<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কারো টেবিলে ঘুরছে সৌরজগৎ, কারো সম্ভাবনাময় গ্রাম, কারো পেট্রল ও পানি দিয়ে রান্নার ব্যবস্থা, আবার কেউ ব্যস্ত বিদ্যুৎ উৎপাদন নিয়ে। একটি স্টলে দেখানো হচ্ছে কিভাবে ভয়েস কন্ট্রোলের মাধ্যমে গাড়ি চালানো যাবে। গতকাল বুধবার দুপুরে নাটোরের বাগাতিপাড়া উপজেলা চত্বরে জিমনেসিয়াম কক্ষে বিজ্ঞানের নানা উদ্ভাবন ও প্রযুক্তির এই পসরা সাজিয়েছে খুদে বিজ্ঞানীরা। ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন এই আয়োজন করে। উপজেলার ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় দেড় শ শিক্ষার্থী এই বিজ্ঞান মেলায় অংশ নেয়। এ সময় মেলার স্টল ঘুরে শিক্ষার্থীদের উদ্ভাবন দেখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হা-মীম তাবাসসুম প্রভা। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি সুরাইয়া মমতাজ, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল ইসলাম প্রমুখ।</span></span></span></span></span></p>