ঢাকা, রবিবার ০৬ এপ্রিল ২০২৫
২৩ চৈত্র ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৬

ঢাকা, রবিবার ০৬ এপ্রিল ২০২৫
২৩ চৈত্র ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৬

অতিরিক্ত চা-কফি পান করছেন? হতে পারে যেসব সমস্যা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
অতিরিক্ত চা-কফি পান করছেন? হতে পারে যেসব সমস্যা

এক কাপ চা বা কফি ছাড়া অনেকেই দিন শুরু করতে পারে না। আবার অনেকে আছে দিনে কয়েক কাপ চা কফি পান করেন। অফিসে কাজের ফাঁকে আবার বন্ধুদের আড্ডায় চা এর জুড়ি মেলা ভার। কিন্তু অতিরিক্ত মাত্রায় চা পান করলে শরীরে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে।

চলুন জেনে নেওয়া যাক।

গবেষণা বলছে, অতিরিক্ত বেশি চা-কফি খাওয়া মানেই শরীরে যাচ্ছে অনেকটা পরিমাণ ক্যাফেইন। তা থেকে নানা ধরনের সমস্যা হতে পারে। তাই কতটা চা বা কফি খাওয়া হচ্ছে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।

বিশেষ করে যদি কয়েকটি উপসর্গ দেখা দেয়, তবে সঙ্গে সঙ্গে কমাতে হবে রোজকারের চা-কফির পরিমাণ।

কোন কোন উপসর্গ দেখে বুঝবেন অতিরিক্ত চা-কফি পান করা হয়ে যাচ্ছে?
১. অতিরিক্ত মাত্রায় ক্যাফেইন শরীরে প্রবেশ করলে অনেকের আচরণেই অস্থিরতা দেখা দিতে পারে। আচরণে এমন পরিবর্তন আসলে বিষয়টি খেয়াল রাখতে বলছেন গবেষকরা।

২. বেশি চা, কফি পান করলে উদ্বেগ বাড়তে পারে।

এ জন্য সতর্ক হতে হবে।

৩. অতিরিক্ত চা-কফি পানে অনেক সময় শ্বাস-প্রশ্বাসে সমস্যা দেখা দিতে পারে।

৪. অনেকের আবার অত্যধিক চা-কফি খাওয়ার ফলে সব সময়েই শরীরের তাপমাত্রা বেড়ে যায়।

৫. শরীরে ক্যাফেইনের মাত্রা অতিরিক্ত বাড়লে বুকে ব্যথা এবং বমি ভাবও হতে পারে।

উপরের যেকোনো একটি সমস্যা হলেও চা-কফি পানের বিষয়ে সচেতন হওয়া উচিত।

অনেকেই দিনে ২-৩ কাপ চা-কফির বেশি না খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন, তবে আসলে পরিমাণটি ব্যক্তি বিশেষে আলাদা হয় বলছেন গবেষকরা।

মন্তব্য

কিডনির স্বাস্থ্য ভালো রাখবে সকালের যেসব অভ্যাস

জীবনযাপন ডেস্ক
জীবনযাপন ডেস্ক
শেয়ার
কিডনির স্বাস্থ্য ভালো রাখবে সকালের যেসব অভ্যাস
সংগৃহীত ছবি

কিডনির স্বাস্থ্য ভালো রাখতে চাইলে, কিডনির সমস্যা এড়াতে চাইলে শুধু খাওয়া-দাওয়ার অভ্যাসে নজর দিলেই চলবে না। নিয়মিত কয়েকটি কাজ করতে হবে। তবেই কিডনি ভালোভাবে কাজ করবে। তার ফলে শরীরে জমে থাকা যাবতীয় টক্সিন দূর হবে।

শরীর ডিটক্সিফায়েড হলে ভেতর থেকেই আপনার শরীর-স্বাস্থ্য পরিশ্রুত থাকবে।

তাই কিডনির স্বাস্থ্য ভালো রাখতে চাইলে প্রতিদিন সকালে উঠে কোন কোন কাজ করা জরুরি, দেখে নিন একনজরে। 

