ঢাকা, মঙ্গলবার ১৮ মার্চ ২০২৫
৪ চৈত্র ১৪৩১, ১৭ রমজান ১৪৪৬

ঢাকা, মঙ্গলবার ১৮ মার্চ ২০২৫
৪ চৈত্র ১৪৩১, ১৭ রমজান ১৪৪৬
কালিগঞ্জ

সাংবাদিকের ওপর হামলায় যুবদল নেতা আটক, পলাতক বড় নেতা

আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর
শেয়ার
সাংবাদিকের ওপর হামলায় যুবদল নেতা আটক, পলাতক বড় নেতা
সংগৃহীত ছবি

দৈনিক যুগান্তরের গাজীপুর জেলার কালিগঞ্জ উপজেলা প্রতিনিধি আব্দুল গাফফার (৪৫) সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হওয়ার ঘটনায় ফয়সাল খান নামে এক যুবদল নেতাকে আটক করেছে পুলিশ। এসময় জাঙ্গালিয়া ইউনিয়ন যুবদলের সাবেক সি. যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন আকন্দ পালিয়ে যান।

সোমবার (১৭ মার্চ) বেলা ১২ টার দিকে কালিগঞ্জ পুলিশ এই তথ্য জানায়।

আরো পড়ুন

গাজীপুরে সাংবাদিকের ওপর হামলা, হাসপাতালে ভর্তি

গাজীপুরে সাংবাদিকের ওপর হামলা, হাসপাতালে ভর্তি

 

পুলিশ জানায়, সাংবাদিকের ওপর হামলার ঘটনায় জড়িত আসামি ফয়সাল খানকে আটক করা হয়েছে।

গতকাল রবিবার রাত সোয়া ৯ টার দিকে কালিগঞ্জ উপজেলার জাঙালিয়া ইউনিয়নের আওড়াখালী বাজার থেকে মোটরসাইকেল যোগে নিজ বাড়িতে যাওয়ার সময় ১০/১২ জন সন্ত্রাসী মোটরসাইকেলের গতিরোধ করে গাফফারের উপর হামলা করে। তারা মারপিট করে টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়। আহতের ডাক চিৎকারে লোকজন ছুটে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

আরো পড়ুন

ভারতে হোলি উৎসবে হামলার এই ভিডিও নিয়ে যা জানা গেল

ভারতে হোলি উৎসবে হামলার এই ভিডিও নিয়ে যা জানা গেল

 

খোরশেদের সহকর্মী যুগান্তরের কাপাসিয়া প্রতিনিধি খোরশেদ আলম কালের কণ্ঠকে জানান, 'গুরুতর আহত গাফ্ফারকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

'

আরো পড়ুন

কেন আত্মহত্যার হুমকি দিলেন ভাইরাল তরমুজ বিক্রেতা রনি

কেন আত্মহত্যার হুমকি দিলেন ভাইরাল তরমুজ বিক্রেতা রনি

 

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি)  মো. আলাউদ্দিন কালের কণ্ঠকে বলেন, 'এ বিষয়ে সারারাত অভিযান চালিয়ে স্থানীয় ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি ফয়সাল খানকে আটক করা হয়েছে। প্রধান আসামি আলমগীর পালিয়ে গেছে। এ বিষয়ে দ্রুততম সময়েই  আইনগত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।'

মন্তব্য

সম্পর্কিত খবর

মিথ্যা বিজ্ঞাপন দিয়ে ভেজাল শিশুখাদ্য বিক্রি, এক বছরের কারাদণ্ড

গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধা প্রতিনিধি
শেয়ার
মিথ্যা বিজ্ঞাপন দিয়ে ভেজাল শিশুখাদ্য বিক্রি, এক বছরের কারাদণ্ড
সংগৃহীত ছবি

গাইবান্ধায় মিথ্যা বিজ্ঞাপন দিয়ে ভেজাল শিশুখাদ্য বিক্রি ও ক্রয় রসিদ না রাখার অপরাধে মেসার্স একরামুল স্টোরের মালিক মো. আসাদুল ইসলামকে এক লাখ ১০ হাজার টাকা জরিমানা ও এক বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) বাজার মনিটর করার সময়  নির্বাহী ম্যাজিস্ট্রেট জসিম উদ্দিন এ রায় দেন। 

এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আল মামুনের নেতৃত্বে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জসিম উদ্দিন ছাড়াও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মন, জেলা নিরাপদ খাদ্য অফিসার মিলন মিয়া, কৃষি বিপণন অধিদপ্তরের কৃষি বিপণন কর্মকর্তা এম এ আশিক, ক্যাব জেলা সভাপতি কে এম রেজাউল হক প্রমুখ।

আরো পড়ুন
আদিবাসী ছাত্রীর মৃত্যুতে বৈষম্যবিরোধীদের মিশনারি ঘেরাও

আদিবাসী ছাত্রীর মৃত্যুতে বৈষম্যবিরোধীদের মিশনারি ঘেরাও

 

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের গাইবান্ধার সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মন জানান, মিথ্যা বিজ্ঞাপন দিয়ে ভেজাল শিশুখাদ্য বিক্রি ও ক্রয় রসিদ না রাখার অপরাধে ওই ব্যবসায়ীকে এক বছরের কারাদণ্ড, এক লাখ ১০ হাজার টাকা ও লেবেলবিহীন শিশুখাদ্য রাখার কারণে অন্য তিন প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়।

বিশেষ টাস্কফোর্স কমিটি শহরের পুরাতন বাজার ও ডিবি রোডে অভিযান পরিচালনা করে।

মন্তব্য

বিশেষ ক্লাস শেষে বাড়ি ফেরা হলো না শিক্ষিকার

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
শেয়ার
বিশেষ ক্লাস শেষে বাড়ি ফেরা হলো না শিক্ষিকার

চট্টগ্রামের মিরসরাইয়ে কাভার্ড ভ্যান চাপায় খৈয়াছরা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মীরা রানী ভৌমিক (৫৩) মারা গেছেন। মঙ্গলবার (১৮ মার্চ) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়তাকিয়া মাজার গেটে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আরো দুজন আহত হন।

মীরা ১৫ নম্বর ওয়াহেদপুর ইউনিয়নের গাছবাড়িয়া গ্রামের সুধাংশু আমিন বাড়ির অজিত চন্দ্র নাথের স্ত্রী।

আহতরা হলেন জোরারগঞ্জ ইউনিয়নের গোবিন্দপুর এলাকার শ্যামল নাথের ছেলে অরুপ নাথ (১৮)। তিনি নিজামপুর সরকারি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী। আহত স্বপন নাথকে (৭০) স্থানীয় রেডিয়েন্স হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

খৈয়াছরা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক প্রবাল ভৌমিক জানান, বিদ্যালয় বন্ধ থাকলেও রমজান মাসে শিক্ষার্থীদের বিশেষ ক্লাসে নেওয়া হচ্ছিল।

ক্লাশ শেষে বাড়ি যাওয়ার জন্য বড়তাকিয়া মাজার গেটে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন তিনি। এ সময় দ্রুতগামী কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে মীরাকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশের সার্জেন্ট মীনার হোসেন জানান, যাত্রীছাউনির পাশে দাঁড়িয়ে ছিলেন স্কুল শিক্ষিকাসহ আহতরা।

দুপুর ২টার দিকে চট্টগ্রামমুখী একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ধাক্কা দেয়। এই ঘটনায় কাভার্ড ভ্যানচালক আব্দুল আলিমকে আটক করা হয়েছে।

মন্তব্য

ভিজিএফ চাল বিতরণের সময় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ৪

ডামুড্যা (শরীয়তপুর) প্রতিনিধি
ডামুড্যা (শরীয়তপুর) প্রতিনিধি
শেয়ার
ভিজিএফ চাল বিতরণের সময় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ৪
ছবি : কালের কণ্ঠ

শরীয়তপুরের গোসাইরহাটে ভিজিএফের চাল বিতরণের সময় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণে চারজন আহত হয়েছেন। মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে উপজেলার সামন্তসার ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

