ঢাকা, সোমবার ২৪ মার্চ ২০২৫
১০ চৈত্র ১৪৩১, ২৩ রমজান ১৪৪৬

ঢাকা, সোমবার ২৪ মার্চ ২০২৫
১০ চৈত্র ১৪৩১, ২৩ রমজান ১৪৪৬
সালাহউদ্দিন লাভলু

নতুনদের শেখার আগ্রহ প্রবল

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
শেয়ার
নতুনদের শেখার আগ্রহ প্রবল
সালাহউদ্দিন লাভলু

গুণী অভিনেতা, নির্মাতা ও নাট্যকার সালাহউদ্দিন লাভলু। ক্যামেরার কবি হিসেবেও আখ্যায়িত করা হয় তাঁকে। অভিনয়ের বাইরে প্রায় ২৭ বছর ধরে নাটক পরিচালনা করছেন। চ্যানেল আইয়ে আজ থেকে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক ‘আপন মানুষ’।

ধারাবাহিকটি নির্মাণ করেছেন জনপ্রিয় নির্মাতা ও অভিনেতা সালাহউদ্দিন লাভলু। মোট ৮৩ পর্বের ধারাবাহিকটি প্রচারিত হবে সপ্তাহে পাঁচ দিন। প্রতি শনিবার থেকে বুধবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে। তাঁর সঙ্গে কথা বলেছেন কামরুল ইসলাম।

‘আপন মানুষ’-এ কী ধরনের গল্প তুলে ধরেছেন?

গ্রামীণ জীবন আমি যেভাবে দেখি, আমার অন্যান্য নাটকেও যেমন পটভূমি থাকে, এখানেও তেমনই। গ্রামের তরুণ প্রজন্মকে নিয়ে গল্প। তাদের প্রেম-ভালোবাসা, দুঃখ, পাওয়া না-পাওয়ার বিষয়গুলো দেখা যাবে।

এ ধারাবাহিকের প্রায় সবাই নবীন শিল্পী।

দর্শকপ্রিয় শিল্পীদের এড়িয়ে তাঁদের নিয়ে কাজ করার কারণ?

শুরু থেকেই আমি নতুনদের নিয়ে কাজ করে আসছি। এখন তাঁদের অনেকে তারকা হয়েছেন। আমার ‘সোনার পাখি রুপার পাখি’ অসম্ভব দর্শকপ্রিয় একটি ধারাবাহিক, সেখানেও প্রায় সবাই নবীন শিল্পী। অনেকেরই অভিনেতা হওয়ার স্বপ্ন থাকে, নিজের প্রতিভা মেলে ধরার জন্য স্ট্রাগল করে; কিন্তু সেভাবে সুযোগ পায় না। আমি তাঁদের নিয়ে কাজ করি, এর মাধ্যমে ইন্ডাস্ট্রিতেও একটা অবদান রাখা হয়।

তা ছাড়া নতুনদের ক্ষেত্রে শিডিউল জটিলতা থাকে না। তারকাদের শিডিউল পাওয়া মুশকিল। আরেকটা বিষয়, অভিনয়শিল্পী নতুন হলে চরিত্রগুলো দর্শকের বিশ্বাসযোগ্যতা অর্জন করে। দর্শক মনে করে, এটা সত্যিই তো আমার পাশের বাড়ির মানুষটা!

এবারের নতুনদের কেমন দেখলেন?

বরাবরই নতুনরা অনেক মনোযোগী। তাদের শেখার আগ্রহ প্রবল। যদিও তাদের নির্দেশনা দিয়ে মূল জিনিসটা বুঝিয়ে, কাঙ্ক্ষিত দৃশ্যটা ধারণ করতে একটু বেশি সময় লাগে। দুই-চার দিন বেশি শুটিং করতে হয়, কিছু দৃশ্য পুনরায় শুট করতে হয়। তবে একবার তারা বুঝে গেলে দারুণ কাজ করে।

কত দিন পর নতুন ধারাবাহিক বানালেন?

একটা সিরিয়ালের পর ছয় মাসের মতো বিরতি রাখি। এর আগে চ্যানেল আইয়ে ‘ষণ্ডাপাণ্ডা’ গিয়েছিল। প্রচারের পর চ্যানেলের নির্ধারিত চাঙ্ক ফাঁকা হতে যত দিন লাগে, তার পরই নতুন ধারাবাহিক শুরু করি।

‘সাকিন সারিসুরি’, ‘হাড় কিপ্টে’ কিংবা ‘রঙের মানুষ’— আপনার এ ধারাবাহিকগুলো এ প্রজন্মের দর্শকও বেশ পছন্দ করে। অন্তর্জালে এসব ধারাবাহিক নিয়ে চর্চা হয় বেশ। দেখে কেমন লাগে?

