ভারত সীমান্ত ঘেঁষা একটি গ্রাম ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের মাঝিগাছা। ওই গ্রামের একটি জায়গার নাম দরবার বাজার। নামে বাজার হলে সেখানে দোকান দুই-তিনটি। এর মধ্যে খোলা থাকা একটি দোকানে চোখ আটকায়।
দোকানের সামনে একটি ব্যানারে লেখা, ‘হানিফ ভাই এর দোকানে পবিত্র রমজান মাস উপলক্ষে বিশেষ অফার। এক টাকা লাভে রমজানের যাবতীয় পণ্যসামগ্রী বিক্রয় করা হয়।’
সোমবার বিকেলে গিয়ে দোকান মালিক মো. হানিফকে ঘোষণা অনুযায়ী পণ্য বিক্রি করতে দেখা যায়। অজপাড়া গায়ের দোকানে এমন অফারে পণ্য বিক্রি বেশ সাড়া ফেলেছে।
মো. বাছির নামে এক ক্রেতা বলেন, ‘রমজান মাস উপলক্ষে হানিফ এক টাকা লাভে পণ্য বিক্রি করছেন। আমাদের এলাকায় এটি বেশ সাড়া ফেলেছে। শহরের বাজার থেকে পণ্য না নিয়ে এলাকার মানুষ এখান থেকেই ইফতার কেন্দ্রিক বিভিন্ন পণ্য নিয়ে যাচ্ছে। আমারা ওনার উদ্যোগকে স্বাগত জানাই।
’
কথা হয় মনিয়ন্দ ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) দুলাল মৃধার সঙ্গে। তিনি বলেন, ‘গ্রামের দোকানে এটি খুবই ভালো একটি উদ্যোগ। আমাদের গ্রামের মানুষ এখান থেকে স্বস্থিতে পণ্য কিনতে পারছে। এ উদ্যোগ এলাকায বেশ সাড়া ফেলেছে।’
দোকানী মো. হানিফ বলেন, ‘রমজান উপলক্ষে যেসব পণ্যের প্রয়োজন হয় যেমন তেল, ছোলাবুট, ডাল, পিঁয়াজ, রসুন ইত্যাদি আমি মাত্র এক টাকা লাভে বিক্রি করছে।
আমার গ্রামের লোকজন সবাই আমার এখান থেকে পণ্য নেন। গত রমজান থেকে আমি এটা চালু করেছি।’