<p>তাহলে বিদ্যুৎগতিবিদ্যার ওই নিয়মের কী হবে? অর্থাৎ চার্জিত কণার কোণিক গতির ফলে শক্তির বিকিরণ হলে এর কক্ষপথের আকার কমে যাবে, এই ব্যাপারটার কি অপমৃত্যু ঘটবে।</p> <p>বোর যখন ইলেকট্রনের জন্য গোলাকার কক্ষপথের কথা ভাবছেন, তখন কোয়ান্টাম বলবিদ্যার অদ্ভুত নীতিগুলো আবিষ্কার হয়নি, বিজ্ঞানীরা তাই জানতে পারেননি বলবিদ্যা আর বিদ্যুৎগতিবিদ্যার চিরায়ত নিয়মগুলি কোয়ান্টাম জগতে অচল। তবু বোর একটা ব্যাখ্যা দাঁড় করানোর চেষ্টা করলেন। বললেন, ইলেকট্রন শক্তি বিকিরণ করতে পারে, তবে সবসময় নয়।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ইলেকট্রনের অদ্ভুত লাফ : পর্ব ৪" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/09/29/1727616761-4dd64de5b3fcaba5cbde5299f59ba5c0.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ইলেকট্রনের অদ্ভুত লাফ : পর্ব ৪</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/09/29/1430171" target="_blank"> </a></div> </div> <p>একটা নির্দিষ্ট শক্তিস্তরে থাকবে তখন সে কোনো শক্তি বিকিরণ করবে না। তবে বিশেষ কোনো অবস্থার মুখোমুখি হলে ইলেকট্রন ফোটনের আকারে শক্তি বিকিরণ করতে পারে। তখন এর অবস্থান পরিবর্তন হবে, শক্তিস্তরের ব্যস কমে যাবে। কিন্তু এই ব্যাস সর্পিল আকারে কমবে না।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="তরঙ্গ-কণা দ্বৈত ধর্ম" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/01/1727766756-61b57f71f70bbd20e25f54ab53e6f07c.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>তরঙ্গ-কণা দ্বৈত ধর্ম</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/10/01/1430732" target="_blank"> </a></div> </div> <p>ফোটন নির্গত করার সাথে সাথে একবারে শক্তিস্তরের ব্যসার্ধ বেশ খানিকটা কমে যাবে। অর্থাৎ নুতুন একটা শক্তিস্তর তৈরি হবে ইলেকট্রনের জন্য। এভাবে কি তাহলে বার বার ফোটন বিকিরণ করে এক সময় নিউক্লিয়াসে পতিত হবে ইলেককট্রন?</p> <p>বোর বললেন, এ ঘটনাও কখনো ঘটবে না। ইলেকট্রন একটা নির্দিষ্ট কক্ষপথে এসে আটকে যাবে। তারপরে আর কোনো ফোটন বিকিরণ করতে পারবে না। সেটাই সর্বনিম্ন শক্তির কক্ষপথ।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="বোরের পরমাণু" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/09/30/1727704322-62bf1edb36141f114521ec4bb4175579.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>বোরের পরমাণু</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/09/30/1430525" target="_blank"> </a></div> </div> <p>এই কক্ষপথে এসে ইলেকট্রনের গতিশক্তি অর্থাৎ কক্ষপথের শক্তি এতটাই কমে যাবে, তার পক্ষে আর সম্ভব হবে না আস্ত একটা ফোটন বিকিরণ করা। তাই ইলেকট্রন ওই শক্তিস্তর থেকে আর নিচে নামতে পারবে না। সুতরাং নিউক্লিয়াসে হুমড়ি খেয়ে পড়ার ভয়ও আর থাকছে না। </p> <p>তবে এখানেই থামলেন না বোর, বললেন, ইলেকট্রন শুধু ফোটন বিনিময়ই করে না, ফোটন শোষণ করতে পারে। যেমন তাপ প্রয়োগ করে পরামাণুকে উত্তেজিত করা হলে ইলেকট্রন ফোটন শোষণ করে কক্ষপথের ব্যাসার্ধ বাড়িয়ে ফেলতে পারে। অর্থাৎ ইলেকট্রন শুধু শক্তি বিকিরণও করে না, শোষণ করেও নিচের কক্ষপথ থেকে ওপরের শক্তিস্তরে উঠতে পারে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="বোরের ব্যারোমিটার কাণ্ড" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2023/11/12/1699777403-2b5d294125bc732d7178699455ac6774.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>বোরের ব্যারোমিটার কাণ্ড</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2023/11/12/1335462" target="_blank"> </a></div> </div> <p>তবে, ওপরের শক্তিস্তরে উঠে ইলেকট্রন স্থায়ীভাবে সেখানে ঘুরতে পারবে না। কিছুক্ষণ পরেই ইলেকট্রন লাফ আবার আগের শক্তিস্তরে নেমে যেতে পারে। এ সময় আবার ইলেকট্রন ফোটনের আকারে শক্তি বিকিরণ হবে। </p> <p>এই যে ইলেকট্রন শক্তি বিকিরণ করে লাফ দিয়ে নিচের শক্তিস্তরে নেমে যেতে পারে, তেমনি ফোটন শোষণ করে লাফ দিয়ে ওপরের শক্তিস্তরে উঠে যেতে পারে, এই ঘটনাকে বললেন কোয়ান্টাম লাফ।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="বামারের বর্ণালি" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/09/29/1727596895-29bfd6644196ac53e46e86325ec6c257.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>বামারের বর্ণালি</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/09/29/1430086" target="_blank"> </a></div> </div> <p>বোর বলেছিলেন, ইলেকট্রনগুলো একটা গোলাকার কক্ষপথে ঘোরে। কিন্তু পরে দেখা যায় বোরের তত্ত্ব শুধু হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে খাটছে। বোরের তত্ত্বে গণ্ডগোল লেগে যায় তখন, যখন পরমাণুতে একাধিকে ইলেকট্রন থাকে।</p> <p>ইলেকট্রন যত বেশি হয়, বোরের তত্ত্বে জট লেগে যায় তত বেশি। এর সমাধান করেছিলেন জার্মান পদার্থবিদ আর্নেস্ট সোমারফিল্ড। ইলেকট্রনগুলো কতগুলো বৃত্তকার শক্তিস্তরেই ঘোরে না, কতগুলো উপবৃত্তাকার শক্তিস্তরেও ইলেকট্রন ঘুরতে পারে। তবে মূল শক্তিস্তর ও উপস্তরগুলোতে কোয়ান্টাম লাফের যে পদ্ধতির কথা এতক্ষণ বলা হলো, তার ধরন একই রকম।</p>