ঢাকা, শনিবার ১২ এপ্রিল ২০২৫
২৯ চৈত্র ১৪৩১, ১২ শাওয়াল ১৪৪৬

ঢাকা, শনিবার ১২ এপ্রিল ২০২৫
২৯ চৈত্র ১৪৩১, ১২ শাওয়াল ১৪৪৬

আসছে সানিয়া-শোয়েবের ‘দ্য মির্জা মালিক শো’

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শেয়ার
আসছে সানিয়া-শোয়েবের ‘দ্য মির্জা মালিক শো’
সানিয়া মির্জা ও শোয়েব মালিক

বিচ্ছেদ গুজবের মধ্যেই নিজেদের নতুন শো আনার ঘোষণা দিলেন ভারত ও পাকিস্তানের দুই ক্রীড়াবিদ ও জনপ্রিয় দম্পতি সানিয়া মির্জা ও শোয়েব মালিক। শোয়ের নাম ‘দ্য মির্জা মালিক শো’। এটি শীঘ্রই পাকিস্তানি স্ট্রিমিং পরিষেবা উর্দুফ্লিক্সে প্রিমিয়ার হবে।

উর্দুফ্লিক্সের অফিশিয়াল অ্যাকাউন্টে শোটির খবর এবং অনুষ্ঠানের পোস্টার শেয়ার করা হয়েছে।

সেখানে লেখা হয়েছে, ‘দ্য মির্জা মালিক শো’ খুব শীঘ্রই আসছে, শুধু উর্দুফ্লিক্সে। এরপর দর্শকদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করা হয়। পোস্টটিতে সানিয়া মির্জা ও শোয়েব মালিককেও মেনশন করেছে চ্যানেলটি।

\"\"

এদিকে এই তারকা দম্পতির বিচ্ছেদ নিয়ে অনলাইন এখন সরগরম।

সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে পড়েছে যে সানিয়া-শোয়েব বিবাহবিচ্ছেদ করেছেন। ভক্ত-অনুরাগীদের পাল্টাপাল্টি স্ট্যাটাসে অনলাইনে এখন সানিয়া-শোয়েব বিচ্ছেদ সর্বাধিক আলোচনার বিষয়। পাকিস্তানি মডেল আয়েশা ওমরের সঙ্গে শোয়েব মালিকের সম্পর্ক ছিল, এমন অভিযোগই এই দম্পতির বিচ্ছেদের মূল কারণ বলেও উল্লেখ করা হচ্ছে অনেক প্রতিবেদনে।

এদিকে পাকিস্তানি মিডিয়ার প্রতিবেদন অনুসারে, শোয়েব এবং সানিয়া তাদের সম্পর্ক শেষ করার জন্য আইনি বৈধতার অপেক্ষা করছেন।

বেশ কিছু আইনি জটিলতা সম্পন্ন করলেই তাঁরা বিচ্ছেদের ঘোষণা দেবেন বলেও ধারণা করা হচ্ছে। তবে জল্পনা-কল্পনা যা-ই হোক, ভক্তরা অবশ্যই ‘দ্য মির্জা মালিক শো’ দেখবেন, এমনটাই আশা করছেন শোটির আয়োজকরা। সম্প্রতি তারকা দম্পতির বিচ্ছেদের গুঞ্জনের কারণে শোটি আরো বেশি জনপ্রিয়তা পাবে বলেও ধারণা করছেন ভক্ত-অনুরাগীরা। 

\"\"

২০১০ সালে বিয়ের পিঁড়িতে বসেন ভারতের অন্যতম সেরা টেনিস তারকা সানিয়া মির্জা ও পাকিস্তানের ক্রিকেটার শোয়েব মালিক। তাঁদের সংসারে একটি পুত্রসন্তান রয়েছে।

সূত্র : দ্য ডেইলি স্টার

মন্তব্য

সম্পর্কিত খবর

ট্রেন্ডিংয়ে শীর্ষে ঈদের যেসব নাটক

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
শেয়ার
ট্রেন্ডিংয়ে শীর্ষে ঈদের যেসব নাটক
সংগৃহীত ছবি

ঈদ উৎসবে টেলিভিশনের পাশাপাশি ইউটিউব চ্যানেলে দর্শকরা দেখছেন ঈদের নাটক। ঈদের আগে থেকে প্রচারে আসা শুরু হলেও তার রেশ এখনো রয়ে গেছে। এরই মধ্যে বাংলাদেশে ইউটিউব ট্রেন্ডিংয়ের শীর্ষ তালিকায় রয়েছে পাঁচটি নাটক।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ট্রেন্ডিংয়ে একদম শুরুর দিকে রয়েছে অপূর্ব ও নিহা জুটির ‘মেঘবালিকা’ নাটকটি।

কনন্টের বিচারে ট্রেন্ডিংয়ে নাটকটির স্থান ২ নম্বরে! শুধু বাংলাদেশি নাটকের হিসেবে এটির স্থান প্রথম। সাত দিনে এখন পর্যন্ত নাটকটি দেখেছে ৮৬ লাখেরও বেশি দর্শক। 

