প্রেমিকার বাবার পছন্দের পাত্র হবেন যেভাবে

জীবনযাপন ডেস্ক
জীবনযাপন ডেস্ক
শেয়ার
প্রেমিকার বাবার পছন্দের পাত্র হবেন যেভাবে
সংগৃহীত ছবি

বেশ কয়েক বছরের সম্পর্ক। এমন নয় যে পরিবার জানে না। সব জেনেও না জেনে থাকার ভান করেন। পছন্দ করেন না প্রেমিকার বাবাও।

দেখা হলে অপমান করতেও ছাড়েন না। তাই তাকে দেখলে কথা বলার বদলে উল্টো পথে হাঁটেন। অনেক বড় ভুল করছেন আপনি। এতে সম্পর্কের তিক্ততা আরো বাড়তে পারে।
 

এক্ষেত্রে আপনার চেষ্টা করতে হবে, যত দ্রুত সম্ভব তার মনে জায়গা তৈরি করা। এটা কঠিন কোনো কাজ নয়। কাজে লাগাতে পারেন এই কৌশলগুলো, তাহলে প্রেমিকার বাবার সঙ্গেও সম্পর্ক ভালো হবে খুব তাড়াতাড়ি।

সময় নিলেই মিটে যাবে সমস্যা

সময় নিলে যেকোনো সমস্যার সমাধান সম্ভব।

শত প্রচেষ্টার পরও যদি প্রেমিকার বাবা আপনাকে মানতে না চান, তাতে মন খারাপ করে লাভ নেই। কিছুটা সময় অপেক্ষা করুন। তাকে তার মতো ছেড়ে দিন। আর আপনারা সমাধানের পথ খুঁজতে থাকুন। নিজেদের যোগ্যতার প্রমাণ তার সামনে তুলে ধরুন।
দেখবেন একসময় ঠিকই মেনে নিয়েছে।

অপছন্দের কারণ জানুন

প্রেমিকার বাবা যদি আপনাকে পছন্দ না করেন, তবে তার পিছনে নিশ্চয়ই কোনো কারণ রয়েছে। বিষয়টা আপনাকে দ্রুত খুঁজে বের করতে হবে। তারপর নিজেকে পছন্দের পাত্রে পরিবর্তন করতে কাজে লেগে পড়ুন। এই কাজটা করলে পরিস্থিতি অনেকটাই বদলে যেতে পারে। প্রেমিকার বাবা এক সময় ঠিকই মেনে নেবেন। তাই ঝটপট কাজে লেগে পড়তে পারেন।

দেখা হলে কথা বলুন

প্রেমিকার বাবার সঙ্গে দেখা হলে, না পালিয়ে কথা বলুন। যতদিন না ঠিকমতো কথা বলছেন, ততদিন সমস্যা সমাধান হবে না। তাই সময় নষ্ট না করে আজ থেকেই প্রেমিকার বাবার সঙ্গে কথা বলার চেষ্টা করুন। পারলে তার কাছে গিয়ে নিজের বিষয়ে সব খুলে বলুন। যদি তিনি কিছু বলেন, সেটিও মাথায় রাখার চেষ্টা করতে হবে। দেখবেন এই কাজটি করলে পরবর্তীতে পারিবারিক বন্ধন তৈরি সহজ হয়ে যাবে।

ভালো-মন্দের খবর নিন

মেয়েরা সাধারণত বাবার পছন্দ-অপছন্দের খবর রাখেন। তাই প্রেমিকার থেকে নিয়মিত তার বাবার ব্যাপারে জিজ্ঞেস করতে পারে। তার পছন্দ ও অপছন্দের বিষয়গুলো জেনে রাখা খুব জরুরি। প্রয়োজনে ঠিকই কাজে দেবে। এরপর যখনই তার সঙ্গে দেখা হবে, তখন চেষ্টা করুন পছন্দের জিনিসগুলো নিয়ে কথা বলতে। দেখবেন ফল আপনি হাতেনাতে পাবেন।