কিডনির স্বাস্থ্য ভালো রাখতে চাইলে দৈনন্দিন জীবনে কিছু নিয়ম মেনে চলা প্রয়োজন। কিডনি যাতে বিকল না হয়, সঠিকভাবে কাজ করে, তার জন্য প্রতিদিন সকালে কয়েকটা কাজ করা প্রয়োজন।

কিডনির স্বাস্থ্য ভালো রাখতে চাইলে প্রতিদিন সকালে নিয়ম মেনে এ কাজগুলো করুন—

আরো পড়ুন
সকালে ঘুম থেকে ওঠার পর মুখ ফোলা থাকে কেন

সকালে ঘুম থেকে ওঠার পর মুখ ফোলা থাকে কেন

 
  • সকালবেলায় ঘুম থেকে উঠে হালকা গরম পানি খেতে পারেন। শরীরে জমা ক্ষতিকর টক্সিন সহজে দূর করে এই পানীয়। হালকা গরম পানিই খেতে হবে। পানি বেশি গরম করে খাবেন না।
 
  • সকালের প্রথম চা হিসেবে ভরসা রাখুন ভেষজ চায়ের ওপর। খালি পেটে ভেষজ চা খেলে কিডনির স্বাস্থ্য ভালো থাকবে। তাই বলে সারা দিনে প্রচুর ভেষজ চা খাবেন না। তাতে শরীরে সমস্যা বাড়বে। 
  • সকালে উঠে প্রথমে দুধ চা কিংবা কফি না খাওয়াই ভালো।
  • খালি পেটে খেলে কিডনিতে সমস্যা হতে পারে। সারা দিনেও চা-কফি কম খেলেই ভালো।
  • নিয়মিত শরীর চর্চা করা জরুরি। তাহলেই ভালো থাকবে কিডনির স্বাস্থ্য। যেভাবেই হোক শরীর চর্চা নিয়মিতভাবে করা জরুরি। জিম, যোগাসন, হাঁটাচলা, দৌড়ানো, জগিং, ফ্রি-হ্যান্ড একসারসাইজ— যাই করুন না কেন, প্রতিদিন শরীরচর্চা করতেই হবে।
  • আরো পড়ুন
    বিশ্বজুড়ে ঈদের জনপ্রিয় খাবার

    বিশ্বজুড়ে ঈদের জনপ্রিয় খাবার

     
    • কাঁচা লবণ খাওয়ার প্রবণতা কমাতে হবে। কাঁচা লবণ যত কম খাবেন আপনার শরীর-স্বাস্থ্য ততই ভালো থাকবে। কিডনির স্বাস্থ্য ভালো থাকবে। লবণ বেশি খেলে শরীরে ফ্লুইড জমে যায়। শরীরের বিভিন্ন অংশ ফুলে যেতে পারে। 
    • কিডনির স্বাস্থ্যের খেয়াল রাখতে চাইলে নিয়মিত ব্লাড সুগার পরিমাপ করে দেখতে হবে তা নিয়ন্ত্রণে রয়েছে কি না। সুগার বাড়লে সরাসরি প্রভাব পড়ে কিডনিতে। তাই ডায়াবেটিক রোগীরা সতর্ক থাকুন। 
    • ব্রেকফাস্টে তাজা ফল খেতে পারলে ভালো। শরীর থেকে দূর হবে দূষিত পদার্থ। তার ফলে ভালো থাকবে কিডনি। তবে খুব মিষ্টি ফল সকাল সকাল না খাওয়াই স্বাস্থ্যের পক্ষে ভালো। একধাক্কায় ব্লাড সুগারের মাত্রা অনেকটা বেড়ে যেতে পারে। 
    আরো পড়ুন
    ঈদ আপ্যায়নে রাখুন ভিন্ন স্বাদের স্ন্যাকস

    ঈদ আপ্যায়নে রাখুন ভিন্ন স্বাদের স্ন্যাকস

     

    সূত্র : এবিপি লাইভ

    মন্তব্য

    দীর্ঘদিন টমেটো ভালো রাখবেন যেভাবে

    জীবনযাপন ডেস্ক
    জীবনযাপন ডেস্ক
    শেয়ার
    দীর্ঘদিন টমেটো ভালো রাখবেন যেভাবে
    সংগৃহীত ছবি