এটা খুবই ভালো লাগার বিষয়। আমি বিশ্বাস করি, সত্যিকার অর্থে ভালো শিল্প তৈরি করতে পারলে দুই-চার যুগ পরের মানুষও সেটা পছন্দ করে; যদি বাস্তব জীবনের গল্পে খাঁটি শিল্পটা তৈরি করা যায়। ওই যে বলা হয়, শিল্প শাশ্বত। ভালো জিনিস সব যুগেই ভালো।

‘মোল্লা বাড়ীর বউ’ (২০০৫)-এর মতো ব্যবসাসফল ছবি বানিয়েছেন। এরপর আর সিনেমামুখী হলেন না কেন?

বানাতে চেয়েছিলাম, নানা জটিলতায় পারিনি। প্রধান সমস্যা ছিল বাজেট। বাজেটে ছাড় দিলে হতো। কিন্তু আমি আপস করে কিছু বানাই না—না নাটক না সিনেমা। এখন তো চলচ্চিত্রের ট্রেন্ডই বদলে গেছে। আমি বাণিজ্যিক ছবি বানাতে চাই। কিন্তু একটা ছবি প্রপারলি বানানোর পর প্রদর্শনের পর্যাপ্ত জায়গা নেই। প্রেক্ষাগৃহের সংখ্যা কমে গেছে, ৪০-৫০টা হল থেকে লগ্নি তুলে আনা তো সম্ভব না। এসব চিন্তা করে বানাই না। কম বাজেটে, আর্ট ফিল্ম বানাতে পারব না। আমি মনে করি, সিনেমা হলো সব ধরনের দর্শকের জন্য।

সিনেমা বানানোর সম্ভাবনা কি একেবারেই নেই?

ঠিক বলতে পারছি না। স্বপ্ন তো থাকে। ছবি বানানোর ইচ্ছা এখনো আছে। দেখা যাক, কী হয়।

ওটিটির জন্য কিছু বানাবেন?

হ্যাঁ, একটা সিরিজের চিত্রনাট্য প্রস্তুত। এটাও একদম গ্রামীণ জীবনের গল্প। প্ল্যাটফরম রাজি হলে, পর্যাপ্ত বাজেট দিলেই শুরু করব। আমি রেডি।

‘তুফান’-এ একটা মাত্র দৃশ্যেই বাজিমাত। অভিনয়ে নতুন কিছু করছেন?

রায়হান রাফীর ওয়েব ছবি ‘ব্ল্যাক মানি’ ও কাজী আসাদের ‘আধুনিক বাংলা হোটেল’-এ অভিনয় করলাম সর্বশেষ। সামনে এ রকম ভালো প্রজেক্ট পেলে অবশ্যই করব। আপাতত অভিনয়ের নতুন খবর নেই।

মন্তব্য

সম্পর্কিত খবর

এবার জুটি বেঁধে একমঞ্চে বুবলী-তৌসিফ

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
শেয়ার
এবার জুটি বেঁধে একমঞ্চে বুবলী-তৌসিফ
তৌসিফ মাহবুব ও শবনম বুবলী

একজন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা, আরেকজন বড় পর্দার জনপ্রিয় অভিনেত্রী। তৌসিফ মাহবুবের সঙ্গে প্রথমবার একটি গানে নৃত্য পরিবেশন করেছেন শবনম বুবলী। গতকাল জানা গেল, ঈদের ‘ইত্যাদি’র একটি  পর্বে নেচেছেন তাঁরা। তাঁদের সঙ্গে রয়েছেন ‘ইত্যাদি’র নিয়মিত নৃত্যশিল্পীরা।

এ গানটির কথা লিখেছেন খ্যাতিমান গীতিকার মোহাম্মদ রফিকউজ্জামান। সংগীতায়োজন করেছেন মেহেদি। কণ্ঠ দিয়েছেন তানজিনা রুমা, রাজিব ও খেয়া। নৃত্যে অংশগ্রহণ করেছে ইত্যাদির নিয়মিত নৃত্যশিল্পীদল ও নৃত্য পরিচালনা করেছেন ইত্যাদির নৃত্য পরিচালক মামুন।

