<p>এডিস মশাজনিত রোগ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে এক হাজার ১৮৬ জন রোগী ভর্তি হয়েছে। এ নিয়ে চলতি বছরে হাসপাতালে ভর্তি হয়েছে ৪৩ হাজার ৬৫৬ ডেঙ্গু রোগী।</p> <p>গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু মৃত্যু হয়েছে একজনের। তিনি ঢাকা দক্ষিণ সিটির বাসিন্দা। এনিয়ে চলতি বছরে ডেঙ্গু মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়াল ২১৫ জনে।</p> <p>সোমবার (১৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।</p> <p>স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় এক হাজার ৭৮ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে। এনিয়ে চলতি বছরে ছাড়পত্র পেল ৩৯ হাজার ৭২৪ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে ৩ হাজার ৯৩২ জন ডেঙ্গু রোগী।</p>