কালিগঞ্জ

সাংবাদিকের ওপর হামলায় যুবদল নেতা আটক, পলাতক বড় নেতা

আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর
শেয়ার
সাংবাদিকের ওপর হামলায় যুবদল নেতা আটক, পলাতক বড় নেতা
সংগৃহীত ছবি

দৈনিক যুগান্তরের গাজীপুর জেলার কালিগঞ্জ উপজেলা প্রতিনিধি আব্দুল গাফফার (৪৫) সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হওয়ার ঘটনায় ফয়সাল খান নামে এক যুবদল নেতাকে আটক করেছে পুলিশ। এসময় জাঙ্গালিয়া ইউনিয়ন যুবদলের সাবেক সি. যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন আকন্দ পালিয়ে যান।

সোমবার (১৭ মার্চ) বেলা ১২ টার দিকে কালিগঞ্জ পুলিশ এই তথ্য জানায়।

আরো পড়ুন

গাজীপুরে সাংবাদিকের ওপর হামলা, হাসপাতালে ভর্তি

গাজীপুরে সাংবাদিকের ওপর হামলা, হাসপাতালে ভর্তি

 

পুলিশ জানায়, সাংবাদিকের ওপর হামলার ঘটনায় জড়িত আসামি ফয়সাল খানকে আটক করা হয়েছে।

গতকাল রবিবার রাত সোয়া ৯ টার দিকে কালিগঞ্জ উপজেলার জাঙালিয়া ইউনিয়নের আওড়াখালী বাজার থেকে মোটরসাইকেল যোগে নিজ বাড়িতে যাওয়ার সময় ১০/১২ জন সন্ত্রাসী মোটরসাইকেলের গতিরোধ করে গাফফারের উপর হামলা করে। তারা মারপিট করে টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়। আহতের ডাক চিৎকারে লোকজন ছুটে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

আরো পড়ুন

ভারতে হোলি উৎসবে হামলার এই ভিডিও নিয়ে যা জানা গেল

ভারতে হোলি উৎসবে হামলার এই ভিডিও নিয়ে যা জানা গেল

 

খোরশেদের সহকর্মী যুগান্তরের কাপাসিয়া প্রতিনিধি খোরশেদ আলম কালের কণ্ঠকে জানান, 'গুরুতর আহত গাফ্ফারকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

'

আরো পড়ুন

কেন আত্মহত্যার হুমকি দিলেন ভাইরাল তরমুজ বিক্রেতা রনি

কেন আত্মহত্যার হুমকি দিলেন ভাইরাল তরমুজ বিক্রেতা রনি

 

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি)  মো. আলাউদ্দিন কালের কণ্ঠকে বলেন, 'এ বিষয়ে সারারাত অভিযান চালিয়ে স্থানীয় ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি ফয়সাল খানকে আটক করা হয়েছে। প্রধান আসামি আলমগীর পালিয়ে গেছে। এ বিষয়ে দ্রুততম সময়েই  আইনগত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।'

মন্তব্য

সম্পর্কিত খবর

এনজিও কর্মীকে নগ্ন করে নির্যাতন; ভিডিও দেখিয়ে অর্থ আদায়

চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি
চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি
শেয়ার
এনজিও কর্মীকে নগ্ন করে নির্যাতন; ভিডিও দেখিয়ে অর্থ আদায়
প্রতীকী ছবি

কুমিল্লার চান্দিনায় এনজিওর এক পুরুষ ও এক নারী কর্মীকে আটকে নির্যাতনের অভিযোগ উঠেছে। নির্জন বাগানে নিয়ে পুরুষ কর্মীকে গাছের সঙ্গে বেঁধে ও নারী কর্মীকে নগ্ন করে নির্যাতন করা হয়। মোবাইল ফোনে ধারণ করা ওই ভিডিও ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে অর্থ আদায় করে অভিযুক্তরা। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

চান্দিনা থানার ওসি নাজমুল হুদা এসব তথ্য জানিয়েছেন। 

সোমবার (১৭ মার্চ) সন্ধ্যার পর থেকে রাত ১১ টা পর্যন্ত চান্দিনা পৌরসভার তুলাতলী দক্ষিণপাড়া দিঘির পারের একটি বাগানে এ ঘটনা ঘটে। তারা আইডিএফ নামে একটি এনজিও'র চান্দিনা শাখায় কর্মরত। পরদিন মঙ্গলবার (১৮ মার্চ) ৪ জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করে এনজিও’র পুরুষ কর্মী তারেক রহমান।