    বাজারে এই সময়ে প্রায় অনেক সবজিরই দাম কম। তার মধ্যে টমেটো অন্যতম। সব রকমের তরকারিতে এই সবজি দেওয়া যায়। আবার সালাদ হিসেবে কাঁচাও খেয়ে থাকেন অনেকে।

    তবে টমেটোর সিজন হওয়ায় দাম কম থাকলেও কয়েক দিন পরই দাম বেড়ে যাবে। তাই এই সময় অনেকে টমেটো টমেটো সংরক্ষণ করেন। কিন্তু সঠিকভাবে সংরক্ষণ না করার ফলে অনেক সময় টমেটো পচে যায়। একবারে বেশি করে টমেটো এনে ফ্রিজে রাখলেই যে দীর্ঘদিন ভালো থাকবে, এমনটা নয়।
    তাই আজ জেনে নিন টমেটো অনেক দিন পর্যন্ত ভালো রাখার কিছু কৌশল।

    টমেটো সংরক্ষণের কৌশল

    আস্ত টমেটো : টমেটো কিনে আনার পর ভালো করে ধুয়ে মুছে নিন। এরপর বোঁটার দিকটা সামান্য কেটে নিন এবং ঠিক তার উল্টো দিকের অংশটা ছুরি দিয়ে কাটা চিহ্নের মতো করে দাগ দিয়ে নিন। এই অবস্থায় একটি জিপলক ব্যাগে এগুলো ভরে ফ্রিজে রেখে দিন।

    মাসজুড়ে ভালো থাকবে।

    আরো পড়ুন
    রান্নার স্বাদ-ঘ্রাণ দুটিই বাড়াবে এই পাতা

    রান্নার স্বাদ-ঘ্রাণ দুটিই বাড়াবে এই পাতা

     

    টুকরো করে : মাছ বা মাংসের তরকারিতে টমেটোর টুকরো দিতে চাইলে টুকরো করে সংরক্ষণ করতে পারেন। এ জন্য টমেটো চার ভাগ করে কেটে নিন। একটি কাচ অথবা স্টিলের পাত্রে টিস্যু বিছিয়ে টমেটোর টুকরোগুলো রাখুন। একটার সঙ্গে যেন আরেকটা না লাগে সেদিকে লক্ষ রাখুন।

    ৫ থেকে ৬ ঘণ্টা ফ্রিজে রেখে দিন। টমেটোর টুকরা শক্ত হয়ে জমে যাবে। এবার বক্সে করে অথবা পলিথিনে মুড়ে ডিপ ফ্রিজে রেখে দিন। রান্না করার সময় ফ্রিজ থেকে বের করে দিয়ে দিন টমেটো। এভাবে বছরজুড়ে ভালো রাখতে পারবেন টমেটো।

    পিউরি হিসেবে : টমেটো টুকরো করে কেটে সেদ্ধ করে নিন। ভালো করে বেটে নিয়ে একটি আইস ট্রেতে সেই মিশ্রণটি ঢালুন। ফ্রিজারে রেখে বরফ বানিয়ে তারপর একটি এয়ারটাইট ব্যাগে ভরে রাখুন ফ্রিজারে।

    আরো পড়ুন
    সকালে ঘুম থেকে ওঠার পর মুখ ফোলা থাকে কেন

    সকালে ঘুম থেকে ওঠার পর মুখ ফোলা থাকে কেন

     

    লক্ষণীয়

    • কাঁচা টমেটো রুম তাপমাত্রাতেই ভালো থাকে। পুরোপুরি পেকে যাওয়া টমেটো রাখুন ফ্রিজে।
    • একসঙ্গে করে টমেটো রাখবেন না। 
    • অর্ধেক করা টমেটো ফ্রিজে রাখতে চাইলে তা ঢেকে রাখুন। 
    • আস্ত টমেটো ফ্রিজে রাখার সময় বোঁটার অংশ নিচের দিকে রাখবেন।
    আরো পড়ুন
    ঈদ আপ্যায়নে রাখুন ভিন্ন স্বাদের স্ন্যাকস