মুল আকর্ষন তৌসিফ ও বুবলী।

আরো পড়ুন
এবার ঢাকা মাতাবেন পাকিস্তানি গায়িকা আইমা বেগ

এবার ঢাকা মাতাবেন পাকিস্তানি গায়িকা আইমা বেগ

 

গানটি সম্পর্কে ফাগুন অডিও ভিশন জানায়, শত ব্যস্ততার মাঝেও শিল্পীরা এই নাচটিকে সুন্দর করার জন্যে অত্যন্ত আন্তরিকতার সঙ্গে কাজ করেছেন এবং নিয়মিত মহড়ায়ও অংশ নিয়েছেন। অভিনয় ও নৃত্য ছন্দে পরিবেশিত এই দলীয় সংগীতটি দর্শকদের আনন্দ দেবে।

আরো পড়ুন
অনিশ্চয়তা ও প্রত্যাশায় ‘বরবাদ’ ঘিরেই ঈদ উন্মাদনা

অনিশ্চয়তা ও প্রত্যাশায় ‘বরবাদ’ ঘিরেই ঈদ উন্মাদনা

 

প্রতিবারের মত এবারও ঈদের বিশেষ ইত্যাদি বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে ঈদের পরদিন রাত ৮টার বাংলা সংবাদের পর।

ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। 

মন্তব্য

এবার ঢাকা মাতাবেন পাকিস্তানি গায়িকা আইমা বেগ

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
শেয়ার
এবার ঢাকা মাতাবেন পাকিস্তানি গায়িকা আইমা বেগ
আইমা বেগ

গত কয়েক মাসে ঢাকায় গান পরিবেশন করেছেন পাকিস্তানি শিল্পী রাহাত ফাতেহ আলী খান, আতিফ আসলাম থেকে শুরু করে ব্যান্ড ‘কাভিশ’। সামনে ১১ এপ্রিল ঢাকায় গান শোনাবেন মুস্তাফা জাহিদ, ২ মে শোনাবেন আজমত আলী। এবার জানা গেল, পাকিস্তানের বর্তমান প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী আইমা বেগ প্রথমবারের মতো ঢাকায় গাইতে আসবেন।

আরো পড়ুন
অনিশ্চয়তা ও প্রত্যাশায় ‘বরবাদ’ ঘিরেই ঈদ উন্মাদনা

অনিশ্চয়তা ও প্রত্যাশায় ‘বরবাদ’ ঘিরেই ঈদ উন্মাদনা

 

ইয়ামাহা মিউজিকের আয়োজনে ১২ এপ্রিল ‘ওয়ান ট্রু সাউন্ড গ্র্যান্ড’ শিরোনামের একটি কনসার্টে গান গাইবেন তিনি।

কনসার্টের ভেন্যু রাজধানীর সেনা প্রাঙ্গণ। বিষয়টি ইয়ামাহা মিউজিকের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। জানানো হয়েছে, কনসার্টটি নিয়ে এরই মধ্যে সব ধরনের আয়োজন সম্পন্ন হয়েছে। শিগগিরই অনলাইনে টিকিট ছাড়া হবে।

আইমা বেগ ১৯৯৫ সালে লাহোরে জন্মগ্রহণ করেন। তার ছোটবেলা কেটেছে ওমানে। লাহোর বিশ্ববিদ্যালয় থেকে চলচ্চিত্র বিষয়ে পড়েছেন। প্রথমে ২০১৪ সালে সাউন্ডক্লাউডে কয়েকটি গান প্রকাশ করেন আইমা।

এর পর থেকে তিনি সামাজিক মাধ্যমে খ্যাতি অর্জন করেন। খানিকটা পরিচিতি পাওয়ার পর ‘দুনিয়া নিউজ’ চ্যানেলের কমেডি অনুষ্ঠান ‘মাজাক রাত’ অনুষ্ঠানে পাকিস্তানের কিংবদন্তি কমেডিয়ানদের সঙ্গে কাজ করেন তিনি।

২০১৬ সালে পাকিস্তানি সিনেমা ‘লাহোর সে আগে’তে প্রথম প্লেব্যাক করেন আইমা বেগ। এরপর ‘কালাবাজ দিল’, ‘এহলে দিল’ ও ‘বি-ফিকরিয়ান’ সিনেমায় গান গেয়ে পাদপ্রদীপের আলোয় আসেন। এর মধ্যে ‘কালাবাজ দিল’ সিনেমায় গান গেয়ে লাক্স স্টাইল অ্যাওয়ার্ডে সেরা গায়িকার পুরস্কার পান।

