ট্রাকচাপায় ভ্যানের ৩ যাত্রী নিহত, গুরুতর আহত ৩

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
শেয়ার
ট্রাকচাপায় ভ্যানের ৩ যাত্রী নিহত, গুরুতর আহত ৩
প্রতীকী ছবি

বগুড়ার দুপচাঁচিয়ায় ট্রাকের ধাক্কায় ব্যাটারি চালিত অটোভ্যানের তিন যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার রাত সোয়া ৮ টার দিকে নওগাঁ- বগুড়া আঞ্চলিক মহাসড়কের দুপচাঁচিয়া মেইল বাসস্ট্যান্ডে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

এতে গুরুতর আহত হয়েছেন অন্তত তিনজন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

তবে নিহত ও আহতদের নাম-ঠিকানা এই রিপোর্ট লেখা পর্যন্ত পাওয়া যায়নি। 

আরো পড়ুন
যানজটে আটকা জামায়াত আমির, ছাড়াতে গিয়ে প্রাণ গেল কর্মীর

যানজটে আটকা জামায়াত আমির, ছাড়াতে গিয়ে প্রাণ গেল কর্মীর

 

এসব তথ্য নিশ্চিত করে দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম জানান, প্রাথমিকভাবে জানা গেছে নিহতরা একটি টাইলস কারখানায় কাজ করে অটোভ্যানযোগে বাড়ি ফিরছিলেন। মূল সড়কে উঠার সময় ভ্যানের এক্সেল ভেঙে যায়। এ সময় নওগাঁ থেকে বগুড়াগামী গরুবাহী একটি দ্রুতগামী ট্রাক ভ্যানটিকে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান। বাকি তিনজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। 

তিনি আরো জানান, এখন পর্যন্ত কারও পরিচয় মেলেনি। এ ঘটনায় ঘাতক ট্রাকটি পালিয়ে গেছে।

আমাদের টিম ঘটনাস্থলে কাজ করছে। 

প্রাসঙ্গিক
মন্তব্য

সম্পর্কিত খবর

কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে নারী পোশাককর্মীকে ছুরিকাঘাতে হত্যা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
শেয়ার
কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে নারী পোশাককর্মীকে ছুরিকাঘাতে হত্যা
প্রতীকী ছবি

চট্টগ্রামে কর্মস্থল থেকে বাসায় যাওয়ার পথে চাঁদনি খাতুন (৩০) নামে এক নারী পোশাককর্মী খুন হয়েছেন। শনিবার (৫ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে নগরের বন্দর থানাধীন বাকের আলী টেকের মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

জানতে চাইলে নগরের বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মুহাম্মদ সুলতান আহসান বলেন, এই হত্যার ঘটনায় আমরা সন্দেহভাজন একজনকে খুঁজছি। কর্মস্থল থেকে যাওয়ার সময় ওই নারীকে ছুরিকাঘাত করা হয়েছে।

এরপর তাকে চমেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ এখন চমেক হাসপাতাল মর্গে। তার স্বামীর জড়িত থাকার অভিযোগের বিষয়ে ওসি বলেন, ঘটনাটি আমরা তদন্ত করছি।  

পুলিশ জানায়, নিহত চাঁদনি খাতুন খুলনা জেলার দাকোপ উপজেলার খাজুরিয়া গ্রামের বাসিন্দা।

তিনি চট্টগ্রাম নগরের ইপিজেড এলাকার এভারটোব বাংলাদেশ লিমিটেড নামক একটি পোশাক কারখানায় কর্মরত ছিল। চাঁদনি বন্দর থানার ঊষাপাড়া মাজার এলাকায় ভাড়া বাসায় থাকতেন। 

গুরুতর আহত অবস্থায় ওই নারীকে চমেক হাসপাতালে নিয়ে যাওয়া জনি নামে এক ব্যক্তি বলেন, আমরা যখন ওই নারীকে রাস্তায় পাই তখন তাঁর খুব ব্লিডিং হচ্ছিল। পরে কয়েকজন তাকে ধরাধরি করে হাসপাতালে নিয়ে যায়।

গাড়িতে যখন ছিল তখন তার সেন্স সামান্য থাকলেও কথা বলতে পারেননি। তবে ওখানে থাকা লোকজনকে তিনি বলেছেন তাকে তার স্বামী ছুরিকাঘাত করে পালিয়েছেন। হাসপাতালে নিয়ে যাওয়ার পর তিনি মারা যান।

