ঢাকা, শুক্রবার ০৪ এপ্রিল ২০২৫
২১ চৈত্র ১৪৩১, ০৪ শাওয়াল ১৪৪৬

ঢাকা, শুক্রবার ০৪ এপ্রিল ২০২৫
২১ চৈত্র ১৪৩১, ০৪ শাওয়াল ১৪৪৬

মিরসরাইয়ে ৪ গাড়ির সংঘর্ষে নিহত ২, আহত ২০

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
শেয়ার
মিরসরাইয়ে ৪ গাড়ির সংঘর্ষে নিহত ২, আহত ২০
ছবি: কালের কণ্ঠ

চট্টগ্রামের মিরসরাইয়ে ৪টি যানবাহনের সংঘর্ষে ২ জন নিহত এবং প্রায় ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১০ জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় মহাসড়কে প্রায় ২ ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করে।

আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাত ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই উপজেলার মিঠাছরা বাজারের ইউটার্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ঝালকাঠি জেলার কাঁঠালিয়া থানার মুশিরাবাদ গ্রামের লতিফ হাওলাদারের ছেলে কাভার্ডভ্যান চালক সুমন হাওলাদার (৩৫), ঝালকাঠি জেলার পশ্চিম মাদারবাড়ী থানার পোড়া মসজিদ গ্রামের শাহ আলমের ছেলে বাস সুপারভাইজার সোহাগ (৩৫)।

আহতরা হলেন- শাহরিয়া (১৮), শার্মিলা (১৬), রোমেলা (১২), উম্মে সালমা (১৬), আলা মিয়া (১৪), মারিয়া (১৫), কামরুজ্জমান (৪২), আবদুর রশিদ (৫০), আয়েশা আক্তার (৪২), মিজান উদ্দিন (৬৩)। আহত অন্যদের পরিচয় পাওয়া যায়নি।

আরো পড়ুন
বুয়েটে চান্স পেল যমজ ২ ভাই

বুয়েটে চান্স পেল যমজ ২ ভাই

 

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই উপজেলার মিঠাছরা বাজার ইউটার্ন এলাকায় বুধবার ভোররাতে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা নীরব পরিবহনের একটি যাত্রীবাহী বাস শ্যামলী পরিবহন বাসকে ধাক্কা দেয়। এতে নীরব পরিবহনের বাসটি মহাসড়কের আইল্যান্ড পার হয়ে চট্টগ্রামমুখী হয়ে গেলে দ্রুতগামী একটি কাভার্ডভ্যান নীরব পরিবহনের বাসের সঙ্গে ধাক্কা লাগে।

আরো পড়ুন
দেশে বিরাজমান বৈষম্যগুলোকে চিহ্নিত করে কাজ করতে হবে : শিরীন হক

দেশে বিরাজমান বৈষম্যগুলোকে চিহ্নিত করে কাজ করতে হবে : শিরীন হক

 

জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক বোরহান উদ্দিন বলেন, ‘বুধবার দিবাগত রাত ৩টার দিকে মহাসড়কের মিঠাছরা বাজার এলাকায় চারটি গাড়ির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ২ জন নিহত হয়।

আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে। ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত যানবাহনগুলো উদ্ধার করে ফাঁড়িতে আনা হয়েছে।’

মন্তব্য

সম্পর্কিত খবর

দেড় যুগ পর গৌরনদী কেন্দ্রীয় ঈদের জামাতে সাবেক এমপি জহির উদ্দিন স্বপন

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
দেড় যুগ পর গৌরনদী কেন্দ্রীয় ঈদের জামাতে সাবেক এমপি জহির উদ্দিন স্বপন
সংগৃহীত ছবি

প্রায় দেড় যুগ পর গৌরনদীর কেন্দ্রীয় ঈদের নামাজের জামাতে অংশ নিয়েছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা, সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপন। এতে বিএনপির নেতাকর্মীসহ সাধারণ মানুষের মাঝে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। 

সোমবার (৩১ মার্চ) সকাল ৮টার দিকে গৌরনদী কলেজসংলগ্ন কেন্দ্রীয় ঈদ্গাহ ময়দানে তিনি নামাজে অংশগ্রহণ করেন। এ সময় বিপুলসংখ্যক বিএনপি ও জামায়াতের স্থানীয় নেতারা ঈদের নামাজে অংশ নেন।

 

