পাবিপ্রবির বাস চালাচ্ছিলেন হেলপার, প্রাণ গেল পথচারীর

পাবনা ও পাবিপ্রবি প্রতিনিধি
পাবনা ও পাবিপ্রবি প্রতিনিধি
শেয়ার
পাবিপ্রবির বাস চালাচ্ছিলেন হেলপার, প্রাণ গেল পথচারীর
ছবি: কালের কণ্ঠ

পাবনা অনন্ত বাজার রাস্তার মোড়ে বেপোরোয়া গতিতে আসা পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটি বাসের চাপায় এক পথচারী প্রাণ হারিয়েছেন। নিহতের নাম ক্ষণ কুমার দাস (৫০)। তিনি পাবনা সদর উপজেলার শ্রীপুর এলাকার সূর্য কান্ত দাসের ছেলে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে পাবনা শহরের অনন্ত বাজারসংলগ্ন দক্ষিণ রঘবপুর মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আরো পড়ুন

প্রধান উপদেষ্টা আমিরাত যাচ্ছেন আজ

প্রধান উপদেষ্টা আমিরাত যাচ্ছেন আজ

 

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে ৮টার দিকে পাবনা শহর থেকে বিশ্ববিদ্যালয়ের একটি বাস অনন্ত বাজারের দিকে আসছিল, মসজিদের সামনে দিয়ে এক পথচারী রাস্তা অতিক্রম করতে নিলে বাসটি ওই পথচারীকে ধাক্কা দেয়। বাসটি পথচারীরকে গাড়ির নিচে করে ১৫-২০ ফুট ছেঁচড়ে নিয়ে যায়। এরপর গাড়িটি থামানোর ২-৩ মিনিটের মধ্যেই ওই পথচারী মৃত্যুবরণ করেন।

গাড়িতে থাকা যাত্রীরা জানান, সকালের স্টাফ বাস লাইব্রেরি বাজার দিয়ে অন্তত হয়ে ক্যাম্পাসে যাচ্ছিল।

অনন্ত এলাকায় গাড়ি এলে গাড়ির গতি কমানো হয় কিন্তু হুট করেই রাস্তা পার হতে থাকা এক পথচারী বাসের সামনে চলে আসেন। 
চালক গাড়ি থামানোর আগেই তিনি বাসের চাকার নিচে পড়ে যান। এরপর গাড়ি থামানোর ২-৩ মিনিটের মধ্যে ওই পথচারীর মৃত্যু হয়।

আরো পড়ুন

টুঙ্গিপাড়ায় পুলিশের ওপর হামলা মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার

টুঙ্গিপাড়ায় পুলিশের ওপর হামলা মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার

 

খোঁজ নিয়ে জানা যায়, বাসটি চালাচ্ছিল জালাল নামের একজন।

তিনি মূলত বাসের হেল্পার। বাসের চালকরা অনুপস্থিত থাকলে তিনি নিয়মিতই গাড়ি চালান। শুধু জালালই নন, বিশ্ববিদ্যালয়ের বাসের তিনজন হেল্পারই নিয়মিত চালকদের অনুপস্থিতিতে গাড়ি চালান।

গাড়িতে থাকা বিশ্ববিদ্যালয়ের এক স্টাফ বলেন, ‘নিয়মিত চালক হলে এই দুর্ঘটনাটা নাও হতে পারত। ঐ পথচারী কখন গাড়ির সামনে চলে আসেন সেটা চালক খেয়াল করেন নি।

গাড়ির যাত্রীরার বলার পরে তিনি গাড়ি থামিয়েছেন।’

আরো পড়ুন

আয়নাঘরের যেসব কক্ষে রাখা হয়েছিল মাইকেল চাকমাকে

আয়নাঘরের যেসব কক্ষে রাখা হয়েছিল মাইকেল চাকমাকে

 

নিহত পথচারীর বিষয়ে পাবনা সদর থানার সাব ইন্সপেক্টর (এসআই) জাকির হোসেন বলেন, ‘রাস্তা পারাপারের সময় বিশ্ববিদ্যালয়ের বাসের ধাক্কায় লোকটি সেখানেই মারা যায়। আমরা প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেছি। লাশ উদ্ধার করা হয়েছে।'

বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের প্রশাসক অধ্যাপক ড. কামরুজ্জামান বলেন, ‘স্টাফ বাসের বাসটি ভার্সিটি থেকে বের হয়ে লাইব্রেরী বাজার হয়ে আবার ক্যাম্পাসে ফেরত আসে। ফেরত আসার সময় এ ঘটনা ঘটে। সকাল ৮:৪০ মিনিটের এর দিকে। আমি নিজে গিয়ে লাশ দেখে এসেছি। যদি তদন্তে ড্রাইভারের কোনো ভুল উঠে আসে আমরা ব্যবস্থা নেব।’

আরো পড়ুন

অগ্রিম টিকিট বিক্রিতে বাজিমাত করল ভিকির ‘ছাবা’

অগ্রিম টিকিট বিক্রিতে বাজিমাত করল ভিকির ‘ছাবা’

 

পাবনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে পাবনা থানায় এখনও পর্যন্ত কোনো অভিযোগ করা হয়নি।

মন্তব্য

সম্পর্কিত খবর

দাউদকান্দিতে শিশু ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ১

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি
দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি
শেয়ার
দাউদকান্দিতে শিশু ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ১

কুমিল্লার দাউদকান্দিতে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের দায়ে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার (১ এপ্রিল) দুপুরে উপজেলার মারুকা ইউনিয়নের চক্রতলা গ্রামে ঘটনাটি ঘটে।

পরদিন বুধবার (২ এপ্রিল) রাতে ধর্ষক আল আমিনকে আটক করে থানায় নেওয়া হয়। ধৃত আসামীর চক্রতলা গ্রামের মমিন মিয়ার ছেলে।

আজ বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুরে নারী শিশু নির্যাতন আইনে মামলা দায়েরের পর তাকে কুমিল্লায় জেল হাজতে পাঠানো হয়েছে।

পুলিশ ও ভুক্তভোগীর পরিবার শিশুটিকে উদ্ধার করে বুধবার (২ এপ্রিল) রাতে মডেল থানায় নিয়ে আসে,পরে পুলিশের সহযোগিতা চাইলে মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি)সহ একটি চৌকস টিম ঘটনাস্থলে গিয়ে ধর্ষণের বিরুদ্ধে অভিযুক্ত আল আমিন( ২০) নামের এক আসামিকে গ্রেফতার করে নিয়ে আসে।

শিশুটির মা জানান, ঈদে বাড়িতে মেহমান থাকায় আমি কাজে ব্যস্ত ছিলাম। হঠাৎ আমার মেয়েকে (শিশু) দেখতে না পেয়ে আমরা খোঁজ করতে থাকি।

পরে আমাদের প্রতিবেশী এক নারী আমাকে জানায়, আল-আমিন আমার মেয়েকে নিয়ে সিএনজিতে বসে আছে। পরে আমাদের উপস্থিতি টের পেয়ে আল-আমিন পালিয়ে যায়। আমার মেয়ের শারীরিক অসুস্থতা ও অসংলগ্ন কথাবার্তায় আমি বুঝতে পারি, ওই ছেলে আমার মেয়ের সর্বনাশ করার জন্য কিছু একটা করেছে। তাই আমি থানা পুলিশের কাছে এসে সহযোগিতা চাই।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে , অভিযুক্ত আল আমিন ওইদিন শিশুটিকে একটি খাবার জুস কিনে দেয়। এরপর কী হয়েছে তা কেউ সঠিকভাবে বলতে পারছেন না। তবে স্থানীয় আরো অনেকের সঙ্গে কথা বলে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তির সঙ্গে আগে থেকেই অভিযোগকারীর পারিবারিক একটি ঝামেলা ছিল। অভিযুক্ত আল-আমিন এর আগেও অনেকের সঙ্গে বিভিন্ন ঝামেলায় জড়িয়ে সামাজিক অবক্ষয়ের মতো ঘটনা ঘটিয়েছে।

এদিকে শিশুটির স্বাস্থ্য পরীক্ষার জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজে (কুমেক) পাঠানো হবে বলে জানান মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) তানভীর আহমেদ।

দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জুনায়েত চৌধুরী জানান, ‘শিশুকে ধর্ষণের দায়ে গতকাল বুধবার দিবাগত রাতে অভিযোগের ভিত্তিতে একজন আসামি গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার নারী ও শিশু নির্যাতন দমন আইনে ভুক্তভোগী শিশুটির মা একটি মামলা দায়ের করেন।

তা ছাড়া ধৃত আসামিকে আজ বৃহস্পতিবার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে। 

মন্তব্য

চুয়াডাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কিশোর নিহত

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
শেয়ার
চুয়াডাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কিশোর নিহত
প্রতীকী ছবি

চুয়াডাঙ্গায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মাহির তাজওয়ার তাজ (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। নিহত মাহির তাজওয়ার তাজ জেলার আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জের গড়চাপড়া গ্রামের ইউসুফ আলী মাস্টারের ছেলে। বুধবার (২ এপ্রিল) চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের নয়মাইল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানান, বুধবার বন্ধুর সাথে মোটরসাইকেলে করে ঘোরাঘুরি করতে বের হয়েছিল তাজ।

বিকেলে তারা নয়মাইল এলাকায় পৌঁছালে বিপরিত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোরটসাইকেলে থাকা চার আরোহী গুরুতর জখম হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়। সেখানে তাজওয়ার তাজের অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল নেয়ার পরামর্শ দেন কর্তব্যরত চিকিৎসক।
 

আরো পড়ুন
শিক্ষা-প্রতিষ্ঠানের টাকাও আ. লীগ লুটপাট করেছে : খায়ের ভূঁইয়া

শিক্ষা-প্রতিষ্ঠানের টাকাও আ. লীগ লুটপাট করেছে : খায়ের ভূঁইয়া

 

রাজশাহী নেয়ার পথে রাত সাড়ে ৮টার দিকে আলমডাঙ্গার রোয়াকুলি এলাকায় পৌছালে মারা যান তাজ। চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত তিনজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
 

মন্তব্য

শিক্ষা-প্রতিষ্ঠানের টাকাও আ. লীগ লুটপাট করেছে : খায়ের ভূঁইয়া

লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুর প্রতিনিধি
শেয়ার
শিক্ষা-প্রতিষ্ঠানের টাকাও আ. লীগ লুটপাট করেছে : খায়ের ভূঁইয়া

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া বলেছেন, আওয়ামী লীগ সারা দেশ লুটপাট করে খেয়েছে। শিক্ষা-প্রতিষ্ঠানের গচ্ছিত টাকাও তারা লুটপাট করে খেয়েছে। এখন কারো হদিস নেই। অনেক মায়ের বুক খালি করেছে।

৬২ লাখ বিএনপির নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। গত রমজানে আমাকে জেলে পাঠানো হয়েছে। এটি ছিল হাসিনার নমুনা। হাসিনা ও তার বোনসহ পরিবার বাংলাদেশ থেকে ২৮ লাখ কোটি টাকা পাচার করেছে।
 

আরো পড়ুন
ভাত খেলেও ওজন বাড়বে না, জেনে নিন উপায়

ভাত খেলেও ওজন বাড়বে না, জেনে নিন উপায়

 

বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলা জেএম হাট উচ্চ বিদ্যালয়ের রিইউনিয়ন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলার শাকচর ইউনিয়নের জব্বার মাষ্টারহাট এলাকায় বিদ্যালয় প্রাঙ্গণে এ আয়োজন করা হয়। 

আরো পড়ুন
ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

 

খায়ের ভূঁইয়া আরো বলেন, শিক্ষার কোনো বিকল্প নাই। বিগত দিনে আওয়ামী লীগ সরকার বাংলাদেশের ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ নষ্ট করে দেওয়ার জন্য পরিকল্পনা করেছে।

বাংলাদেশের মেধাবী এবং কৃতি শিক্ষার্থীদের মাথা নষ্ট করে দেওয়ার জন্য সিলেবাস তৈরি করা হয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিষয়ে একজন-দুইজনের বেশি শিক্ষার্থী ভর্তির সুযোগ পায়নি। কারণ মেট্টিক-ইন্টারমিডিয়েটের সিলেবাসে শিক্ষার্থীদের মেরদণ্ড ভেঙে দেওয়ার অবস্থা সৃষ্টি করেছে সরকার। শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়ার শেষ প্রান্তে নেওয়া হয়েছে।