মন্তব্য

স্ত্রীর পরকীয়া প্রেমিকের হুমকি, নিরাপত্তা চেয়ে স্বামীর সংবাদ সম্মেলন

টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইল প্রতিনিধি
শেয়ার
স্ত্রীর পরকীয়া প্রেমিকের হুমকি, নিরাপত্তা চেয়ে স্বামীর সংবাদ সম্মেলন
সংগৃহীত ছবি

টাঙ্গাইলের ভূঞাপুর স্ত্রীর পরকীয়া প্রেমিকের হুমকিতে আতঙ্কিত স্বামী সংবাদ সম্মেলনে নিরাপত্তা চেয়েছেন। ভুক্তভোগী স্বামী শাহ-আলম।

শনিবার (৫ এপ্রিল) সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের অডিটোরিয়ামে এ সংবাদ সম্মেলন করেন। তিনি ভূঞাপুর উপজেলার নিকলা নয়াপাড়া গ্রামের আশরাফ আলীর ছেলে।

লিখিত বক্তব্যে শাহআলম বলেন, ৯ বছর আগে ভূঞাপুর পৌরসভার ঘাটান্দি এলাকার এক মেয়ের সাথে তার বিয়ে হয়। বিয়ের সময় শ্বশুর-শাশুড়ি তথ্য গোপন করে তার পালিত মেয়েকে বিয়ে দেন। বর্তমানে সংসারে একটি ছেলে ও মেয়ে সন্তান রয়েছে। সন্তানদের কথা ভেবে স্ত্রীর নানা অপরাধ অত্যাচার সহ্য করছি।

তিনি আরো বলেন, আমি গোপালগঞ্জে একটি বেসরকারী সংস্থা (এনজিওতে) চাকরি করি। প্রতিবেশীরা আমাকে স্ত্রীর পরকীয়ার নানান তথ্য দেয়। তবুও সন্তানদের কথা ভেবে স্ত্রীকে সংশোধন হয়ে সংসার করতে বলি। সম্প্রতি আমার স্ত্রী ভূঞাপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আলমগীর হোসেনের সাথে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়ে।

শাহ আলম বলেন, ঈদের দিন আমার স্ত্রীকে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আলমগীর হোসেনের সঙ্গে ভিডিও কলে কথা বলার সময় হাতেনাতে ধরে ফেলি এবং মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার চেষ্টা করি। এরপরই শুরু হয় আমার উপর নানা অত্যাচার ও অকথ্য ভাষায় গালিগালাজ। ঘটনা জানার পর ছাত্রদল নেতা আমাকে নানাভাবে প্রাণনাশের হুমকি দেয়। এছাড়াও কয়েকজন যুবক দিয়ে আমাকে হুমকি দেয়। পরে আমি ভূঞাপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছি।

 

টাঙ্গাইল জেলা ছাত্রদলের আহ্বায়ক দুর্জয় হোড় শুভ বলেন, ভূঞাপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আলমগীর হোসেনের বিরুদ্ধে আনা অভিযোগটি নিরপেক্ষ তদন্ত করে দলীয় ব্যবস্থা নেওয়া হবে। 

ভূঞাপুর থানার ওসি একেএম রেজাউল করিম বলেন শাহআলম নামের এক ব্যক্তি তার স্ত্রী ও ছাত্রদল নেতার বিরুদ্ধে থানায় পরকিয়ার অভিযোগ করেছেন। বিষয়টির তদন্ত চলছে। এছাড়া ওই গৃহবধূও থানায় অভিযোগ করেছেন।

প্রাসঙ্গিক
মন্তব্য

কুমিল্লার দ্যুতিয়া দিঘিতে স্নানোৎসবে পুণ্যার্থীদের ঢল

সদর দক্ষিণ-লালমাই (কুমিল্লা) প্রতিনিধি
সদর দক্ষিণ-লালমাই (কুমিল্লা) প্রতিনিধি
শেয়ার
কুমিল্লার দ্যুতিয়া দিঘিতে স্নানোৎসবে পুণ্যার্থীদের ঢল
ছবি : কালের কণ্ঠ

বিশ্বশান্তি ও মানব কল্যাণ কামনায় কুমিল্লার লালমাই পাহাড়ের চণ্ডীমুড়ার দ্যুতিয়া দিঘিতে সনাতন ধর্মাবলম্বীদের অষ্টমী স্নানোৎসব অনুষ্ঠিত হয়েছে। ১৭০০ শতাব্দী থেকে দিদিটিতে স্নান উৎসব পালিত হয়ে আসছে।