তার আরেকটি জনপ্রিয় গান ‘ইশক আতীশ’ রাশিয়ান একটি টেলিভিশন ধারাবাহিকে বাজানো হয়। গানটি রীতিমতো ভাইরাল হয়ে যায়। কোক স্টুডিও পাকিস্তানের তিনটি সিজনেও গেয়েছেন আইমা।

মন্তব্য

অনিশ্চয়তা ও প্রত্যাশায় ‘বরবাদ’ ঘিরেই ঈদ উন্মাদনা

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
শেয়ার
অনিশ্চয়তা ও প্রত্যাশায় ‘বরবাদ’ ঘিরেই ঈদ উন্মাদনা
‘বরবাদ’-এর দৃশ্যে শাকিব খান ও ইধিকা পাল

ঈদে আসবে মেহেদী হাসান হৃদয়ের ‘বরবাদ’, এটা গত বছরই জেনে গিয়েছিল শাকিব খানের ভক্তরা। পূর্বঘোষণার মতোই এগোচ্ছিলেন মেহেদী হাসান হৃদয়। ‘বরবাদ’-এর টিজার, গান, পোস্টার—সবই প্রকাশ করেছিলেন। এরই মধ্যে খবর, ঈদে অনিশ্চিত ‘বরবাদ’।

ঈদের বাকি এক সপ্তাহ, এখনো সার্টিফিকেশন বোর্ডে জমা পড়েনি ছবিটি। বিদেশি শিল্পী-কলাকুশলী নিয়ে শুটিং করায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমতি মেলেনি এখনো। অনুমোদন না পাওয়ায় সার্টিফিকেশন বোর্ডেও জমা দিতে পারছেন না ‘বরবাদ’ প্রযোজক। ছবিটি ঘিরে যে আলোড়ন উঠেছিল শাকিব ভক্তদের মাঝে, সেই উত্তেজনায় রীতিমতো ভাটা পড়েছে।
ঈদের ছবির দৌড় থেকে আলোচিত নামটি ছিটকে গেলে সুবিধা পাবে অন্য ছবিগুলো। ছবির দৌড়ে শামিল হবে শাকিব অভিনীত অপর ছবি ‘অন্তরাত্মা’। এদিকে সব গুঞ্জন পাশ কাটিয়ে আজ থেকে রায়হান রাফীর ‘তাণ্ডব’-এর শুটিংয়ে নেমেছেন শাকিব খান। লিখেছেন সুদীপ কুমার দীপ।

আশাবাদী বরবাদ নির্মাতা
শাকিব খানের ছবি ছাড়া গত দুই দশকে কোনো ঈদ হয়েছে কি না সন্দেহ! এবারও দর্শক অধীর আগ্রহ নিয়ে অপেক্ষায় ‘বরবাদ’ দেখতে। টিজার, গান, পোস্টারে দর্শকের আগ্রহও বেড়েছিল। সেই অপেক্ষা কি অপেক্ষাই থেকে যাবে?  

‘বরবাদ’ নির্মাতা মেহেদী হাসান হৃদয় বলেন, “আমরা বলছি না, ঈদে ছবি মুক্তি দেব না। এই মুহূর্তে ‘বরবাদ’ মন্ত্রণালয়ে অনুমতির অপেক্ষায়। আশা করছি, আজ (সোমবার) অনুমতি পাব।

পেলে সঙ্গে সঙ্গে সার্টিফিকেশন বোর্ডে জমা দেব। হতাশ হওয়ার কিছু নেই। ঈদের ছবি নিয়ে অতীতে সেন্সর বোর্ডে (বর্তমান সার্টিফিকেশন বোর্ড) বিশেষ শো অনুষ্ঠিত হওয়ার রেকর্ড আছে। আমার বিশ্বাস, বৃহস্পতিবারের মধ্যে সব পরিষ্কার হয়ে যাবে। ‘বরবাদ’ ঈদেই আসবে।”

