আশুলিয়া

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবককে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

সাভার (ঢাকা) সংবাদদাতা
সাভার (ঢাকা) সংবাদদাতা
শেয়ার
শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবককে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ
স্থানীয়রা মিলনকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন। ছবি : কালের কণ্ঠ

সাভারের আশুলিয়া ইউনিয়নের আউকপাড়া এলাকায় চার বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিবেশী ভাড়াটিয়া মিলনের (৩৫) বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয়রা তাকে আটক করে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে।

আজ সোমবার (১৭ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ওসি (তদন্ত) কামাল হোসেন। অভিযুক্ত মিলন রংপুরের মিঠাপুকুর থানার লালপুকুর গ্রামের খোকা মিয়ার ছেলে।

তিনি আশুলিয়ার আউকপাড়া এলাকার লুৎফর রহমানের বাড়ির ভাড়াটিয়া।

থানা পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল রবিবার (১৬ মার্চ) বিকেল সাড়ে তিনটার দিকে চার বছরের ওই শিশুর মা-বাবা বাসায় না থাকার সুযোগে মিলন শিশুটিকে তার ঘরে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা চালান। এ সময় পাশের বাসার লোকজন বিষয়টি দেখতে পেয়ে তাকে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়।

আরো পড়ুন
নতুন দল গঠনকারীদের নিয়ে এনসিপি নেতার ফেসবুক পোস্ট ভাইরাল

নতুন দল গঠনকারীদের নিয়ে এনসিপি নেতার ফেসবুক পোস্ট ভাইরাল

 

এদিকে শিশু ধর্ষণ চেষ্টার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এলাকাবাসী। ভবিষ্যতে যেন এমন ঘটনার পুনরাবৃত্তি আর না ঘটে সে জন্য মিলনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

আশুলিয়া থানার ওসি (তদন্ত) কামাল হোসেন জানান, ফাঁকা বাসায় ৪ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে প্রতিবেশী মিলনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়েরসহ আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য

সম্পর্কিত খবর

সরিষাবাড়ী আ.লীগ নেতা রুমেল তালুকদার গ্রেপ্তার

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
শেয়ার
সরিষাবাড়ী আ.লীগ নেতা রুমেল তালুকদার গ্রেপ্তার
ছবি: কালের কণ্ঠ

জামালপুরের সরিষাবাড়ীতে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার মামলায় ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রুমেল তালুকদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৭ মার্চ) দিবাগত রাতে উপজেলার পিংনা ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রুমেল তালুকদার উপজেলার পিংনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ঠান্ডু মিয়ার ছেলে ও ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সরিষাবাড়ী উপজেলায় বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলা চালায় আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

এ ঘটনায় গত ২ আগস্ট সরিষাবাড়ী থানায় আওয়ামী লীগের দেড় শতাধিক নেতাকর্মীকে আসামি করে মামলা করেন বিএনপি কর্মী অলি মিয়া। আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে রুমেল তালুকদার পালিয়ে ছিলেন।

গতকাল সোমবার (১৭ মার্চ) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে পিংনা ইউনিয়ন এলাকায় এ এস আই শাহাদাৎ হোসেনের নেতৃত্বে অভিযান চালায় পুলিশ। পরে নিজ বাড়ি থেকে তাকে আটক করে পুলিশ।

তিনি সরিষাবাড়ী থানায় পুলিশি হেফাজতে আছেন। 

এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চাঁদ মিয়া কালের কণ্ঠকে বলেন, সরিষাবাড়ী থানার এ এস আই শাহাদাৎ হোসেনের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে আওয়ামী লীগ নেতা রুমেল তালুকদারকে গ্রেপ্তার করেছে। আজ মঙ্গলবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়।

মন্তব্য

চালু হলো যমুনা রেলসেতু

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
চালু হলো যমুনা রেলসেতু

আনুষ্ঠানিকভাবে দেশের বৃহত্তম যমুনা রেলসেতুর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) বেলা ১১টা ৪০ মিনিটে টাঙ্গাইল প্রান্তে ইব্রাহিমাবাদ রেলস্টেশনের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ে সচিব ফাহিমুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত সাইদা সিনচি ও জাইকার দক্ষিণ এশিয়া বিভাগের মহাপরিচালক মি. ইতো তেরুয়াকি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেলওয়ে মহাপরিচালক মো. আফজাল হোসেন।

ইব্রাহিমাবাদ স্টেশনে আলোচনা ও উদ্বোধনী অনুষ্ঠান শেষ করে ট্রেনে করে সিরাজগঞ্জের সায়দাবাদ রেলস্টেশনে যাবেন তারা। সেখান থেকে সংবাদ সম্মেলন করার কথা রয়েছে যমুনা রেলসেতু কর্তৃপক্ষের।