আরো পড়ুন
বাংলাদেশিদের ওমরাহ ভিসা বন্ধ হয়নি : ধর্ম উপদেষ্টা

বাংলাদেশিদের ওমরাহ ভিসা বন্ধ হয়নি : ধর্ম উপদেষ্টা

 

স্থানীয় সূত্রে জানা যায়, আইডিএফ নামে একটি এনজিও'র এক পুরুষ ও এক নারী কর্মী তুলাতলি গ্রামে ঋণের কিস্তি আদায় করতে সন্ধ্যা গড়িয়ে যায়। এসময় কয়েকজন যুবক তাদের আটক করে তুলাতলী গ্রামের শেষে এতবারপুর মালিবাড়ি সংলগ্ন একটি মৎস্য প্রজেক্টে পাড়ে নিয়ে তাদের আদায় করা কিস্তির টাকা ছিনিয়ে নেয়। এ সময় স্থানীয় রুহুল আমিন নামে এক লোক দেখে ফেলায় সেখান থেকে হাত ও চোখ বেঁধে তাদেরকে তুলাতলি দক্ষিণপাড়া দিঘির পাড়ে নিয়ে আটক করে। এসময় পুরুষ কর্মীকে গাছের সাথে বেঁধে মারধর করে এবং বৈদ্যুতিক শর্ক দেয়।

নারী কর্মীকে নগ্ন করে লাঞ্ছিত করে এবং মোবাইল ফোনে ভিডিও ধারণ করে। ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে আবার চাঁদাদাবি করে। এসময় ওই নারী তার বোনকে ফোন করে এবং নির্যাতনকারীদের বিকাশ নম্বরে ২০ হাজার টাকা পাঠায়। ওই টাকা পাওয়ার পরও নারীকে শারীরিক নির্যাতন করা শুরু করে। এক পর্যায়ে গ্রামের লোকজন টের পেয়ে ডাকাত বলে ধাওয়া করলে নির্যাতনকারীরা পালিয়ে যায়।

আরো পড়ুন
আছিয়ার শোকে ভারসাম্যহীন বাবার পাশে দাঁড়ালেন তারেক রহমান

আছিয়ার শোকে ভারসাম্যহীন বাবার পাশে দাঁড়ালেন তারেক রহমান

 

আইডিএফ এনজিও'র ঋণ আদায়কারী তারেক রহমান জানান, আমরা কিস্তির টাকা আদায় শেষে ফেরার পথে এ ঘটনা ঘটে। আমাদের বাগানে নিয়ে আমাকে গাছের সাথে বেঁধে মারধর করে এবং বৈদ্যুতিক শর্ক দেয়। আর নারী কর্মীকে নগ্ন করে নির্যাতন করে। তারা নারীকে পুরো নগ্ন করে মোবাইলে ভিডিও ধারণ করে ২ লাখ টাকা দাবি করে। বিকাশে ২০ হাজার টাকা এনে দেই কিন্তু তারা বাকি টাকা পেলে ভিডিও ডিলেট করবে বলে জানায়। এদিকে, ২০ হাজার টাকা নেয়ার পরও তারা নারীর ওপর অত্যাচার শুরু করে। গ্রামবাসী টের পেয়ে ধাওয়া করে এবং আমাদের উদ্ধার করে পুলিশে খবর দেয়। পু্লশি আমাদের উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা জানান, হাসপাতালে চিকিৎসা শেষে আমরা তাদেরকে থানায় এনে বিস্তারিত শুনে মামলা নেই। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

প্রাসঙ্গিক
মন্তব্য

ফুটবলার হামজা চৌধুরীকে স্বাগত জানাতে যাওয়ার পথে তরুণের পা দ্বিখণ্ডিত

হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জ প্রতিনিধি
শেয়ার
ফুটবলার হামজা চৌধুরীকে স্বাগত জানাতে যাওয়ার পথে তরুণের পা দ্বিখণ্ডিত
জেলার মানচিত্র

