ঢাকা, রবিবার ৩০ মার্চ ২০২৫
১৬ চৈত্র ১৪৩১, ২৯ রমজান ১৪৪৬

ঢাকা, রবিবার ৩০ মার্চ ২০২৫
১৬ চৈত্র ১৪৩১, ২৯ রমজান ১৪৪৬

দৈনিক আমরা মল-মূত্র ত্যাগ করি, তেমনই ঋতুস্রাব একটি শারীরিক প্রক্রিয়া

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
দৈনিক আমরা মল-মূত্র ত্যাগ করি, তেমনই ঋতুস্রাব একটি শারীরিক প্রক্রিয়া

আধুনিক সমাজে যেখানে কিনা ঋতুমতী অবস্থায় ঠাকুরঘরের চৌকাঠ অবধি পেরোনো মানা, ত্রিসীমানায় যাওয়া বারণ, সেখানে দমদমের তরুণী উষসী চক্রবর্তী রজঃস্বলা অবস্থায় সরস্বতী পূজা করে এক নয়া দৃষ্টান্ত প্রতিস্থাপন করেছেন। অতঃপর সোশ্যাল মিডিয়ায় সেই খবর ভাইরাল হতেই নেটিজেনদের -নীতিপুলিশদের রক্তচক্ষুর শিকার হতে হয়েছে তাঁকে। 

শুধু তাই নয়, শোনামাত্রই রে-রে করে উঠেছেন পুরোহিতদের একাংশও। কারণ, রঘুনন্দনের শুদ্ধিতত্ত্বকে উপেক্ষা করার চরম বিরোধী তাঁরা।

কলকাতার দমদম এলাকার উষসী যখন ঋতুমতী অবস্থায় বাগদেবীর আরাধনা করে জোর সমালোচনা-কটাক্ষের সম্মুখীন হচ্ছেন, সেই পরিপ্রেক্ষিতেই এবার তাঁর পাশে দাঁড়ালেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী

তিনি বলেন, 'নারী দেহ পুরোপুরি শুচি কিনা', ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়েই সমাজের প্রচলিত এই ট্যাবুকে চ্যালেঞ্জ ছুঁড়েছিলেন অভিনেত্রী। শুধু তাই নয়, তথাকথিত আধুনিকমনস্কদের উদ্দেশে বার্তাও দিয়েছিলেন যে রজঃস্বলা নারীর ঈশ্বর আরাধনায় কোনো বাধা থাকা উচিত নয়। এবারও উষসী চক্রবর্তীর পাশে দাঁড়িয়ে ‘শবরী’ ঋতাভরীর মন্তব্য, 'অন্তরের ভক্তি-শ্রদ্ধাই আসল। কতটা বেদ জেনে সে পূজা করছে, সেটাই মূল।

ঋতুস্রাব তো একটা শারীরিক প্রক্রিয়া। নিত্যদিন ঠিক যেমনটা আমরা মল-মূত্র ত্যাগ করি, সে রকমই। 

তিনি বলেন, ঋতুস্রাবের অস্তিত্ব না থাকলে তো, এই পৃথিবী থেকে জন্ম প্রক্রিয়াটাই লুপ্ত হয়ে যাবে। তাই এসব পুরনো চিন্তাভাবনা ঝেড়ে ফেলে নতুনভাবে ভাবতে শুরু করা উচিত।

এটা কোনো রোগ নয়, বলা ভালো, ‘শরীর খারাপ’ নয়! ঋতুস্রাব খুব সাধারণ একটা শারীরিক প্রক্রিয়া। যা না হলে আখেরে সৃষ্টিরই ব্যাঘাত ঘটবে।

উল্লেখ্য, মা সারদা ঋতুস্রাব চলাকালীন ঠাকুরের পূজা করতেন, ভোগও রাঁধতেন নিজের হাতে। তাঁর স্বামী পরমহংস শ্রী রামকৃষ্ণ তাঁকে কখনো বাধা তো দেনইনি, বরং উৎ‍সাহ জুগিয়েছিলেন। সেই দিক থেকে বর্তমান সমাজের চিন্তাধারণা এখনো অনেকটাই পিছিয়ে।

২০২০ সালে ওষুধের দোকানে স্যানিটারি ন্যাপকিন কিনতে গিয়ে যেখানে ‘লুকোচুরি’ খেলতে হয়, সেখানে এক রজঃস্বলা নারীর পূজা নিয়ে যে প্রশ্ন উঠবে, সেটাই স্বাভাবিক! সোশ্যাল সাইটে ছবি দিয়ে ঊষসী শুধু লিখেছিলেন, ‘জীবনে প্রথমবার সামবেদ মেনে নিজেই নিজের বাড়ির সরস্বতী পূজা করলাম। আজ আমার দ্বিতীয় দিন।’ ব্যস, তোলপাড় শুরু হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।

