ঢাকা, রবিবার ০৬ এপ্রিল ২০২৫
২৩ চৈত্র ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৬

ঢাকা, রবিবার ০৬ এপ্রিল ২০২৫
২৩ চৈত্র ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৬

যুবদল, স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের যৌথ বিক্ষোভ কর্মসূচি স্থগিত

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
যুবদল, স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের যৌথ বিক্ষোভ কর্মসূচি স্থগিত

দেশব্যাপী জেলা ও মহানগরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদলের আজকের যৌথ বিক্ষোভ কর্মসূচি স্থগিত করা হয়েছে। মহান স্বাধীনতা দিবসে মানুষ হত্যা এবং যুবলীগ-ছাত্রলীগের অব্যাহত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে এ বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়েছিল।

বুধবার (৩১ মার্চ) দিবাগত রাতে তিনটি সংগঠনের যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মহান স্বাধীনতা দিবসে পুলিশ গুলি চালিয়ে মানুষ হত্যা ও যুবলীগ-ছাত্রলীগের অব্যাহত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ডাকা বৃহস্পতিবার (১এপ্রিল) জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ বিক্ষোভ কর্মসূচি স্থগিত করা হয়েছে।

যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুল আলম নীরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দীন টুক, স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভুঁইয়া জুয়েল, যুব এবং ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল স্ব স্ব সংগঠনের পক্ষ থেকে এ কর্মসূচি স্থগিত করেছেন।

মন্তব্য

সম্পর্কিত খবর

বিনিয়োগ সম্মেলনে নাসার সঙ্গে চুক্তি হবে

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
বিনিয়োগ সম্মেলনে নাসার সঙ্গে চুক্তি হবে
সংগৃহীত ছবি

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) আয়োজনে বিনিয়োগ সম্মেলন-২০২৫ এর প্রস্তুতি প্রায় চূড়ান্ত। বিনিয়োগ সম্মেলন-২০২৫ এ নাসার সঙ্গে চুক্তি হবে বলে জানিয়েছেন বিডার নির্বাহী পরিচালক চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।

আজ রবিবার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন নির্বাহী বিডার পরিচালক। এ সময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম, ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার ও ডেপুটি প্রেস সেক্রেটারি অপূর্ব জাহাঙ্গীর।

আগামীকাল ৭ এপ্রিল থেকে ১০ এপ্রিল পর্যন্ত চার দিনব্যাপী সম্মেলনে আয়োজক বাংলাদেশসহ অর্ধশতাধিক দেশের সাড়ে ৫ শতাধিক শীর্ষ পর্যায়ের কর্মকর্তা অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন আশিক মাহমুদ বিন হারুন।

তিনি জানান, সম্মেলনে দেশি-বিদেশি পাঁচজন বিনিয়োগকারিকে পুরস্কার দেওয়া হবে।

আগামী ৯ এপ্রিল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বিনিয়োগ সম্মেলনে বক্তব্য দেবেন।

সম্মেলন অনুষ্ঠানটি ফেসবুক ও ইউটিউবে প্রচারিত হবে।

এছাড়া বিদেশি বিনিয়োগকারীদের ইন্টারভিউ নিতে মিডিয়া কর্নার থাকবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে।

মন্তব্য

সরকারি কর্মচারীদের পদোন্নতি নিয়ে জরুরি নির্দেশনা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
সরকারি কর্মচারীদের পদোন্নতি নিয়ে জরুরি নির্দেশনা

সরকারি কর্মচারীদের পদোন্নতি নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। জরুরি নির্দেশনায় কর্মচারীদের সদ্য তোলা রঙিন ছবি না দিলে তাদের পদোন্নতি দেওয়া হবে না বলে জানানো হয়েছে।

আজ রবিবার মন্ত্রণালয়ের প্রশাসন-১ শাখার অতিরিক্ত সচিব মো. মাহবুব-উল-আলম স্বাক্ষরিত অতি জরুরি এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, সরকারি কর্মচারী বাতায়নে (জিইএমএস) পিডিএসের ব্যক্তিগত তথ্য হালনাগাদকরণের ক্ষেত্রে অনূর্ধ্ব ছয় মাসের মধ্যে তোলা রঙিন ছবি সংযোজনসহ সব ব্যক্তিগত তথ্য নিজ দায়িত্বে জরুরি ভিত্তিতে হালনাগাদ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, যেসব কর্মকর্তা নতুন রঙিন ছবি সংযোজনসহ জিইএমএসে পিডিএসের তথ্য হালনাগাদ করতে ব্যর্থ হবেন, তাদের কেস পদোন্নতির জন্য বিবেচিত হবে না।

মন্তব্য

৩ মন্ত্রণালয়ের সচিব রদবদল করল সরকার

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
৩ মন্ত্রণালয়ের সচিব রদবদল করল সরকার

পৃথক তিন মন্ত্রণালয়ের সচিব পদে রদবদল করেছে সরকার। আজ রবিবার (৬ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পাঠানো পৃথক তিন প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিনকে বাস্তবায়ন পরীক্ষণ ও মূল্যায়ন বিভাগে (আইএমইডি) বদলি করা হয়েছে।

স্থানীয় সরকার বিভাগের সচিব মো. নিজাম উদ্দিনকে জনপ্রশাসনে সংযুক্ত করা হয়েছে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।

আরেক প্রজ্ঞাপনে বলা হয়, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. হামিদুর রহমান খানকে পদোন্নতি দিয়ে সিনিয়র সচিব করে একই মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে।

অবিলম্বে এই আদেশ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়। 
 
 

মন্তব্য

মন্ত্রণালয়ে যোগ দিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
মন্ত্রণালয়ে যোগ দিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে নির্বাহী ক্ষমতা পাওয়া প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী ড. শেখ মইনউদ্দিন মন্ত্রণালয়ে যোগ দিয়েছেন।

রবিবার (৬ এপ্রিল) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে গত ৫ মার্চের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী করা হয়। প্রতিমন্ত্রী পদমর্যাদায় তাকে এ পদে নিয়োগ দিয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের নির্বাহী ক্ষমতা দেওয়া হয়।

ড. শেখ মইনউদ্দিন কর্মজীবনে ২০২৩ সাল থেকে ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্টেশন বিভাগের সেফটি অ্যান্ড অপারেশনের প্রধান হিসেবে দায়িত্বরত ছিলেন। এর আগে তিনি একই বিভাগে প্রজেক্ট ম্যানেজার হিসেবে কাজ করেছেন। 

ড. শেখ মইনউদ্দিন আমেরিকার লুজিয়ানা বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি, ক্যালিফোর্নিয়া স্টেট বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে এমএসসি এবং ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় থেকে অবকাঠামো ও পরিবেশ বিষয়ের ওপর পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

তিনি বনানীতে অবস্থিত সেতু ভবন থেকে তার দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করবেন বলেও মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।

মন্তব্য

সর্বশেষ সংবাদ