হবিগঞ্জের বাহুবল উপজেলায় দ্রুতগতির ট্রাকচাপায় মুজিবুর রহমান (২৩) নামে এক তরুণের পা দ্বিখণ্ডিত হয়ে গেছে।

সোমবার (১৭ মার্চ) বিকেল ৩টার দিকে উপজেলার দিগাম্বর বাজারের কাছে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ওই তরুণ তারকা ফুটবলার হামজা চৌধুরীকে স্বাগত জানানোর শোডাউনে গিয়ে দুর্ঘটনা কবলিত হন বলে পুলিশ নিশ্চিত করেছে।

আহত মুজিবুর বাহুবলের ইজ্জতপুর গ্রামে ইদ্রিস আলীর ছেলে।

তার সাথে যাওয়া স্নানঘাটের আজমান আলীর ছেলে তারেক মিয়াও (২২) একই দুর্ঘটনায় আহত হন।

স্থানীয়রা জানায়, সোমবার ফুটবলার দেওয়ান হামজা চৌধুরী সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সড়কপথে বাহুবলে আসেন। মোটরসাইকেল আরোহী ওই দুই তরুণ তাকে স্বাগত জানানোর শোডাউনে গিয়েছিলেন। দিগাম্বর বাজারের পাশে কালিবাড়ি নামক স্থানে যাওয়ার পর দ্রুতগতির একটি ট্রাকের সাথে তাদের মোটরসাইকেলের ধাক্কা লাগলে উভয়ে আহত হন।

এর মধ্যে মুজিবুরের ডান পা দ্বিখণ্ডিত হয়ে গেছে। পরে স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মুজিবুরকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। তারেককে বাহুবলেই চিকিৎসা দেওয়া হচ্ছে।

ফুটবলার হামজা চৌধুরীকে স্বাগত জানানোর শোডাউনে গিয়ে দুজন আহত হওয়ার সত্যতা নিশ্চিত করে বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুর রহমান জানান, দুর্ঘটনার পর ট্রাক নিয়ে চালক পালিয়ে গেছেন।

পরে পুলিশ ওই দুই যুবকের ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করে।

প্রাসঙ্গিক
মন্তব্য
কুড়িগ্রাম

ঈদকে সামনে রেখে সুই-সুতা নিয়ে ব্যস্ত ‘টুপি’ তৈরির কারিগররা

কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রাম প্রতিনিধি
শেয়ার
ঈদকে সামনে রেখে সুই-সুতা নিয়ে ব্যস্ত ‘টুপি’ তৈরির কারিগররা
ছবি: কালের কণ্ঠ

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার প্রত্যন্ত গ্রামগুলোতে ঈদকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন টুপি শিল্পের সঙ্গে যুক্ত নারীরা। সুই-সুতোর নিপুণ ছোঁয়ায় তৈরি নকশাদার টুপি দেশের গণ্ডি পেরিয়ে এখন জায়গা করে নিচ্ছে আন্তর্জাতিক বাজারে। বিশেষ করে ইউরোপের দেশ রোমানিয়ায় যাচ্ছে নারীদের তৈরি এসব টুপি।

এ শিল্পের মাধ্যমে ফুলবাড়ীর অনেক নারী স্বাবলম্বী হচ্ছেন।

ঘরে বসেই টুপি তৈরি করে তারা অর্থ উপার্জন করছেন। যা তাদের পরিবারে এনে দিয়েছে সচ্ছলতা। ফলে শুধু অর্থনৈতিক উন্নতিই নয়, নারীদের আত্মবিশ্বাসও বৃদ্ধি পাচ্ছে।

ফুলবাড়ী উপজেলার বালাটারী গ্রামের মায়া বেগমের বাড়িতে গেলে দেখা যায়, কয়েকজন নারী সুই-সুতা হাতে নিয়ে মনোযোগ দিয়ে টুপি তৈরিতে ব্যস্ত।

এখানকার নারীরা প্রশিক্ষণ নিয়ে এ কাজে দক্ষতা অর্জন করেছেন এবং নিয়মিত কাজ করছেন। প্রায় ৪০ জন নারী বিভিন্ন নকশার টুপি তৈরি করছেন, যা দেশীয় বাজার ছাড়িয়ে বিদেশেও রপ্তানি হচ্ছে।

