ঢামেক

অভ্যুত্থানে নিহত একজনের পরিচয় মিলল ডিএনএ টেস্টে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
অভ্যুত্থানে নিহত একজনের পরিচয় মিলল ডিএনএ টেস্টে
নিহত মো. হাসান। ফাইল ছবি

ডিএনএ প্রোফাইলিংয়ের মাধ্যমে ছাত্র জনতার গণ-অভ্যুত্থানে নিহতদের মধ্যে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে রাখা অজ্ঞাত সাত মরদেহের একটির পরিচয় মিলেছে।

নিহতের নাম মো. হাসান (১৯)। তিনি রাজধানীর কাপ্তানবাজার এলাকার একটি ইলেক্ট্রিক দোকানের কর্মচারী ছিলেন।

এখনো ওই অভ্যুত্থানে নিহত এক নারীসহ ৬ অজ্ঞাত মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে।

জুলাই অভ্যুত্থানের সময় থেকে নিখোঁজ স্বজনের খোঁজে দুই পরিবার এসেছিল ঢামেক মর্গে। এদের মধ্যে হাসানের পরিবার একটি মরদেহের দাবি করেছিলেন। পরে তার পরিবারের পক্ষ থেকে দেওয়া হয় ডিএনএ নমুনা। আজ বৃহস্পতিবার তা নিশ্চিত হওয়া গেছে।

মর্গ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় তার পরিবার মরদেহ নেওয়ার জন্য আইনি প্রক্রিয়া শেষে করেছে। আগামীকাল হাসানের মরদেহ পরিবার নিয়ে যাবে।
 
এর আগে, গত ১২ জানুয়ারি সকালে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) মর্গে এসেছিল হাসানের পরিবার।

নিহত হাসানের মরদেহটি যাত্রাবাড়ি থানা এলাকা থেকে উদ্ধার করা হয়েছিল বলে জানান রাজধানীর শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মুনসুর।

তিনি বলেন, ‘ঢামেক মর্গে থাকা সাত মরদেহের মধ্যে ৬টি মরদেহ আমাদের মধ্যে, আরেকটি দেখছেন যাত্রাবাড়ী থানা পুলিশ।’

হাসানের  চাচা নুরে আলম জানিয়েছেন, তার ভাতিজাকে গণ-অভ্যুত্থানের পর থেকে আর পাওয়া যায়নি।

ভোলা সদর উপজেলার বাগচির গ্রামের মনির হোসেন ও মা গোলেনুর বেগমের ছেলে হাসান। যাত্রাবাড়ীর সুতি খালপাড় বালুর মাঠ এলাকায় থেকে একটি ইলেক্ট্রিক দোকানে কাজ করতেন তিনি। 

দুই ভাই ও দুই বোনের মধ্যে হাসান ছিলেন সবার বড়।

তার বাবা গ্রামে কৃষিকাজ করেন।

হাসানের বাবা মনির হোসেন বলেন, ‘আমরা ফেসবুকে দেখেছি, একটি ছেলের পায়ে তার পেচানো ছিল। মুখে হালকা দাড়ি, পায়জামা-পাঞ্জাবি পরা ছিল। মনে হয়েছিল, সেই আমাদের হাসান। আজ তাই হলো।’

মন্তব্য

সম্পর্কিত খবর

রাজধানীতে গৃহবধূর আত্মহত্যার অভিযোগ, স্বামী আটক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
রাজধানীতে গৃহবধূর আত্মহত্যার অভিযোগ, স্বামী আটক
প্রতীকী ছবি

রাজধানীর খিলগাঁওয়ের মেরাদিয়ায় বিষপানে শারমিন আক্তার (২৪) নামে এক গৃহবধূর আত্মহত্যার অভিযোগ উঠেছে। ওই গৃহবধূর পরিবার আত্মহত্যার প্ররোচনার অভিযোগে তার স্বামী সাগরের বিরুদ্ধে খিলগাঁও থানায় অভিযোগ করেছে এবং পুলিশ তাকে আটক করেছে।

