ঢাকা, রবিবার ০৬ এপ্রিল ২০২৫
২৩ চৈত্র ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৬

ঢাকা, রবিবার ০৬ এপ্রিল ২০২৫
২৩ চৈত্র ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৬

মৎস্য খাতে সহযোগিতা দেবে ডাচ-বাংলাদেশ কনসোর্টিয়াম

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
মৎস্য খাতে সহযোগিতা দেবে ডাচ-বাংলাদেশ কনসোর্টিয়াম

বাংলাদেশে মৎস্য খাতের টেকসই উন্নয়নে সহযোগিতা দেবে ডাচ-বাংলাদেশ কনসোর্টিয়াম। এরই অংশ হিসেবে মৎস্য অধিদপ্তরের সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে কনসোর্টিয়ামটি। মৎস্য ভবনের সম্মেলন কক্ষে রবিবার (১২ মার্চ) সন্ধ্যায় এই চুক্তি সই হয়।

মৎস্য অধিদপ্তরের পক্ষে প্রতিষ্ঠানটির মহাপরিচালক খ. মাহবুবুল হক ও ডাচ-বাংলাদেশ কনসোর্টিয়ামের প্রতিনিধি হিসেবে লারিভ ইন্টারন্যাশনালের পক্ষে প্রতিষ্ঠানটির পরিচালক ম্যাথিয়াস ব্রইনেন সই করেন।

 

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের ফাইন্যান্স ও প্ল্যানিং বিভাগের উপ-পরিচালক মো. শাহেদ আলী, লাইটক্যাসল পার্টনারসের পরিচালক জাহেদুল আমিন এবং লারিভ ইন্টারন্যাশনাল ও বাংলাদেশেস্থ নেদারল্যান্ডসের দূতাবাসের প্রতিনিধিরা।

কনসোর্টিয়ামটি নেদারল্যান্ডসভিত্তিক আন্তর্জাতিক প্রতিষ্ঠান ‘লারিভ ইন্টারন্যাশনাল’ এবং দেশের ম্যানেজমেন্ট কনসালটিং প্রতিষ্ঠান ’লাইটক্যাসল পার্টনারস’-এর মাধ্যমে যৌথভাবে পরিচালিত। 

অনুষ্ঠানে জানানো হয, এ চুক্তির আওতায় বাংলাদেশে ডাচ দূতাবাসের আর্থিক সহযোগিতায় পরিচালিত চার বছর মেয়াদী ‘ফুডটেক বাংলাদেশ’ প্রকল্প বাংলাদেশের চিংড়ি ও বছর মেয়াদী খামারিদের প্রযুক্তিগত ও ব্যবহারিক জ্ঞান বৃদ্ধির মাধ্যমে মৎস্য খাতে বাণিজ্য সম্প্রসারণ, নতুন বিনিয়োগ আকর্ষণ ও টেকসই উন্নয়নে অবদান রাখবে।

এই অংশীদারিত্বের মাধ্যমে মৎস্য অধিদপ্তরের মাঠ পর্যায়ে সম্পসারণ ইউনিটসহ মোট ৭৫ জন মৎস্য বিভাগের কর্মকর্তাকে উন্নত মৎস্য প্রযুক্তি এবং আধুনিক চাষ পদ্ধতির ওপর প্রশিক্ষণ দেওয়া হবে।

ডাচ-বাংলাদেশ কনসোর্টিয়ামটি স্থানীয় এক হাজার ৬০০ জন চিংড়ি খামারি এবং অন্যান্য মাছের হ্যাচারি অপারেটর এবং কৃষকদের দক্ষতা উন্নয়নের জন্য একটি প্রশিক্ষণ পাঠ্যক্রম তৈরি করতে মৎস্য বিভাগের সঙ্গে সমন্বিতভাবে কাজ করবে। 

