প্রাক্তনের শেষ চিহ্নটুকুও মুছে ফেললেন সামান্থা!

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শেয়ার
প্রাক্তনের শেষ চিহ্নটুকুও মুছে ফেললেন সামান্থা!
সংগৃহীত ছবি

নাগা চৈতন্যের সঙ্গে বিচ্ছেদের পর নিজেকে বেশ সামলে নিয়েছেন সামান্থা রুথ প্রভু। কিছুদিন আগে নিজের বিয়ের পোশাকটি রূপান্তরিত করেন সামান্থা। এমনকী বাগদানের সময় নাগার দেওয়া আংটিটিকে লকেট হিসাবে ব্যবহার করছেন তিনি। 

এবার প্রাক্তন স্বামীর শেষ চিহ্নটুকুও মুছে ফেললেন সামান্থা।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের কিছু ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। সেখানে তার হাতের ট্যাটুটির দেখা মেলেনি। 

ఆ టాటూ అర్థం ఇదేనట, నాగచైతన్య చెప్పేసాడు... ఇద్దరి చేతిమీదా ఒకటే | Samantha  And Naga Chaitanya Tattoo Secrets Revealed - Telugu Filmibeat

একসময় নাগা চৈতন্যের সঙ্গে সম্পর্কে থাকাকালীন এই ট্যাটু করিয়েছিলেন সামান্থা। অবশ্যই নাগার হাতের ট্যাটুর সঙ্গে মিলিয়ে নিজের হাতে ট্যাটুটি আঁকিয়েছিলেন অভিনেত্রী।

দু’জনের সম্পর্ক শেষ হওয়ার পরও সামান্থার হাতে সেই ট্যাটু ছিল। যা নিয়ে একাধিকবার কটাক্ষের সম্মুখীন হন অভিনেত্রী।

তবে সম্প্রতি প্রকাশিত ছবিতে সামান্থার হাতে সেই ট্যাটু দেখা যায়নি। ফলে নেটিজেনদের অনুমান, অভিনেত্রী অবশেষে নাগার ট্যাটুর অনুকরণে বানানো ট্যাটুটি মুছে ফেলেছেন।

 

যদিও এখনও পর্যন্ত ওই একই ট্যাটু নাগার হাতে রয়েছে। কিন্তু প্রাক্তনকে ভুলে নতুন করে জীবন শুরু করতে আরও একধাপ এগিয়ে গেলেন সামান্থা। তার এই সিদ্ধান্তকে বাহবা জানিয়েছেন অনুরাগীরা।

মন্তব্য

সম্পর্কিত খবর

সার্টিফিকেশন বোর্ডে প্রশংসিত ‘দাগি’ ও ‘জংলি’

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
শেয়ার
সার্টিফিকেশন বোর্ডে প্রশংসিত ‘দাগি’ ও ‘জংলি’
সংগৃহীত ছবি

মুক্তির তোড়জোড়ে নেমেছে আসন্ন ঈদের সিনেমাগুলো। এরমধ্যে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে জমা পড়েছে এম রাহিমের ‘জংলি’ ও শিহাব শাহীনের ‘দাগি’। দুটি ছবিই দেখেছেন বোর্ড সদস্যরা। ভূয়সী প্রশংসাও করেছেন তাঁরা।

চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের উপ-পরিচালক মঈনউদ্দিন কালের কণ্ঠকে বলেন, ‘‘দুটি সিনেমা জমা পড়েছিল, ‘দাগি’ ও ‘জংলি’। দুটোই আমাদের বোর্ডের সদস্যরা দেখেছেন। এরমধ্যে একটি ছবি ইতিমধ্যে প্রক্রিয়াকরণের জন্য মন্ত্রণালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে, আরেকটি দু-একদিনের মধ্যে দেওয়া হবে। শিগগিরই ছবি দুটিকে ছাড়পত্র দেওয়া হবে।

’’

বোর্ড সদস্য ও অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ বলেন, ‘‘আমরা ‘জংলি’ দেখেছি গত সপ্তাহেই। গতকাল [সোমবার] দেখলাম ‘দাগি’। দুটি ছবিই দারুণ। আমার মনে হচ্ছে অনেক দিন পর দর্শক এবারের ঈদে ভালো কিছু ছবি দেখতে পাবে।

আমরা আশা করছি, এ সপ্তাহেই ছবি দুটিকে ছাড়পত্র দিতে পারব।’’