ঋতাভরী চক্রবর্তী বলেন, 'দাদু ছিলেন কমিউনিজমে বিশ্বাসী। তিনি ঈশ্বরেই বিশ্বাস করতেন না। তবে দিদা ছিলেন ঈশ্বরে বিশ্বাসী। সব রকম পূজা হতো আমাদের বাড়িতে। তবে ঋতুমতী অবস্থায় পূজা করা যায় কি না- এই প্রশ্নটাই কখনো আমাদের পরিবারে ওঠেনি। আমাদের পরিবার ঠিক এতটাই উদারনৈতিক চিন্তাধারা পোষণ করে। আমার কাছে, পূজা করা মানে ঈশ্বরের সঙ্গে যোগাযোগ স্থাপন করা। সে ক্ষেত্রে শরীর শুচি-অশুচি কি না সেটা বড় কথা নয়। অতঃপর ঋতুস্রাব হওয়াটা এমন কোনো পাপ নয় যে, এই অবস্থায় ঈশ্বরের সঙ্গে যোগাযোগ স্থাপন করা যাবে না। যদি তাই হতো, তাহলে সৃষ্টির সঙ্গে এর কোনো যোগই থাকত না।'

মন্তব্য

সম্পর্কিত খবর

অভিনেত্রীর ১৪ মিনিটের ভিডিও ফাঁস!

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শেয়ার
অভিনেত্রীর ১৪ মিনিটের ভিডিও ফাঁস!

তামিল সিনেমার অভিনেত্রী শ্রুতি নারায়ণ। কিছুদিন আগে তার ১৪ মিনিট দৈর্ঘ্যের একটি ভিডিও ফাঁস হয়েছে। জানা যায়, এটি প্রাইভেট অডিশনের সময়ে ধারণ করা। কাস্টিং কাউচের ভিডিওটি ফাঁস হওয়ার পর তুমুল সমালোচনা চলছে।

খবর আনন্দবাজারের

ভিডিওটি ফাঁস হওয়ার পর এতদিন চুপ ছিলেন শ্রুতি তবে অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুললেন এই অভিনেত্রেী। ইনস্টাগ্রাম স্টোরিতে দেওয়া পোস্টে শ্রুতি জানান, খুবই কঠিন সময় পার করছেন তিনি। 

আরো পড়ুন
দেশে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

দেশে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

 

শ্রুতি বলেন, এই ধরনের কনটেন্ট ছড়িয়ে দেওয়া কেবল রসিকতা-মজার বিষয়। কিন্তু আমার এবং আমার ঘনিষ্ঠজনদের জন্য এটি খুব কঠিন পরিস্থিতি।

বিশেষ করে আমার জন্য এটি খুব কঠিন সময়। এই কঠিন পরিস্থিতি সামাল দেওয়া ভীষণ জটিল। আমিও একজন নারী, আমারও অনুভূতি আছে, আমার ঘনিষ্ঠজনদেরও অনুভূতি আছে। আপনারা সবাই এটিকে খারাপ থেকে আরো খারাপ করে তুলছেন।

অনুরোধ জানানোর পাশাপাশি ক্ষোভ উগরে শ্রুতি বলেন, ‘আপনাদের বিনীতভাবে অনুরোধ করছি, সব কিছু দাবানলের মতো ছড়িয়ে দেবেন না। তার পরও যদি একই কাজ করেন, তবে আপনি আপনার মা-বোন বা বান্ধবীর ভিডিও দেখুন। কারণ তারাও মেয়ে, তাদেরও আমার মতো শরীর আছে। সুতরাং তাদের ভিডিও উপভোগ করুন।’

আরো পড়ুন
ঈদ জামাতের জন্য প্রস্তুত শোলাকিয়া

ঈদ জামাতের জন্য প্রস্তুত শোলাকিয়া

 

তামিল টিভি সিরিয়াল দিয়ে ক্যারিয়ার শুরু করেন শ্রুতি।

‘সিরাগাড়িকা আসাই’-এর মতো অনুষ্ঠানের মাধ্যমে পরিচিতি লাভ করেন তিনি। এটি স্টার বিজয় এবং জিওহটস্টারে প্রচার হয়।