বিশাল এ সমস্যা সমাধানের লক্ষ্যে ২০২০ সালের ৩ মার্চ যমুনা বহুমুখী সেতুর ৩০০ মিটার উজানে আলাদা রেলওয়ে সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয় এবং ওই বছরের ২৯ নভেম্বর রেল সেতুটি নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তুর স্থাপন করা হয়।

এ রেলসেতুর প্রথম পিলার নির্মাণে ২০২১ সালের মার্চে পাইলিংয়ের কাজ শুরু হয়।

দেশের দীর্ঘতম এ রেলওয়ে সেতু প্রকল্পের প্রথম নির্মাণ ব্যয় ৯ হাজার ৭৩৪ কোটি ৭ লাখ টাকা নির্ধারিত হলেও পরে তা ১৬ হাজার ৭৮০ কোটি ৯৬ লাখ টাকায় উন্নীত করা হয়। এর মধ্যে ২৭ দশমিক ৬০ শতাংশ অর্থায়ন করেছে দেশি উৎস থেকে এবং ৭২ দশমিক ৪০ শতাংশ ঋণ দিয়েছে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)।

দেশের সর্ববৃহৎ এ রেলওয়ে সেতুর নির্মাণ কাজ বাস্তবায়ন করেছে জাপানি কোম্পানি ওটিজি ও আইএইচআই জয়েন্টভেঞ্চার।

জাপানি ৫টি ঠিকাদারি প্রতিষ্ঠান বিশাল এ প্রকল্পটি বাস্তবায়ন করে। জাপান, ভিয়েতনাম, নেপাল, অস্ট্রেলিয়া, ফিলিপাইন ও বাংলাদেশের ৭ হাজারেরও বেশি কর্মীর ৪ বছরের পরিশ্রমে সেতুটির নির্মাণকাজ শেষ হয়।

সেতুটিতে ৫০টি পিলার, প্রতি দুই পিলারের মাঝে একটি করে মোট ৪৯টি স্প্যান রয়েছে। মূল সেতুর দৈর্ঘ্য ৪ দশমিক ৮ কিলোমিটার হলেও দুদিকে ৭ দশমিক ৬৬৭ কিলোমিটার রেলওয়ে অ্যাপ্রোচ এমব্যাংকমেন্ট এবং লুপ, সাইডিংসহ মোট ৩০ দশমিক ৭৩ কিলোমিটার রেললাইন স্থাপন করা হয়েছে। গত ১২ ফেব্রুয়ারি রাজশাহী থেকে ঢাকাগামী আন্তঃনগর সিল্কসিটি এক্সপ্রেস ট্রেন পারাপারের মধ্য দিয়ে দেশের বৃহত্তম এই রেলসেতু দিয়ে বাণিজ্যিকভাবে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়।

ওইদিন সাধারণ উদ্বোধনের মধ্য দিয়ে ৫০ কিলোমিটার গতিতে ৬ মিনিটে ট্রেন সেতু পার হলেও আজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের পর থেকে সেতুর ওপর দিয়ে উভয় লেনে ট্রেন চলবে ঘণ্টায় ১২০ কিলোমিটার গতিতে।
 

মন্তব্য

ভাঙ্গায় ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
শেয়ার
ভাঙ্গায় ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
প্রতীকী ছবি

ফরিদপুরের ভাঙ্গায় ট্রেনের ধাক্কায় রনি (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৯টা ২০ মিনিটের দিকে ভাঙ্গা পৌরসভার পূর্ব হাসামদিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। 

আরো পড়ুন
গুম তদন্ত কমিশনের মেয়াদ বাড়ল ৩০ জুন পর্যন্ত

গুম তদন্ত কমিশনের মেয়াদ বাড়ল ৩০ জুন পর্যন্ত

 

নিহত রনি উপজেলার তুজারপুর ইউনিয়নের সরইবাড়ী গ্রামের মৃত মোস্তফা শেখের ছেলে। তিনি ভাঙ্গা পৌরসভার পূর্ব হাসামদিয়া এলাকায় একটি মাছের আড়তে কাজ করতেন বলে জানা গেছে।

ভাঙ্গা রেলওয়ে পুলিশের কনস্টেবল মো. কামরুজ্জামান জানান, সকাল ৯টা ২০ মিনিটের দিকে ঢাকা থেকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেসের ধাক্কায় মারা যান রনি। মরদেহ উদ্ধার করা হয়েছে। রাজবাড়ী রেলওয়ে থানা পুলিশ এলে তাদের কাছে মরদেহটি হস্তান্তর করা হবে।