এদিকে মুক্তির মিছিলে সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্র পাওয়ার দিকে এগিয়ে আছে শরাফ আহমেদ জীবনের ‘চক্কর ৩০২’। আজ মঙ্গলবার কামরুজ্জামান রোমানের ‘জ্বিন ৩’ ছবিটি বোর্ডে জমা পড়ার কথা রয়েছে। তবে ‘বরবাদ’ নিয়ে এখনো কোনো সিদ্ধান্তে আসেননি মেহেদী হাসান হৃদয়।

মন্তব্য

‘কন্যা’-য় মজেছেন দর্শক, মুগ্ধ মেহজাবীন-তিশারাও

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
শেয়ার
‘কন্যা’-য় মজেছেন দর্শক, মুগ্ধ মেহজাবীন-তিশারাও
সংগৃহীত ছবি

উৎসবের আমেজ নিয়ে প্রকাশ্যে এসেছে ‘জ্বীন ৩’ সিনেমার গান ‘কন্যা’। ‘পথে পথে হাসি মেখে, ফুলেরা ঘ্রাণ ছড়াল/উড়ে উড়ে কুহু সুরে, পাখিরা গান শোনাল’—এমন কথার গানের দৃশ্যায়নে উৎসবের ছাপ যেন জাঁকজমক করে তুলেছে চারপাশ। রঙিন হয়ে পর্দায় দেখা দিয়েছেন আব্দুন নূর সজল ও নুসরাত ফারিয়া। 

অন্তর্জালে আসার পর গান ভিডিও দেখে মুগ্ধ শ্রোতাদর্শকরা।

মুহূর্তেই তা ছড়িয়ে পড়েছে সবখানে। কেউ কেউ বলছে, মন ছুঁয়েছেন সজল-ফারিয়া। আবার কেউ বলছেন, গানটি শোনার পর থেকে উৎসব উৎসব অনুভব হচ্ছে। ঈদের সেরা গান হচ্ছে এটি।

দর্শকের পাশাপাশি রোমান্টিকের আমেজের এই গানটি মন ছুঁয়েছে শোবিজের অন্যান্য শিল্পীদেরও। গান ভিডিওটি শেয়ার করে এমন বার্তাই দিয়েছেন তারা।

চিত্রনায়িকা মাহিয়া মাহি গানটি নিজের ফেসবুকে শেয়ার দিয়ে নুসরাত ফারিয়াকে মেনশন করে এক পোস্টে লিখেন, ‘আল্লাহ লাল শাড়িতে তোকে কত্ত সুন্দর লাগছে দোস্ত!’

মেহজাবীন চৌধুরীও নিজের ফেসবুকে গানটি শেয়ার করেন। এর পর সজলের বড় পর্দায় ফিরে আসাকে সাধুবাদ জানিয়ে তিনি লিখেন, ‘অসাধারণ গান! সজল নূর ভাইয়াকে বড় পর্দায় ফিরে আসতে দেখে ভালো লাগলো!’

তানজিন তিশা দর্শকদের সবাইকে ‘কন্যা’ গানটি দেখার পাশাপাশি সবাইকে শেয়ার করার অনুরোধও জানান।

এর পর সেই পোস্টে ‘জ্বীন ৩’ সিনেমাটির জন্য শুভকামনা জানান। সেইসঙ্গে এ-ও জানান, এই গানটিতে যারা রয়েছেন তারা অভিনেত্রীর খুব প্রিয়। 

মোজেজা আশরাফ মোনালিসা গানটি শেয়ার করে এক পোস্টে লিখেন, ‘কনা ইমরান, সজল, ফারিয়া চারজন প্রিয়কেই আমার আন্তরিক শুভেচ্ছা।’ 

এছাড়াও মন্তব্য করতে দেখা গেছে মিলা, আহমেদ রিজভীসহ আরো অনেককেই। 

ইউটিউবে দেখা গেছে একাধিক প্রশংসাসূচক মন্তব্য।

একজন লিখেন, ‘এই ঈদে যতগুলো গান এসেছে আমার দেখা বেস্ট হয়েছে এই কন্যা গান, অসাধারণ।’ আরেকজন লিখেন, ‘গানটা তে শতভাগ বাঙালিয়ানা ছিলো, যেখানে আমাদের কৃস্টি কালচারের  সন্নিবেশ ঘটেছে, মোট কথা খুব ভালো লেগেছে।’ একজন সজলের প্রশংসা করে লিখেন, ‘সজলকে নতুনভাবে প্রেজেন্ট করাটা দুর্দান্ত লেগেছে।’