মন্তব্য

সম্পর্কিত খবর

আজকের নামাজের সময়সূচি, ১১ এপ্রিল ২০২৫

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
আজকের নামাজের সময়সূচি, ১১ এপ্রিল ২০২৫

আজ শুক্রবার ১১ এপ্রিল ২০২৫, ২৮ চৈত্র ১৪৩১, ১১ শাওয়াল ১৪৪৬

ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি নিম্নরূপ—

জুমার সময় শুরু- ১২টা ৩ মিনিট। 

আসরের সময় শুরু - ৪টা ৩০ মিনিট।

মাগরিব- ৬টা ২২ মিনিট।

এশার সময় শুরু - ৭টা ৩৮ মিনিট।

আগামীকাল ফজর শুরু - ৪টা ২৬ মিনিট।

আজ ঢাকায় সূর্যাস্ত - ৬টা ১৮ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয়- ৫টা ৪৩ মিনিটে।

সূত্র : ইসলামিক রিসার্চ সেন্টার, বসুন্ধরা, ঢাকা।

প্রাসঙ্গিক
মন্তব্য
রাশিফল

আজ ১১ এপ্রিল, দিনটি কেমন যাবে আপনার?

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
আজ ১১ এপ্রিল, দিনটি কেমন যাবে আপনার?

জীবনের প্রতিটি দিন নতুন কিছু সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে আসে আর প্রতিটি দিন আমাদের একটু একটু করে শিখতে ও বিকশিত হতে সাহায্য করে। আজ ১১ এপ্রিল, ২০২৫ দিনটি আপনার জন্য কেমন হতে পারে, কীভাবে সামলাবেন জীবন ও কাজের চ্যালেঞ্জগুলো, সেটি জানতে হলে পড়ুন আজকের রাশিফল।

মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): যৌথ ও অংশীদারি কাজে অগ্রগতি হবে। কাছের মানুষের সঙ্গে সম্পর্ক ইতিবাচক থাকবে।

নতুন অভিজ্ঞতার জন্য উন্মুক্ত থাকতে হবে এবং শুভ কোনো পরিবর্তনকে আলিঙ্গন করতে হবে। নিকট ভ্রমণ শুভ।

বৃষ (২১ এপ্রিল-২০ মে): কাজের চাপ থাকবে। বিরূপ পারিপার্শ্বিকতায় বিষণ্ণ থাকতে পারেন।

সহজ কাজটি কঠিন হয়ে উঠতে পারে। ব্যক্তিগত দায়িত্ব পালনে দৃঢ়তার পরিচয় দিতে হবে। উপযুক্ত কাজ করার জন্য শক্তি সঞ্চয় করুন।

আরো পড়ুন
বাংলাদেশে ব্যবসার সম্ভাবনা খুঁজছে পাকিস্তানের এনগ্রো

বাংলাদেশে ব্যবসার সম্ভাবনা খুঁজছে পাকিস্তানের এনগ্রো

 

মিথুন (২১ মে-২০ জুন): নতুন কোনো কাজ আপনাকে ব্যস্ত রাখতে পারে।

পেশাগত জীবনে প্রভাব ফেলে এমন সমস্যাগুলো সমাধানের চেষ্টা করুন। একটি নিরাপদ আগামীকালের জন্য দক্ষতার সঙ্গে সব কিছু পরিচালনা করুন।

কর্কট (২১ জুন-২০ জুলাই): আজ আপনি আত্মবিশ্বাসের সঙ্গে একটি নতুন উদ্যোগ চালু করতে পারেন। কিছু আর্থিক সমস্যা আপনাকে গুরুত্বপূর্ণ আর্থিক সিদ্ধান্ত থেকে বিরত রাখতে পারে। পরিবারের মধ্যে সম্পত্তি নিয়ে আলোচনার জন্য ভালো সময়।

সিংহ (২১ জুলাই-২১ আগস্ট): আজ যারা সর্বক্ষেত্রে চ্যালেঞ্জ নিতে আগ্রহী, তাদের প্রচুর সুযোগ থাকবে। অন্যেরা আপনার দক্ষতার ওপর আস্থা রাখবে। প্রত্যাশা পূরণের প্রচেষ্টা চালিয়ে যান। পরিবারের মধ্যে আর্থিক বিবাদ এড়িয়ে চলুন।

আরো পড়ুন
মৃত ব্যক্তির গোসলে ব্যবহৃত সাবান কি পরে ব্যবহার করা যাবে?