এই সহযোগিতার ফলে ডাচ এবং বাংলাদেশি বেসরকারি খাতের মধ্যে যৌথ বিনিয়োগ এবং ব্যবসায়িক কার্যক্রমের জন্য একটি সক্ষম পরিবেশ তৈরি হবে। 

অনুষ্ঠানে আরো জানানো হয়, বাংলাদেশস্থ নেদারল্যান্ডস দূতাবাস ও ডাচ-বাংলাদেশ কনসোর্টিয়ামের অন্তর্ভুক্ত প্রতিষ্ঠানগুলোর যৌথ অর্থায়নে ফুডটেক বাংলাদেশ  প্রকল্পের আওতায় সিলেট, খুলনা ও কক্সবাজারে তিনটি সেন্টার অফ এক্সিলেন্স (প্রদর্শনী খামার) প্রতিষ্ঠিত হবে। এই কেন্দ্রগুলির মাধ্যমে সংশ্লিষ্টরা আন্তর্জাতিক খাদ্য নিরাপত্তা মান নিশ্চিতের পাশাপাশি দেশে চিংড়ি ও মাছের উৎপাদন বৃদ্ধির জন্য কৃষকদের প্রযুক্তিনির্ভর আধুনিক চাষ পদ্ধতি সম্পর্কে সার্বিক ধারণা দেবেন, যা কৃষকরা বাস্তবে ব্যবহার করতে পারবেন।

 

অনুষ্ঠানে খ. মাহবুবুল হক বলেন, ‘এই সহযোগিতার ফলে কৃষকদের পাশাপাশি আমাদের মাঠ পর্যায়ের কর্মীদেরও প্রযুক্তিগত ক্ষমতা ও দক্ষতা উন্নয়ন ঘটবে।’

ম্যাথিয়াস ব্রাইনেন বলেন, ‘আমরা বাংলাদেশের মৎস্য চাষের উন্নয়নে চাষীদের সক্ষমতা বৃদ্ধিতে কাজ করতে চাই। মৎস্য বিভাগ দীর্ঘ সময় ধরে চাষীদের নানা ধরনের সহায়তা দিয়ে আসছে। এজন্য আমরা তাদের সঙ্গে ভবিষ্যতে আরো ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী।’

মন্তব্য

শহীদ মিনারে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের অবস্থান

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
শহীদ মিনারে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের অবস্থান

দুই দফা দাবিতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। আজ রবিবার সকাল ৯টা থেকে ‘বিডিআর কল্যাণ পরিষদ’ ব্যানারে এ কর্মসূচি শুরু করেন তারা। সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে তাদের এ কর্মসূচি। 

পরিষদ বলছে, তারা ২০০৯ সালে পিলখানা হত্যাকাণ্ডে সাবেক বিডিআরের (বর্তমান বর্ডার গার্ড বাংলাদেশ–বিজিবি) ক্ষতিগ্রস্ত সদস্যদের প্রতিনিধিত্ব করে।

 

পরিষদের দুই দফা দাবি হলো, চাকরিচ্যুত বিডিআর সদস্যদের সব সুযোগ–সুবিধাসহ চাকরিতে পুনর্বহাল করা এবং জামিন পাওয়ার পরও মুক্তি না পাওয়া বিডিআর সদস্যদের মুক্তি দেওয়া।

এর আগে গতকাল শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এ বিষয়ে সংবাদ সম্মেলন করে আজ কর্মসূচি পালনের ঘোষণা দেয় পরিষদ।
 

মন্তব্য

লাইসেন্স পেতে পারে ই-রিকশা, আইন সংশোধনের সুপারিশ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
লাইসেন্স পেতে পারে ই-রিকশা, আইন সংশোধনের সুপারিশ
ছবি: কালের কণ্ঠ

