<p>সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরের গামারীতলা সীমান্ত থেকে একজন ভুয়া পুলিশসহ দুজনকে আটক করেছে বিজিবি। </p> <p>সোমবার (২ ডিসেম্বর) ভোরে সুনামগঞ্জ-২৮ বিজিবির মাছিরপুর বিওপির বিজিবির সদস্যরা তাকে আটক করেন। বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল একেএম জাকারিয়া কাদির। আটকের সময় বাকির হোসেন নামের যুবকের পরনে পুলিশের পোশাক ছিল।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের তারিখ ঘোষণা করল ইসি" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/02/1733130126-95474b102319ba183aad222aee334702.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের তারিখ ঘোষণা করল ইসি</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/12/02/1453009" target="_blank"> </a></div> </div> <p>বাকির তাহিরপুর উপজেলার উত্তর মোকসেদপুর গ্রামের বাসিন্দা আবু চাঁনের ছেলে। এ সময় বাকিরকে বহনকারী আরেকজন মোটরসাইকেল চালক তাবারত হোসেনকেও আটক করা হয়। তাবারত একই উপজেলার গোটিলা গ্রামের বাসিন্দা মো. আ. মালেকের ছেলে।</p> <p>সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল একেএম জাকারিয়া কাদির জানান, সোমবার সকালে তাবারত হোসেন মোটরসাইকেল চালিয়ে পুলিশের পোশাক পরে বাকির হোসেনের মোটরসাইকেলে সীমান্ত এলাকায় ঘোরাঘুরি করছিলো। তাদের উপস্থিতি সন্দেহজনক হওয়ায় মাছিমপুর বিজিবির সদস্যরা জিজ্ঞাসাবাদ করেন। পরে জানা যায় সে পাওনা টাকা উদ্ধারের জন্য পুলিশের পোশাক পরে ঘুরাঘুরি করছিলেন।</p> <p>এ বিষয়ে সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল একেএম জাকারিয়া কাদির বলেন, আটকদের পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।</p>