আরো পড়ুন
‎লিবিয়ায় জিম্মি থেকে মুক্তি পেয়ে ফিরলেন ‎পিরোজপুরের লোকমান

‎লিবিয়ায় জিম্মি থেকে মুক্তি পেয়ে ফিরলেন ‎পিরোজপুরের লোকমান

 

নামাজ শেষে দোয়ায় জুলাই-আগস্টসহ গত ১৫ বছরে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নিহত সব শহীদ, ফিলিস্তিনের গাজায় নির্যাতিত নিরীহ মুসলিম, বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়াম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।

 ঈদুল ফিতর উপলক্ষে পুরো এলাকায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপনের পক্ষ থেকে  ঈদের শুভেচ্ছা জানিয়ে পোস্টার, ব্যানার ও বিলবোর্ড লাগানো হয়।  

উল্লেখ্য, গত ১৫ বছর গৌরনদী ও আগৈলঝাড়া বিএনপি নেতাকর্মীদের জন্য রীতিমতো নিষিদ্ধ জনপদে পরিণত হয়েছিল। স্থানীয় সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপনের বাড়িতে এসে ঈদসহ সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ করতে বাধা দেওয়া হতো।

মন্তব্য

‎লিবিয়ায় জিম্মি থেকে মুক্তি পেয়ে ফিরলেন ‎পিরোজপুরের লোকমান

পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুর প্রতিনিধি
শেয়ার
‎লিবিয়ায় জিম্মি থেকে মুক্তি পেয়ে ফিরলেন ‎পিরোজপুরের লোকমান
সংগৃহীত ছবি

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বাসিন্দা লোকমান হোসেন লিবিয়ার জিম্মি থেকে মুক্তি পেয়ে বাড়ি ফিরেছেন। তিনি সাপলেজা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড নলী জয়নগর গ্রামের বাসিন্দা।

গতকাল বুধবার (২ এপ্রিল) মাদারীপুরের শিবচর উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের দালাল দাদন জমাদ্দারের মাধ্যমে লিবিয়াতে জিম্মি থেকে মুক্তি পেয়ে দেশে ফিরেছেন বলে জানিয়েছে তার পরিবার।

লোকমান হোসেন বলেন, ‘শাহ আলম নামের একজনকে সাড়ে ৩ লাখ টাকা দিয়েছি বিদেশ যাওয়ার জন্য, কিন্তু আমাকে বিক্রি করে দেন অন্য এক দালালের কাছে।

তারপর লিবিয়া থেকে ইতালি যাওয়ার জন্য শুরুতে ১০ লাখ টাকা দিয়েছি সিলেটের হবিগঞ্জের শিরু ইসলাম নামের দালালকে। কিন্তু আমাকে ইতালি পাঠাননি। তারা অনেক নির্যাতন করত, বাঁচার জন্য বাড়িতে টাকা চাইতাম। বাড়ির বসতঘরের জমি বিক্রি করে দিয়ে মাদারীপুরের দাদন জমাদ্দারকে দিয়েছি ১২ লাখ।
লিবিয়ায় ত্রিপলি জহুরাঘাট ওসামা ক্যাম্পের একটি রুমে বন্দি করে রাখে এবং মুক্তিপণের জন্য প্রতিদিন নির্যাতন করে।’

আরো পড়ুন
অবিলম্বে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে : সরোয়ার

অবিলম্বে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে : সরোয়ার

 

লোকমান হোসেনের স্ত্রী রিমি আক্তার (২৮) বলেন, ‘স্বামীকে মুক্ত করার জন্য দালালের বাড়িতে গিয়ে আমরা অনেক দিন থেকেছি। তিনি নিশ্চিত মুক্তি পেয়েছেন সেটা জেনে সেখান থেকে আমরা এসেছি। আমার স্বামী আজ ১১ মাস পরে দেশে ফিরেছেন।

বেঁচে আছেন কি না, সেটাও জানা ছিল না ‘

এ বিষয়ে সাপলেজা ইউনিয়নের ইউপি সদস্য কাজল খান বলেন, লোকমান দেশে ফিরেছেন। শুরু থেকে পরিবারটির পাশে ছিলাম। শরীরে অনেক আঘাতের চিহ্ন রয়েছে। লোকমানের এখন ভালো চিকিৎসার প্রয়োজন।

আরো পড়ুন
বাগাতিপাড়ায় ১৫ দিনব্যাপী বাঘার ঈদ মেলা শুরু

বাগাতিপাড়ায় ১৫ দিনব্যাপী বাঘার ঈদ মেলা শুরু

 

মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল কাইয়ুম বলেন, তার সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