টুপি তৈরির মূল্য নির্ভর করে এর সূচিকর্ম ও নকশার ওপর। দীর্ঘদিন ধরে এই শিল্পের সঙ্গে যুক্ত মায়া বেগম জানান, প্রতিটি টুপি তৈরি করলে ৮০০ থেকে ১ হাজার ৫০০ টাকা পর্যন্ত মজুরি পাওয়া যায়।

দুই বছর ধরে এই কাজে যুক্ত খাদিজা বেগম বলেন, ‘আগে সংসারের খরচ চালানো খুব কষ্টকর ছিল। কিন্তু টুপি তৈরির কাজ শেখার পর এখন নিজেই আয় করতে পারছি। মাসে দুই থেকে তিনটি টুপি তৈরি করে ২ হাজার থেকে ৩ হাজার টাকা আয় হয়। যা সংসার চালাতে অনেক সহায়তা করছে।’

আরেক নারী উদ্যোক্তা আদরী বেগম জানান, ‘অভাবের কারণে অনেক দুশ্চিন্তায় থাকতে হতো।

কিন্তু এখন ঘরে বসেই কাজ করতে পারছি, সংসারে সচ্ছলতা এসেছে।’

নারীদের এই কর্মসংস্থানের সুযোগ তৈরিতে তালুক শিমুলবাড়ী ফকিরপাড়া গ্রামের বাবলু খন্দকার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তার সহায়তায় অনেক নারী এখন নিজেদের পায়ে দাঁড়ানোর সুযোগ পাচ্ছেন।

বাবলু খন্দকার বলেন, ‘আমি রোমানিয়া টুপি তৈরির উপকরণ সরবরাহ করি এবং তৈরি শেষে নির্ধারিত মজুরি দিয়ে টুপি সংগ্রহ করি। বর্তমানে আমার উদ্যোগের আওতায় ৮০০ নারী কর্মসংস্থানের সুযোগ পাচ্ছেন।’

প্রাসঙ্গিক
মন্তব্য

ডাকাতি করতে এসে এলাকাবাসীর হাতে আটক ২

আঞ্চলিক প্রতিনিধি, নারায়ণগঞ্জ
আঞ্চলিক প্রতিনিধি, নারায়ণগঞ্জ
শেয়ার
ডাকাতি করতে এসে এলাকাবাসীর হাতে আটক ২

নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার নোয়াইল গ্রামে ডাকাতির সময় দুই ডাকাত সদস্যকে আটক করেছে এলাকাবাসী। গতকাল সোমবার দেড়টার দিকে ডাকাতদের আটক করে গ্রামবাসী। পরে আজ মঙ্গলবার সকালে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

স্থানীয়রা জানান, গত রবিবার গভীর রাতে পৌরসভার নোয়াইল গ্রামের মামুনের বাড়িতে একটি দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে।

ডাকাতরা মালামাল লুট করে মামুনের স্ত্রী মনি আক্তারকে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করে। এ ঘটনায় পৌর এলাকায় আতঙ্ক বিরাজ করছিল। এরপর গতকাল সোমবার রাত আনুমানিক দেড়টায় দিকে ডাকাত দল আবারো এলাকায় এসেছে এমন খবর পেয়ে মুঠোফোন ও অনলাইনে সবাইকে সতর্ক করা হলে এলাকাবাসী সোনারগাঁ পৌরসভার নোয়াইল এলাকা থেকে ডাকাত দলের দুই সদস্য জাহের আলী (৪৭)  ইমন মিয়াকে (২৪) আটক করে। সম্পর্কে তারা আপন চাচা-ভাতিজা।
আটককৃত দুজন পৌর এলাকার  রাইজদিয়া গ্রামের বাসিন্দা। আটকের পর জিজ্ঞেস করলে দুজনই স্বীকারোক্তি দেয়, গত রবিবার রাতে মামুনের বাড়িতে তারাই ডাকাতি করেছিল।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমএ বারী জানান, ঘটনাস্থল থেকে দুজন ডাকাতকে থানায় নিয়ে আসা হয়েছে। এছাড়াও পুলিশের একটি বিশেষ টিম ইতিমধ্যেই ডাকাতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালাতে শুরু করেছে।

তাদের বিরুদ্ধে ডাকাতি মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
 

মন্তব্য

সর্বশেষ সংবাদ