ব্যাটারিচালিত তিন চাকার (ই-রিকশা) রিকশার লাইসেন্স বা চলাচলের অনুমতি দিতে যাচ্ছে সরকার। এ লক্ষ্যে বিদ্যমান স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯ সংশোধনীর উদ্যোগ নেওয়া হয়েছে। প্রস্তাবিত আইনে তিন চাকার রিকশাকে ‘সাধারণ যানবাহন’ হিসেবে অন্তর্ভুক্ত করার সুপারিশ করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগ সূত্রে এসব তথ্য জানা গেছে।

 

গত মার্চে অনুষ্ঠিত এ-সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় বৈঠকে ঢাকা মহানগরীতে ব্যাটারিচালিত রিকশা চলাচলসংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত হয়। তবে লাইসেন্স দেওয়ার কথা বললেও নির্দিষ্ট দূরত্বে কত টাকা ভাড়া হবে তা বলা হয়নি। জাতীয় সংসদ বহাল না থাকায় অধ্যাদেশ জারির মাধ্যমে এই সংশোধনী করা হতে পারে।

আন্তঃমন্ত্রণালয় বৈঠকে বলা হয়, সুপ্রিম কোর্টের আপিল বিভাগে দায়ের করা সিভিল মিস, পিটিশন (নম্বর ৮৭১/২০২৪) নির্দেশনা অনুযায়ী যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করে সিটি করপোরেশন অধিক্ষেত্রে তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা চলাচল নিয়ন্ত্রণের লক্ষ্যে এসব যানবাহনকে লাইসেন্স (চলাচলের অনুমতি) দেবে সংশ্লিষ্ট সিটি করপোরেশন।

 

সভায় বিদ্যমান আইনের তৃতীয় তফসিলের অনুচ্ছেদ ১৯.২-এ প্রস্তাবিত ‘তবে শর্ত থাকে যে, তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা ও অনুরূপ যানবাহন মোটরগাড়ি হিসেবে অন্তর্ভুক্ত হবে না’ বিধানের পরিবর্তে ‘তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা (ই-রিকশা) ও অনুরূপ যানবাহন সাধারণ যানবাহন হিসাবে গণ্য হবে’ বিধান প্রতিস্থাপন করার সুপারিশ করে অধ্যাদেশে সাধারণ যানবাহনের সংজ্ঞা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।

বিদ্যমান আইনের তৃতীয় তফসিলের ১৯.২-এ বলা হয়েছে, কোনো ব্যক্তি করপোরেশনের দেওয়া লাইসেন্স ছাড়া নগরীতে (মোটরগাড়ি ছাড়া) অন্য কোনো সাধারণ যানবাহন রাখতে, ভাড়া দিতে বা চালাতে পারবেন না।

তবে বিদ্যমান আইনের তৃতীয় তফসিলের ১৯.৩ অনুযায়ী সিটি করপোরেশন, সরকারের পূর্ব অনুমোদন নিয়ে এবং প্রবিধানের আওতায় নির্ধারিত পদ্ধতিতে সাধারণ যানবাহনের ভাড়া নির্ধারণ করতে পারবে এবং কোনো ব্যক্তি এরূপ নির্ধারিত ভাড়ার অধিক ভাড়া দাবি করতে পারবে না বলে বিধান রয়েছে। কিন্তু প্রস্তাবিত আইনে এ-সংক্রান্ত বিষয়ে এখনো কোনো কিছু নির্ধারণ বা প্রস্তাব করা হয়নি।

প্রাসঙ্গিক
মন্তব্য

কর্মকর্তাদের বাহবা দিয়ে যা বললেন প্রধান নির্বাচন কমিশনার

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
কর্মকর্তাদের বাহবা দিয়ে যা বললেন প্রধান নির্বাচন কমিশনার
সংগৃহীত ছবি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন কর্মকর্তাদের উদ্দেশে বলেছেন, ‘আপনারা খুবই দ্রুত সময়ের মধ্যে ভোটার নিবন্ধনের অসাধ্য কাজ সাধন করেছেন। আপনারা খুবই ভালো কাজ করছেন।’ চলমান বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম সুন্দর ও দ্রুততম সময়ের মধ্যে শেষ করায় কর্মকর্তাদের বাহবা দেন তিনি।