আসন্ন ঈদুল ফিতরে মুক্তি পেতে যাওয়া ‘জ্বীন ৩’ সিনেমার ‘কন্যা’ গানটি লিখেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত রবিউল ইসলাম জীবন, সুর ও সঙ্গীতায়োজন করেছেন ইমরান মাহমুদুল। দিলশাদ নাহার কনার সঙ্গে এতে কণ্ঠ দিয়েছেন ইমরানও। 

জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত হরর ঘরানার ‘জ্বীন ৩’ নির্মিত হয়েছে সত্য ঘটনার ছায়া অবলম্বনে। এটি পরিচালনা করেছেন কামরুজ্জামান রোমান।

মন্তব্য

কেউ বাদ নেই! ডেটিং প্রসঙ্গে কার্তিককে খোঁচালেন নোরা ফাতেহি

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শেয়ার
কেউ বাদ নেই! ডেটিং প্রসঙ্গে কার্তিককে খোঁচালেন নোরা ফাতেহি
কার্তিক আরিয়ান ও নোরা ফাতেহি

সদ্যই অনুষ্ঠিত হয়ে গেল পঁচিশতম ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস (আইফা)। গত ৮ এবং ৯ মার্চ এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানকে ঘিরে যেন তারার হাট বসেছিল। অনুষ্ঠানটির সঞ্চালনার দায়িত্বে ছিলেন করণ জোহর এবং কার্তিক আরিয়ান। তবে এই উৎসবের মাঝেই কার্তিক আরিয়ান আর নোরা ফাতেহির মধ্যে এমন এক ঘটনা ঘটে গেল, যা এখন ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সময় কার্তিক আরিয়ানের একাধিক সম্পর্কের জল্পনার প্রসঙ্গ টেনে আনলেন বলিউড ডিভা নোরা ফাতেহি। মজা করে কার্তিকের সঙ্গে খুনসুটি করতে দেখা গেল তাঁকে।

আরো পড়ুন
সার্টিফিকেশন বোর্ডে এখনও জমা পড়েনি ‘বরবাদ’

সার্টিফিকেশন বোর্ডে এখনও জমা পড়েনি ‘বরবাদ’

 

বলিউডে সহ-অভিনেত্রীদের সঙ্গে বহু বারই নাম জড়িয়েছে কার্তিক আরিয়ানের। এই তালিকায় রয়েছেন সারা আলি খান থেকে অনন্যা পাণ্ডেও।

শোনা যায়, ‘লাভ আজ কাল’ সিনেমার শ্যুটিংয়ের সময়ই সারার সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন কার্তিক। অন্য দিকে আবার নতুন এক জল্পনায় শোনা যাচ্ছে যে, অনুরাগ বসুর আসন্ন সিনেমায় কাজ করছেন কার্তিক। সেই সিনেমায় সহ-অভিনেত্রী শ্রীলীলার সঙ্গে জড়িয়েছেন প্রেমের সম্পর্কে! এছাড়াও প্রায়ই গুঞ্জন ভেসে বেড়ায়, কার্তিকের ডেটিং নিয়ে। আর পুরস্কারের মঞ্চে সেই প্রসঙ্গ তুলেই খোঁচা দিলেন নোরা ফাতেহি! অ্যাওয়ার্ডের রাতের সেই অংশের ভিডিও এখন ভাইরাল।

ভিডিওতে দেখা যায়, করণ আর কার্তিক অনুষ্ঠান সঞ্চালনা করছেন। দর্শক আসনের সামনের সারিতে বসেছিলেন নোরা। তাঁর দিকেই এগিয়ে যান করণ আর কার্তিক। মজা করে করণ নোরাকে প্রশ্ন করেন যে, ‘একটা ফার্স্টক্লাস টিকিটে কি তুমি লন্ডন যাবে?’ এর জবাবে নোরা বলেন, ‘আমি কি আপনার সঙ্গে যাচ্ছি?’ এক মুহূর্ত সময় নষ্ট না করে করণ বলেন, ‘আমি তো কার্তিকের বিষয়ে কথা বলছি।’

আরো পড়ুন
জয়ার মুকুটে নতুন পালক

জয়ার মুকুটে নতুন পালক

 

