আশুলিয়া

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবককে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

সাভার (ঢাকা) সংবাদদাতা
সাভার (ঢাকা) সংবাদদাতা
শেয়ার
শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবককে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ
স্থানীয়রা মিলনকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন। ছবি : কালের কণ্ঠ

সাভারের আশুলিয়া ইউনিয়নের আউকপাড়া এলাকায় চার বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিবেশী ভাড়াটিয়া মিলনের (৩৫) বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয়রা তাকে আটক করে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে।

আজ সোমবার (১৭ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ওসি (তদন্ত) কামাল হোসেন। অভিযুক্ত মিলন রংপুরের মিঠাপুকুর থানার লালপুকুর গ্রামের খোকা মিয়ার ছেলে।

তিনি আশুলিয়ার আউকপাড়া এলাকার লুৎফর রহমানের বাড়ির ভাড়াটিয়া।

থানা পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল রবিবার (১৬ মার্চ) বিকেল সাড়ে তিনটার দিকে চার বছরের ওই শিশুর মা-বাবা বাসায় না থাকার সুযোগে মিলন শিশুটিকে তার ঘরে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা চালান। এ সময় পাশের বাসার লোকজন বিষয়টি দেখতে পেয়ে তাকে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়।

আরো পড়ুন
নতুন দল গঠনকারীদের নিয়ে এনসিপি নেতার ফেসবুক পোস্ট ভাইরাল

নতুন দল গঠনকারীদের নিয়ে এনসিপি নেতার ফেসবুক পোস্ট ভাইরাল

 

এদিকে শিশু ধর্ষণ চেষ্টার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এলাকাবাসী। ভবিষ্যতে যেন এমন ঘটনার পুনরাবৃত্তি আর না ঘটে সে জন্য মিলনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

আশুলিয়া থানার ওসি (তদন্ত) কামাল হোসেন জানান, ফাঁকা বাসায় ৪ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে প্রতিবেশী মিলনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়েরসহ আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য

সম্পর্কিত খবর

১৫ মাসের শিশুকে যৌন হয়রানির অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি
দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি
শেয়ার
১৫ মাসের শিশুকে যৌন হয়রানির অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার
সংগৃহীত ছবি

রাজশাহীর পুঠিয়ায় ১৫ মাসের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে আব্দুর রশিদ (৫৫) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৭ মার্চ) বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার জিউপাড়া ইউনিয়নের মধুখালি গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত আব্দুর রশিদ (৫৫) একই গ্রামের মৃত সইমুদ্দিনের ছেলে। 

শিশুটির বাবা জানান, প্রতিবেশী আব্দুর রশিদ আমার মেয়েকে বিকেল সাড়ে তিনটার দিকে বিভিন্ন কথা বলে তার বাড়িতে নিয়ে যায়।

পরে ধর্ষণের চেষ্টা করে। এ ঘটনা জানাজানি হলে এলাকাবাসী রশিদকে ধরে পাশের বাড়ির একটি ঘরে আটকে রাখে।

এ ঘটনায় সোমবার রাত ৮টার দিকে পুঠিয়া থানায় মামলা করেন ওই শিশুর বাবা। পরে রাতেই অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন জানান, প্রাথমিক তদন্তে যৌন নিপীড়নের আলামত পাওয়া গেছে। শিশুটি চিকিৎসাধীন আছে। আসামি রশিদকে গ্রেপ্তার করা হয়েছে।

মন্তব্য

গ্রামে ১ টাকা লাভের দোকান

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
শেয়ার
গ্রামে ১ টাকা লাভের দোকান
ছবি : কালের কণ্ঠ

ভারত সীমান্ত ঘেঁষা একটি গ্রাম ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের মাঝিগাছা। ওই গ্রামের একটি জায়গার নাম দরবার বাজার। নামে বাজার হলে সেখানে দোকান দুই-তিনটি। এর মধ্যে খোলা থাকা একটি দোকানে চোখ আটকায়।

দোকানের সামনে একটি ব্যানারে লেখা, ‘হানিফ ভাই এর দোকানে পবিত্র রমজান মাস উপলক্ষে বিশেষ অফার। এক টাকা লাভে রমজানের যাবতীয় পণ্যসামগ্রী বিক্রয় করা হয়।’

সোমবার বিকেলে গিয়ে দোকান মালিক মো. হানিফকে ঘোষণা অনুযায়ী পণ্য বিক্রি করতে দেখা যায়। অজপাড়া গায়ের দোকানে এমন অফারে পণ্য বিক্রি বেশ সাড়া ফেলেছে।

