<p style="text-align:justify">উপদেষ্টাদের মধ্যে মন্ত্রণালয় পুনর্বন্টন করেছে অন্তবর্তী সরকার। এতে নতুন আরেকটি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আসিফ মাহমুদ।</p> <p style="text-align:justify">জানা যায়, রবিবার নতুন তিন উপদেষ্টার শপথ গ্রহণের পর মন্ত্রণালয় পুনর্বন্টন করে সরকার। এতে নতুন করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আসিফ। অবশ্য তার হাতে থাকা শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম. সাখাওয়াত হোসেনকে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"> <p style="text-align:justify"><strong>আরো পড়ুন</strong></p> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3" style="text-align:justify"><img alt="খালেদা জিয়ার নামে ‘রাষ্ট্রদ্রোহ’ মামলা করা আইনজীবী গ্রেপ্তার" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/10/1731253160-7819d64b662f3e8be6157c67fe5042a9.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p style="text-align:justify">খালেদা জিয়ার নামে ‘রাষ্ট্রদ্রোহ’ মামলা করা আইনজীবী গ্রেপ্তার</p> </div> </div> </div> <p style="text-align:justify"><a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/dhaka/2024/11/10/1445073" target="_blank"> </a></p> </div> </div> <p style="text-align:justify">ফলে, এখন থেকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন আসিফ মাহমুদ। </p> <p style="text-align:justify">এদিকে, নতুন করে শপথ নেওয়া মোস্তফা সরওয়ার ফারুকীকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এতদিন এই দায়িত্ব পালন করে আসছিলেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।</p> <p style="text-align:justify">আর সেখ বশির উদ্দিন পেয়েছেন বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব। তবে মাহফুজ আলমকে কোনো দপ্তর দেওয়া হয়নি।</p> <p style="text-align:justify">এছাড়া, নতুন করে মন্ত্রণালয় পেয়েছেন প্রধান উপদেষ্টার দপ্তরে সংযুক্ত থাকা আলী ইমাম মজুমদার। তাকে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। </p> <p style="text-align:justify">আর উপদেষ্টা হাসান আরিফকে ভূমি মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। <br />  </p>