বুধবার (১৯ মার্চ) দিবাগত রাত ১২টার দিকে স্বজনরা গৃহবধূ শারমিনকে অচেতন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। সত্যতা নিশ্চিত করে খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) শারমিন জাহান শাম্মী বলেন, ময়নাতদন্তের জন্য মৃতদেহটি ঢামেক মর্গে রাখা হয়েছে।

 

শারমিনের বাবা রফিকুল ইসলাম জানিয়েছেন, তার মেয়ে সম্পর্ক করে গত ৬ বছর আগে বিয়ে করেন। তাদের সংসারে দুই সন্তানও রয়েছে। তিনি অভিযোগ করে বলেন, ‘বিয়ের পর কয়েক মাস ভালোই কাটছিল তাদের সংসার। জামাই গাড়িচালক।

পরে জানতে পারি, সাগর প্রায় নেশা করত। ঠিকমতো কাজকর্ম করে না। এসব নিয়ে আমার মেয়েকে মারধর করত। এ সব নিয়ে বেশ কয়েকবার বিচার সালিসি করা হয়েছে।

আরো পড়ুন
ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার আগে যে কাজগুলো জরুরি

ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার আগে যে কাজগুলো জরুরি

 

তিনি অভিযোগ করে বলেন, ‘সাগর আমার মেয়েকে মারধর করেছে। গত মঙ্গলবার বাসার বাজার করা নিয়ে মারধর করে, পরদিন বুধবার বিকেলে মেয়ে কীটনাশক জাতীয় ট্যাবলেট পান করে অসুস্থ হয়ে পড়ে বলে জানায় তারা। পরে তাকে উদ্ধার করে বুধবার সন্ধ্যায় মুগদা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে তাকে বুধবার দিবাগত রাত ১২টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

এসআই শারমিন জাহান শাম্মী বলেন, ‘এ ঘটনায় মৃত শারমিনের বাবা রফিকুল ইসলাম আত্মহত্যার প্ররোচনার অভিযোগে জামাই সাগরের বিরুদ্ধে মামলা করেছেন এবং সাগর মিয়া থানায় আটক রয়েছে।

গাইবান্ধা সদর উপজেলার চকবরুল গ্রামের রিকশাচালক রফিকুল ইসলামের মেয়ে শারমিন। বর্তমানে খিলগাঁও মেরাদিয়া পোড়াবাড়ি এলাকায় পরিবারের সাথে ভাড়া বাসায় থাকত। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

মন্তব্য

ঈদে বিশেষ সম্মানী পাচ্ছেন ইমাম ও মুয়াজ্জিন

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
ঈদে বিশেষ সম্মানী পাচ্ছেন ইমাম ও মুয়াজ্জিন
সংগৃহীত ছবি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন মসজিদসমূহের ইমাম ও মুয়াজ্জিনদের বিশেষ সম্মানী প্রদান করা হবে। বৃহস্পতিবার (২০ মার্চ) ডিএসসিসির নগর ভবনের বুড়িগঙ্গা হলে করপোরেশন সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। 

সিদ্ধান্ত অনুযায়ী, ইমাম ও মুয়াজ্জিনদের জনপ্রতি যথাক্রমে ৩ হাজার টাকা ও ১ হাজার ৫০০ টাকা করে প্রদান করা হবে। পাশাপাশি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সব দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারীদের উৎসব ভাতা প্রতি ঈদে দুই হাজার টাকার পরিবর্তে ৩ হাজার টাকা প্রদানের সিদ্ধান্ত হয়েছে।

এ ছাড়া অন্য ধর্মালম্বীদের ক্ষেত্রে বছরে একবার ৪ হাজার টাকার পরিবর্তে ৬ ছয় হাজার টাকায় উন্নীতকরণ করা হয়েছে।

আরো পড়ুন
মিথ্যা তথ্য দিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় চাকরি, পুতুলের নামে মামলা