তার পরেই রয়েছে নিলয় আলমগীর ও হিমি অভিনীত নাটক ‘একান্নবর্তী’। কনন্টের বিচারে ট্রেন্ডিংয়ে নাটকটির অবস্থান ৫ নম্বরে হলে নাটকের হিসেবে দ্বিতীয়।

এটি দেখেছে ৬৮ লাখেরও বেশি দর্শক। এরপর তৃতীয় অবস্থানে রয়েছে তৌসিফ ও বুশরা অভিনীত নাটক ‘লাভ মি মোর’, যা তিন দিনে এখন পর্যন্ত দেখেছে ২৫ লাখেরও বেশি দর্শক। 

ট্রেন্ডিংয়ের চতুর্থ অবস্থানে রয়েছে জোভান ও তটিনী অভিনীত ‘হৃদয়ের এক কোণে’ নাটক। সাত দিনে নাটকটি দেখেছে ৬৯ লাখেরও বেশি দর্শক।

পঞ্চম অবস্থানে রয়েছে একই জুটির আরেক নাটক ‘তোমাদের গল্প’। নাটকটি বারো দিনে দেখেছে ১ কোটি ১৪ লাখের মতো দর্শক।

প্রাসঙ্গিক
মন্তব্য

বিসিএসে টিকেও অভিনয়ে থিতু হন এই অভিনেতা

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শেয়ার
বিসিএসে টিকেও অভিনয়ে থিতু হন এই অভিনেতা
সংগৃহীত ছবি

স্বপ্ন ছিল পাইলট হওয়ার। কিন্তু ভাগ্যক্রমে তা হয়নি। অংশ নিয়েছিলেন ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (ইউপিএসসি) পরীক্ষায়। পাসও করেন তিনি, কিন্তু এর পরই ছন্দঃপতন।

ইউপিএসসি এনডিএ পরীক্ষায় অংশ নিয়ে পাস করলেও মেডিক্যাল পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি কানওয়ালজিৎ সিং ওয়ালিয়া। ডান কানে স্পষ্ট শুনতে পান না। শেষে পুনের এফটিআইআইএ অভিনয়ের প্রশিক্ষণ নিয়েছিলেন।

কোনো দিন অভিনেতা হতে চাননি।

লেখাপড়া শেষ করে পুনের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অব ইন্ডিয়ায় ভর্তি হয়েছিলেন। সেই কানওয়ালজিৎ এখন ভারতের ছোট ও বড় পর্দারই বেশ পরিচিত মুখ। 

কটা সময় বলিউডের বড় বাজেটের ছবিতে তাকে কাস্ট করা হয়। পরবর্তীতে ওয়েব সিরিজেও অভিনয় করেন কানওয়ালজিৎ।

কাজ করেছেন ছোট বাজেটের ছবিতেও। ছয় ফুট লম্বা কানওয়ালজিৎ। প্রায় অমিতাভের মতো উচ্চতা তার।

ইন্ডাস্ট্রিতে এসেই বিগ বি-কে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন। তার প্রথম দুটি ছবি ‘হাম রাহে না হাম’ ও ‘শাক’ বক্স অফিসে তেমন ফল করতে পারেনি।

তার পর ‘সত্তে পে সত্তা’, ‘ম্যাচেস’, ‘দিল মাঙ্গে মোর’, ‘মেরে ব্রাদার কি দুলহান’-এর মতো ছবিতে অভিনয় করেছেন। জনপ্রিয় হয়েছেন ছোট পর্দাতেও।

মন্তব্য

চিকিৎসকের কথা শুনেই অসুস্থ হয়ে গিয়েছিলেন সাইফ!

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শেয়ার
চিকিৎসকের কথা শুনেই অসুস্থ হয়ে গিয়েছিলেন সাইফ!
সংগৃহীত ছবি

শৈশবে মায়ের কথা খুব একটা গুরুত্ব দিতেন না সাইফ আলী খান। বিভিন্ন সময়ে ছেলেকে নানা পরামর্শ দিলেও তা শুনতেন না বলে জানালেন অভিনেতার মা ও বর্ষীয়ান অভিনেত্রী শর্মিলা ঠাকুর। সম্প্রতি এক সাক্ষাৎকারে পুরনো দিনের কিছু কথা শেয়ার করলেন তিনি। 

সাইফের প্রসঙ্গ টেনে এসময় শর্মিলা বলেন, ‘চিকিৎসক আমাকে পরামর্শ দিলেন ছোট্ট সাইফকে এক চামচ ফলের রস খাওয়াতে।

’ এই কথা শুনে মা বলেছিলেন, ‘ফলের রসের সঙ্গে একটু জল মিশিয়ে খাওয়াতে।’
 
তার পর থেকেই সাইফের পেটের সমস্যা দেখা দেয়। সাইফ অসুস্থ হয়ে পড়ে। এই ঘটনার উল্লেখ করে অভিনেত্রী বললেন, ‘মায়ের কথা শুনলেই ঠিক হতো।
মা-ঠাকুমার কাছ থেকেই জীবনের বহু কিছু শিখেছি আমি।’ 

