/1731502161-c22d81eefcd6841527f7a2eae4de4b0f.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ইজতেমার কারণে পেছাল ঢাবির ভর্তি পরীক্ষা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/campus-online/2024/11/13/1446236" target="_blank"> </a></div> </div> <p>সে উদ্দেশ্যে মঙ্গলবার (১২ নভেম্বর) বর্তমান সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে ওলামা মাশায়েখ বাংলাদেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের  একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। দীর্ঘ আলোচনার প্রেক্ষিতে স্বরাষ্ট্র উপদেষ্টা, ধর্ম উপদেষ্টার পক্ষ থেকে যৌথভাবে আগামী বছরের এপ্রিল মাসে তাবলীগের সমস্যার স্থায়ী সমাধানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ফলে দেশের বৃহত্তর স্বার্থে এপ্রিল ২০২৫ পর্যন্ত কাকরাইল মসজিদে এ অবস্থানের বিষয়ে পূর্বের তরতিব বা নিয়ম মেনে নিয়ে বর্তমান সরকারকে সহযোগিতার ব্যাপারে ওলামা মাশায়েখ বাংলাদেশ ও কাকরাইলের পক্ষ থেকে সকলে একমত পোষণ করেন। </p> <p>বিবৃতিতে আরো বলা হয়, দিল্লির মাওলানা সাদ সাহেব বাংলাদেশে আসবেন না, মর্মে সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত জানানো হয় এবং শুরায়ী নেজামের বিশ্ব ইজতেমা আগামী ৩১ জানুয়ারি, ১ ও ২ ফেব্রুয়ারি ২০২৫ অনুষ্ঠিত হবে, ইনশাআল্লাহ। সকলকে এ বিষয়ে সহযোগিতার  আহ্বান জানিয়েছেন ওলামা-মাশায়েখ এর পক্ষে মাওলানা শাহরিয়ার মাহমুদ।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="বিশ্ব ইজতেমা নিয়ে বুধবার সরকারের সঙ্গে বসতে চায় আলমি শুরাপন্থীরা" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/04/1730725775-f99687dd719c4e8bc6a39e946c3d9ef7.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>বিশ্ব ইজতেমা নিয়ে বুধবার সরকারের সঙ্গে বসতে চায় আলমি শুরাপন্থীরা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/04/1442706" target="_blank"> </a></div> </div> <p>এদিকে বুধবার সন্ধ্যায় সাদপন্থিদের মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম কালের কণ্ঠকে বলেন, ‘আমরা আগের অবস্থানেই আছি। প্রথম পর্বেই ইজতেমা করব ইনশাআল্লাহ।’</p> <p>প্রসঙ্গত, আগামী বছর দুই ধাপে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। প্রথম ধাপ ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি এবং দ্বিতীয় ধাপ ৭ থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।</p> <p>ইজতেমা নির্বিঘ্ন করতে তাবলিগের দুই পক্ষের মধ্যে বৈঠকের কথা থাকলেও আলমি শুরার প্রতিনিধিরা (জুবায়েরপন্থিরা) এতে অংশগ্রহণ করেননি, যদিও মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীরা বৈঠকে উপস্থিত ছিলেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সাদপন্থীদের সুযোগ দিলে ২৪ ঘণ্টার নোটিশে ঢাকা অচলের হুঁশিয়ারি" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/12/1731405890-d6d55a82f7452d28747769bddd786a39.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>সাদপন্থীদের সুযোগ দিলে ২৪ ঘণ্টার নোটিশে ঢাকা অচলের হুঁশিয়ারি</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/11/12/1445758" target="_blank"> </a></div> </div> <p>এ ছাড়া, কোন পক্ষ আগে এবং কোন পক্ষ পরে ইজতেমা করবে, সেটি এখনো চূড়ান্ত হয়নি। এ পরিস্থিতিতে আলমি শুরার পন্থিরা ৫ নভেম্বর সারা দেশের মাদরাসার ছাত্রদের নিয়ে ঢাকায় সমাবেশ করে সাদপন্থিদের সব কাজ নিষিদ্ধ ঘোষণা করেছেন। কাকরাইল মসজিদ ও টঙ্গীর বিশ্ব ইজতেমার ময়দানের যাবতীয় কার্যক্রম ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে করাসহ ৯ দফা দাবি জানিয়েছে জুবায়েরপন্থিদের সমর্থক ওলামা মাশায়েখ বাংলাদেশ। এর প্রতিক্রিয়ায় সাদপন্থিরা ৬ নভেম্বর জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন। এই পরিস্থিতিতে মঙ্গলবার আলমি শুরার পক্ষ থেকে জাতীয় প্রেস ক্লাবে ফের সংবাদ সম্মেলন করে হেফাজতে ইসলাম সমর্থিত উলামা মাশায়েখ পরিষদ। এমন পরিস্থিতিতে বুধবার ১১টায় জাতীয় প্রেসক্লাবে ফের সংবাদ সম্মেলন করেন মাওলানা সাদের অনুসারী তাবলিগের সাধারণ সাথীরা।<br />  </p>