ঢাকা, রবিবার ১৩ এপ্রিল ২০২৫
৩০ চৈত্র ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৬

ঢাকা, রবিবার ১৩ এপ্রিল ২০২৫
৩০ চৈত্র ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৬

শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে অশোভন আচরণের অভিযোগ

নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি
নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি
শেয়ার
শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে অশোভন আচরণের অভিযোগ
সংগৃহীত ছবি

পি‌রোজপু‌রের নাজিরপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরু‌দ্ধে কর্তব্যের অবহেলা এবং অশোভন আচরণের অভিযোগে মহাপ‌রিচালক প্রাথ‌মিক শিক্ষা অধিদপ্তর, জেলা প্রাথ‌মিক শিক্ষা কর্মকর্তা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবা‌র লি‌খিত অভিযোগ করা হয়েছে।

সোমবার ১৭ ফেব্রুয়ারি উপ‌জেলার ১১৮ নম্বর পূর্বভীমকাঠী সরকা‌রি প্রাথ‌মিক বিদ‌্যাল‌য়ের সহকারী শিক্ষক কাজী না‌সির উদ্দীন মোস্তফা উপজেলা শিক্ষা কর্মকর্তা হেনায়ারা বেগ‌মের বিরুদ্ধে এই অভিযোগ ক‌রেন। 

অভিযোগ সূ‌ত্রে জানা গেছে, ওই সহকারী শিক্ষকের স্ত্রী ক্যান্সারে আক্রান্ত। আর্থিক দুরবস্থার জন‌্য সোনালী ব‌্যাং‌কে পার‌সোনাল লোনের আবেদন ক‌রেন নাসির।

আবেদনপ‌ত্রে উপ‌জেলা প্রাথ‌মিক শিক্ষা কর্মকর্তার সুপা‌রিশ নি‌তে ১৬ ফেব্রুয়ারি শিক্ষা কার্যালয়ে যান তিনি। সুপা‌রি‌শের জন‌্য বারবার অনু‌রোধ করলে তি‌নি (শিক্ষা কর্মকর্তা) কাল‌ক্ষেপণ ক‌রেন এবং ঘুষের জন‌্য ইঙ্গিতপূর্ণ আচরণ ক‌রেন। 

বিকেল ৫টা পর্যন্ত অপেক্ষা করার পর অফিস বন্ধ করার মুহূর্তে নিরুপায় হ‌য়ে ৮৯ নম্বর মধুরাবাদ সরকা‌রি প্রাথ‌মিক বিদ‌্যাল‌য়ের প্রধান শিক্ষক ও বাংলা‌দেশ প্রাথ‌মিক শিক্ষক স‌মি‌তির নাজিরপুর উপজেলা শাখার সভাপ‌তি এ কে ফয়সল আলমকে সুপারিশ করার জন‌্য বলেন নাসির। 

পরে উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. মামুনুর রহমান হাওলাদারের উপস্থিতিতে তাকে গালাগাল করে বলেন, ‘নেতা ফুটাইতে আইছো? আমি নেতা করি না।

’ তিনি আরো বলেন, ‘সিটিজেন চার্টার পড়েন। পারসোনাল লোনে স্বাক্ষর করার জন্য আমি বাধ্য নই।’ পরে বারবার অনুরোধ করার পর তিনি স্বাক্ষর করেন।

ফয়সল আলম ব‌লেন, ‘আমি শুনেছি, এটা অত্যন্ত দুঃখজনক।

উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. মামুনুর রহমান হাওলাদারকে একাধিকবার তার মুঠোফোনে কল দিলেও সাড়া পাওয়া যায়নি।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হেনায়ারা বেগম বলেন, ‘এটা বানানো, এ বিষয়ে কোনো সত্যতা নেই। তারে নির্দিষ্ট করে কোনো কিছু বলা হয়নি। পরিকল্পিতভাবে এটা করা হয়েছে।’ 

নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অরূপ রতন সিংহ বলেন, ‘এ বিষয়টি আমি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ে পাঠাব।

’ 

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মোস্তফা কামাল বলেন, ‘তদন্ত করে দেখব, যদি দোষী সাব্যস্ত হয়। তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

মন্তব্য

সম্পর্কিত খবর

লক্ষ্মীপুরে বাড়ি ফেরার পথে যুবককে গুলি

লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুর প্রতিনিধি
শেয়ার
লক্ষ্মীপুরে বাড়ি ফেরার পথে যুবককে গুলি

লক্ষ্মীপুরে গুলিবিদ্ধ অবস্থায় রুবেল হোসেন নামে এক যুবককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বাম হাতের কব্জিতে গুলি লেগেছে। শুক্রবার (১১ এপ্রিল) রাত ১১টার দিকে সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের পূর্ব চৌপল্লী গ্রামের বেপারি বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে।

এদিকে খবর পেয়ে জেলা পুলিশ সুপার (এসপি) আকতার হোসেন হাসপাতাল পরিদর্শনে গেছেন। এসময় তিনি রুবেল ও তার সঙ্গে থাকা লোকজনের সঙ্গে কথা বলেন। 

আহত রুবেল পূর্ব চৌপল্লী গ্রামের বেপারি বাড়ির আব্দুল কুদ্দুসের ছেলে। তবে কে বা কারা গুলি করেছে তা দেখেননি বলে জানিয়েছেন রুবেল।

 

পুলিশ ও স্থানীয়রা জানায়, আধিপত্য বিস্তার, মাদক ব্যবসা নিয়ে রুবেল ও কদু আলমগীরের মধ্যে বিরোধ চলে আসছে। দুজনই পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, অস্ত্রসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে। ঘটনার সময় বাজার থেকে বাড়ি যাওয়ার পথে রুবেলকে দুর্বৃত্তরা গুলি করে।

আগ থেকেই দুর্বৃত্তরা ঘটনাস্থলে ওত পেতে ছিল।

হাসপাতালে আহত অবস্থায় রুবেল জানায়, চৌপল্লী বাজার থেকে ঘটনার সময় তিনি বাড়ি যাচ্ছিলেন। ঘটনাস্থল পৌঁছালে পেছন থেকে তাকে গুলি করা হয়। এতে গুলিটি তার বাম হাতের কব্জিতে বিদ্ধ হয়। তবে কে বা কারা গুলি করেছে তিনি তা দেখেননি।

একপর্যায়ে তিনি অচেতন হয়ে রাস্তায় পড়ে যান।

তিনি আরো বলেন, অস্ত্রধারী সন্ত্রাসী কদু আলমগীর আমার কাছে ৫ লাখ টাকা চাঁদা চেয়েছে। এলাকায় থাকতে হলে টাকা দিতে হবে। তা না হলে আমাকে হত্যা করবে বলে হুমকি দেয়। তিনবার আমার বাড়িতে লোকজন পাঠিয়ে আমাকে হুমকি দিয়েছে।

বাম হাতের কব্জিতে গুলিবিদ্ধ হয়ে এক ব্যক্তি এসেছেন জানিয়ে সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক কমলাশীষ রায় বলেন, তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার (এসপি) আকতার হোসেন গণমাধ্যমকে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মাদক ব্যবসা নিয়ে দু'পক্ষের মধ্যে দ্বন্দ্ব ছিল। এর জের ধরেই রুবেলকে গুলি করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

মন্তব্য

যে লঙ্কায় যায় সেই রাবণ হয় : সিংগাইরে নুরুল হক নুর

মোবারক হোসেন, সিংগাইর (মানিকগঞ্জ)
মোবারক হোসেন, সিংগাইর (মানিকগঞ্জ)
শেয়ার
যে লঙ্কায় যায় সেই রাবণ হয় : সিংগাইরে নুরুল হক নুর

