<p style="text-align:justify">ব্রিজের অ্যাপ্রোচ সড়ক নির্মাণ না করেই বিল উত্তোলনের অভিযোগে গোপালগঞ্জ জেলা পরিষদের এক প্রকৌশলী এবং এক ঠিকাদারের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলা দায়ের করেছে। আজ সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে দুদকের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সোহরাব হোসেন সোহেল এই মামলাটি দায়ের করেন।</p> <p style="text-align:justify">মামলার আসামিরা হলেন গোপালগঞ্জ জেলা পরিষদের সাবেক সহকারী প্রকৌশলী মো. আনিছুর রহমান (৩৯), যিনি বর্তমানে বাগেরহাট জেলার কচুয়া উপজেলা এলজিইডির উপজেলা প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করছেন, এবং মেসার্স হাবীব অ্যান্ড কোং-এর স্বত্বাধিকারী এস. এম. হাবিবুর রহমান (৬৮)। মামলাটি (মামলা নম্বর ১, তারিখ ১৩ জানুয়ারি ২০২৫) হিসেবে রেকর্ড করা হয়েছে।</p> <p style="text-align:justify">মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার আড়কান্দি ব্রিজ থেকে মাইজকান্দি খাল পর্যন্ত তিনটি ব্রিজসহ রাস্তা এইচবিবি করণের কাজের দায়িত্বে ছিলেন অভিযুক্তরা। তারা অসৎ উদ্দেশ্যে পরস্পর যোগসাজশের মাধ্যমে প্রতারণা করে ব্রিজের অ্যাপ্রোচ সড়ক নির্মাণ সম্পন্ন না করেই চূড়ান্ত বিল দাখিল করেন। অসম্পূর্ণ কাজের বিল বাবদ তারা ছয় লাখ তেত্রিশ হাজার সাতশ চুয়াল্লিশ টাকা উত্তোলন করেন। যা ক্ষমতার অপব্যবহার, অপরাধজনক বিশ্বাসভঙ্গ, এবং প্রতারণার শামিল।</p> <p style="text-align:justify">গোপালগঞ্জ জেলা দুদক কার্যালয়ের উপ-পরিচালক মো. মশিউর রহমান বলেন, দণ্ডবিধির ৪০৯/৪২০/১০৯ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারা অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। মামলায় উল্লিখিত অনিয়মের বিষয়গুলো অধিকতর তদন্ত করে রিপোর্ট আদালতে পাঠানো হবে।</p> <p style="text-align:justify">গত ১ জানুয়ারি দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়, ঢাকার নির্দেশনায় গোপালগঞ্জ জেলা কার্যালয় থেকে কাশিয়ানীতে ব্রিজের অ্যাপ্রোচ সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগের ভিত্তিতে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার পর টিমটি মামলা দায়েরের সুপারিশসহ প্রতিবেদন প্রধান কার্যালয়ে পাঠায়। প্রধান কার্যালয়ের অনুমোদনের পর আজ মামলা রুজু করা হয়।</p> <p style="text-align:justify">এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। তারা বিষয়টির সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্তদের যথাযথ শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছেন।</p>