ঢাকা, রবিবার ০৬ এপ্রিল ২০২৫
২২ চৈত্র ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৬

ঢাকা, রবিবার ০৬ এপ্রিল ২০২৫
২২ চৈত্র ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৬

নির্ধারিত সময়ের মধ্যে চলমান কাজ সম্পন্ন করা হবে : ডিএনসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
নির্ধারিত সময়ের মধ্যে চলমান কাজ সম্পন্ন করা হবে : ডিএনসিসি প্রশাসক
ছবি : কালের কণ্ঠ

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) চলমান উন্নয়ন প্রকল্পের কাজ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন ডিএনসিসি প্রশাসক মো. মাহমুদুল হাসান।  আজ শনিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় গাবতলী সিটি পল্লীতে আবাসিক ভবন নির্মাণ প্রকল্প, কল্যাণপুর স্টর্ম ওয়াটার পাম্পিং স্টেশন এবং আমিন বাজার ল্যান্ডফিল সম্প্রসারণ ও আধুনিকীকরণ প্রকল্প সরেজমিনে পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

চলমান উন্নয়ন কার্যক্রম পরিদর্শনকালে ডিএনসিসি প্রশাসক কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজ নেন। এ সময় প্রকল্পের কাজের গুণগত মান নিশ্চিত করার বিষয়ে প্রকল্প পরিচালকসহ সংশ্লিষ্টদের নির্দেশনা দেন তিনি।

উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, ‘চলমান কাজগুলো নির্ধারিত সময়ে সম্পন্ন করার লক্ষ্যে সংশ্লিষ্ট সব বিভাগ ও সংস্থার সঙ্গে সমন্বয় করতে হবে। কাজের গতি বাড়াতে সর্বোচ্চ সচেষ্ট থাকতে হবে। জলাবদ্ধতা নিরসনে কল্যাণপুর স্টর্ম ওয়াটার পাম্পিং স্টেশন সব সময় সচল রাখতে হবে এবং এটির আধুনিকীকরণ করতে হবে।’

এ সময় আরো উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মীর খায়রুল আলম, সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক, প্রধান প্রকৌশলী ব্রিগে. জেনা. মো. মঈন উদ্দিন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগে. জেনা. ইমরুল কায়েস চৌধুরী, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপ্টেন মোহাম্মদ ফিদা হাসান, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. শরীফ উদ্দীন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (যান্ত্রিক সার্কেল), আবুল হাসনাত মো. আশরাফুল আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (বিদ্যুৎ) মো. রফিকুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পুর), ড্রেনেজ সার্কেল, মোহাম্মদ আবুল কাশেম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (বর্জ্য ব্যবস্থাপনা) মো. ফরহাদ প্রমুখ।

মন্তব্য

সম্পর্কিত খবর

শাহবাগে ফুলের দোকানের আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
শাহবাগে ফুলের দোকানের আগুন নিয়ন্ত্রণে
ছবি: কালের কণ্ঠ

রাজধানীর শাহবাগে টিনশেড ফুলের দোকানে আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রায় দেড় ঘণ্টা পর ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

শনিবার (৫ এপ্রিল) রাত ৯টা ৫৩ মিনিটে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ১১টা ২০ মিনিটে আগুন নির্বাপনে সক্ষম হন।

অধিদপ্তরের মিডিয়া শাখার স্টেশন অফিসার তালহা বিন জসিম কালের কণ্ঠকে জানান, আগুন লাগার সংবাদ পেয়ে দ্রুত সেখানে ৫টি ইউনিট পাঠানো হয়েছে। পলাশী ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের ৫টি ইউনিট সেখানে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। ওই ইউনিট সদস্যদের প্রচেষ্টায় রাত ১০টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। পরে ১১টা ২০ মিনিটে পুরোপুরি আগুন নির্বাপনে সক্ষম হন তারা।

তিনি জানান, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের সংবাদ পাওয়া যায়নি। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।

মন্তব্য

শাহবাগে ফুলের দোকানে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
শাহবাগে ফুলের দোকানে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
ছবি: কালের কণ্ঠ

রাজধানীর শাহবাগে টিনশেড ফুলের দোকানে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট।

শনিবার (৫ এপ্রিল) রাত ৯টা ৫৩ মিনিটে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। অধিদপ্তরের মিডিয়া শাখার স্টেশন অফিসার তালহা বিন জসিম এ তথ্য নিশ্চিত করেন।

তালহা বিন জসিম কালের কণ্ঠকে বলেন, খবর পেয়ে সেখানে ফায়ার সার্ভিসের মোট ৫টি ইউনিট পাঠানো হয়েছে। পলাশী ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের ওই ৫টি ইউনিট সেখানে আগুন নিয়ন্ত্রণের কাজ করছে।