মো. বাছির নামে এক ক্রেতা বলেন, ‘রমজান মাস উপলক্ষে হানিফ এক টাকা লাভে পণ্য বিক্রি করছেন। আমাদের এলাকায় এটি বেশ সাড়া ফেলেছে। শহরের বাজার থেকে পণ্য না নিয়ে এলাকার মানুষ এখান থেকেই ইফতার কেন্দ্রিক বিভিন্ন পণ্য নিয়ে যাচ্ছে। আমারা ওনার উদ্যোগকে স্বাগত জানাই।

কথা হয় মনিয়ন্দ ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) দুলাল মৃধার সঙ্গে। তিনি বলেন, ‘গ্রামের দোকানে এটি খুবই ভালো একটি উদ্যোগ। আমাদের গ্রামের মানুষ এখান থেকে স্বস্থিতে পণ্য কিনতে পারছে। এ উদ্যোগ এলাকায বেশ সাড়া ফেলেছে।’

দোকানী মো. হানিফ বলেন, ‘রমজান উপলক্ষে যেসব পণ্যের প্রয়োজন হয় যেমন তেল, ছোলাবুট, ডাল, পিঁয়াজ, রসুন ইত্যাদি আমি মাত্র এক টাকা লাভে বিক্রি করছে।

আমার গ্রামের লোকজন সবাই আমার এখান থেকে পণ্য নেন। গত রমজান থেকে আমি এটা চালু করেছি।’

প্রাসঙ্গিক
মন্তব্য

এমবিবিএস-বিডিএস ডিগ্রি ছাড়াই ডাক্তার পদবি লেখায় জরিমানা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
শেয়ার
এমবিবিএস-বিডিএস ডিগ্রি ছাড়াই ডাক্তার পদবি লেখায় জরিমানা
ছবি: কালের কণ্ঠ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে এমবিবিএস বা বিডিএস পাশ না করেও প্রেসক্রিপশনে ডাক্তার লিখে চিকিৎসা দেওয়ার অভিযোগে বাবুল চন্দ্র সাহা নামের এক ব্যক্তিকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার (১৭ মার্চ) বিকেলে উপজেলার উচালিয়াপাড়া মোড়ে সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিরাজুম মনিরা কায়ছান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এ সময় সঙ্গে থাকা সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক কামরুল হাসান জানান, আইনানুসারে এমবিবিএস বা বিডিএস পাশ না করে কেউ ডাক্তার পদবি ব্যবহার করতে পারেন না। কিন্তু বাবুল সাহা নিজ বাসায় চেম্বার খুলে দীর্ঘদিন যাবৎ ডাক্তার পদবি ব্যবহার করে রোগীদের চিকিৎসা দিয়ে আসছেন।

তারই প্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালত তাকে জরিমানা করেছে।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সিরাজুম মনিরা কায়ছান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘বাংলাদেশ মেডিক্যাল ও ডেন্টাল কাউন্সিল আইন-২০১০ অনুযায়ী এক ব্যক্তিকে অননুমোদিতভাবে ডাক্তার পদবি ব্যবহার করায় পাঁচ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। পাশাপাশি তাকে সতর্ক করে দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

মন্তব্য

সরিষাবাড়ী আ.লীগ নেতা রুমেল তালুকদার গ্রেপ্তার

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
শেয়ার
সরিষাবাড়ী আ.লীগ নেতা রুমেল তালুকদার গ্রেপ্তার
ছবি: কালের কণ্ঠ

জামালপুরের সরিষাবাড়ীতে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার মামলায় ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রুমেল তালুকদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৭ মার্চ) দিবাগত রাতে উপজেলার পিংনা ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রুমেল তালুকদার উপজেলার পিংনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ঠান্ডু মিয়ার ছেলে ও ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সরিষাবাড়ী উপজেলায় বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলা চালায় আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

এ ঘটনায় গত ২ আগস্ট সরিষাবাড়ী থানায় আওয়ামী লীগের দেড় শতাধিক নেতাকর্মীকে আসামি করে মামলা করেন বিএনপি কর্মী অলি মিয়া। আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে রুমেল তালুকদার পালিয়ে ছিলেন।

গতকাল সোমবার (১৭ মার্চ) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে পিংনা ইউনিয়ন এলাকায় এ এস আই শাহাদাৎ হোসেনের নেতৃত্বে অভিযান চালায় পুলিশ। পরে নিজ বাড়ি থেকে তাকে আটক করে পুলিশ।

তিনি সরিষাবাড়ী থানায় পুলিশি হেফাজতে আছেন। 

এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চাঁদ মিয়া কালের কণ্ঠকে বলেন, সরিষাবাড়ী থানার এ এস আই শাহাদাৎ হোসেনের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে আওয়ামী লীগ নেতা রুমেল তালুকদারকে গ্রেপ্তার করেছে। আজ মঙ্গলবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়।

মন্তব্য

সর্বশেষ সংবাদ