মিথ্যা তথ্য দিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় চাকরি, পুতুলের নামে মামলা

 

সভায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে বসবাসরত নগরবাসীকে সহজে ও বিধি মোতাবেক সেবা প্রদানের লক্ষ্যে ‘ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নিয়ন্ত্রণাধীন কবরস্থান পরিচালনা নীতিমালা-২০২০’ সংশোধনপূর্বক ‘ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নিয়ন্ত্রণাধীন কবরস্থান পরিচালনা নীতিমালা-২০২৫’ এর নীতিগত অনুমোদন দেওয়া হয়। 

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক শাহজাহান মিয়ার সভাপতিত্বে বিভিন্ন সরকারি দপ্তর সংস্থার প্রতিনিধির সমন্বয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন পরিচালনা কমিটির ২৫ জন সদস্য এই সভায় অংশগ্রহণ করেন। 

সংস্থাটির প্রশাসক মো. শাহজাহান মিয়ার সভাপতিত্বে সভায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. জিল্লুর রহমান, সচিব মোহাম্মদ বশিরুল হক ভূঁঞাসহ সব বিভাগীয় প্রধান এবং আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রাসঙ্গিক
মন্তব্য

তিন ঘণ্টায় ঢাকা মেডিক্যালে ভর্তি ‘ধর্ষণের শিকার’ ৪ শিশু-কিশোরী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
তিন ঘণ্টায় ঢাকা মেডিক্যালে ভর্তি ‘ধর্ষণের শিকার’ ৪ শিশু-কিশোরী
প্রতীকী ছবি

রাজধানীর খিলগাঁও ও মুগদা এলাকায় পৃথক ঘটনায় চার শিশু-কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (২০ মার্চ) সকাল ১০টা থেকে দুপুর ১টার মধ্যে ওই চারজনকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। অভিযুক্তদের গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় মামলা হয়েছে।

 

হাসপাতাল সূত্র জানায়, মুগদা এলাকায় ধর্ষণের শিকার হয়েছে তিনজন। তাদের একজনের বয়স ১৩ বছর, একজনের ১২ ও আরেকজনের ১৫ বছর। খিলগাঁওয়ে ধর্ষণের শিকার কিশোরীর বয়স ১৫ বছর। 

এদের মধ্যে সকাল ১০টার দিকে একজন, সকাল ১১টার দিকে একজন, সাড়ে ১১টার দিকে একজন ও আরেকজনকে ভর্তি করা হয় দুপুর ১টার দিকে।

তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। 

আরো পড়ুন
কুমিল্লায় মহাসড়কে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

কুমিল্লায় মহাসড়কে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

 

মুগদা থানার উপপরিদর্শক (এসআই) আল-আমীন জানিয়েছেন, ১৯ মার্চ ইফতারের পর নিজ বাসায় প্রতিবেশী জব্বার (৪০) নামে জনৈক ব্যক্তি, ১২ বছরের কিশোরীকে ধর্ষণ করেছে বলে থানায় অভিযোগ করেন। পরে অভিযুক্ত জব্বারকে গ্রেপ্তার করা হয়। 

অন্যদিকে একই থানা এলাকায় গত ১৮ মার্চ ১৩ বছরের কিশোরীকে প্রতিবেশী পিন্টু চন্দ্র দাস ছাদের ওপর নিয়ে ধর্ষণ করেন।

এমন অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। ঘটনার সময়ে কিশোরীর বাবা রিকশাচালক ও মা দুজনেই বাইরে ছিলেন। গ্রেপ্তাররা দায় স্বীকার করেছেন। পরে তাদের বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়। সেখান থেকে আদালত তাদের কারাগারে পাঠান।

অন্যদিকে একই থানার উপপরিদর্শক (এসআই) তহিদুল ইসলাম জানিয়েছেন, গত ১৮ মার্চ ১৫ বছর কিশোরীকে তার পূর্বপরিচিত সিয়াম (১৮) নামে যুবক ধর্ষণ করেন। সেই অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (২০ মার্চ) থানায় মামলা করা হয়। 