    ঈদ আপ্যায়নে রাখুন ভিন্ন স্বাদের স্ন্যাকস

     
    প্রাসঙ্গিক
    মন্তব্য

    গরমে বাড়িতে তৈরি করুন বেলের শরবত, রইল কয়েকটি রেসিপি

    জীবনযাপন ডেস্ক
    জীবনযাপন ডেস্ক
    শেয়ার
    গরমে বাড়িতে তৈরি করুন বেলের শরবত, রইল কয়েকটি রেসিপি
    সংগৃহীত ছবি

    গরমে ঠাণ্ডা বেলের শরবত দেহ ও মনকে যেমন চনমনে করে, তেমনি শরীরেরও বিভিন্ন উপকার করে। কোষ্ঠকাঠিন্য, বদহজম, আলসারের মতো রোগ দমন করে এবং রক্ত পরিষ্কার করে এই বেল। বেলের গুণাগুণ বলার অপেক্ষা রাখে না। বেলের শরবত আমাদের অনেকের কাছে খুবই প্রিয়।

    তবে বাজারে বা ফুটপাতে যে পদ্ধতিতে বেলের শরবত তৈরি হয় তা শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর। তাই বাড়িতেই শরবত বানিয়ে প্রতিদিন সকালে এক গ্লাস খেতে পারেন। এর ফলে ফিট থাকবেন সারা দিন। আজ জানুন বেলের শরবত তৈরির সহজ ৫টি রেসিপি।

    বেল-দইয়ের শরবত

    উপকরণ

    আরো পড়ুন
    ঈদ আতিথেয়তা জমবে ভিন্ন স্বাদের কাবাবে

    ঈদ আতিথেয়তা জমবে ভিন্ন স্বাদের কাবাবে

     
    • বেল–১টি
    • দই–আধা কাপ
    • চিনি–৪ টেবিল চামচ
    • লবণ–এক চিমটি
    • আইস কিউব–পরিমাণমতো
    • ঠাণ্ডা পানি–পরিমাণমতো

    প্রণালী

    প্রথমে বেলের খোসা ফাটিয়ে নিন। চামচের সাহায্যে ফল বের করুন। এবারে চামচ বা হাতের সাহায্যে ম্যাশ করে দানা আলাদা করে ফেলুন। ঠাণ্ডা পানি ঢেলে পুনরায় আলতো করে ম্যাশ করুন।

    তারপর ছাঁকনিতে করে ম্যাশড বেল থেকে চামচ দিয়ে চেপে রস ছেঁকে নিন।

    এবার রসে চিনি, দই ও লবণ দিয়ে মিশিয়ে নিন। প্রয়োজনে পানি যোগ করতে পারেন। সার্ভিং গ্লাসে প্রথমে আইস কিউব দিয়ে তার ওপর শরবত ঢেলে ঠাণ্ডা ঠাণ্ডা পরিবেশন করুন।

    আরো পড়ুন
    শহর ও গ্রামের ঈদ : সংস্কৃতির পার্থক্য

    শহর ও গ্রামের ঈদ : সংস্কৃতির পার্থক্য

     

    বেল-পুদিনার শরবত

    উপকরণ

    • বেল–বড় ১টি
    • পুদিনা পাতা–প্রয়োজনমতো
    • ঠাণ্ডা পানি–১ লিটার
    • লবণ–প্রয়োজনমতো
    • আইস কিউব–প্রয়োজনমতো

    প্রণালী

    খোসা থেকে ফল বের করে হাতে চটকে দানা আলাদা করে ফেলুন।

    তারপর ঠাণ্ডা পানি দিয়ে আবার হাতের সাহায্যে আলতো করে চটকে নিন। এবারে ছাঁকনিতে রস নিয়ে কাঠের চামচের সাহায্যে পিষে ছোবা আলাদা করে ফেলুন।

    ছাঁকা রসে চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিন। গ্লাসে আইস কিউব আর পুদিনা পাতা কুচির ওপর শরবত ঢেলে পরিবেশন করুন। চাইলে পরিবেশনের আগে সামান্য লবণ দিতে পারেন, না দিলেও ক্ষতি নেই।

    আরো পড়ুন
    সকালে ঘুম থেকে ওঠার পর মুখ ফোলা থাকে কেন

    সকালে ঘুম থেকে ওঠার পর মুখ ফোলা থাকে কেন

     