চেষ্টা করছেন প্রযোজক

পরিচালক অনুরোধ করেছেন ‘বরবাদ’ মুক্তির বিষয় নিয়ে ছবিটির প্রযোজক শাহরীন আক্তার সুমীর সঙ্গেও কথা বলতে। শাহরীন আছেন মালয়েশিয়া। মুঠোফোনে তিনি বলেন, ‘আমরা সবাই সবার জায়গা থেকে সর্বাত্মক চেষ্টা করছি ছবিটি ঈদে মুক্তি দেওয়ার। আমাদের চেষ্টা অব্যাহত আছে। দর্শকের দুশ্চিন্তা না করার অনুরোধ করছি। আমরা ঈদেই আসব, এই বিশ্বাস আছে।

সমিতি কার্যকর থাকলে এই প্রযোজকের পাশে দাঁড়াতাম

‘বরবাদ’ নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে, চলচ্চিত্র প্রযোজক সমিতি কার্যকর থাকলে তা এতক্ষণে নিরসন হয়ে যেত, এমনটা মনে করেন সমিতির সাবেক সাধারণ সম্পাদক শামসুল আলম। গতকাল তিনি বলেন, ‘আমরা এখন অকার্যকর। একজন প্রশাসকের মাধ্যমেই সমিতির কার্যক্রম চলছে। তিনি বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব। প্রযোজকদের হাতে সমিতি থাকলে আমরা অবশ্যই ‘বরবাদ’ প্রযোজকের পাশে দাঁড়াতাম। এই যে কোটি কোটি টাকা ইনভেস্ট করে তিনি বিপদে পড়েছেন, এটা তো ঠিক না। যতদূর জেনেছি, তাঁরা বিদেশি কলাকুশলী ও শিল্পীর অনুমতি নেননি বলেই এই জটিলতা। হতে পারে সময়ের অভাবে তিনি সেটা নিতে পারেননি। এখন ছবি মুক্তির আগে তো অনুমতি চেয়েছেন। তাহলে সমস্যা কোথায়! এমন তো না, নিয়ম অনুযায়ী তিনি সরকারকে শুল্ক দেবেন না। আমার মনে হয় প্রযোজক সমিতির প্রশাসকের পদক্ষেপ নেওয়া উচিত।’

বরবাদ না এলে জংলি ও দাগি হল ভাগ করে নেবে

এদিকে ‘বরবাদ’ মুক্তি নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বিপাকে পড়েছেন বুকিং এজেন্টরা। সারা দেশে ১০টির বেশি হল বুকিং করেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম। তিনি গতকাল বলেন, “ঈদে শাকিব খানের ছবি মুক্তি পেলে হল মালিকরা সেদিকেই আগ্রহ দেখান। আমরাও চেষ্টা করি ছবিটি বুকিং করার। এবারও আমরা ‘বরবাদ’-এর দিকে তাকিয়ে ছিলাম। হঠাৎ শুনতে পাচ্ছি ছবিটির মুক্তি পাওয়া নিয়ে ঝামেলা তৈরি হয়েছে। যদিও এখনো এক সপ্তাহ সময় আছে। প্রযোজক যদি ছবিটি মুক্তি দিতে পারেন তাহলে বেশি হল শাকিবের দখলেই থাকবে। নইলে ‘জংলি’ ও ‘দাগি’ ছবি দুটি হল ভাগ করে নেবে। হল মালিকরা তো আর বসে থাকবেন না।”

বরবাদ না এলে অন্তরাত্মা
শোনা যাচ্ছে, ‘বরবাদ’ ঈদে না এলে মুক্তি পেতে পারে ওয়াজেদ আলী সুমনের ‘অন্তরাত্মা’। এই কথার সত্যতা পাওয়া গেল। কারণ চার বছর আগের ছবিটি হঠাৎ বৃহস্পতিবারে জমা পড়েছে সার্টিফিকেশন বোর্ডে। এই ছবিতেও অভিনয় করেছেন শাকিব খান। ২০২১ সালে ছবিটির শুটিং সম্পন্ন হয়েছিল। গতকাল বিকেল সাড়ে ৪টায় বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের সদস্য ও নির্মাতা জাহিদ হোসেন জানান, বোর্ড সদস্যরা ‘অন্তরাত্মা’ দেখছেন। জাহিদ বলেন, “হঠাৎ করেই আমাদের শো পড়েছে। এসে শুনলাম ওয়াজেদ আলী সুমনের ‘অন্তরাত্মা’ দেখতে হবে। এখন দেখছি। যতদূর জানলাম, ছবিটি ঈদেই মুক্তি পাবে। তবে এ বিষয়ে বিস্তারিত পরে বলতে পারব। এখন ছবি দেখছি।”

