ঢাকা, মঙ্গলবার ১৮ মার্চ ২০২৫
৪ চৈত্র ১৪৩১, ১৭ রমজান ১৪৪৬

ঢাকা, মঙ্গলবার ১৮ মার্চ ২০২৫
৪ চৈত্র ১৪৩১, ১৭ রমজান ১৪৪৬
কালিগঞ্জ

সাংবাদিকের ওপর হামলায় যুবদল নেতা আটক, পলাতক বড় নেতা

আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর
শেয়ার
সাংবাদিকের ওপর হামলায় যুবদল নেতা আটক, পলাতক বড় নেতা
সংগৃহীত ছবি

দৈনিক যুগান্তরের গাজীপুর জেলার কালিগঞ্জ উপজেলা প্রতিনিধি আব্দুল গাফফার (৪৫) সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হওয়ার ঘটনায় ফয়সাল খান নামে এক যুবদল নেতাকে আটক করেছে পুলিশ। এসময় জাঙ্গালিয়া ইউনিয়ন যুবদলের সাবেক সি. যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন আকন্দ পালিয়ে যান।

সোমবার (১৭ মার্চ) বেলা ১২ টার দিকে কালিগঞ্জ পুলিশ এই তথ্য জানায়।

আরো পড়ুন

গাজীপুরে সাংবাদিকের ওপর হামলা, হাসপাতালে ভর্তি

গাজীপুরে সাংবাদিকের ওপর হামলা, হাসপাতালে ভর্তি

 

পুলিশ জানায়, সাংবাদিকের ওপর হামলার ঘটনায় জড়িত আসামি ফয়সাল খানকে আটক করা হয়েছে।

গতকাল রবিবার রাত সোয়া ৯ টার দিকে কালিগঞ্জ উপজেলার জাঙালিয়া ইউনিয়নের আওড়াখালী বাজার থেকে মোটরসাইকেল যোগে নিজ বাড়িতে যাওয়ার সময় ১০/১২ জন সন্ত্রাসী মোটরসাইকেলের গতিরোধ করে গাফফারের উপর হামলা করে। তারা মারপিট করে টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়। আহতের ডাক চিৎকারে লোকজন ছুটে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

আরো পড়ুন

ভারতে হোলি উৎসবে হামলার এই ভিডিও নিয়ে যা জানা গেল

ভারতে হোলি উৎসবে হামলার এই ভিডিও নিয়ে যা জানা গেল

 

খোরশেদের সহকর্মী যুগান্তরের কাপাসিয়া প্রতিনিধি খোরশেদ আলম কালের কণ্ঠকে জানান, 'গুরুতর আহত গাফ্ফারকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

'

আরো পড়ুন

কেন আত্মহত্যার হুমকি দিলেন ভাইরাল তরমুজ বিক্রেতা রনি

কেন আত্মহত্যার হুমকি দিলেন ভাইরাল তরমুজ বিক্রেতা রনি

 

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি)  মো. আলাউদ্দিন কালের কণ্ঠকে বলেন, 'এ বিষয়ে সারারাত অভিযান চালিয়ে স্থানীয় ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি ফয়সাল খানকে আটক করা হয়েছে। প্রধান আসামি আলমগীর পালিয়ে গেছে। এ বিষয়ে দ্রুততম সময়েই  আইনগত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।'

মন্তব্য

সম্পর্কিত খবর

গলাচিপায় নাব্য সংকটে ব্যাহত নৌ চলাচল, ভোগান্তি চরমে

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
শেয়ার
গলাচিপায় নাব্য সংকটে ব্যাহত নৌ চলাচল, ভোগান্তি চরমে
ছবি: কালের কণ্ঠ

পটুয়াখালী জেলার উপকূলীয় এলাকা গলাচিপায় জালের মতো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য নদ-নদী। যার অধিকাংশই এখন দেখা দিয়েছে নাব্যতা সংকট। এতে ব্যাহত হচ্ছে নৌ চলাচল। দীর্ঘ পথ ঘুরে নৌযানগুলো চলাচল করায় সৃষ্টি হয়েছে ভোগান্তি।