কার্তিক অবশ্য ব্যাখ্যা করে বলেন যে, তিনি কিংবা করণ কেউই নোরার সঙ্গে যাবেন না।

তবে অভিনেত্রীর লন্ডন সফর পুরোপুরি ভাবে স্পনসর করা হবে। এরপর করণ আবার মজাচ্ছলে নোরার রিলেশনশিপ স্ট্যাটাসের বিষয়ে জানতে চান। মনে করে অভিনেত্রী বলেন যে, আগের রাতে তো বলেই দিয়েছিলেন যে, তিনি সিঙ্গেল। তবে প্রসঙ্গ ঘুরিয়ে কার্তিকের উদ্দেশ্যে নোরা প্রশ্ন করেন যে, ‘এই ইন্ডাস্ট্রিতে কি এমন কেউ রয়েছেন, যাকে আপনি ডেট করেননি?’ নোরার মতে, ইন্ডাস্ট্রিতে কেউই বাদ নেই যার সঙ্গে কার্তিক ডেটিং করেননি! বিষয়টাকে অবশ্য কার্তিক ঝেড়ে ফেলার চেষ্টা করে বলেন, উনি তো একটা প্রশ্নই করেছেন শুধু!

অন্যদিকে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কার্তিক-শ্রীলীলার ডেটিংয়ের বিষয়ে ইঙ্গিত দিয়েছেন খোদ অভিনেতার মা। তাঁকে প্রশ্ন করা হয়েছিল যে, তিনি অভিনেত্রী না কি চিকিৎসক পুত্রবধূ চান? তিনি অবশ্য চিকিৎসক পুত্রবধূই বেছে নিয়েছিলেন। এদিকে শ্রীলীলার আবার এমবিবিএস ডিগ্রিও রয়েছে। এমনকী, কার্তিকের পারিবারিক অনুষ্ঠানেও যোগ দিতে দেখা গিয়েছে এই অভিনেত্রীকে। তাই দুইয়ে দুইয়ে চার মেলাতে ভুল করছেন না নেটিজেনরাও। কারণ এই জুটিকে সামনে আশিকি থ্রি’তে দেখা যাবে পর্দায়। তাই তাদের ভেতরের আশিকি নিয়ে কানাঘুষাও জোরদারই হচ্ছে বলা যায়।

মন্তব্য

এখনো কেন সিঙ্গেল ‘বাহুবলী’ প্রভাস?

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শেয়ার
এখনো কেন সিঙ্গেল ‘বাহুবলী’ প্রভাস?
সংগৃহীত ছবি

আনুশকা শেঠি থেকে শুরু করে কৃতি শ্যানন—অনেকের সঙ্গেই নাম জড়িয়েছে প্রভাসের। ‘বাহুবলী’ মুক্তির পর এমনও শোনা গিয়েছিল, আনুশকাকেই নাকি বিয়ে করবেন তিনি। যদিও দশ বছর কেটে গেলেও বাস্তবে তেমন কিছুই হয়নি। এর পর ‘আদিপুরুষ’ ছবির সময় অভিনেত্রী কৃতি শ্যাননের সঙ্গে নাম জড়ালেও বক্স অফিসে ছবির ব্যর্থতার সঙ্গেই সেই গুঞ্জনও চাপা পড়ে যায়।

 

এদিকে অভিনেতা চল্লিশে পা দেওয়ার পর থেকেই ছেলের বিয়ে নিয়ে নাকি চিন্তিত তার মা। যদিও মনের মতো মেয়ে খুঁজে পাননি তিনি। নেপথ্য কারণ কী? এবার প্রকাশ্যে আনলেন অভিনেতা।
 
অনেক অভিনেত্রীর সঙ্গে নাম জড়ালেও প্রভাসের কাছ থেকে কোনো সদুত্তর পাওয়া যায়নি।

বিয়ে নিয়ে কোনো অনীহাও নেই তার। তবে এখনও পর্যন্ত এমন কোনো নারী নাকি তার জীবনেই আসেনি যাকে দেখে তার মনে হবে এই সেই স্বপ্নসুন্দরী। 

প্রভাস খানিক মজা করেই বলেই, ‘আমি আসলে ‘বাহুবলী’র সঙ্গে আজীবনের সম্পর্কে জড়িয়ে পড়েছি।’ 

একই সঙ্গে প্রভাস এ-ও জানান বিয়ে করার জন্য কেমন মানুষ চান নিজের জীবনে, আসলে সেই ধারণাও স্পষ্ট নয় তার কাছে।

তবে কি সালমান খানের জুতায় পা গলাবেন অভিনেতা? সেটা হয়তো সময়ই বলে দেবে।

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