মন্তব্য

উৎসবের নায়িকা বুবলী, থাকছেন দুই মাধ্যমে

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
শেয়ার
উৎসবের নায়িকা বুবলী, থাকছেন দুই মাধ্যমে
সংগৃহীত ছবি

শবনম বুবলীকে বলা হয় উৎসবের নায়িকা। অভিষেকের পর থেকেই ঈদ উৎসবে ডাবল সিনেমা নিয়ে প্রেক্ষাগৃহে হাজির হয়েছেন তিনি। মাঝে ছন্দঃপতন হলেও আবারও ফিরেছেন স্বমহিমায়।

এবার ঈদ উৎসবেও দুই সিনেমা নিয়ে আসছেন তিনি।

এই ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে বুবলীর ‘জংলি’ সিনেমা। এদিকে ‘পিনিক’ নামে আরেকটি ছবি মুক্তির কথা থাকলেও অবশেষে তা পিছিয়েছে।

তবে বুবলীর ডাবল ঈদ মিস হচ্ছে না কোনোভাবেই। প্রেক্ষাগৃহের পাশাপাশি এবার এই নায়িকা থাকছেন ওটিটিতেও।

এ মাধ্যমে মুক্তি পেতে যাচ্ছে তার আরেক সিনেমা ‘ছায়া’। ২০২৩ সালে শুটিং হওয়া সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির কথা থাকলেও শেষ পর্যন্ত এটি ওয়েব ফিল্ম হিসেবে ওটিটিতে মুক্তি পাচ্ছে। এটি নির্মাণ করেছেন ওয়াজেদ আলী। 

বুবলী অভিনীত ‘জংলি’ পরিচালনা করেছেন এম রাহিম।

এ তে তিনি জুটি হয়েছেন সিয়াম আহমেদের সঙ্গে। অন্যদিকে ‘ছায়া’ সিনেমাতে দুই শিশুশিল্পী ও বুবলী ছাড়াও রয়েছেন পল্লব, আসিফ নূর প্রমুখ। ঈদের দিন এটি আইস্ক্রিনে মুক্তি পাবে।

মন্তব্য

এবার গানের প্রশিক্ষক মিলা

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
শেয়ার
এবার গানের প্রশিক্ষক মিলা
মিলা, ছবি : শিল্পীর সৌজন্যে

বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত সংগীতবিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে অংশ নিয়েছেন পপ তারকা মিলা। সদ্য শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত তিন দিনব্যাপী এই কর্মশালায় ক্লাস নিয়েছেন তিনি। 

এমন একটি আয়োজনে অংশ নিয়ে বেশ উচ্ছ্বসিত এই পপ তারকা। এটি তার ক্যারিয়ারে একটি নতুন অভিজ্ঞতা যোগ করেছে বলে মনে করেন।

কালের কণ্ঠকে মিলা ইসলাম বলেন, ‘এ ধরনের কর্মশালায় আমি আগে এভাবে কখনো অংশ নিইনি। এটা আমার জন্য একদমই অন্য রকম একটা অভিজ্ঞতা, খুবই চমৎকার। তিন দিন খুবই দারুণ সময়ে কেটেছে আমার।’

কর্মশালা প্রসঙ্গে এই গায়িকা আরো বলেন, ‘এই কর্মশালার আয়োজনটা মূলত শ্রোতাদের সঙ্গে শিল্পীদের সংযোগ স্থাপন করার জন্য।

দর্শকের কাছে পৌঁছানোর কৌশল শেখানো হয়। আমার দীর্ঘ ক্যারিয়ারে আমি যা শিখেছি, অভিজ্ঞতা অর্জন করেছি সেটাই তাদের সবার সঙ্গে শেয়ার করেছি। সমাপনী দিন প্রশিক্ষণ শেষে তাদের সম্মাননাও দেওয়া হয়েছে।’

মিলা এখন ব্যস্ত রয়েছেন তার নতুন গান নিয়ে।

ইতিমধ্যে বেশ কিছু গান রেকর্ড করেছেন, যা শিগগিরই প্রকাশ করবেন বলে জানান।

এ ছাড়া সম্প্রতি দীর্ঘদিন পর প্লেব্যাক করেছেন। ‘ইনসাফ’ সিনেমার একটি আইটেম গানে কণ্ঠ দিয়েছেন মিলা। এর মধ্য দিয়ে চলচ্চিত্রের গানে সাত বছরের বিরতি ভেঙেছেন তিনি।

মন্তব্য

১৫ নাটকে জমকালো ঈদ উৎসব

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
শেয়ার
১৫ নাটকে জমকালো ঈদ উৎসব
সংগৃহীত ছবি

