<p>মাসখানেক আগে ভারতের পশ্চিমবঙ্গে ঘটে যায় এক মর্মান্তিক ঘটনা। হাসপাতালে দায়িত্ব পালন অবস্থায় ধর্ষণ ও হত্যার ঘটনা ঘটে। এটি সবার কাছে আরজি কর-কাণ্ড হিসেবে পরিচিত। ঘটনার পর সরব হয়েছিল সেখানকার মানুষ। তারপর সরব হয়েছিলেন টলিপাড়ার তারকারা। অনেকেই বিচারের দাবিতে পথে নেমেছেন। কিন্তু এর মধ্যে কোথাও দেখা যায়নি অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যকে। এই ঘটনা নিয়ে কোনো মন্তব্য করেননি তিনি, এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমেও চুপ ছিলেন তিনি। অনির্বাণের নীরবতা নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। তবে অভিনেতা চুপ থাকলেও তার স্ত্রী মধুরিমা গোস্বামী এই ঘটনায় সরব। বুধবার রাতে আরজি কর-কাণ্ড নিয়ে একটি ফেসবুক লাইভ করার বিষয়ে উদ্যোগী হন অভিনেত্রী সোহিনী সরকার। বিভিন্ন পেশার মানুষ এই ফেসবুক লাইভে যোগ দেয়। সেখানেই নাট্যজগৎ থেকে যোগ দেন মধুরিমা।</p> <p>আনন্দবাজার সূত্রে জানা গেছে, ওই লাইভে আগামী ১ সেপ্টেম্বর একটি মহামিছিল করার কথা বলেন সোহিনী। মিছিল থেকে নারী ও তৃতীয় লিঙ্গের মানুষের সুরক্ষা বিষয়ে কিছু প্রশ্ন তোলা হবে বলে জানান তিনি। সোহিনীর কথায়, ‘বাংলায় ৪৫ হাজার ধর্ষণের ঘটনায় মামলার এখনো নিষ্পত্তি করা হয়নি। আদালতেই মামলাগুলো পড়ে রয়েছে। এমন অনেক প্রশ্ন নিয়ে সেদিন আমরা রাস্তায় নামছি।’</p> <p>আরজি কর-কাণ্ডের প্রতিবাদে সরব হয়েছিল কয়েকটি স্কুলের পড়ুয়ারা। তার মধ্যে তারাসুন্দরী বালিকা বিদ্যালয়ের একটি ভিডিও নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে। এই ঘটনায় তিনটি স্কুলকে শোকজ় করা হয়। এই বিষয়টি সাংবিধানিক অধিকারের বাইরে বলে মনে করেন মধুরিমা। তিনি বলেন, ‘এই ঘটনা আমাদের খুব অদ্ভুত লেগেছে। আমরা একটি চিঠি পাঠিয়েছি সংশ্লিষ্ট দপ্তরে।’</p> <p>এই মিছিলের মূল দাবি, সিবিআইকে আরজি করের স্বৈরাচার ও দুর্নীতির মূল ধারক ও বাহক এবং তাদের বাকি সঙ্গীদের গ্রেপ্তার করতে হবে। দ্বিতীয়ত, আরজি করের সাবেক অধ্যক্ষ সন্দীপ ঘোষের দায়িত্বহীনতা এবং যারা প্রমাণ লোপাটের চেষ্টা করেছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। ধর্ষণ ও খুনের নিরপেক্ষ বিচার করতে হবে এবং দোষীদের শাস্তি দিতে হবে। একাধিক দাবি নিয়ে ১ সেপ্টেম্বর পথে নামছেন তারা।</p>