<p style="text-align:justify">মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব দিলীপ কুমার দেবনাথ অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন। আজ সোমবার ভোরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"> <p style="text-align:justify"><strong>আরো পড়ুন</strong></p> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3" style="text-align:justify"><img alt="তাবলিগের দুই পক্ষের জমায়েতের নিষেধাজ্ঞা প্রত্যাহার" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/30/1735535622-7de530f443376b1aea6d88c52b2a4d15.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p style="text-align:justify">তাবলিগের দুই পক্ষের জমায়েতের নিষেধাজ্ঞা প্রত্যাহার</p> </div> </div> </div> <p style="text-align:justify"><a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/12/30/1462970" target="_blank"> </a></p> </div> </div> <p style="text-align:justify">গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন তেজগাঁও থানা উপ-পরিদর্শক এসআই মধু। তিনি জানান, আমরা জানতে পারি চট্টগ্রাম থেকে একটি যাত্রীবাহী বাসে ঢাকার উদ্দেশ্যে রওনা করেন মহিলা ও নারী বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব দিলীপ কুমার দেবনাথ। তার যাত্রাবাড়ী নামার কথা ছিল। পরে তিনি বাস থেকে আর যাত্রাবাড়ীতে নামেননি চলে আসেন সায়দাবাদ বাস টার্মিনালে। </p> <p style="text-align:justify">এ সময় বাসটির সুপারভাইজার অনেক ডাকাডাকি করলেও তিনি অচেতন অবস্থায় থাকেন। পরে বাসের সুপারভাইজার আমাদের খবর দিলে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিয়ে আসি।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"> <p style="text-align:justify"><strong>আরো পড়ুন</strong></p> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3" style="text-align:justify"><img alt="হত্যা মামলায় ৪ দিনের রিমান্ডে ইনু" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/30/1735537857-ea30d07c62a62d002dd9570f94ab9e9b.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p style="text-align:justify">হত্যা মামলায় ৪ দিনের রিমান্ডে ইনু</p> </div> </div> </div> <p style="text-align:justify"><a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Court/2024/12/30/1462979" target="_blank"> </a></p> </div> </div> <p style="text-align:justify">এসআই মধু আরো জানান, প্রাথমিদকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন তিনি। এ ঘটনায় তার কাছ থেকে কিছু খোয়া গেছে কিনা সে বিষয়টি এখনও জানা যায়নি। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।</p>