<p>গতকাল বৃহস্পতিবার ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাংশের ডাকা ‘রিমেম্বারিং আওয়ার হিরোজ’ কর্মসূচি। তবে রাজধানীতে আন্দোলনকারীদের সরাসরি এ কর্মসূচিতে অংশ নিতে দেখা না গেলেও রাজধানীর বাইরে বিভিন্ন জায়গায় আন্দোলকারীরা অংশ নিয়েছেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="রাজনীতিতে যেভাবে এসে নিষিদ্ধ হলো জামায়াত" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/08/02/1722565837-a0999e21f10b8f8e2ad2194da11e4a32.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>রাজনীতিতে যেভাবে এসে নিষিদ্ধ হলো জামায়াত</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Politics/2024/08/02/1411005" target="_blank"> </a></div> </div> <p><img alt="ঢাকার বাইরে বিভিন্ন স্থানে কর্মসূচি পালন" height="303" src="https://cdn.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2024/08.July/02-08-2024/8.jpg" style="float:left" width="350" />এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি নিয়ে সমন্বয়কদের মধ্যে সমন্বয়হীনতা তৈরি হয়েছে। সমন্বয়কদের একটি অংশ আজ ‘প্রার্থনা ও ছাত্র-জনতার গণমিছিল’ কর্মসূচি ঘোষণা করেছে।</p> <p>অপর অংশের এক সমন্বয়ক জানান, এই কর্মসূচির বিষয়ে তাঁদের জানা নেই। আপাতত এমন কর্মসূচি প্রচার থেকে বিরত থাকতে বলেন তিনি। কর্মসূচি নিয়ে সমন্বয়কদের এমন পাল্টাপাল্টি অবস্থানের মধ্যে ‘প্রার্থনা ও ছাত্র-জনতার গণমিছিল’ কর্মসূচির পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যম থেকে প্রত্যাহার করে নেওয়া হয়।</p> <p>গতকাল রাত ৮টার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের মধ্যে সমন্বয়হীনতার এই চিত্র দেখা গেছে।</p> <p>রাত ৮টার দিকে ‘প্রার্থনা ও ছাত্র-জনতার গণমিছিল’ কর্মসূচি ঘোষণা করে ফেসবুকে পোস্ট দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাংশের সমন্বয়ক আবদুল কাদের।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="কেবল নিষিদ্ধ করলেই কর্তব্য শেষ হবে না" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/08/02/1722565573-b12998f08c9450d3c444569a93f0755e.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>কেবল নিষিদ্ধ করলেই কর্তব্য শেষ হবে না</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/08/02/1411004" target="_blank"> </a></div> </div> <p>এরপর গতকালই ডিবি অফিস থেকে ছাড়া পাওয়া অন্যতম সমন্বয়ক সার্জিস আলম তাঁর ফেসবুক পোস্টে লেখেন, ‘আমরা ৬ জন সমন্বয়ক ডিবি অফিস থেকে বের হওয়ার আগে কথা ছিল, আমরা রাতে সবাই কথা বলে ডিবির দিনগুলোর বিষয়ে একটি প্রেস রিলিজ দেব। এরপর বাকিদের সঙ্গে অনলাইন মিটিংয়ে কথা বলে পরবর্তী কর্মসূচি নির্ধারণ করব। আমরা এখনো কোনো কর্মসূচি দিইনি। প্রেস রিলিজও দিইনি। নতুন এই কর্মসূচির বিষয়ে আমরা জানি না।’</p> <p><strong>জাবিতে গানের মিছিল, পারফরম্যান্স আর্ট ও সমাবেশ</strong></p> <p>জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারীরা  প্রতিবাদী গানের মিছিল, পারফরম্যান্স আর্ট ও সমাবেশ করেছেন। এতে সংহতি জানিয়ে বেসরকারি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষকরা অংশ নেন ।</p> <p>গতকাল দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণ থেকে একটি প্রতিবাদী গানের মিছিল বের করেন তাঁরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে পুরনো ফজিলাতুন্নেছা হলসংলগ্ন কোটা সংস্কার আন্দোলনের সময় নিহতদের স্মরণে নবনির্মিত ছাত্র-জনতা শহীদ স্মৃতিস্তম্ভের সামনে যায়। সেখানে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে শহীদ মিনার প্রাঙ্গণে এসে সমাবেশ করেন শিক্ষক-শিক্ষার্থীরা। এ দিন একই দাবিতে ‘পারফরম্যান্স আর্ট’ পরিবেশন করেন চারুকলা ও নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থীরা।</p> <p>সারা দেশে ছাত্র হত্যার প্রতিবাদে লাল কাপড় মুখে বেঁধে মৌন মিছিল করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষক নেটওয়ার্ক। এই মিছিলের সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আন্দোলনকারীরা অংশ নেন। মিছিল থেকে শিক্ষার্থীদের আটক করার চেষ্টা চালান আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা। তবে শিক্ষকদের বাধার মুখে আন্দোলনকারীদের আটক করতে ব্যর্থ হন তাঁরা। গতকাল ১১টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী চত্বরে এ ঘটনা ঘটে।</p> <p>সরেজমিনে দেখা যায়, শিক্ষক নেটওয়ার্কের নেতৃত্বে শিক্ষকরা মুখে লাল কাপড় বেঁধে শহীদ বুদ্ধিজীবী চত্বর থেকে মৌন মিছিল বের করেন। মিছিলে বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের আন্দোলনকারীরা অংশ নেন। পরে তাঁরা বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়কগুলো ঘুরে পুনরায় শহীদ বুদ্ধিজীবী চত্বরের সামনে এসে জড়ো হন। এ সময় আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা আন্দোলনরত শিক্ষার্থীদের আটকের চেষ্টা করেন। এতে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরে শিক্ষকরা হস্তক্ষেপ করে আন্দোলনকারীদের ছাড়িয়ে নেন। তবে আন্দোলনকারীদের অভিযোগ, তাঁদের দুজনকে আটক করেছে পুলিশ।</p> <p><strong>ববির সমন্বয়কসহ ১২ জন পুলিশ হেফাজতে</strong></p> <p>বরিশাল বিশ্বদ্যািলয়ের (ববি) আন্দোলনকারীরা পূর্বঘোষিত ‘রিমেম্বারিং আওয়ার হিরোজ’ কর্মসূচি পালন করতে গতকাল সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের সামনে জড়ো হতে শুরু করলে পুলিশ তাঁদের বাধা দেয়। আন্দোলনকারীদের অভিযোগ—পুলিশের সঙ্গে ছাত্রলীগ তাদের বাধা দেয়। একপর্যায়ে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা ববির সমন্বয়কসহ ১২ জনকে আটক করে।</p> <p><strong>ইসলামী বিশ্ববিদ্যালয়ে রিমেম্বারিং আওয়ার হিরোজ কর্মসূচি পালন</strong></p> <p>বৃষ্টি  উপেক্ষা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাংশ  ঘোষিত ‘রিমেম্বারিং আওয়ার হিরোজ’ কর্মসূচি পালন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আন্দোলনকারীরা। গতকাল বিকেল সাড়ে ৩টায় ক্যাম্পাসে মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেন তাঁরা। শহীদ মিনারে অবস্থান নিয়ে আন্দোলনকারীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন।</p> <p><strong>(প্রতিবেদনটি তৈরিতে সহায়তা করেছেন আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিরা)।</strong></p>