মৃত ব্যক্তির গোসলে ব্যবহৃত সাবান কি পরে ব্যবহার করা যাবে?

 

কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর): কোনো কাজে আর্থিক সুবিধা পেতে পারেন। পাওনা আদায়ে অগ্রগতি হবে। দিনের প্রথম অংশে ছোটখাটো সমস্যা থাকতে পারে, তবে দিন বাড়ার সঙ্গে সঙ্গে জিনিসগুলো আবার ট্র্যাকে ফিরে আসবে।

তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর): কাজের গতি বাড়বে। কোনো প্রচেষ্টার ফল পেতে পারেন। নতুন পরিকল্পনায় সাফল্যের ইঙ্গিত রয়েছে। বাড়তি আয়ের সুযোগ পেলে তাতে সম্ভাব্য ঝুঁকি এবং সুবিধাগুলো বিবেচনা করতে হবে।

বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর) : কাজে উৎসাহ পাবেন। উদ্বেগের মধ্যেই কোনো সুযোগ আসতে পারে, যা ভবিষ্যতের জন্য লাভজনক হবে। কারো সহায়তায় অমীমাংসিত সমস্যা সমাধানের পথ পাবেন। অপ্রয়োজনীয় ব্যয় থেকে বিরত থাকুন।

ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর): কোনো কাজ করে মানসিক শান্তি পেতে পারেন। বন্ধুর সহযোগিতায় কাজে অগ্রগতি হবে। আপনার আয়ের প্রবাহ বাড়ানোর জন্য বিকল্প পথ বের করুন। ক্লান্ত বোধ করলে বিশ্রামকে অগ্রাধিকার দিন।

মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি): পেশাগত কাজে আত্মবিশ্বাস বাড়বে। কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। পাওনা টাকা ফেরতে পেতে পারেন। ব্যবসায়ীদের জন্য ভালো খবর আসবে। পুরনো কাজ সম্পাদনের জন্য বন্ধুর সহযোগিতা নিলে উপকার পাবেন।

আরো পড়ুন
একনজরে আজকের কালের কণ্ঠ (১১ এপ্রিল)

একনজরে আজকের কালের কণ্ঠ (১১ এপ্রিল)

 

কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): দিনের শুরুটা আজ ভালো কাটবে। আর্থিক জটিলতার কিছুটা অবসান হবে। বৈদেশিক যোগাযোগ কাজে অগ্রগতি এনে দেবে। পূর্বনির্ধারিত পরিকল্পনার বাইরে কোনো কাজে হাত না দেওয়াই ভালো।

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): নতুন কোনো কাজে হাত দেওয়া সহজতর হবে। কোনো কারণে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে পরিবর্তন আনতে হতে পারে। প্রিয়জনের সঙ্গে আলোচনায় উত্তেজনা পরিহার করুন। প্রয়োজনীয় কাজে গতি আনার চেষ্টা করুন।

আহমেদ মাসুদ, বিশিষ্ট অকাল্ট সাধক, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্যোতিষী, ফেংশুই ও বাস্তু বিশেষজ্ঞ। যোগাযোগ: ০১৭১১০৫৭৩৭৭ই-মেইল: amasud9995@gmail.com. www.astrologerahmedmasud.com