আরো পড়ুন
মাঝরাতে রুমে গিয়ে প্রস্তাব, অক্ষয়কে ফিরিয়ে দেন আয়েশা

মাঝরাতে রুমে গিয়ে প্রস্তাব, অক্ষয়কে ফিরিয়ে দেন আয়েশা

 

খিলগাঁওয়ে ১৫ বছর বয়সী কিশোরীকে ধর্ষণের অভিযোগে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত যুবকের নাম আলিফ সিয়াম (২০) সত্যতা নিশ্চিত করে এসআই ইলিয়াস মাহমুদ বলেন, ছেলেটি পাশের বাসার পূর্বপরিচিত। গত ফেব্রুয়ারি মাসে কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে নিয়ে যান। পরে মেয়ে পরিবার থানায় অভিযোগ করে। গত ২৩ ফেব্রুয়ারি তাকে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করা হয়। গতকাল বুধবার মামলা হয়। ওই যুবক পলাতক রয়েছেন। কিশোরীকে শারীরিক পরীক্ষার জন্য বৃহস্পতিবার সকালে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রাসঙ্গিক
মন্তব্য

ট্রাম্পকে কাঁকড়ার ব্যবসার লাইসেন্স দিল ডিএনসিসি

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
ট্রাম্পকে কাঁকড়ার ব্যবসার লাইসেন্স দিল ডিএনসিসি
সংগৃহীত ছবি

বাংলাদেশে কাঁকড়ার ব্যবসার জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) থেকে ট্রেড লাইসেন্স নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত ১১ মার্চ বিকেলে লাইসেন্সটি ইস্যু করা হয়েছে।

লাইসেন্স অনুযায়ী, ব্যবসার নাম রাখা হয়েছে ‘ট্রাম্প অ্যাসোসিয়েশন’। লাইসেন্সে ট্রাম্পের পরিচয়, বাবার নাম ফ্রেড ট্রাম্প এবং মায়ের নাম ম্যারি অ্যান ম্যাকলিওড ট্রাম্প উল্লেখ করা হয়েছে, যা মার্কিন প্রেসিডেন্টের বাস্তব তথ্যের সঙ্গে মিলে যায়।

এটি একটি অদ্ভুত ঘটনা হলেও সত্যি, ডিএনসিসির রাজস্ব বিভাগ এই লাইসেন্সটি ইস্যু করেছে। তবে লাইসেন্সে ট্রাম্পের হাস্যোজ্জ্বল ছবি এবং ব্যবসার ঠিকানা ঢাকার আফতাবনগরে দেওয়া হয়েছে, যা কিছুটা বিস্ময়কর। লাইসেন্সে মালিকের ঠিকানা যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে হলেও ব্যবসাপ্রতিষ্ঠানের ঠিকানা ঢাকার আফতাবনগরের ৪০/৪২ নম্বর বাড়িতে উল্লেখ করা হয়েছে। আর ব্যবসার ধরন দেওয়া হয়েছে কাঁকড়া মাছ বিক্রেতা।

এখানেই শেষ নয়, ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ ও স্টারলিংকের মালিক ইলন মাস্কের নামে রেস্টুরেন্ট ও ডায়াগনস্টিক সেন্টারের ট্রেড লাইসেন্সের আবেদন করা হয়েছে। ভুয়া কাগজপত্র দাখিল করলেও তাতে অনুমোদন দিয়েছে ডিএনসিসি। 

সম্প্রতি স্বয়ংক্রিয় ই-ট্রেড লাইসেন্স সেবা চালু করে ডিএনসিসি। যেখানে একজন নাগরিক নিজেই আবেদন করে এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা জমা দিয়ে ট্রেড লাইসেন্স বের করতে পারছেন।

মন্তব্য

সর্বশেষ সংবাদ