তাই শুকনা মৌসুমে এসব এলাকা চিহ্নিত করে সঠিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

গলাচিপা-চরমোন্তাজ রুটে চলাচলকারী লঞ্চ এমভি হামজা-৭ এর চুকানী আলী আক্কাস বলেন, গলাচিপার চরপাঙ্গাসিয়া, মাঝের চর, রাঙ্গাবালীর চরনজিরে নাব্যতা সংকট বেশি। ডুবোচরে চরমোন্তাজের কাছে গত কয়েকদিন আগেও তিন ঘণ্টা লঞ্চ আটকে ছিল। ডুবো চরের কারণে জোয়ার ভাটা দেখে অনেক পথ ঘুরে যেতে হয়।

গলাচিপার বাসিন্দা শাহদাত সোহাগ বলেন, গলাচিপার বিভিন্ন নদীতে নাব্যতা সংকট এখন তীব্র আকার নিয়েছে। নদ-নদীগুলোতে অসংখ্য ডুবোচর সৃষ্টি হওয়ায় এমনটি ঘটছে। চর কাজল এলাকার জিনতলা চ্যানেলটি পলিমাটি জমে ইতোমধ্যেই নষ্ট হয়ে গেছে। এ ছাড়া নষ্ট হয়ে গেছে গলাচিপা পৌর এলাকার একমাত্র নৌরুট রামনাবাদ চ্যানেলটি।

এদিকে, আগুনমুখা নদীর মোহনা নাব্যতার কারণে সংকীর্ণ হয়ে যাচ্ছে। এতে গলাচিপা-চরমোন্তজ ও উলানিয়া-চরমোন্তাজ রুটে নৌচলাচল পুরোপুরি অচল হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। 

এলাকায় ছোট-বড় লঞ্চ, ট্রলার ডুবোচরে আটকে ঘটছে দুর্ঘটনা। অন্যান্য রুটেও কমবেশি নাব্যতা বিরাজ করলেও পানি মেপে মেপে নদী অতিক্রম করছে ট্রলার বা লঞ্চ চালকরা। এর ফলে মারাত্মক ভাবে ব্যাহত হচ্ছে নৌ চলাচল।

এ সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখন পর্যন্ত প্রয়োজনীয় কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি।

পক্ষিয়া গ্রামের ফেরদাউস বলেন, উপজেলার ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভায় প্রায় ৩ লাখ লোক বসবাস করে। এর মধ্যে ৪টি ইউনিয়ন মূল ভূখণ্ড থেকে পুরোপুরি বিচ্ছিন্ন। এসব ইউনিয়নের আওতায় চর রয়েছে অর্ধশতাধিক। এসব চরে গত তিন দশকে মানববসতি গড়ে উঠেছে। যেখানে যাওয়ার একমাত্র মাধ্যম নৌ পথ। দুর্গম এ সকল চরে যাওয়ার জন্য অপেক্ষা করতে হয় পুরো দিন পর্যন্ত। দুর্গম যোগাযোগ ব্যবস্থার কারণে অনেক সময় অসুস্থ ব্যক্তিদের বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করতে হয়। 

তিনি আরো বলেন, নদ-নদীতে চর জেগে ওঠার কারণে নদীর স্রোতের গতিপথ পরিবর্তিত হয়ে ভাঙছে জনপদ। চিরতরে হারিয়ে যাচ্ছে জমি, বাড়ি-বাগান, বাজার ও পুকুরসহ সহায়-সম্পদ। এসব সম্পদ হারিয়ে অনেক পরিবার চিরতরে হয়েছে ভূমিহীন।

পটুয়াখালী নৌ বন্দরের সহকারী পরিচালক মো. জাকি শাহরিয়ার বলেন, কেউ সুনির্দিষ্ট অভিযোগ করলে আমরা ওই সকল নদী বা পল্টুন এলাকায় ড্রেজিং করার সুপারিশ করি। এ ছাড়া বড় ড্রেজিংয়ের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করলে তারা ব্যবস্থা গ্রহণ করেন।