    বেল-জিরার শরবত

    প্রণালী

    • বেল–২টি
    • চিনি–৪ টেবিল চামচ
    • জিরা গুঁড়া–প্রয়োজনমতো
    • লবণ–প্রয়োজনমতো
    • ঠাণ্ডা পানি

    প্রণালী

    বেলের খোসা ভেঙে ফল বের করে নিন। একটি বাটিতে বেল ঢালুন এবং বেলের দ্বিগুণ পরিমাণ পানি দিয়ে দিন। এবারে ম্যাশ করুন। ম্যাশড বেল ছাঁকনিতে নিয়ে চামচের সাহায্যে রস চিপে বের করুন। এবারে রসে প্রয়োজনমতো ঠাণ্ডা পানি বা আইস কিউব মিশিয়ে নিন। তারপর লবণ ও জিরা গুঁড়া দিয়ে দিলেই ঠাণ্ডা ঠাণ্ডা বেলের শরবত তৈরি।

    আরো পড়ুন
    কাজুবাদামেরও রুটি হয় নাকি

    কাজুবাদামেরও রুটি হয় নাকি

     

    বেল-গুড়ের শরবত

    প্রণালী

    • বেল–মাঝারি সাইজের ৩টি
    • গুড়–১২ টেবিল চামচ বা প্রয়োজনমতো
    • এলাচ গুঁড়া–১ চা চামচের তিন ভাগের এক ভাগ
    • ভাজা জিরার গুঁড়া–১ চা চামচের তিন ভাগের এক ভাগ
    • বিট লবণ–দুই চিমটি
    • ঠাণ্ডা পানি–৩ থেকে ৩.৫ কাপ

    প্রণালী

    বেল ৩টা ভেঙে নিন। এরপরে বড় চামচ দিয়ে ভেতরের ফল বের করে বাটিতে রাখুন। এতে ১ কাপ পানি মেশান এবং ২০ মিনিট ভিজিয়ে রাখুন। ২০ মিনিট পরে একটি ভেজিটেবল ম্যাশার দিয়ে বেল ম্যাশ করে নিন।

    এবারে একটি বড় ছাঁকনিতে ম্যাশ করা বেল ছাঁকুন। ছাঁকার সময়ে চামচ দিয়ে জোরে জোরে পিষবেন যাতে দানা আর ছোবা আলাদা হয়ে যায়। আর অবশ্যই একটু একটু করে পানি মেশাবেন ছাঁকার সময়ে, আধা কাপ থেকে পৌনে এক কাপের মতো।

    আরো পড়ুন
    ঈদ আপ্যায়নে রাখুন ভিন্ন স্বাদের স্ন্যাকস

    ঈদ আপ্যায়নে রাখুন ভিন্ন স্বাদের স্ন্যাকস

     

    রস পুরোপুরি ছাঁকা হয়ে গেলে এতে গুড় বা সম পরিমাণ চিনি মেশাবেন। মিষ্টির পরিমাণ চাইলে কমবেশি করতে পারবেন। আর রসে পানির পরিমাণও বাড়াতে বা কমাতে পারেন। এরপরে জিরা গুঁড়া, এলাচ গুঁড়া ও বিট লবণ দিয়ে দিন। এবার গ্লাসে ঢেলে পরিবেশন করুন।

    বেলের শরবত

    উপকরণ

    • বেল–মাঝারি সাইজের ১টি
    • বিট লবণ–আধা চা চামচ বা স্বাদমতো
    • চিনি–৭-৮ চা চামচ
    • ভাজা জিরার গুঁড়া–আধা চা চামচ
    • আইস কিউব–প্রয়োজনমতো
    • পানি–প্রয়োজন মতো
    আরো পড়ুন
    বিশ্বজুড়ে ঈদের জনপ্রিয় খাবার

    বিশ্বজুড়ে ঈদের জনপ্রিয় খাবার

     

    প্রণালী

    বেলের খোসা ভেঙে ভেতরের ফলটা বের করে একটি বাটিতে রাখুন। এবারে এর সাথে ২ গ্লাস পানি মিশিয়ে চামচ দিয়ে ভালো করে নেড়ে ১ ঘণ্টা ঢেকে রাখুন। বেল নরম হওয়ার জন্য এভাবে পানিতে ভিজিয়ে রাখতে হবে।