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেন, যে লঙ্কায় যায় সেই রাবণ হয়। দেশের মানুষ আর এই রাজনীতি চায় না। মানুষ দেশের উন্নয়ন চায়। কাজেই দেশের উন্নয়নের জন্য প্রয়োজনীয় সংস্কার প্রয়োজন।

শুক্রবার (১১ এপ্রিল) সন্ধ্যায় মানিকগঞ্জের সিংগাইর গণঅধিকার পরিষদ আয়োজিত সিংগাইর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ভিপি নুর বলেন, জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। এই গণ-অভ্যুত্থান নিয়ে কেউ চেতনার ব্যবসা করবেন না। গণ-অভ্যুত্থান কোনো রাজনৈতিক দল কিংবা ব্যক্তি বা একক কোনো প্রতিষ্ঠানের জন্য হয়নি।

এই অভ্যুত্থান হয়েছে দল, মত নির্বিশেষে ছাত্র-জনতা ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে। কাজেই এই অভ্যুত্থানকে বিফল হতে দেওয়া যাবে না।

তিনি বলেন, দেশে ৫৩ বছরের রাজনীতিতে বহু সরকার দেখেছে, বহু প্রধানমন্ত্রী দেখেছে জনগণ। নির্বাচনের আগে বহু আশা-আকাঙ্ক্ষার কথা বললেও ক্ষমতায় গিয়ে সব ভুলে যায়।

রাষ্ট্র সংস্কারের পরেই নির্বাচন হবে। নির্বাচন ও সংস্কারকে মুখোমুখি দাঁড় করিয়ে একটি মহল রাজনৈতিক সুবিধা আদায়ের চেষ্টা করছে।

তিনি আরো বলেন, দেশের মানুষের উন্নয়নের জন্য নির্বাচিত সরকার যেমন প্রয়োজন। আবার সংস্কারও প্রয়োজন। রাজনৈতিক দলগুলোর জন্য আত্মসুদ্ধি ও আত্মসংযমের সময় এখন।

সাধারণ মানুষের কাছে নিজেদের অবস্থান তুলে ধরার সময় এখন। কাজেই জাতীয় নির্বাচনের আগে প্রয়োজনীয় সংস্কার করা জরুরি।

ভিপি নুর বলেন, বিএনপি, জামায়াতে ইসলামী, গণঅধিকার পরিষদসহ দেশে প্রায় ৫০টির মতো নিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে। আমরা যখন নির্বাচন চাইব তখনই নির্বাচন হবে। তাছাড়া প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ইতিমধ্যে নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছেন, আগামী ডিসেম্বর অথবা পরের বছরের জুন মাসের মধ্যে নির্বাচন হবে। আশা করছি সংস্কার শেষে নির্ধারিত সময়ের মধ্যেই দেশে নির্বাচন হবে। আমার মতে দলীয় প্রধান ও রাষ্ট্রের প্রধান এক ব্যক্তি হতে পারবেন না। সরকারের মেয়াদ হতে হবে ৪ বছর। 

সিংগাইর উপজেলা গণধিকার পরিষদের সভাপতি আলামিন দেওয়ানের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান। তিনি বলেন, আমাদের দল থেকে তিনটি দাবি জানিয়েছি, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, গণহত্যার বিচার ও প্রয়োজনীয় সংস্কারের পর নির্বাচন।

সিংগাইর উপজেলা গণধিকার পরিষদের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবুর সঞ্চালনায় জনসভায় অন্যন্যের মধ্যে বক্তব্য দেন, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, শিক্ষা বিষয়ক সম্পাদক জাহিদুর রহমান বিশ্বাস, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমান, যুব অধিকারের সাধারণ সম্পাদক নাদিম হাসন, ছাত্র অধিকার পরিষদের যুগ্ম-সম্পাদক সবুজ হোসেন ও দপ্তর সম্পাদক মো. তোহা। এসময় গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য হাবিবুর রহমান রিজু, মাহফুজুর রহমান খান ও গণধিকার পরিষদের ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক মো. তোফাজ্জল হোসেন, মানিকগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের সভাপতি হাসান আলী, সিংগাইর যুব অধিকার পরিষদের সভাপতি শহিদুল ইসলাম, সিংগাইর ছাত্র অধিকার পরিষদের সভাপতি মনির হোসেন ও সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম মুরাদসহ গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় জেলা এবং স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য