মন্তব্য

গাজীপুরে দুই কারখানায় শ্রমিক বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
শেয়ার
গাজীপুরে দুই কারখানায় শ্রমিক বিক্ষোভ
সংগৃহীত ছবি

গাজীপুর সদর উপজেলার বানিয়ারচালা ও হোতাপাড়া এলাকায় মঙ্গলবার সকালে বিক্ষোভ করছেন ফুওয়াং ফুড ও জায়ন্ট টেক্সটাইলের শ্রমিকরা। বকেয়া বেতন পরিশোধসহ কয়েকটি দাবিতে আন্দোলন করেছে তারা।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকাল ৯টার দিকে হোতাপাড়া এলাকায় ফুওয়াং ফুড কারখানার শ্রমিকরা তিন মাসের বকেয়া বেতনের দাবিতে প্রথমে কারখানার ভেতর বিক্ষোভ শুরু করে। পরে কারখানার সমাসনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে তারা।

খবর পেয়ে আইনর্শৃঙ্খলা বাহিনী তাদের বুঝিয়ে দ্রুত সড়ক থেকে সরিয়ে নেয়।

এতে এক ঘণ্টা ওই মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল বলে জানা গেছে। কারখানাটিতে সাড়ে ৬০০ শ্রমিক কাজ করেন।

শিল্প পুলিশ ও স্থায়ীয় সূত্রে জানা গেছে, কারখানার প্রশাসন বিভাগের মহাব্যবস্থাপক ওমর ফারুকের পদত্যাগ ও ঈদুল ফিতরের ছুটি ১১ দিন করার দাবিতে বানিয়ারচালা এলাকার জায়ান্ট টেক্সটাইল লিমিটেড কারখানার শ্রমিকরা সকাল সাড়ে ৭টার দিকে কাজ বন্ধ করে কারখানার ভেতরে বিক্ষোভ শুরু করে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কারখানা কর্তৃপক্ষের সাথে আলোচনা করে সমস্যা সমাধানের চেষ্টা চালায়।

জয়দেবপুর থানার ওসি আবদুল হালিম বলেন, ফুওয়াং ফুডের শ্রমিকরা অবরোধ তুলে কাজে ফিরে গেছে। জায়ান্ট টেক্সটাইলের সমস্যা সমাধানের চেষ্টা চলছে।

মন্তব্য

ফেসবুকে মন্তব্যের জেরে দুপক্ষের সংঘর্ষ, আহত ২০

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
শেয়ার
ফেসবুকে মন্তব্যের জেরে দুপক্ষের সংঘর্ষ, আহত ২০
সংগৃহীত ছবি

ফেসবুকে করা মন্তব্যকে কেন্দ্র করে কুমিল্লার চৌদ্দগ্রামে দুপক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। সোমবার রাতে উপজেলার আলকরা ইউনিয়নের লক্ষীপুর এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। 

স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২০ সালে উপজেলার আলকরা ইউনিয়নের লক্ষীপুর গ্রামে জামায়াতের সমর্থক মো: তারেক চৌধুরীর বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা হয়।

সে সময় এ নিয়ে ফেসবুকে লেখালেখি করেন স্থানীয়রা। গত ১৩ মার্চ সেই পুরনো একটি স্ট্যাটাসে মন্তব্য করেন যুবদলকর্মী হৃদয়। এ ঘটনার জের ধরে ১৬ মার্চ হৃদয়কে স্থানীয় লক্ষীপুর বাজারে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা মারধর করেন। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার জন্য পরদিন রাতে একটি সালিশি সভার আহ্বান করা হয়।
তবে সভা শুরুর আগেই দুপক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে আহত হন উভয়পক্ষের অন্তত ২০ জন। ভাঙচুর করা হয় বেশ কয়েকটি বাড়িঘর। খবর পেয়ে চৌদ্দগ্রাম থানা পুলিশ ও সেনাবাহিনীর একটি দল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। 