মন্তব্য

হাসপাতালে রোগীদের ওপর হামলা চালিয়ে গ্রেপ্তার সেই ছাত্রদল নেতাকে বহিষ্কার

আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর
শেয়ার
হাসপাতালে রোগীদের ওপর হামলা চালিয়ে গ্রেপ্তার সেই ছাত্রদল নেতাকে বহিষ্কার

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ছাত্রদল নেতাকে বহিষ্কার করা হয়েছে। কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো: জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অভিযুক্ত আবুল হোসেন প্রিন্স কালীগঞ্জ শ্রমিক কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদে ছিলেন।  

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গাজীপুর জেলা শাখার অধীনস্থ সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন প্রিন্সকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হল।

জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

এর আগে রবিবার (১৬ মার্চ) ভোররাতে ছাত্রদল নেতা প্রিন্স ও তার ৫ সহযোগীকে গ্রেপ্তার করে পুলিশ। তারা হলেন— কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ভাদার্ত্তীর এলাকার মোশারফ হোসেনের ছেলে আবুল হোসেন প্রিন্স (২৫), ছাত্রদল কর্মী ভাদার্ত্তীর নয়ন মিয়ার ছেলে হৃদয় মিয়া (২৪), মুনসেফপুর এলাকার আমির হোসেনের ছেলে তরিকুল ইসলাম (১৯), বালীগাঁও এলাকার আনোয়ার হোসেনের ছেলে রিয়ান রহমান (১৯), হাফিজ উদ্দিন সুমনের ছেলে কামরুজ্জামান চয়ন (১৮) এবং শফিকের ছেলে সিহান হোসেন (১৮)।

স্থানীয় সূত্র ও অভিযোগ সূত্রে জানা গেছে, মসজিদে সুদের বয়ান করা নিয়ে ইমামের সঙ্গে বাকবিতণ্ডা হয় স্থানীয় হরমুজের ছেলে খোকন (৫৫), সোহেল (৪৮), সুমনসহ (৪৮) কয়েকজনের।

এ নিয়ে ইমামের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হয়নি তা নিয়ে মসজিদ কমিটির সভাপতি স্থানীয় ৫নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি গোলজার হোসেনের (৪৩) সঙ্গে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে সংঘর্ষে জড়ান দুইপক্ষ। পরে হাসপাতালে চিকিৎসা নিতে গেলে বিএনপি নেতা গোলজার ও তার সমর্থকদের ওপর ফের হামলা করেন খোকন ও তার সহযোগীরা। পরে খোকন কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রিন্সকে খবর দিলে ইফতারের আগ মুহূর্তে প্রিন্সের নেতৃত্বে ছাত্রদলের ১০-১৫ জনের একটি দল হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন বিএনপি নেতা গোলজার ও তার সঙ্গে থাকা বিএনপি কর্মী হাবিবুল্লাহ, শামীম, সিরাজ মিয়া, আক্তার ও মোক্তারের ওপর অতর্কিত হামলা চালায়।
পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জরুরি বিভাগে পুনরায় চিকিৎসা সেবা শুরু হয়।

এ ঘটনায় থানায় পৃথক মামলা হলে রাতেই অভিযান চালিয়ে ছাত্রদল নেতা প্রিন্স ও তার ৫ সহযোগীকে গ্রেপ্তার করে পুলিশ। পরে সকাল ৯টার দিকে থানা থেকে তাদের ছাড়িয়ে নিতে থানার প্রধান ফটকের সামনে গিয়ে অবস্থান নেয় ছাত্রদলের নেতাকর্মীরা। পরে রবিবার দুপুরে গ্রেপ্তার ৬ জনসহ অজ্ঞাত আরো ১৫ জনের বিরুদ্ধে সরকারি কর্তব্য কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা করে পুলিশ। 

ঘটনার পর কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. শামিমা জানিয়েছেন, জরুরি বিভাগে রোগীদের চিকিৎসা চলাকালে হামলা হয়।

আমরা তখন নিরাপদ দূরত্বে গিয়ে থানায় খবর দেই। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ইমরান খান জানিয়েছেন, রোগীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলার কারণে চিকিৎসাসেবা বিঘ্নিত হলেও বর্তমানে তা স্বাভাবিক রয়েছে।

কালীগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম প্রধান জানিয়েছেন, অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা ঘটেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। 

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন কালের কণ্ঠকে জানান, সরকারি কর্তব্য কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা হয়েছে। ওই ঘটনায় ছয়জনকে রোববার গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