খুন করে মাটিচাপা: ১৬৪ ধারায় স্বীকারোক্তি প্রমোদ রিকমনের

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি
শেয়ার
খুন করে মাটিচাপা: ১৬৪ ধারায় স্বীকারোক্তি প্রমোদ রিকমনের

হবিগঞ্জের চুনারুঘাট কাপাইছড়া চা বাগানের গহীন জঙ্গলে খুন করে মাটিচাপা দেওয়ার ঘটনায় গ্রেপ্তার প্রমোদ রিকমন (৩২) আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। 

শুক্রবার (১১ এপ্রিল) বিকেলে তাকে হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রিয়াজ উদ্দিনের আদালতে হাজির করা হয়। এ সময় প্রমোদ স্বীকার করেন, লিটন মিয়া (৩৮)কে তার চার সহযোগীকে নিয়ে তিনিই হত্যা করেছেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

 

পুলিশ ও নিহতের পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, ৩ এপ্রিল সাতছড়িতে লাকড়ি সংগ্রহের কথা বলে বাড়ি থেকে বের হন লিটন। এরপর থেকে তার খোঁজ পাওয়া যায়নি। সাতদিনেও বাড়িতে ফিরে না এলে পরিবারের লোকজন বিষয়টি বুধবার পুলিশকে জানায়। খবর পেয়ে চুনারুঘাট থানা পুলিশ কাপাইছড়া চা-বাগানে অভিযান চালিয়ে প্রমোদ রিকমন (৩২) নামে একজনকে গ্রেপ্তার করে।

প্রমোদ কাপাইছড়া চাবাগানের মঙ্গল রিকমনের ছেলে। পরে ১০ এপ্রিল গভীর রাতে প্রমোদকে সঙ্গে নিয়ে তার দেওয়া তথ্যমতে পাহাড়ি এলাকার কাপাইছড়া চা বাগানের ৯ নম্বর টিলার ভেতরে মাটি খুঁড়ে লিটন মিয়ার মরদেহ উদ্ধার করা হয়। এ খুনের ঘটনায় লিটনের বাবা ছায়েদ আলী বাদী হয়ে প্রমোদ রিকমনকে প্রধান আসামি করে চুনারুঘাট থানায় মামলা দায়ের করেছে। 

চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ নুর আলম কালের কণ্ঠকে বলেন, ঘটনা জানার ১২ ঘণ্টার মধ্যে চাঞ্চল্যকর লিটন হত্যার ক্লু বের করে প্রধান আসামিকে বিচারের আওতায় আনা হয়েছে।

এ মামলার এজাহারভুক্ত অন্যান্য আসামিদেরকেও গ্রেপ্তার করা হবে।

মন্তব্য

‘তাদের বক্তব্য শুনে মনে হচ্ছে পাঁচ বছর ক্ষমতায় থাকার খায়েশ হয়েছে’

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
‘তাদের বক্তব্য শুনে মনে হচ্ছে পাঁচ বছর ক্ষমতায় থাকার খায়েশ হয়েছে’
সংগৃহীত ছবি

বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন বলেন, ‘কিছু কিছু উপদেষ্টার বক্তব্য শুনে মনে হচ্ছে, তাদের মধ্যে এখন পাঁচ বছর ক্ষমতায় থাকার একটা খায়েশ জন্ম হয়েছে। জনগণ নাকি তাদের পাঁচ বছর ক্ষমতায় দেখতে চায়, সম্পূর্ণ মিথ্যা কথা। সত্যিটা হলো, জনগণ একটি জবাবদিহিমূলক সরকার চায়। জনগণ ভোট দিতে চায়।