প্রাসঙ্গিক
মন্তব্য

ফের প্রাক্তনের প্রেমে পড়ার আগে যে বিষয়গুলো ভাবতেই হবে

জীবনযাপন ডেস্ক
জীবনযাপন ডেস্ক
শেয়ার
ফের প্রাক্তনের প্রেমে পড়ার আগে যে বিষয়গুলো ভাবতেই হবে
সংগৃহীত ছবি

কথায় আছে পুরনো চাল ভাতে বাড়ে। প্রেমের ব্যাপারেও নাকি এই প্রবাদ দারুণ মিলে যায়। ঠিক যেমন ওল্ড ইজ গোল্ড, ঠিক তেমনই প্রাক্তন যদি ফের এসে হাজির হয় নতুন প্রেমে, তাহলে নাকি প্রেম আরো ভালো জমে। কিন্তু এখানেই সাবধান! ভুলে যাবেন না, এই মানুষটাকেই কিছু বছর আগে দূর দূর করে জীবন থেকে তাড়িয়ে ছিলেন বা তিনি আপনাকে তাড়িয়ে দিয়েছিল।

তবে যখন এসেই পড়েছে আবার তাহলে সাবধানে পথ এগোতে হবে। নইলে বিপদ! 

পুরাতন সম্পর্কে নতুন করে আবার কিভাবে এগুবেন তা জানাতেই আজকের প্রতিবেদন। চলুন, জেনে নেওয়া যাক।

চেনা মানুষ ভেবে আগে থেকেই ঝাঁপিয়ে পড়বেন না।

বরং যেহেতু চেনা, সেহেতু সাবধানে পা ফেলুন। দেখুন এত বছর পর মানুষটা বদলেছে নাকি একই আছে। ঠিক কী কারণে আগেরবার বিচ্ছেদ! ঠিক করে মনে করে নিন। যদি এবারও সেগুলোর ইঙ্গিত পান, তাহলে সামনে এগোনো উচিত হবে না।

আরো পড়ুন
ঘন ঘন ওয়েট টিস্যু ব্যবহারে কী ক্ষতি

ঘন ঘন ওয়েট টিস্যু ব্যবহারে কী ক্ষতি

 

প্রাক্তন ফিরে এসেছে মানেই প্রথম দিন থেকেই গদগদ প্রেম নয়। বরং বন্ধুত্ব করুন। তারপর সময় নিন। তুমি এসেছো ফিরে..উদ্ধার করলে আমাকে! এসব চিন্তা মাথাতে এলেও প্রকাশ করবেন না। মনে রাখুন, টেকেন ফর গ্রান্টেড হলেই কিন্তু মুশকিল।

চিন্তা করে নিন মনে মনে, ঠিক কী কী কারণে আগের বার ছাড়াছাড়ি হয়েছিল। সেগুলো মোটেই ফের করবেন না। বরং অ্যাডজাস্ট করে ফেলুন।

একটা স্যরি শব্দে যদি সব কিছু ঠিক হয়ে যায়, তাহলে ইগো না রেখে, স্যরিটা বলে ফেলুন। দেখবেন সম্পর্ক ঠিক থাকবে। ব্রেকআপ হয়েছে তো কী হয়েছে। বার বার সেটা প্রিয় মানুষকে মনে করানোর কিছু নেই। বরং পুরনো কথা ভুলে নতুন করে সব কিছু শুরু করুন।

আরো পড়ুন
শিশুদের মুখ থেকে লালা পড়ে কেন

শিশুদের মুখ থেকে লালা পড়ে কেন

 

আর হ্যাঁ, আপনি যখন জীবনে ছিলেন না, তখন কে বা কারা আপনার প্রাক্তনের প্রেমে ডুব দিয়েছিল, সে প্রশ্ন একেবারেই নয়। মোট কথা, কৌতূহল বাদ দিন, মন ভরে প্রেম করুন।

সূত্র : সংবাদ প্রতিদিন

মন্তব্য

বৈশাখে পাতে রাখতে পারেন ভাপা সরষে ইলিশ

জীবনযাপন ডেস্ক
জীবনযাপন ডেস্ক
শেয়ার
বৈশাখে পাতে রাখতে পারেন ভাপা সরষে ইলিশ
সংগৃহীত ছবি