উৎসব মানেই যেন সিএমভির তারকাখচিত আয়োজন। ঈদ হলে তো সেই আয়োজনে যোগ হয় বাড়তি মাত্রা। বরাবরের মতো এবারের ঈদেও জমকালো আয়োজন রয়েছে এই ব্যানারে।

এবার মোট ১৩টি বিশেষ নাটকে অভিনয় করেছেন দেশের জনপ্রিয় সব টিভি তারকা।

যার মধ্যে রয়েছেন মেহজাবীন চৌধুরী, জোভান, তটিনী, তৌসিফ, নীহা, মুশফিক আর ফারহান, সাদিয়া আয়মান, মীর রাব্বি, কেয়া পায়েল, ফারুক আহমেদ, স্পর্শিয়া, ইয়াশ রোহান, সাফা কবিরসহ অনেকেই।

এর মধ্যে উৎসবের শুরুটা হবে চাঁদরাতে সজীব খান নির্মিত ‘প্রেম ভাই’ নাটকের মাধ্যমে। এতে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব, তটিনী ও ফারুক আহমেদ। ঈদের দিন মুক্তি পাবে আলোচিত নাটক ‘বাজি’।

তৌফিকুল ইসলামের নির্মাণে নাটকটিতে অভিনয় করেছেন মুশফিক আর ফারহান , কেয়া পায়েল ও মীর রাব্বি।

সিএমভির কর্ণধার এস কে সাহেদ আলী পাপ্পু জানান, চাঁদরাত থেকে টানা ১৫ দিন নাটকগুলো উন্মুক্ত হবে প্রতিদিন সন্ধ্যা ৭টায় প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে।

এই তালিকায় আরো থাকছে মহিদুল মহিমের ‘ফিরে দেখা’, অভিনয়ে জোভান ও তটিনী। হাসিব হাসান রাখির ‘মন দিওয়ানা’, অভিনয়ে তৌসিফ মাহবুব ও তটিনী।

শিহাব শাহীনের ‘অ্যারেঞ্জ ম্যারেজ’, অভিনয়ে তৌসিফ মাহবুব ও নাজনীন নীহা। মাহমুদ মাহিনের ‘প্রিয় প্রিয়সিনী’, অভিনয়ে জোভান ও তটিনী। এ কে পরাগের ‘লাইজু’, অভিনয়ে মুশফিক আর ফারহান, সাদিয়া আয়মান ও শরাফ আহমেদ জীবন।

থাকছে মাহমুদ মাহিনের ‘শেষটা তুমি’, অভিনয়ে ফারহান ও স্পর্শিয়া। প্রবীর রায় চৌধুরীর ‘বান্টির বিয়ে’, অভিনয়ে জোভান ও কেয়া পায়েল।

রুবেল হাসানের ‘বউয়ের বিয়ে’, অভিনয়ে ইয়াশ রোহান ও তটিনী। আবুল খায়ের চাঁদের ‘তুমি যাকে ভালোবাসো’, অভিনয়ে জোভান, কেয়া পায়েল ও কিংকর আহসান। ইমরোজ শাওনের ‘ব্রেকিং নিউজ’, অভিনয়ে তৌসিফ ও তটিনী। ঈদের বিশেষ চমক হিসেবে থাকছে জোভান-মেহজাবীন চৌধুরী অভিনীত ‘বেস্ট ফ্রেন্ড ২.০’, এটি নির্মাণ করেছেন প্রবীর রায় চৌধুরী।

আরো থাকছে মাসরিকুল আলমের ‘মেঘের বৃষ্টি’, অভিনয়ে জোভান ও নিহা। এ কে পরাগের ‘হাউ কাউ’, অভিনয়ে ফারহান ও সাফা কবির। 

এবারের ঈদ আয়োজন প্রসঙ্গে প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু বলেন, ‘বলতে পারেন গোটা বছর ধরেই আমরা ঈদের গল্পগুলো সাজাতে থাকি। যেন ঈদ উৎসবে দর্শকদের দারুণ সব নাটক উপহার দিতে পারি। সেই ধারাবাহিকতা এবারও থাকছে। মোট ১৫টি প্রজেক্ট এবার আমরা তৈরি করেছি। যেখানে দেশের প্রায় সব তারকা শিল্পী, নির্মাতা ও চিত্রনাট্যকারের মেলবন্ধন ঘটেছে। আশা করছি, আমাদের এই কাজগুলো দর্শকদের ঈদের আনন্দ বাড়িয়ে দেবে।’

মন্তব্য

সর্বশেষ সংবাদ