চট্টগ্রামের মিরসরাইয়ে ৪টি যানবাহনের সংঘর্ষে ২ জন নিহত এবং প্রায় ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১০ জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় মহাসড়কে প্রায় ২ ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করে।
মিরসরাইয়ে ৪ গাড়ির সংঘর্ষে নিহত ২, আহত ২০
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাত ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই উপজেলার মিঠাছরা বাজারের ইউটার্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ঝালকাঠি জেলার কাঁঠালিয়া থানার মুশিরাবাদ গ্রামের লতিফ হাওলাদারের ছেলে কাভার্ডভ্যান চালক সুমন হাওলাদার (৩৫), ঝালকাঠি জেলার পশ্চিম মাদারবাড়ী থানার পোড়া মসজিদ গ্রামের শাহ আলমের ছেলে বাস সুপারভাইজার সোহাগ (৩৫)।
আহতরা হলেন- শাহরিয়া (১৮), শার্মিলা (১৬), রোমেলা (১২), উম্মে সালমা (১৬), আলা মিয়া (১৪), মারিয়া (১৫), কামরুজ্জমান (৪২), আবদুর রশিদ (৫০), আয়েশা আক্তার (৪২), মিজান উদ্দিন (৬৩)। আহত অন্যদের পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই উপজেলার মিঠাছরা বাজার ইউটার্ন এলাকায় বুধবার ভোররাতে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা নীরব পরিবহনের একটি যাত্রীবাহী বাস শ্যামলী পরিবহন বাসকে ধাক্কা দেয়। এতে নীরব পরিবহনের বাসটি মহাসড়কের আইল্যান্ড পার হয়ে চট্টগ্রামমুখী হয়ে গেলে দ্রুতগামী একটি কাভার্ডভ্যান নীরব পরিবহনের বাসের সঙ্গে ধাক্কা লাগে।
জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক বোরহান উদ্দিন বলেন, ‘বুধবার দিবাগত রাত ৩টার দিকে মহাসড়কের মিঠাছরা বাজার এলাকায় চারটি গাড়ির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ২ জন নিহত হয়।
সম্পর্কিত খবর

দেড় যুগ পর গৌরনদী কেন্দ্রীয় ঈদের জামাতে সাবেক এমপি জহির উদ্দিন স্বপন
অনলাইন ডেস্ক

প্রায় দেড় যুগ পর গৌরনদীর কেন্দ্রীয় ঈদের নামাজের জামাতে অংশ নিয়েছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা, সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপন। এতে বিএনপির নেতাকর্মীসহ সাধারণ মানুষের মাঝে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
সোমবার (৩১ মার্চ) সকাল ৮টার দিকে গৌরনদী কলেজসংলগ্ন কেন্দ্রীয় ঈদ্গাহ ময়দানে তিনি নামাজে অংশগ্রহণ করেন। এ সময় বিপুলসংখ্যক বিএনপি ও জামায়াতের স্থানীয় নেতারা ঈদের নামাজে অংশ নেন।
নামাজ শেষে দোয়ায় জুলাই-আগস্টসহ গত ১৫ বছরে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নিহত সব শহীদ, ফিলিস্তিনের গাজায় নির্যাতিত নিরীহ মুসলিম, বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়াম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।
ঈদুল ফিতর উপলক্ষে পুরো এলাকায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপনের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা জানিয়ে পোস্টার, ব্যানার ও বিলবোর্ড লাগানো হয়।
উল্লেখ্য, গত ১৫ বছর গৌরনদী ও আগৈলঝাড়া বিএনপি নেতাকর্মীদের জন্য রীতিমতো নিষিদ্ধ জনপদে পরিণত হয়েছিল। স্থানীয় সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপনের বাড়িতে এসে ঈদসহ সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ করতে বাধা দেওয়া হতো।