আরো পড়ুন
শঙ্কামুক্ত নয় আরাধ্য, নেওয়া হলো আইসিউতে

শঙ্কামুক্ত নয় আরাধ্য, নেওয়া হলো আইসিউতে

 

রিইউনিয়ন বাস্তবায়ন কমিটির আহবায়ক আমিরুল জামিন ফয়সালের সভাপতিত্বে ও সদস্য সচিব আকবর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন সমাজসেবক গাজী মনির আহমেদ।

এসময় বিশেষ অতিথি ছিলেন সিলেট সিটি করপোরেশনের চীফ ইঞ্জিনিয়ার নুর আজিজুর রহমান, সমাজেসেবক মোখলেছুর রহমান, সদর (পশ্চিম) উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক রাব্বি এলাহী জহির, জেএম হাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুল আলম ও শাকচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান প্রমুখ। 

আয়োজকরা জানায়, ১৯৯১ সালে বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। রিইউনিয়নে ৬৩০ জন প্রাক্তণ শিক্ষার্থী রেজিষ্ট্রেশন করেছে। প্রায় ৩০ পর প্রথম রিইউনিয়ন অনুষ্ঠিত হয়েছে এ বিদ্যালয়ে। 

মন্তব্য

শঙ্কামুক্ত নয় আরাধ্য, নেওয়া হলো আইসিইউতে

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
শঙ্কামুক্ত নয় আরাধ্য, নেওয়া হলো আইসিইউতে
সংগৃহীত ছবি

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ার জাঙ্গালিয়ায় বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে আহত শিশু আরাধ্য বিশ্বাস এখনও শঙ্কামুক্ত হয়নি। বর্তমানে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে শিশুটি। 

আরো পড়ুন
পঞ্চগড়ে নতুন ইকো পার্কে মুখরিত পরিবেশ

পঞ্চগড়ে নতুন ইকো পার্কে মুখরিত পরিবেশ

 

চমেক হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডের কর্তব্যরত চিকিৎসক জানান, দুর্ঘটনায় শিশু আরাধ্যর দুই পা ভেঙে গেছে। মাথায় বড় ধরনের আঘাত পেয়েছে।

সাতদিন পর পরবর্তী অবস্থা জানা যাবে। এখন পর্যবেক্ষণে আছে।

আরাধ্যর কাকা অসিত কুমার বাড়ই বলেন, বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে আরাধ্যকে আইসিইউতে নেওয়া হয়। চট্টগ্রামেই আপাতত তার চিকিৎসা চলবে।

চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। 

আরো পড়ুন
‘ঐক্যমতের ভিত্তিতে ড. ইউনূস ২ থেকে ৪ বছর সরকারে থাকতে পারেন’

‘ঐক্যমতের ভিত্তিতে ড. ইউনূস ২ থেকে ৪ বছর সরকারে থাকতে পারেন’

 

গতকাল বুধবার সকালে এই দুর্ঘটনায় দুই দম্পতিসহ ১০ জন নিহত হন। দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হন আরাধ্যর বাবা দিলীপ বিশ্বাস ও মা সাধনা মণ্ডল। এই দুর্ঘটনায় রফিকুল ইসলাম ও লুৎফুন নাহার দম্পতি এবং তাদের দুই মেয়ে আনিশা আক্তার (১৪) ও লিয়ানা (৮) ঘটনাস্থলেই নিহত হয়।

গুরুতর আহত হয়ে আইসিইউতে নেওয়া হয়েছে বড় মেয়ে তাসনিয়া ইসলাম প্রেমাকে (১৮)।

প্রেমার ছোট মামি জেসমিন রহমান বলেন, হাসপাতালে ভর্তির পর থেকে এখনও প্রেমা কোনো সাড়া দেয়নি। চিকিৎসকরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ঢাকায় নিয়ে যাওয়ার মতো পরিস্থিতিতিও নেই। চিকিৎসকরা দোয়া করতে বলেছেন।

 
 

মন্তব্য

সর্বশেষ সংবাদ