দেশব্যাপী জেলা ও মহানগরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদলের আজকের যৌথ বিক্ষোভ কর্মসূচি স্থগিত করা হয়েছে। মহান স্বাধীনতা দিবসে মানুষ হত্যা এবং যুবলীগ-ছাত্রলীগের অব্যাহত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে এ বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়েছিল।
বুধবার (৩১ মার্চ) দিবাগত রাতে তিনটি সংগঠনের যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মহান স্বাধীনতা দিবসে পুলিশ গুলি চালিয়ে মানুষ হত্যা ও যুবলীগ-ছাত্রলীগের অব্যাহত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ডাকা বৃহস্পতিবার (১এপ্রিল) জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ বিক্ষোভ কর্মসূচি স্থগিত করা হয়েছে।