রাত ৮টায় জাহিদ হোসেন জানিয়েছেন, তাঁরা ‘অন্তরাত্মা’ দেখেছেন এবং সবাই পছন্দ করেছেন। সার্টিফিকেট পেতে কোনো সমস্যা নেই ছবিটির।
‘অন্তরাত্মা’ ঈদে কি সত্যিই মুক্তি পাবে? সুমন বলেন, “এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাইনি আমরা। যদি ‘বরবাদ’ না আসে তাহলে আমার ছবিটি মুক্তি পাবে। তবে সেটার জন্য আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। অবশ্য শাকিব খান ছাড়া তো ঈদ হতে পারে না। তাই একটা না একটা ছবি তাঁর আসবেই।”

শাকিব করছেন তাণ্ডব

‘বরবাদ’ মুক্তির অনিশ্চয়তা নিয়ে গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে আফসোস করছেন ভক্তরা। এদিকে শাকিব খান চুপ! আজ থেকে অভিনেতা করবেন রায়হান রাফীর ‘তাণ্ডব’-এর শুটিং। এই নির্মাতা-অভিনেতা জুটির প্রথম ছবি ‘তুফান’ গত বছর কোরবানির ঈদে দারুণ ব্যবসা করেছিল। ‘তাণ্ডব’-এর শুটিং হচ্ছে ঢাকাতেই। গতকাল বিকালে রাফী বলেন, ‘আগের ছবির চেয়ে এই ছবির পরিসর আরো বড়। ঢাকায় প্রথম লটের শুটিং শুরু হবে কাল। চলবে ঈদের আগ পর্যন্ত। ঈদের ছুটি কাটিয়ে ফের শুটিং করব।’ ‘তাণ্ডব’ ছবিতে শাকিব খানের সঙ্গে ফের জয়া আহসানের অভিনয় করার কথা। তবে এ বিষয়ে রাফী এখনই কিছু বলতে নারাজ।

মন্তব্য

অভিনেত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য, চাকরি হারালেন সেই কর্মী

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
অভিনেত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য, চাকরি হারালেন সেই কর্মী
সংগৃহীত ছবি

অভিনেত্রী শবনম ফারিয়ার ফেসবুক পোস্টে আপত্তিকর মন্তব্য করেছিলেন রাকিবুল হাসান নামের এক ব্যক্তি। পরে ওই ব্যক্তির মন্তব্যের স্ক্রিনশটসহ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান অভিনেত্রী। 

এর পরদিনই ওই ব্যক্তির বিরুদ্ধে তদন্ত চলমান জানিয়ে ফেসবুকে পোস্ট করে একটি বেসরকারি প্রতিষ্ঠান। রাকিবুল ওই প্রতিষ্ঠানের কর্মী।

আজ সন্ধ্যায় দেওয়া এক ফেসবুক পোস্টে ফারিয়া জানিয়েছেন, রাকিবুল হাসানকে চাকরিচ্যুত করেছে প্রতিষ্ঠানটি।  

আরো পড়ুন
শবনম ফারিয়াকে আপত্তিকর মন্তব্য, সেই যুবকের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে প্রতিষ্ঠান

শবনম ফারিয়াকে আপত্তিকর মন্তব্য, সেই যুবকের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে প্রতিষ্ঠান

 

ফেসবুকে শবনম ফারিয়া জানিয়েছেন, রাকিবুলের চাকরিচ্যুতির কথা তাকে ই-মেইলের মধ্যে জানিয়েছে বেসরকারি প্রতিষ্ঠানটি। নিজের ফেসবুক পোস্টে ই-মেইলটিও শেয়ার করেছেন তিনি।

শবনম ফারিয়া লিখেছেন, ‘আমি খুবই কৃতজ্ঞ, বিষয়টিকে তারা সিরিয়াসলি নিয়েছেন।

কিভাবে প্রতিটি প্রতিষ্ঠান নারীর বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধে ভূমিকা রাখতে পারে, প্রতিষ্ঠানটি সেই উদাহরণ তৈরি করেছে।’

তিনি বলেন, ‘সহিংসতা কেবল শারীরিক নয়, এটা হতে পারে অনলাইন বা রাস্তায় হয়রানি বা অন্য যেকোনো ধরনের ভীতি প্রদর্শন। কোনোটিই গ্রহণযোগ্য নয়।’

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