তার সার্বিক বিষয়ে উপজেলা প্রশাসন থেকে ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য

তালতলীতে প্রেমিক যুগলের মরদেহ উদ্ধার

আমতলী (বরগুনা) প্রতিনিধি
আমতলী (বরগুনা) প্রতিনিধি
শেয়ার
তালতলীতে প্রেমিক যুগলের মরদেহ উদ্ধার
সংগৃহীত ছবি

বরগুনার তালতলীতে দুলাভাইয়ের বাড়ি থেকে প্রেমিক যুগলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে তালতলী থানা পুলিশ। নিহত প্রেমিক যুগলের নাম ইকবাল হাওলাদার ও লামিয়া বেগম।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) বিকেলে উপজেলার শারিকখালী ইউনিয়নের চাউলাপাড়া গ্রামে রহিম ডাক্তারের বাড়িতে ওই ঘটনা ঘটে। নিহত ইকবাল বরগুনার বেতাগী উপজেলার পূর্ব রানীপুর গ্রামের শুক্কুর হাওলাদারের ছেলে ও স্বামী পতিত্যক্তা নিহত লামিয়া পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ থানার সুবিদখালী গ্রামের বাসিন্দা।

আরো পড়ুন
অবিলম্বে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে : সরোয়ার

অবিলম্বে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে : সরোয়ার

 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার বিকেলে লামিয়াকে নিয়ে দুলাভাইয়ের বাড়ি বেড়াতে আসেন ইকবাল হাওলাদার। ইকবাল তার প্রেমিকা লামিয়াকে নিয়ে মেয়ের শ্বশুরবাড়ি এসেছেন। এমন সংবাদ শুনে লামিয়ার মা হাজেরা বেগম সেখানে আসেন। ওই সময় ইকবাল ও তার মেয়েকে গালমন্দ করেন তিনি।

এতে ক্ষোভে ইকবাল ও লামিয়া ঘরের চালের রুয়ার সঙ্গে ওড়না ও রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন।

সংবাদ পেয়ে তালতলী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালে প্রেরণ করেন।

আরো পড়ুন
মা-ভাইকে কুপিয়ে জখম করলেন বড় ভাই

মা-ভাইকে কুপিয়ে জখম করলেন বড় ভাই

 

তালতলী থানার ওসি মোহাম্মদ শাহজালাল বলেন, ‘প্রেমিক যুগলের আত্মহত্যার বিষয়ে থানায় একটি অপমৃত্য মামলা করে লাশ ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্টের পর পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে।

মন্তব্য

বাগাতিপাড়ায় ১৫ দিনব্যাপী বাঘার ঈদ মেলা শুরু

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
শেয়ার
বাগাতিপাড়ায় ১৫ দিনব্যাপী বাঘার ঈদ মেলা শুরু
ছবি : কালের কণ্ঠ

নাটোরের বাগাতিপাড়ায় তমালতলা এলাকায় ৫০০ বছরের ঐতিহ্যবাহী বড় বাঘায় ১৫ দিনব্যাপী ঐতিহাসিক ঈদ মেলা শুরু হয়েছে ঈদুল ফিতরের দিন থেকে। বড় বাঘা নামে পরিচিত ওই মাজার চত্বরে অনুষ্ঠিত মেলায় দূর-দূরান্ত থেকে আসছে হাজারো নারী-পুরুষ। মেলায় পসরা নিয়ে বসেছেন শত শত ব্যবসায়ীও। 

আরো পড়ুন
এসএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল শিক্ষা বোর্ড

এসএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল শিক্ষা বোর্ড

 

ঈদ উপলক্ষে অনুষ্ঠিত এই মেলায় পাওয়া যাচ্ছে সব ধরনের মিষ্টি, শিশুদের খেলনা, কাঠের সামগ্রী, বেলুন, বাঁশি ইত্যাদি।

রয়েছে ছবির দোকান, খাবার হোটেল, পান, চায়ের স্টল, নাগরদোলা প্রভৃতি।

বড় বাঘা মসজিদ, মাদরাসা ও মেলা কমিটির সাধারণ সম্পাদক মিজানুর রহমান বলেন, প্রায় ৫০০ বছর যাবৎ ঈদুল ফিতরের দিন এই মেলা শুরু হয়ে তিন থেকে ১৫ দিন পর্যন্ত চলে। তিনি আরো বলেন, মেলায় যাতে কোনো প্রকার অশ্লীলতা না হয় সেদিকে সতর্ক দৃষ্টি রাখা হচ্ছে।

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