<p style="text-align:justify">চাঁদপুরে পারিবারিক কলহের জেরে স্বামীর হাতে খুন হয়েছেন লাকী আক্তার নামে এক গৃহবধূ। স্ত্রীকে হত্যার পর নিজেও আত্মহত্যার চেষ্টা করেছেন ঘাতক স্বামী গোলাম মোস্তফা। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার সকাল ৮টায় জেলার মতলব দক্ষিণের সারপাড় গ্রামে এ ঘটনা ঘটে। </p> <p style="text-align:justify">গোলাম মোস্তফার কুমিল্লার মুরাদনগরের দলিয়ারচর এলাকার বাসিন্দা। তিনি পেশায় ট্রাকচালক। লাকী আক্তার মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ইউনিয়নের সারপাড় গ্রামের মৃত নজরুল ইসলামের মেয়ে। </p> <p style="text-align:justify">প্রতিবেশী জেসমিন বেগম নামে এক নারী জানান, সকাল সাড়ে ৮টার দিকে চিৎকার করতে করতে ঘর থেকে বেরিয়ে আসেন লাকী আক্তার। এ সময় তার শরীর ছিল ক্ষতবিক্ষত ও রক্তাক্ত। তার সঙ্গে বেরিয়ে আসেন গোলাম মোস্তফাও। এর কয়েক মিনিটের মধ্যেই মৃত্যু হয় লাকী আক্তারের। স্ত্রীকে হত্যা করা ছুরি দিয়ে নিজের পেটে আঘাত করে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। </p> <p style="text-align:justify">স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রথম স্বামীর মৃত্যুর পর গোলাম মোস্তফার সঙ্গে বিয়ে হয় লাকী আক্তারের। এই ঘরে ৬ বছরের একটি ছেলে রয়েছে তাদের। গত ১৮ দিন আগে শ্বশুরবাড়ি থেকে ছেলে জুনায়েদকে নিয়ে সারপাড় গ্রামের মামুন প্রধানিয়ার বাড়িতে চলে আসেন ওই গৃহবধূ। তাকে ফিরিয়ে নিতে আসলে কথা কাটাকাটির এক পর্যায়ে এ ঘটনা ঘটে।</p> <p style="text-align:justify">মতলব দক্ষিণ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সালেহ আহাম্মদ জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। একই হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে গোলাম মোস্তফাকে। দুজনের একাধিক বিয়ে এবং পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে বলে জানান তিনি।</p>