কিডনি বিকল হয়ে বাংলাদেশে প্রতিবছর ৪০ হাজার মানুষ মারা যাচ্ছে। জীবিত নিকটাত্মীয়ের কাছ থেকে কিডনি বিযুক্ত করে ট্রান্সপ্ল্যান্ট করতে হয় বলে কিডনি দাতা বা ডোনার সংকট এখানে প্রকট। অথচ ক্যাডাভারিক ট্রান্সপ্ল্যান্ট বা মরণোত্তর অঙ্গদান প্রক্রিয়ায় এসব মানুষকে বাঁচানো সম্ভব। বিশ্বের উন্নত দেশে ৬০-৭০ ভাগ ক্যাডাভারিক কিডনি ট্রান্সপ্ল্যান্ট হচ্ছে।
ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে আলোচনা সভায় বক্তারা
মরণোত্তর অঙ্গদান প্রক্রিয়ায় একজনে বাঁচতে পারে আটজন মৃতপ্রায় মানুষ
আতাউর রহমান কাবুল
বুধবার বিশ্ব কিডনি দিবস উপলক্ষ্যে ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালের উদ্যোগে বিশ্ব কিডনি দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে কিডনি ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইন্সটিটিউটের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ডা. হারুন আর রশিদ বলেন, দেশের ৫০ ভাগ মানুষ এখনো জানে না যে তাদের ডায়াবেটিস ও উচ্চরক্তচাপ রয়েছে।
তিনি বলেন, প্রাপ্তবয়স্ক বা ৪০ বছরের ওপরের কোনো মানুষেরা উপসর্গ থাকুক বা না থাকুক, তার রক্তচাপ নিয়মিত পরিমাপ করা, প্রস্রাবে অ্যালবুমিন নির্গত হচ্ছে কি না, ডায়াবেটিস আছে কি না, ওজন বেশি কি না নিরূপণ করে নিয়ন্ত্রণে রাখতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত দুই-তিন লিটার বিশুদ্ধ পানি পান করা, পর্যাপ্ত শাক-সবজি ও ফলমূল খাওয়া, অতিরিক্ত চিনি ও লবণজাতীয় খাবার, বাসি, পঁচা বা খোলামেলা খাবার, ফাস্ট ফুড কোমল পানীয়, অ্যানার্জি ড্রিংকস, মদ্যপান পরিহার করা, চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক বা ব্যথানাশক ওষুধ সেবন না করাসহ নিয়মিত শরীরচর্চা, খেলাধুলা, দৌড়ানো ও হাঁটার অভ্যাস গড়ে তোলা উচিত।
বাংলাদেশ ইউরোলজি অ্যান্ড ট্রান্সপ্ল্যানটেশন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ডা. এম এ সালাম বলেন, প্রতি বছর সড়ক দূর্ঘটনায় দেশে এক হাজারের মতো মানুষ মারা যায়। মরনোত্তর অঙ্গদান প্রক্রিয়ায় এই এক হাজার মানুষ বাঁচাতে পারে আট হাজার মৃতপ্রায় মানুষকে।
অ্যাডভান্সড সেন্টার অব কিডনি এন্ড ইউরোলজির (আকু) চেয়ারম্যান অধ্যাপক ডা. সোহরাব হোসেন সৌরভ বলেন, কিডনির সুস্থতায় সাধারণ মানুষের নাগালের মধ্যে কম খরচে চিকিৎসা দিতে আকু বরাবরই নিবেদিত। আমরা তৈরি করেছি ‘অসুখে সুখের নীড়’, যাতে আপনজনের মতো সেবা পেয়ে প্রতিটি রোগীই যেন দ্রুত সুস্থ হয়ে বাড়ি যায় হাসিমুখে।
তিনি জানান, আকু’তে রয়েছে লেজারসহ অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জাম। বাংলাদেশে প্রথম থুলিয়াম লেজারের মাধ্যমে বয়স্ক পুরুষের প্রস্টেটের বৃদ্ধিজনিত বাধার অপারেশন করা হয় আকুতে। ফলে প্রস্টেট অপারেশন এখন অনেকটাই ঝুঁকিমুক্ত ও জটিলতাবিহীন।

ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা প্রায় ২ হাজার
অনলাইন ডেস্ক

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরো ৫২ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট ১ হাজার ৯৫৪ জন।
রবিবার (৬ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৮ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৬ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশন এবং খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১ জন করে রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় ২৩ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত ১ হাজার ৮৪৯ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১ হাজার ৯৫৪ জন। এর মধ্যে ৬২ দশমিক পাঁচ শতাংশ পুরুষ ও ৩৭ দশমিক পাঁচ শতাংশ নারী রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। চলতি বছরে এ যাবত ডেঙ্গুতে ১৪ জন মারা গেছেন।
২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন এক লাখ এক হাজার ২১৪ জন। মারা গেছেন ৫৭৫ জন।