শনিবার (৫ এপ্রিল) সূর্যোদয় থেকে শুরু হয়ে সূর্যাস্ত পর্যন্ত চলে এই উৎসব। এই উপলক্ষে চণ্ডীমন্দির ও দ্যুতিয়া দিঘি এলাকায় মেলা বসেছে।

মেলা ও স্নানোৎসবে পুণ্যার্থীদের ঢল নামে। পুণ্যার্থীদের জন্য মন্দির কমিটি খাবারের ব্যবস্থাও করেছে। পুণ্যার্থী রিপন বৈষ্ণব বলেন, প্রতিবছর এই দিনে স্নানের জন্য দিঘিতে আসি। শিশু থেকেই বাবা মায়েদের সঙ্গে স্নানোৎসব ও মেলায় আসতাম।
এখনো মনে টানে, শান্তির আসায় এখানে আসি। 

চণ্ডীমুড়া মন্দিরের সেক্রেটারি অনিমেষ কান্তি দাশ বলেন, শুক্রবার মন্দিরে প্রার্থনার পর শনিবার ভোর থেকে দ্যুতিয়া দিঘীতে স্নানোৎসব অনুষ্ঠিত হয়েছে। স্নানোৎসবকে কেন্দ্র করে সেনাবাহিনী, জেলা পুলিশ, ডিবি পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দিঘী ও মন্দির এলাকায় ডিউটি করেছেন। শান্তিপূর্ণভাবে উৎসবটি শেষ হয়েছে।

লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহ আলম বলেন, স্নানোৎসবকে কেন্দ্র করে কুমিল্লার পুলিশ সুপার স্যারের নির্দেশে জেলা ও থানা পুলিশের একাধিক টিম কাজ করেছে। আইন-শৃঙ্খলা বাহিনীর সরব উপস্থিতির কারণে পুণ্যার্থীরা স্বাচ্ছন্দ্যে দিঘিতে আসতে পেরেছে।

মন্তব্য

চৌদ্দগ্রামে সাবেক রেলমন্ত্রীর বাড়িতে আগুন, ভাঙচুর

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
শেয়ার
চৌদ্দগ্রামে সাবেক রেলমন্ত্রীর বাড়িতে আগুন, ভাঙচুর
ছবি : কালের কণ্ঠ

কুমিল্লার চৌদ্দগ্রামে সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক মুজিবের বাড়িতে আগুন ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শনিবার (৫ এপ্রিল) বিকেলে উপজেলার বসুয়ারা গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হিলাল উদ্দিন আহমেদ।

সাবেক রেলমন্ত্রীর ভাতিজা আব্দুল আউয়াল সুমন বলেন, ‘আজ সকালে উপজেলার পদুয়া রাস্তার মাথায় কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রশিবিরের সভাপতি মহিউদ্দিন রনির সঙ্গে আমার চাচাতো ভাই আহসান উল্লাহর রাজনৈতিক বিষয়ে কথা-কাটাকাটি হয়।

বিষয়টি স্থানীয়রা সমাধান করে দেয়। বিকেলে রনির নেতৃত্বে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা পদুয়া বাজারে মিছিল করেন। মিছিল শেষে রনির নেতৃত্বে শতাধিক জামায়াত-শিবিরের লোকজন কাকা মুজিবুল হকের ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে ভাঙচুর করে আগুন দেয়। কিছু লোক আমাদের ঘরের গেট ভেঙে আমার মোটরসাইকেলে আগুন দিয়ে বাড়ি ঘর ভাঙচুর করে।
আমাদের বাড়ির প্রায় ৭-৮টি ঘর ভাঙচুর করে। সন্ধ্যায় সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের লোক আসে।’

চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রশিবিরের সভাপতি নুরুল ইসলাম বলেন, ‘কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রশিবিরের সভাপতি মহিউদ্দিন রনি ভাইয়ের বাড়ি শ্রীপুর ইউনিয়নে। সকালে রনি ভাইয়ের সঙ্গে ঝামেলা করার কারণে বিকেলে আমরা বিক্ষোভ মিছিল করেছি।

কিছু উত্তেজিত জনতা ভাঙচুর করতে পারে।’

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হিলাল উদ্দিন আহমেদ বলেন, ‘বিকেলে কিছু দুর্বৃত্ত হামলা চালিয়ে ভাঙচুর ও আগুন দিয়েছে, তার সত্যতা পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

মন্তব্য

সর্বশেষ সংবাদ