যশোরের অভয়নগরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বিচালিবোঝাই আরেক ট্রাকের ধাক্কায় আলমগীর হোসেন (৩০) নামে এক হেলপার নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) ভোরে উপজেলা পরিষদ সংলগ্ন পিয়া আই কেয়ার হাসপাতালের সামনে যশোর-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
আরো পড়ুন
কুকুর টেনে বের করল নবজাতকের লাশ!
নিহত আলমগীর হোসেন নওগাঁ জেলার পোষণ গ্রামের বাসিন্দা। তিনি বিচালিবোঝাই ট্রাকের হেলপার ছিলেন।
তাঁর পিতার নাম জানাতে পারেনি পুলিশ।
প্রত্যক্ষদর্শী এক নার্স বলেন, বৃহস্পতিবার ভোর সাড়ে ৫ টার দিকে পিয়া আই কেয়ার হাসপাতালের সামনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে খুলনাগামী বিচালিবোঝাই আরেকটি ট্রাক ধাক্কা মারে। এতে বিচালিবোঝাই ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। গুরুতর আহত অবস্থায় ওই ট্রাকের হেলপারকে নওয়াপাড়া ফায়ার সার্ভিস উদ্ধার করে নিয়ে যায়।
আরো পড়ুন
তালা খুলে কুয়েটের অফিসিয়াল কার্যক্রম শুরু, বন্ধ একাডেমিক
নওয়াপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আলাউদ্দিন মনির বলেন, বিচালিবোঝাই ট্রাকের হেলপার আলমগীর হোসেনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. মাহমুদুর রহমান বলেন, ট্রাক দুর্ঘটনায় আহত রোগীর শারীরিক অবস্থা খারাপ হওয়ায় তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পর তার মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছি।
আরো পড়ুন
নিখোঁজের ৪ দিনেও সন্ধান মেলেনি গৃহবধূ লামিয়ার
এ ব্যাপারে নওয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান কালের কণ্ঠকে বলেন, ‘খুলনায় নেওয়ার পর ট্রাকের হেলপারের মৃত্যু হয়েছে।
বিচালিবোঝাই ক্ষতিগ্রস্ত ট্রাকটি পুলিশের হেফাজতে রয়েছে। নওগাঁ থেকে বিচালি নিয়ে ট্রাকটি খুলনার ফুলতলা উপজেলায় যাচ্ছিল। দাঁড়িয়ে থাকা ট্রাকটি পালিয়ে গেছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।