সম্প্রতি মুক্তি পেয়েছে শর্মিলার ছবি ‘পুরাতন’। অনেক দিন পর বাংলা ছবিতে ফিরেছেন তিনি। শাশুড়ির ছবি দেখে অনুভূতি প্রকাশ করেছেন পুত্রবধূ কারিনা কাপুর খানও।

সুদূর নিউইয়র্ক থেকে শর্মিলার ছবির প্রশংসা করেছেন প্রিয়াঙ্কা চোপড়াও। ছবিতে ঋতুপর্ণা সেনগুপ্তের মায়ের চরিত্রে দেখা গেছে বর্ষীয়ান অভিনেত্রীকে।

মন্তব্য

নিজেদের ভুল বুঝতে রাজা চার্লসকে ‘কেসারি ২’ দেখার আহ্বান অক্ষয়ের

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শেয়ার
নিজেদের ভুল বুঝতে রাজা চার্লসকে ‘কেসারি ২’ দেখার আহ্বান অক্ষয়ের
রাজা তৃতীয় চার্লস ও অক্ষয় কুমার

আগামী ১৮ এপ্রিল মুক্তি পেতে যাচ্ছে বলিউড অভিনেতা অক্ষয় কুমারের নতুন ছবি ‘কেসারি : চ্যাপ্টার টু’। দেশাত্মবোধক ঘরানার ছবিটির ট্রেলার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে নিয়ে শুরু হয়েছে উন্মাদনা। এরই মধ্যে ছবিটির প্রচারণা নিয়ে ব্যস্ত সময় পার করছেন অক্ষয়। সেখানে জানান, ছবিটি ব্রিটিশ সরকার ও রাজা তৃতীয় চার্লসের দেখা উচিত।

আরো পড়ুন
অন্তরঙ্গ দৃশ্যের আগে প্রেমিকের অনুমতি নেন কৌশানি

অন্তরঙ্গ দৃশ্যের আগে প্রেমিকের অনুমতি নেন কৌশানি

 

শুক্রবার প্রচারণায় অংশ নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অক্ষয় ‍কুমার। ১৯১৯ সালের ১৩ এপ্রিল জালিয়ানওয়ালাবাগ গণহত্যার অপ্রকাশিত ঘটনার ওপর ভিত্তি করে নির্মিত সিনেমাটি নিয়ে আশাবাদী অক্ষয় মনে করেন, নিজেদের ভুল বোঝার জন্য ব্রিটিশ সরকার ও কিং চার্লসের এই ছবিটি দেখা উচিত। সাংবাদিকদের অক্ষয় বলেন,“তাদের ক্ষমা চাওয়া উচিত, এমন কিছু বলার জন্য আমি এখানে আসিনি। আমি চাই, তারা অন্তত এই সিনেমাটি দেখুক এবং নিজেদের ভুল বুঝতে পারুক।

তাদের মুখ থেকে অন্যান্য কথা নিজে থেকে বেরিয়ে আসবে। আমি চাই, ব্রিটিশ সরকার এবং রাজা চার্লস এই ছবিটি দেখুক। তাদের দেখা উচিত কী ঘটিয়েছিল ব্রিটিশরা।”

পাশাপাশি ছবিটি ঘিরে রাজনৈতিক বিতর্ক নিয়েও নিজের বক্তব্য তুলে ধরেন বলিউডের ‘খিলাড়ি’খ্যাত এই অভিনেতা।

রাজনৈতিক বিতর্কে না গিয়েই অক্ষয় কুমার জানান, তিনি একজন অভিনেতা এবং এই বিষয়ে কে কী বলছে তাতে তিনি জড়াবেন না।  তিনি উল্লেখ করেন যে, তিনি ছবিটি তৈরি করেছেন যাতে মানুষ বুঝতে পারে যে আসলে সেদিন কী ঘটেছিল।

আরো পড়ুন
গায়েব আয়োজক, ঢাকায় গাওয়া হলো না পাকিস্তানি গায়কের

গায়েব আয়োজক, ঢাকায় গাওয়া হলো না পাকিস্তানি গায়কের

 

১৯১৯ সালে ঘটে যাওয়া জালিয়ানওয়ালা বাগ-কাণ্ড ভারতের বুকে এক কালো দিন। নিরপরাধ ভারতীদের এই দিন নৃশংস ভাবে হত্যা করে তৎকালীন ব্রিটিশ সরকার। গুলি করে ঝাঁজরা করে দেয় তাদের।

এই মর্মান্তিক ঘটনার পর ব্রিটিশদের থেকে পাওয়া ‘নাইট’ উপাধি ফিরিয়ে দিয়েছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর।

করণ সিং ত্যাগীর পরিচালনায় ‘কেসারি : চ্যাপ্টার টু’তে সি. শঙ্করন নায়ারের চরিত্রে দেখা যাবে অক্ষয় কুমারকে। অক্ষয়ের সঙ্গে সিনেমাটিতে আরো আছেন আর মাধবান ও অনন্যা পাণ্ডে। ১৮ এপ্রিল মুক্তি পাবে এটি।

মন্তব্য

সর্বশেষ সংবাদ