টাঙ্গাইলের ভূঞাপুর স্ত্রীর পরকীয়া প্রেমিকের হুমকিতে আতঙ্কিত স্বামী সংবাদ সম্মেলনে নিরাপত্তা চেয়েছেন। ভুক্তভোগী স্বামী শাহ-আলম।
শনিবার (৫ এপ্রিল) সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের অডিটোরিয়ামে এ সংবাদ সম্মেলন করেন। তিনি ভূঞাপুর উপজেলার নিকলা নয়াপাড়া গ্রামের আশরাফ আলীর ছেলে।
লিখিত বক্তব্যে শাহআলম বলেন, ৯ বছর আগে ভূঞাপুর পৌরসভার ঘাটান্দি এলাকার এক মেয়ের সাথে তার বিয়ে হয়। বিয়ের সময় শ্বশুর-শাশুড়ি তথ্য গোপন করে তার পালিত মেয়েকে বিয়ে দেন। বর্তমানে সংসারে একটি ছেলে ও মেয়ে সন্তান রয়েছে। সন্তানদের কথা ভেবে স্ত্রীর নানা অপরাধ অত্যাচার সহ্য করছি।
তিনি আরো বলেন, আমি গোপালগঞ্জে একটি বেসরকারী সংস্থা (এনজিওতে) চাকরি করি। প্রতিবেশীরা আমাকে স্ত্রীর পরকীয়ার নানান তথ্য দেয়। তবুও সন্তানদের কথা ভেবে স্ত্রীকে সংশোধন হয়ে সংসার করতে বলি। সম্প্রতি আমার স্ত্রী ভূঞাপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আলমগীর হোসেনের সাথে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়ে।
শাহ আলম বলেন, ঈদের দিন আমার স্ত্রীকে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আলমগীর হোসেনের সঙ্গে ভিডিও কলে কথা বলার সময় হাতেনাতে ধরে ফেলি এবং মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার চেষ্টা করি। এরপরই শুরু হয় আমার উপর নানা অত্যাচার ও অকথ্য ভাষায় গালিগালাজ। ঘটনা জানার পর ছাত্রদল নেতা আমাকে নানাভাবে প্রাণনাশের হুমকি দেয়। এছাড়াও কয়েকজন যুবক দিয়ে আমাকে হুমকি দেয়। পরে আমি ভূঞাপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছি।
টাঙ্গাইল জেলা ছাত্রদলের আহ্বায়ক দুর্জয় হোড় শুভ বলেন, ভূঞাপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আলমগীর হোসেনের বিরুদ্ধে আনা অভিযোগটি নিরপেক্ষ তদন্ত করে দলীয় ব্যবস্থা নেওয়া হবে।
ভূঞাপুর থানার ওসি একেএম রেজাউল করিম বলেন শাহআলম নামের এক ব্যক্তি তার স্ত্রী ও ছাত্রদল নেতার বিরুদ্ধে থানায় পরকিয়ার অভিযোগ করেছেন। বিষয়টির তদন্ত চলছে। এছাড়া ওই গৃহবধূও থানায় অভিযোগ করেছেন।