আসছে বাঙালির প্রধান উৎসব নববর্ষ। এই সময়ে বাঙালির ঘরে ঘরে বিভিন্ন খাবারের আয়োজন হয়ে থাকে। তার মধ্যে থাকে পান্তা-ইলিশ। ইলিশের সঙ্গে জড়িয়ে আছে বাঙালিয়ানা।

ইলিশ ভাজা, ইলিশ ভাপা, ইলিশ পাতুরি, ইলিশ পোলাও, সরষে ইলিশ—এমন আরো অনেক রকমের পদ রয়েছে।

এই বৈশাখ উপলক্ষে বাড়িতে রান্না করতে পারেন ভাপা সরষে ইলিশ। এটি রান্না করা যেমন সহজ, তেমনই সুস্বাদু। চলুন, জেনে নিই ভাপা সরষে ইলিশ রান্নার রেসিপি।

আরো পড়ুন
নববর্ষের সঙ্গে পান্তা-ইলিশের কী সম্পর্ক

নববর্ষের সঙ্গে পান্তা-ইলিশের কী সম্পর্ক

 

উপকরণ

  • ইলিশ মাছ- ৬ পিস
  • হলুদ গুঁড়া- ১ চা চামচ
  • গোল মরিচের গুঁড়া- হাফ চা চামচ
  • কাঁচা মরিচ বাটা- ১ চা চামচ
  • সরিষা বাটা- ২ চা চামচ
  • সরিষার তেল- ৩ চা চামচ
  • লবণ- ২ চা চামচ
  • পেঁয়াজ বাটা- ২ চা চামচ
  • টকদই- ২ চা চামচ
আরো পড়ুন
সকালে ঘুম থেকে ওঠার পর মুখ ফোলা থাকে কেন

সকালে ঘুম থেকে ওঠার পর মুখ ফোলা থাকে কেন

 

প্রস্তুত প্রণালী

প্রথমে পেঁয়াজ বাটা ও টকদই ভালোভাবে মিক্স করুন। এতে এক এক করে সরিষা বাটা, গোল মরিচের গুঁড়া, কাঁচা মরিচ বাটা, হলুদ গুঁড়া, লবণ যুক্ত করে স্মুথ পেস্ট তৈরি করুন। ইলিশ মাছের টুকরাগুলো মসলা দিয়ে ভালোভাবে ম্যারিনেট করুন। এবার একটি স্টিলের টিফিন বক্সে মাছগুলো দিয়ে ওপরে সরিষার তেল ছড়িয়ে দিন।

টিফিন বক্সের ঢাকনা আটকিয়ে দিন ভালোভাবে।

তারপর স্টিম করতে হবে। ফুটন্ত গরম পানিতে টিফিন বক্স বসিয়ে দিন সাবধানে। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিন। ২০ মিনিট অপেক্ষা করুন।

চুলার তাপ কমিয়ে রাখতে হবে। এরপর টিফিন বক্সের ঢাকনা খুলে দেখুন ওপরে তেল ভেসে উঠেছে কি না। তেল ভেসে উঠলে হয়ে গেছে ভাপা ইলিশ রান্না।

আরো পড়ুন
কালো রঙের প্লাস্টিক দেহের জন্য ক্ষতিকর কেন

কালো রঙের প্লাস্টিক দেহের জন্য ক্ষতিকর কেন

 

এবার গরম গরম সার্ভ করে দিন। মাত্র ৩০ মিনিটেই তৈরি হয়ে গেলো ভাপা সরষে ইলিশ। খুবই সহজ রান্না! সাদা ভাত, পোলাও, খিচুড়ি সব কিছুর সঙ্গেই দারুণ মানিয়ে যাবে।

সূত্র : সাজগোজ

মন্তব্য

সর্বশেষ সংবাদ