<p>রংপুরের গঙ্গাচড়ায় তিস্তা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে নিয়ে যাওয়ার সময় ট্রলির ধাক্কায় নুর ইসলাম (৭২) নামের এক বৃদ্ধ মারা গেছেন। সোমবার (১৩ জানুয়ারি) কোলকোন্দ ইউনিয়নের দক্ষিণ কোলকোন্দ চেংডোবা এলাকায় এ ঘটনা ঘটে।</p> <p>নুর ইসলাম কোলকোন্দ ইউনিয়নের দক্ষিণ কোলকোন্দ চেংডোবা এলাকার বাসিন্দা।</p> <p>স্থানীয়রা জানায়, সকাল ৭টা সময় নুর ইসলাম তার বাড়িতে নতুন টিউবয়েল বসানোর জন্য রাস্তার ধারে রাখা বালু নিতে যান। এ সময় স্থানীয় ট্রলি ব্যবসায়ী ইয়াসীনের ছেলে জামাল মিয়া ট্রলিতে করে অবৈধভাবে তিস্তা নদীর বালু উত্তোলন করে নিয়ে যাচ্ছিলেন। সেই সময় বালু ভর্তি ট্রলিটি পিছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে আহত নুর ইসলামকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু ঘোষণা করেন চিকিৎসক।</p> <p>নুর ইসলামের বড় মেয়ে মাটিতে লুটিয়ে কান্না স্বরে বলেন, ‘আজ থাকি হামারগুলার কায় খোঁজ-খবর নিবে। আজ ক্যা থাকি হামরাগুলা কাক আব্বা কয়া ডাকামো।’</p> <p>মৃত্য নুর ইসলামের স্ত্রী বলেন, ‘মোর স্বামী (আমার স্বামী) কিভাবে মারা গেইছে। এ নিয়ে মোর কোনো অভিযোগ নাই। মুই হাত জোর করি অনুরোধ, পুলিশ যাতে মোর বয়স্ক স্বামীটাক নিয়া কাটা ছেড়া না করে।’</p> <p>স্থানীয়দের অভিযোগ, তিস্তা নদীর চেংডোবা এলাকা অবৈধভাবে স্থানীয় ট্রলি ব্যবসায়ীসহ বাহির থেকে আসা প্রায় ৬-৮টি ট্রলি প্রতিদিন রাত ১০টা থেকে সকাল ৮টা পর্যন্ত তারা অবাধে বালু উত্তোলন করে। এদের বিরুদ্ধে কেউ ব্যবস্থা নেয় না। এসব ট্রলি যদি বন্ধ করা না যায় তাহলে এলাকার মানুষজন এরকম আরো ক্ষতির সম্মুখীন হবে। </p> <p>গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল এমরান বলেন, এখন পর্যন্ত কোনো অভিযোগ আসেনি। অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে। </p>