<p>এসএসসি ২০০৫ ও এইচএসসি ২০০৭-এর ব্যাচ যারা ‘০৫-০৭’ ব্যাচ হিসেবে পরিচিত, ১৩ জানুয়ারি অষ্টম বর্ষপূর্তি উদযাপন করেছে গ্রুপটি। ২০১৭ সালে সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘উই ফর আস’ স্লোগানে নিজেদের গ্রুপের প্রতিষ্ঠা করে এই ব্যাচের সদস্যগন। সারাদেশের সব অঞ্চলের ০৫-০৭ ব্যাচের শিক্ষার্থীরা যুক্ত রয়েছেন গ্রুপটিতে। </p> <p><img alt="5" height="338" src="https://scontent.fdac174-1.fna.fbcdn.net/v/t39.30808-6/473363793_597311406335863_7618267773723863421_n.jpg?stp=cp6_dst-jpg_tt6&_nc_cat=109&ccb=1-7&_nc_sid=833d8c&_nc_eui2=AeEBpR9R_jnNRY6HC4-jhwBWAflTAHmK7LcB-VMAeYrst24kd7Boy7KqO6PZcH2729WLClb2cmqlOrvXRJ8UDG5I&_nc_ohc=B5b6FsbpYtIQ7kNvgGuGDcW&_nc_zt=23&_nc_ht=scontent.fdac174-1.fna&_nc_gid=As18pqfl2hPQIt9h2lo-4hs&oh=00_AYB7ZfX61sQSx9XZvNpaA35vYDSUjsZIJgpiCSIqbRs42g&oe=678EB84F" width="600" /></p> <p>রাজধানীর বনশ্রী এলাকার ‘০৫-০৭’ ব্যাচের আয়োজনে উপস্থিত গ্রুপের সদস্যরা এই বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে আয়োজন করে মিলনমেলার। ‘বন্ধুত্বের আহ্বানে, মিলবো মোরা প্রাণের টানে’ স্লোগানে আনন্দ-উৎসব আর উদ্দীপনায় মিলিত হয় সকলে। রাজধানীর একটি অভিজাত রেস্টুরেন্টে আনন্দ আড্ডা ও কেক কেটে দিনটি উপভোগ করেছেন সবাই। বনশ্রীর আয়োজনে শতাধিক ব্যাচমেট হাজির ছিলেন অনুষ্ঠানে। প্রায় ১২০ জনের উপস্থিতিতে নাচে, গানে, উচ্ছ্বাসে জমকালো আয়োজন সম্পন্ন হয়।</p> <p><img alt="May be an image of 13 people, table, drink and text" height="394" src="https://scontent.fdac174-1.fna.fbcdn.net/v/t39.30808-6/473571029_571386655884335_39210543749216003_n.jpg?_nc_cat=103&ccb=1-7&_nc_sid=127cfc&_nc_ohc=TGNUnoD2M4IQ7kNvgF116ZK&_nc_zt=23&_nc_ht=scontent.fdac174-1.fna&_nc_gid=AM9pOlSQDcalTdyA-vnyG_p&oh=00_AYCp_9JI11Tyic0EFyuytv1zkRgWtQx4qEe9uo2d2YY0AA&oe=678EA137" width="600" /></p> <p>০৫-০৭ ব্যাচের বনশ্রী জোন মুলত আফতাবনগর, বাড্ডা, হাতিরঝিল, রামপুরা, নন্দীপাড়া, ত্রিমোহনী, কায়েতপাড়া, দক্ষিণ বনশ্রী, গোড়ান, সিপাহীবাগ ও আশেপাশের সকল বন্ধুদের নিয়েই গঠিত। এই অঞ্চলে বসবাসরত ০৫-০৭ ব্যাচের রাজনীতিবিদ, ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, ব্যাংকার, আইনজীবী, ব্যবসায়ী, পুলিশ ও সাংবাদিকসহ বিভিন্ন পেশার বন্ধুরা একত্রিত হয়ে পুরনো দিনের স্মৃতিচারণে আবেগে আপ্লুত হয়ে পড়েন। প্রতি বছর এভাবেই পুনর্মিলনীর মাধ্যমে নিজেদের সংস্পর্শে থাকার ও একে অন্যের প্রয়োজনে এগিয়ে আসার প্রত্যয় ব্যক্ত করেন সবাই।</p> <p><img alt="5" height="400" src="https://scontent.fdac174-1.fna.fbcdn.net/v/t39.30808-6/473574728_571389979217336_950204296491943857_n.jpg?_nc_cat=108&ccb=1-7&_nc_sid=127cfc&_nc_ohc=4acM9m8COhsQ7kNvgEaKIw-&_nc_zt=23&_nc_ht=scontent.fdac174-1.fna&_nc_gid=A8raNqp4e2LwRshywpd0FC5&oh=00_AYDfczCVAbDmxENyfchyHxJHFGKzbUF4j7eaTyN-wazbQA&oe=678EBDDB" width="600" /></p> <p>‘০৫-০৭’ ইতোমধ্যে সামাজিক মাধ্যমে জনপ্রিয় একটি গ্রুপ এবং নিয়মিত বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করে আলাদাভাবে নিজেদের পরিচিতি অর্জন করেছে গ্রুপটি। সোমবার (১৩ জানুয়ারি) রাজধানীর বিভিন্ন স্থানে আলাদা আলাদা অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে গ্রুপটি তাদের অষ্টম বর্ষপূর্তি উদযাপন করেছে। মিরপুর, বনশ্রী, মালিবাগ, খিলগাঁও, ধানমন্ডি, উত্তরাসহ রাজধানীর বিভিন্ন জায়গায় একত্রিত হয়ে নাচে গানে উল্লাসে মেতে ওঠে গ্রুপের সাবেক শিক্ষার্থীরা। বন্ধুত্ব ও ভালোবাসার বন্ধনে নিজেদের স্কুল ও কলেজ জীবনের দিনগুলোকে স্মরণ করে স্মৃতিকাতর হয়ে পড়েন সবাই।</p>