লিবিয়ায় জিম্মি থেকে মুক্তি পেয়ে ফিরলেন পিরোজপুরের লোকমান
পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বাসিন্দা লোকমান হোসেন লিবিয়ার জিম্মি থেকে মুক্তি পেয়ে বাড়ি ফিরেছেন। তিনি সাপলেজা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড নলী জয়নগর গ্রামের বাসিন্দা।
গতকাল বুধবার (২ এপ্রিল) মাদারীপুরের শিবচর উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের দালাল দাদন জমাদ্দারের মাধ্যমে লিবিয়াতে জিম্মি থেকে মুক্তি পেয়ে দেশে ফিরেছেন বলে জানিয়েছে তার পরিবার।
লোকমান হোসেন বলেন, ‘শাহ আলম নামের একজনকে সাড়ে ৩ লাখ টাকা দিয়েছি বিদেশ যাওয়ার জন্য, কিন্তু আমাকে বিক্রি করে দেন অন্য এক দালালের কাছে।
এ বিষয়ে সাপলেজা ইউনিয়নের ইউপি সদস্য কাজল খান বলেন, লোকমান দেশে ফিরেছেন। শুরু থেকে পরিবারটির পাশে ছিলাম। শরীরে অনেক আঘাতের চিহ্ন রয়েছে। লোকমানের এখন ভালো চিকিৎসার প্রয়োজন।
মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল কাইয়ুম বলেন, তার সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

তালতলীতে প্রেমিক যুগলের মরদেহ উদ্ধার
আমতলী (বরগুনা) প্রতিনিধি

বরগুনার তালতলীতে দুলাভাইয়ের বাড়ি থেকে প্রেমিক যুগলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে তালতলী থানা পুলিশ। নিহত প্রেমিক যুগলের নাম ইকবাল হাওলাদার ও লামিয়া বেগম।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) বিকেলে উপজেলার শারিকখালী ইউনিয়নের চাউলাপাড়া গ্রামে রহিম ডাক্তারের বাড়িতে ওই ঘটনা ঘটে। নিহত ইকবাল বরগুনার বেতাগী উপজেলার পূর্ব রানীপুর গ্রামের শুক্কুর হাওলাদারের ছেলে ও স্বামী পতিত্যক্তা নিহত লামিয়া পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ থানার সুবিদখালী গ্রামের বাসিন্দা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার বিকেলে লামিয়াকে নিয়ে দুলাভাইয়ের বাড়ি বেড়াতে আসেন ইকবাল হাওলাদার। ইকবাল তার প্রেমিকা লামিয়াকে নিয়ে মেয়ের শ্বশুরবাড়ি এসেছেন। এমন সংবাদ শুনে লামিয়ার মা হাজেরা বেগম সেখানে আসেন। ওই সময় ইকবাল ও তার মেয়েকে গালমন্দ করেন তিনি।
সংবাদ পেয়ে তালতলী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালে প্রেরণ করেন।
তালতলী থানার ওসি মোহাম্মদ শাহজালাল বলেন, ‘প্রেমিক যুগলের আত্মহত্যার বিষয়ে থানায় একটি অপমৃত্য মামলা করে লাশ ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্টের পর পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে।

বাগাতিপাড়ায় ১৫ দিনব্যাপী বাঘার ঈদ মেলা শুরু
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

নাটোরের বাগাতিপাড়ায় তমালতলা এলাকায় ৫০০ বছরের ঐতিহ্যবাহী বড় বাঘায় ১৫ দিনব্যাপী ঐতিহাসিক ঈদ মেলা শুরু হয়েছে ঈদুল ফিতরের দিন থেকে। বড় বাঘা নামে পরিচিত ওই মাজার চত্বরে অনুষ্ঠিত মেলায় দূর-দূরান্ত থেকে আসছে হাজারো নারী-পুরুষ। মেলায় পসরা নিয়ে বসেছেন শত শত ব্যবসায়ীও।
ঈদ উপলক্ষে অনুষ্ঠিত এই মেলায় পাওয়া যাচ্ছে সব ধরনের মিষ্টি, শিশুদের খেলনা, কাঠের সামগ্রী, বেলুন, বাঁশি ইত্যাদি।
বড় বাঘা মসজিদ, মাদরাসা ও মেলা কমিটির সাধারণ সম্পাদক মিজানুর রহমান বলেন, প্রায় ৫০০ বছর যাবৎ ঈদুল ফিতরের দিন এই মেলা শুরু হয়ে তিন থেকে ১৫ দিন পর্যন্ত চলে। তিনি আরো বলেন, মেলায় যাতে কোনো প্রকার অশ্লীলতা না হয় সেদিকে সতর্ক দৃষ্টি রাখা হচ্ছে।