    ১ ঘণ্টা পর একটি পটেটো ম্যাশার দিয়ে পানিতে থাকা বেলকে ম্যাশ করুন। এতে দানা আর ছোবা আলাদা হয়ে যাবে। এবারে একটি বড় ছাঁকনিতে বেল ছেঁকে ছোবা আর দানা আলাদা করে ফেলুন। যে রসটা থাকবে তাতে আরো ১-২ গ্লাস পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিন। ঠাণ্ডা করার জন্য পর্যাপ্ত পরিমাণে আইস কিউব নিন। একে একে চিনি, বিট লবণ, আর জিরা গুঁড়া দিয়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল মজাদার বেলের শরবত।

    আরো পড়ুন
    মাথা ব্যথা মানেই কি মাইগ্রেনের সমস্যা?

    মাথা ব্যথা মানেই কি মাইগ্রেনের সমস্যা?

     
    মন্তব্য

    গরমে বিছানা ঠাণ্ডা রাখবেন যেভাবে

    জীবনযাপন ডেস্ক
    জীবনযাপন ডেস্ক
    শেয়ার
    গরমে বিছানা ঠাণ্ডা রাখবেন যেভাবে
    সংগৃহীত ছবি

    গ্রীষ্ম না আসতেই তীব্র গরম পড়তে শুরু করেছে। রোদের তাপে তেতে থাকছে বাড়িঘর। ফলে দুপুর থেকে বিকেল পর্যন্ত তেতে থাকছে ঘরের বিছানাও। অনেকের বাড়িতে এসি থাকলেও এখনো সবার এসি কেনার সামর্থ্য হয়নি।

    তার ওপর লোডশেডিং তো আছেই। তাহলে উপায়? এই চরম গরমে বিছানা ঠাণ্ডা রাখার উপায় নিয়েই আজকের প্রতিবেদন। চলুন, জেনে নেওয়া যাক।

    গরমে বিছানাকে ঠাণ্ডা করে রাখবেন যেভাবে

    কুলিং কম্বল

    বিছানা ঠাণ্ডা রাখতে ভরসা রাখতে পারেন কুলিং কম্বলে।

    পাতলা কম্বলের একপাশে শীতলীকরণ অংশ, অন্যপাশে সুতির কাপড়। এই কম্বল ঘুমানোর সময় শরীরের তাপমাত্রা অনেকটা কমিয়ে আনতে পারে। বিছানার অতিরিক্ত তাপ শুষে নেয়। অনলাইনে পেয়ে যাবেন এসব কুলিং কম্বল।

    আরো পড়ুন
    গরমে হিটস্ট্রোক থেকে বাঁচতে কী খাবেন

    গরমে হিটস্ট্রোক থেকে বাঁচতে কী খাবেন

     

    কুলিং ম্যাট্রেস প্যাড

    খুব হালকা কাপড়ে তৈরি, বিছানা ঠাণ্ডা করতে ব্যবহৃত হয় কুলিং ম্যাট্রেস প্যাড। এটি সহজেই বিছানায় সেট করা যায়। দরকার মতো ওয়াশিং মেশিনেও পরিষ্কার করা যায়। রাতভর এটি আপনার শরীরের তাপমাত্রা বুঝে বিছানা শীতল করবে, এমনকি এটি ‘ময়েশ্চার উইকেনি’ পদ্ধতিতে ঘামও শুষে নেয়।

    পর্দা বন্ধ রাখুন

    ঘরের মধ্যে সহজে যাতে রোদ প্রবেশ করতে না পারে সে জন্য ঘর দিনের বেলা ঘরের পর্দাগুলো বন্ধ রাখুন।

    বিছানায় তোশকের ওপর শীতলপাটি পেতে রাখতে পারেন। গরমের দিনে সাদা, হলুদ, আকাশি, হালকা সবুজ রঙের সুতির চাদর বিছানায় রাখুন।

    আরো পড়ুন
    সকালে ঘুম থেকে ওঠার পর মুখ ফোলা থাকে কেন

    সকালে ঘুম থেকে ওঠার পর মুখ ফোলা থাকে কেন

     

    সূত্র : টিভি ৯ বাংলা

    মন্তব্য

    সর্বশেষ সংবাদ