আরো পড়ুন
বাস-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ১ জনের মৃত্যু

বাস-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ১ জনের মৃত্যু

 

সিইসি রবিবার (০৬ এপ্রিল) ঈদ-পরবর্তী ইসির সচিবালয়ের কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন।

এ সময় অন্য চার নির্বাচন কমিশনার, ইসির সিনিয়র সচিবসহ সব ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সিইসি বলেন, ‘ভোটার নিবন্ধনের অসাধ্য কাজ সাধন করেছেন আপনারা খুবই দ্রুত সময়ের মধ্যে। আপনারা খুবই ভালো কাজ করছেন এবং প্রতিটি পদক্ষেপ সরকারকে সময়ে সময়ে জানানো হচ্ছে। এনআইডি ও সীমানা পুনর্নির্ধারণসহ নির্বাচনের সব কাজ ভালোভাবে এগোচ্ছে।

আরো পড়ুন
নিষিদ্ধ ছাত্রলীগের নেতা শোভন ও জয় গ্রেপ্তার

নিষিদ্ধ ছাত্রলীগের নেতা শোভন ও জয় গ্রেপ্তার

 

সর্বশেষ হালনাগাদ অনুযায়ী, বর্তমানে দেশে মোট ভোটারসংখ্যা দাঁড়াল ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জনে। বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ এখনো চলমান। আগামী জুনে আরো প্রায় ৬০ লাখের বেশি নাগরিককে ভোটার তালিকায় যুক্ত করার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে ইসি।

মন্তব্য

তাপপ্রবাহে পুড়ছে ৩৭ জেলা, বৃষ্টি নিয়ে নতুন বার্তা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
তাপপ্রবাহে পুড়ছে ৩৭ জেলা, বৃষ্টি নিয়ে নতুন বার্তা

দেশের সাত বিভাগে আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টি ঝরতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে দেশের ৩৭ জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকার আভাস দিয়েছে রাষ্ট্রীয় এই সংস্থাটি। 

আবহাওয়া অধিদপ্তর জানায়, আগামী কয়েকদিন দেশের বিভিন্ন বিভাগে বজ্রসহ বৃষ্টি ঝরবে। এরপর বৃষ্টিপাতের প্রবণতা কমে আসবে।

এ সময় তাপমাত্রা ওঠানামার মধ্যে থাকবে। 

রবিবার সকাল ৯টা থেকে পরবর্তী পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে— এ অবস্থায় ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

পাশাপাশি আজ সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আরো পড়ুন
ঈদের জামাত নিয়ে মতবিরোধ, ছুরিকাঘাতে মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ১

ঈদের জামাত নিয়ে মতবিরোধ, ছুরিকাঘাতে মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ১

 

সংস্থাটি জানায়, দিনাজপুর, সৈয়দপুর, ফেনী, মৌলভীবাজার, বরিশাল এবং পটুয়াখালী জেলাসহ রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

সোমবার (৭ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এ দিন সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

আরো পড়ুন
কখনো টেলিফোন ধরতে চাইতেন না সুচিত্রা সেন

কখনো টেলিফোন ধরতে চাইতেন না সুচিত্রা সেন

 

পরদিন মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ দিনও সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

আবহাওয়া অফিস জানায়, আগামী বুধবার (৯ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

আরো পড়ুন
ভারতে ৭০ বাংলাদেশি নিয়ে দুর্ঘটনার কবলে বাস

ভারতে ৭০ বাংলাদেশি নিয়ে দুর্ঘটনার কবলে বাস

 

বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থা সম্পর্কে বলা হয়েছে, এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির প্রবণতা কমতে পারে। 

এদিকে গতকাল শনিবার সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় রাজশাহীতে ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে খুলনায় ১২ মিলিমিটার।  

মন্তব্য

সর্বশেষ সংবাদ