আহতরা হলেন সামন্তসার ইউনিয়নের চর সামন্তসার এলাকার ফিরোজ মোল্লার ছেলে কবির হোসেন মাওলানা (৪৮), আলী আহম্মেদ হাওলাদারের ছেলে আনোয়ার হোসেন হাওলাদার (৪২), সুরজাত আলী মোল্লার ছেলে জামাল মোল্লা (৫০) ও স্থানীয় ইউপি সংরক্ষিত মহিলা সদস্য রেহানা বেগম (৩৫)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার দুপুরে সামন্তসার ইউনিয়ন পরিষদে ৬০০ দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ঈদ উপলক্ষে ভিজিএফের ১০ কেজি করে চাল বিতরণ চলছিল। এ সময় উপজেলা বিএনপির সাবেক সভাপতি তারেক আজিজ মোবারক ঢালীর সমর্থক ও উপজেলা বিএনপির সাবেক ধর্মবিষয়ক সম্পাদক কবির মাওলানা, সামন্তসার ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বাবুল মাস্টার ও সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব মাদবর দুস্থ ও অসহায় মানুষের জন্য ২০০ ভিজিএফ স্লিপ নেন। সেই স্লিপের চাল নিতে বাধা দেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আক্তার হোসেন নান্টু খান। এ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

এক পর্যায়ে নান্টু খানের সমর্থক ককটেল বিস্ফোরণ করে হামলা চালায়। ককটেল বিস্ফোরণে চারজন আহত হন। 

কথা হলে উপজেলা বিএনপির সাবেক সভাপতি তারেক আজিজ মোবারক ঢালী অভিযোগ করে বলেন, ‘ইউপি নির্বাচনের পর থেকে নান্টু খানের সঙ্গে আমার লোকজনের দ্বন্দ্ব চলছে। আজ আবার নান্টু খান আমার লোকজনকে চাল দিতে বাধা দেয়।

আবার আমার লোকজনের ওপর ককটেল বিস্ফোরণ ঘটিয়ে হামলা চালায়। হামলায় আমাদের লোকজন আহত হয়।’

এ ব্যাপারে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আক্তার হোসেন নান্টু খান বলেন, ‘মোবারক ঢালী গোসাইরহাট উপজেলার। তিনি ও তাঁর লোকজন সামন্তসার ইউনিয়নে এসে কর্তাগিরি করতে চান। আমার সঙ্গে পরামর্শ না করে নান্টু খানের লোকজনকে ২০০ স্লিপ দেওয়া হয়।

এ বিষয় নিয়েই দুই পক্ষের মধ্যে ঘটনাটি ঘটেছে।’

গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদ আলম বলেন, ‘ভিজিএফ চাল দেওয়া নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এখন পর্যন্ত কেউ অভিযোগ নিয়ে থানায় আসেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

মন্তব্য

গ্রামবাসীকে অর্থ সহায়তা দিলেন হামজা

হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জ প্রতিনিধি
শেয়ার
গ্রামবাসীকে অর্থ সহায়তা দিলেন হামজা
ছবি : কালের কণ্ঠ

হবিগঞ্জের বাহুবলের নিজ গ্রাম স্নানঘাটের কিছু লোকের মাঝে অর্থ সহায়তা দিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের হয়ে অভিষেকের অপেক্ষায় থাকা ইংলিশ লিগের ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী। 

মঙ্গলবার (১৮ মার্চ) বিকেলে তিনি এলাকার দেড় শতাধিক মানুষের মধ্যে প্রায় ১০ লাখ টাকা বিতরণ করেন। এ সময় হামজার বাবা দেওয়ান মুর্শেদ চৌধুরীসহ পরিবারের অন্যরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন
আদিবাসী ছাত্রীর মৃত্যুতে বৈষম্যবিরোধীদের মিশনারি ঘেরাও

আদিবাসী ছাত্রীর মৃত্যুতে বৈষম্যবিরোধীদের মিশনারি ঘেরাও

 

হামজা নিজ অর্থায়নে গ্রামে এতিমখানা ও মাদরাসা নির্মাণ করেছেন।

বিনা মূল্যে সেখানে এতিম শিক্ষার্থীদের পড়াশোনার সুযোগে করে দিয়েছেন। এদিন বিকেলে মাদরাসার এতিম শিক্ষার্থীদের সঙ্গে দেখা করেন তিনি।

হামজার বাবা মুর্শেদ চৌধুরী জানান, প্রতিবছরই হামজা গ্রামের অসহায়দের জন্য অর্থ সহায়তা পাঠান। মসজিদ, মাদরাসা ও দরিদ্রদের সহায়তা করতে পছন্দ করেন হামজা।

নিজ অর্থায়নে মাদরাসা ও এতিমখানা পরিচালনা করছেন তিনি।

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