যুক্তরাষ্ট্রের ৩৭ শতাংশ শুল্ক নিয়ে বৈঠক শুরু
অনলাইন ডেস্ক

বাংলাদেশি পণ্যের ওপর যুক্তরাষ্ট্র নতুন করে ৩৭ শতাংশ শুল্ক আরোপ করেছে। এই শুল্ক নিয়ে অর্থ উপদেষ্টার নেতৃত্বে সরকারের উচ্চ পর্যায়ের বৈঠক শুরু হয়েছে।
আজ রবিবার বিকেল ৩টা ৩৫ মিনিটের দিকে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে এ বৈঠক শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।
বৈঠকে বাণিজ্য উপদেষ্টা, পরিকল্পনা উপদেষ্টা, বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা, প্রধান উপদেষ্টার প্রেসসচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থসচিব, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানসহ কয়েকজন অর্থনীতিবিদ ও ব্যবসায়ী নেতা উপস্থিত রয়েছেন।
বৃহস্পতিবার হোয়াইট হাউস প্রকাশিত একটি তালিকায় দেখা যায়, যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর বাংলাদেশের শুল্ক ৭৪ শতাংশ। আর যুক্তরাষ্ট্র বাংলাদেশের পণ্যে ৩৭ শতাংশ শুল্ক আরোপ করেছে। আগে বাংলাদেশি পণ্য গড়ে ১৫.৬২ শতাংশ শুল্ক দিয়ে মার্কিন বাজারে প্রবেশ করত।
শুধু বাংলাদেশই নয়, বহু দেশেই যুক্তরাষ্ট্র নতুন করে শুল্ক আরোপ করেছে। এশিয়ার অন্য দেশগুলোও নতুন করে যুক্তরাষ্ট্রের শুল্কের মুখে পড়েছে।
শুল্কহার নিয়ে গতকাল শনিবার জরুরি বৈঠক করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ওই বৈঠক শেষে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্রের ঘোষিত নতুন শুল্কহার নিয়ে যুক্তরাষ্ট্রের প্রশাসনের সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

টিউলিপকে উপস্থিত হয়ে মামলা মোকাবেলার পরামর্শ দুদক চেয়ারম্যানের
অনলাইন ডেস্ক

দালিলিকভাবে দায়েরকৃত দুর্নীতির মামলা আদালতে উপস্থিত হয়ে যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিককে মোকাবেলা করার পরামর্শ দিয়েছেন দুর্নীতি দমন কমিশন চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন।
রবিবার (৬ মার্চ) দুপুরে দুদক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।
দুদক চেয়ারম্যান বলেন, দুর্নীতির অভিযোগ উড়িয়ে দিতে পারেননি বলেই যুক্তরাজ্যের সিটি মিনিস্টার পদ থেকে টিউলিপ সিদ্দিক পদত্যাগ করেছেন। দুদক চেয়ারম্যান দালিলিকভাবে দায়েরকৃত মামলা আদালতে উপস্থিত হয়ে টিউলিপকে মোকাবেলা করার পরামর্শ দেন।
গত ১৫ জানুয়ারি দুর্নীতির একাধিক অভিযোগে বাংলাদেশে তদন্ত শুরুর পর সমালোচনার মুখে পদত্যাগ করেন টিউলিপ সিদ্দিক। তিনি বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি।

দুদকের অনুসন্ধান চলছে, আসামি হতে পারেন সাকিব আল হাসান
অনলাইন ডেস্ক

ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে অনুসন্ধান চলছে বলে জানিয়েছেন দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন। দুদকের আশঙ্কা, সাকিব আল হাসান আসামি হতে পারেন।
আজ রবিবার প্রধান কার্যালয়ের সামনে ঈদ পরবর্তী এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে আমাদের অনুসন্ধান চলছে।
লিখিত বক্তব্যে তিনি বলেন, আমরা, আমাদের নতুন কমিশন মাত্র ৭৫ কর্মদিবস পেরিয়ে এসেছি। শততম কর্মদিবস অতিক্রান্ত হলে আপনারাই বিবেচনা করবেন ৫ আগস্টের নব অভ্যুদয়ের পর বহুবিধ সীমাবদ্ধতার মধ্যেও একটি প্রাণবন্ত প্রতিষ্ঠানে পরিণত হয়েছে দুদক।
টিউলিপ সিদ্দিক প্রসঙ্গে দুদক চেয়ারম্যান বলেন, দুর্নীতির অভিযোগ উড়িয়ে দিতে পারেননি বলেই ব্রিটেনের দুর্নীতি নিবারণের মন্ত্রী টিউলিপ সিদ্দিকের প্রতি ব্রিটিশ প্রধানমন্ত্রীর প্রবল সমর্থন থাকা সত্ত্বেও তাকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে।
একই সঙ্গে দালিলিকভাবে দায়েরকৃত মামলা আদালতে উপস্থিত হয়ে মোকাবিলা করার পরামর্শ দিয়েছেন তিনি।