উৎসবের আমেজ নিয়ে প্রকাশ্যে এসেছে ‘জ্বীন ৩’ সিনেমার গান ‘কন্যা’। ‘পথে পথে হাসি মেখে, ফুলেরা ঘ্রাণ ছড়াল/উড়ে উড়ে কুহু সুরে, পাখিরা গান শোনাল’—এমন কথার গানের দৃশ্যায়নে উৎসবের ছাপ যেন জাঁকজমক করে তুলেছে চারপাশ। রঙিন হয়ে পর্দায় দেখা দিয়েছেন আব্দুন নূর সজল ও নুসরাত ফারিয়া।
অন্তর্জালে আসার পর গান ভিডিও দেখে মুগ্ধ শ্রোতাদর্শকরা।
মুহূর্তেই তা ছড়িয়ে পড়েছে সবখানে। কেউ কেউ বলছে, মন ছুঁয়েছেন সজল-ফারিয়া। আবার কেউ বলছেন, গানটি শোনার পর থেকে উৎসব উৎসব অনুভব হচ্ছে। ঈদের সেরা গান হচ্ছে এটি।
দর্শকের পাশাপাশি রোমান্টিকের আমেজের এই গানটি মন ছুঁয়েছে শোবিজের অন্যান্য শিল্পীদেরও। গান ভিডিওটি শেয়ার করে এমন বার্তাই দিয়েছেন তারা।
চিত্রনায়িকা মাহিয়া মাহি গানটি নিজের ফেসবুকে শেয়ার দিয়ে নুসরাত ফারিয়াকে মেনশন করে এক পোস্টে লিখেন, ‘আল্লাহ লাল শাড়িতে তোকে কত্ত সুন্দর লাগছে দোস্ত!’
মেহজাবীন চৌধুরীও নিজের ফেসবুকে গানটি শেয়ার করেন। এর পর সজলের বড় পর্দায় ফিরে আসাকে সাধুবাদ জানিয়ে তিনি লিখেন, ‘অসাধারণ গান! সজল নূর ভাইয়াকে বড় পর্দায় ফিরে আসতে দেখে ভালো লাগলো!’
তানজিন তিশা দর্শকদের সবাইকে ‘কন্যা’ গানটি দেখার পাশাপাশি সবাইকে শেয়ার করার অনুরোধও জানান।
এর পর সেই পোস্টে ‘জ্বীন ৩’ সিনেমাটির জন্য শুভকামনা জানান। সেইসঙ্গে এ-ও জানান, এই গানটিতে যারা রয়েছেন তারা অভিনেত্রীর খুব প্রিয়।
মোজেজা আশরাফ মোনালিসা গানটি শেয়ার করে এক পোস্টে লিখেন, ‘কনা ইমরান, সজল, ফারিয়া চারজন প্রিয়কেই আমার আন্তরিক শুভেচ্ছা।’
এছাড়াও মন্তব্য করতে দেখা গেছে মিলা, আহমেদ রিজভীসহ আরো অনেককেই।
ইউটিউবে দেখা গেছে একাধিক প্রশংসাসূচক মন্তব্য।
একজন লিখেন, ‘এই ঈদে যতগুলো গান এসেছে আমার দেখা বেস্ট হয়েছে এই কন্যা গান, অসাধারণ।’ আরেকজন লিখেন, ‘গানটা তে শতভাগ বাঙালিয়ানা ছিলো, যেখানে আমাদের কৃস্টি কালচারের সন্নিবেশ ঘটেছে, মোট কথা খুব ভালো লেগেছে।’ একজন সজলের প্রশংসা করে লিখেন, ‘সজলকে নতুনভাবে প্রেজেন্ট করাটা দুর্দান্ত লেগেছে।’
আসন্ন ঈদুল ফিতরে মুক্তি পেতে যাওয়া ‘জ্বীন ৩’ সিনেমার ‘কন্যা’ গানটি লিখেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত রবিউল ইসলাম জীবন, সুর ও সঙ্গীতায়োজন করেছেন ইমরান মাহমুদুল। দিলশাদ নাহার কনার সঙ্গে এতে কণ্ঠ দিয়েছেন ইমরানও।
জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত হরর ঘরানার ‘জ্বীন ৩’ নির্মিত হয়েছে সত্য ঘটনার ছায়া অবলম্বনে। এটি পরিচালনা করেছেন কামরুজ্জামান রোমান।