তিনি জানান, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের সংবাদ পাওয়া যায়নি। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।

মন্তব্য

ঢাকার রাস্তায় ‘ট্র্যাপার’ বসাচ্ছে পুলিশ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
ঢাকার রাস্তায় ‘ট্র্যাপার’ বসাচ্ছে পুলিশ
সংগৃহীত ছবি

রাজধানীর সড়কগুলোতে রিকশা চলাচল নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ লক্ষ্যে  নির্দিষ্ট সড়কের প্রবেশপথে বসানো হচ্ছে বিশেষ যন্ত্র ‘রিকশা ট্র্যাপার’। এই ট্র্যাপার এমনভাবে তৈরি যে রিকশা এর ওপর দিয়ে যেতে চাইলে চাকা লোহার খাঁজে আটকে যাবে, ফলে রিকশার আগানো সম্ভব হবে না।

পরীক্ষামূলকভাবে প্রথম এই ট্র্যাপার বসানো হয়েছে রাজধানীর রমনা থানার সামনে শহীদ ক্যাপ্টেন মনসুর আলী সরণি এলাকায়।

ডিএমপির ট্রাফিক বিভাগ জানিয়েছে, প্রাথমিক পর্যায়ে এটি সফল হলে পর্যায়ক্রমে ঢাকার অন্যান্য গুরুত্বপূর্ণ সড়কেও এ ব্যবস্থা চালু করা হবে।

আরো পড়ুন
শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন প্রধান উপদেষ্টা : বাণিজ্য উপদেষ্টা

শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন প্রধান উপদেষ্টা : বাণিজ্য উপদেষ্টা

 

এ বিষয়ে ডিএমপির (ট্রাফিক) রমনা বিভাগের উপকমিশনার মোস্তাফিজুর রহমান বলেন, ঢাকার সড়কে রিকশা চলাচল সীমিত করার অংশ হিসেবে রিকশা ট্র্যাপার বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপাতত পরীক্ষামূলকভাবে স্থাপন করা হচ্ছে। এর কার্যকারিতা পর্যবেক্ষণ করে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে।

আরো পড়ুন
পিরিয়ডের কারণে নবরাত্রি পালন করতে না পেরে নারীর আত্মহনন

পিরিয়ডের কারণে নবরাত্রি পালন করতে না পেরে নারীর আত্মহনন

 

বর্তমানে রমনা থানার সামনে সড়কের দুই পাশে পুলিশ সদস্যরা রিকশা ট্র্যাপার বসানোর কাজ করছেন। এর ফলে পুরাতন এলিফ্যান্ট রোড থেকে শহীদ ক্যাপ্টেন মনসুর আলী সরণিতে আর কোনো রিকশা প্রবেশ করতে পারবে না। একইভাবে, পরিবাগ থেকে ইস্কাটন গার্ডেন হয়ে ওই সড়ক দিয়ে রিকশার চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যাবে।

মন্তব্য

চৈত্রের সন্ধ্যায় রাজধানীতে ঝড়-বৃষ্টি

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
চৈত্রের সন্ধ্যায় রাজধানীতে ঝড়-বৃষ্টি
ছবি : কালের কণ্ঠ

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ঝড়-বৃষ্টি হচ্ছে। কোথাও কোথাও বজ্রপাতেরও খবর পাওয়া গেছে। হঠাৎ বৃষ্টিতে কয়েক দিন ধরে চলা তাপদাহের মধ্যে কিছুটা হলেও স্বস্তি পেয়েছে রাজধানীবাসী।

শনিবার (৫ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে ঝড়-বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়।

সন্ধ্যার আগে থেকেই ঢাকার আকাশে কালো মেঘ জমতে দেখা যায়। এর পরই ঝোড়ো হাওয়া, বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এতে গরমের ছন্দঃপতন হয়। কিছুটা স্বস্তি পায় ঢাকাবাসী।

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা, মিরপুর, মোহাম্মদপুর, ধানমণ্ডি, বাড্ডা, রামপুরা, খিলগাঁও, মতিঝিল, বাড্ডা, উত্তরাসহ বিভিন্ন এলাকায় বৃষ্টি হয়েছে।

পশ্চিমা লঘুচাপের প্রভাবে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী কয়েক দিনের মধ্যে দেশের আরো কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।

আরো পড়ুন
বৃষ্টি নামলেও নেই তপ্ততায় সুখবর

বৃষ্টি নামলেও নেই তপ্ততায় সুখবর

 

এর আগে ঢাকাসহ দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে মধ্যরাতের মধ্যে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর।

মন্তব্য

সর্বশেষ সংবাদ