আলকরা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো: শরিফ বলেন, ২০২০ সালে স্থানীয় জামায়াত সমর্থক মো: তারেক চৌধুরী এক স্কুল ছাত্রীকে ধর্ষণ করে। সে সময় স্থানীয়রা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিল। ১৩ মার্চ ওই স্ট্যাটাসে যুবদলের কর্মী হৃদয় মন্তব্য করে লিখেন— এ ঘটনায় তো এখনও ধর্ষণকারীর বিচার হয়নি। এর জের ধরেই তারা হৃদয়কে মারধর করেছে।

ঘটনাটি মীমাংসার জন্য সোমবার রাতে বিচারের নামে তারা আমাদেরকে ডেকে নিয়ে হামলা করেছে। এতে সবুজ, নাহিদ, রিসাদ, বাবলু গুরুতর আহত হয়েছে। এ ছাড়াও আমাদের আরো ৫ জন কর্মী আহত হয়েছে।

তিনি আরো বলেন, জামায়াত-শিবিরের কর্মীরা পূর্ব পরিকল্পনা অনুযায়ী আমাদের উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা করেছে এবং বেশ কয়েকটি বাড়ীঘরে ভাংচুর চালায়।

অন্যদিকে উপজেলা জামায়াতের সেক্রেটারি মো: বেলাল হোসেন বলেন, ফেসবুকে মন্তব্যকে ঘিরে এ ঘটনার সূত্রপাত। বিএনপির লোকজন পূর্ব পরিকল্পনা করে আমাদের নেতাকর্মীদের ওপর হামলা করেছে। এতে হানিফ, জাহিদ, সাকিল, কুসুম, শরীফ ও নাছিরসহ আমাদের ১০ জন কর্মী আহত হয়েছেন। আমাদের কর্মী-সমর্থকদের বাড়ীঘর ভাংচুর করা হয়েছে। এ ঘটনায় আমরা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি। 
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিঃ শাহ আলম বলেন, জামায়াত পূর্ব পরিকল্পনা করে আমাদের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে। 

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: হিলাল উদ্দিন বলেন, হৃদয় এবং মো: তারেক চৌধুরী প্রতিবেশী। ফেসবুকে করা মন্তব্যকে কেন্দ্র করে সংঘর্ষটি রাজনৈতিক রূপ নিয়েছে। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ এবং সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

প্রাসঙ্গিক
মন্তব্য

১৫ মাসের শিশুকে যৌন হয়রানির অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি
দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি
শেয়ার
১৫ মাসের শিশুকে যৌন হয়রানির অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার
সংগৃহীত ছবি

রাজশাহীর পুঠিয়ায় ১৫ মাসের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে আব্দুর রশিদ (৫৫) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৭ মার্চ) বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার জিউপাড়া ইউনিয়নের মধুখালি গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত আব্দুর রশিদ (৫৫) একই গ্রামের মৃত সইমুদ্দিনের ছেলে। 

শিশুটির বাবা জানান, প্রতিবেশী আব্দুর রশিদ আমার মেয়েকে বিকেল সাড়ে তিনটার দিকে বিভিন্ন কথা বলে তার বাড়িতে নিয়ে যায়।

পরে ধর্ষণের চেষ্টা করে। এ ঘটনা জানাজানি হলে এলাকাবাসী রশিদকে ধরে পাশের বাড়ির একটি ঘরে আটকে রাখে।

এ ঘটনায় সোমবার রাত ৮টার দিকে পুঠিয়া থানায় মামলা করেন ওই শিশুর বাবা। পরে রাতেই অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন জানান, প্রাথমিক তদন্তে যৌন নিপীড়নের আলামত পাওয়া গেছে। শিশুটি চিকিৎসাধীন আছে। আসামি রশিদকে গ্রেপ্তার করা হয়েছে।

মন্তব্য

সর্বশেষ সংবাদ