জনগণ ভোটের মাধ্যমে সরকার প্রতিষ্ঠা করতে চায়।’

শুক্রবার (১১ এপ্রিল) বিকেলে মুন্সীগঞ্জের লৌহজং কলেজ মাঠে আয়োজিত সমাবেশে প্রধান বক্তা হিসেবে তিনি এ কথা বলেন। জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান খানের সঞ্চালনায় ও উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে সমাবেশে যুবদলের কেন্দ্রীয় সহসভাপতি মাসুদ খান, উপজেলা যুবদলের সাবেক সহসভাপতি মোশারফ হোসেন, উপজেলা মহিলা দলের সভাপতি রোকেয়া বেগম প্রমুখ বক্তব্য দেন।

আসাদুজ্জামান বলেন, ‘বাংলাদেশের সংবিধানে স্পষ্ট করে লেখা আছে, জনগণের প্রত্যক্ষ ভোটে সংসদ সদস্য নির্বাচিত হবেন।

জনগণের ভোটে নির্বাচিত সংসদ সদস্যের সরকার গঠন করবে। নির্বাচিত সদস্যদের মেজরিটি নিয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন। এর বাইরে সংবিধানে অন্য কোনো কথা লেখা নেই। গত ১৫ বছর এ দেশে সেটা চলেনি, সে জন্য ২০২৪ সালের আগস্টে গণ-অভ্যুত্থানের মাধ্যমে ব্যবস্থার পরিবর্তন ঘটেছে।
এই পরিবর্তনের জন্য সংগ্রাম হয়েছে। এটার জন্য মানুষ জীবন দিয়েছে। এটার জন্য বিপ্লব হয়েছিল। সুতরাং সেই অবস্থানের মর্মবাণী শহীদের রক্তের যে চেতনা, সেটা মনে রাখতে হবে। ধারণ করতে হবে।

প্রধান উপদেষ্টার উদ্দেশে বিএনপি নেতা আসাদুজ্জামান বলেন, ‘বিএনপির পক্ষ থেকে প্রধান উপদেষ্টাকে অভিনন্দন জানাই। তাকে আমরা সালাম জানাই। ধন্যবাদ জানাই। প্রধান উপদেষ্টা নিরলস পরিশ্রম করছেন। তার গৌরবদীপ্ত নামের কারণে, বাইরের দেশের বিনিয়োগকারীরা বিনিয়োগে আকৃষ্ট হচ্ছেন। এটা খুব ভালো কথা। তিনি প্রতিজ্ঞা করেছিলেন, বাংলাদেশে এমন একটি নির্বাচন উপহার দেবেন, যেটি পৃথিবীতে দৃষ্টান্ত হয়ে থাকবে। সেই নির্বাচন আমরা দেশের মানুষ দেখার জন্য অপেক্ষা করছি।’

বিএনপির নেতা-কর্মীদের উদ্দেশে আসাদুজ্জামান বলেন, ‘আমরা কাউকে কাউকে দেখছি, ফ্যাসিস্ট সরকারের দোসরদের নিয়ে দল ভারী করার চেষ্টা করছেন। কেন এমনটা করছেন? বিএনপিতে কি লোকের অভাব? কোটি কোটি মানুষ বিএনপিকে সাপোর্ট করে। ওই পতিত সরকারের লোকদের তাহলে কেন পুনর্বাসন করা হচ্ছে? যারা আওয়ামী লীগের নেতাদের প্রশ্রয় দেবেন, দলে ভেড়াবেন, সে যত বড়ই নেতা হোন না কেন, তাকে বয়কট করবেন। যে বা যাঁরা অন্যায় করছেন, গণশত্রুতে পরিণত হচ্ছেন। তাদের দায়ভার কোনোভাবেই দল নেবে না। এটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সরাসরি নির্দেশনা। তাঁদের দল থেকে বহিষ্কার করে দেওয়া হচ্ছে এবং বহিষ্কার করা হবে।’

মন্তব্য

সর্বশেষ সংবাদ