পঞ্চম অধ্যায়
যৌথ মূলধনী কম্পানির আর্থিক বিবরণী
বহু নির্বাচনী প্রশ্ন
[পূর্বপ্রকাশের পর]
১৪। আসবাবপত্রের প্রারম্ভিক উদ্বৃত্ত ৪০,০০০ টাকা। বৎসরের মাঝামাঝি ৪,০০০ টাকা পুস্তক মূল্যের আসবাবপত্র ৩,০০০ টাকায় বিক্রয় করা হয়। ১০% হারে বৎসর শেষে আসবাবপত্রের অবচয় কত?
ক. ২,৫০০ টাকা খ. ৩,৮০০ টাকা
গ. ৭,৫০০ টাকা ঘ. ১,০০০ টাকা
১৫।
অবচয় কোন ধরনের ব্যয়?
ক. বকেয়া ব্যয় খ. অনগদ ব্যয়
গ. মূলধনজাতীয় ব্যয়
ঘ. নগদ বায়
১৬। সফিক ১৫% হারে ১৩,৫০০ টাকা সুদ পেয়েছেন। বৎসরের মাঝামাঝি তিনি ৩০,০০০ টাকা নতুন মূলধন বিনিয়োগ করেন। তার প্রারম্ভিক মূলধন কত ছিল?
ক. ৭৫,০০০ টাকা খ. ২২,০০০ টাকা
গ. ৭২,০০০ টাকা ঘ. ৮১,০০০ টাকা
১৭।
প্রারম্ভিক মজুদ মাল ১৫,০০০ টাকা, ক্রয় ৬০,০০০ টাকা এবং বিক্রয় ৫০,০০০ টাকা। বিক্রয়ের ওপর মুনাফা ২৫% হলে সমাপনী মজুদের পরিমাণ কত?
ক. ২৭,৫০০ টাকা খ. ৩৭,৫০০ টাকা
গ. ৪৭,৫০০ টাকা ঘ. ১৭,০০০ টাকা
নিচের উদ্দীপকটি পড়ে ১৮ ও ১৯ নং প্রশ্নের উত্তর দাও :
জায়ান লি. বিক্রয়মূল্যের ওপর ২৫% মোট লাভে পণ্য বিক্রয় করে থাকে। ব্যবসায়ের বিক্রীত পণ্যের ব্যয় ৭,৫০,০০০ টাকা এবং পরিচালন খরচ ১,৫০,০০০ টাকা।
১৮।
কম্পানি বিক্রয়ের পরিমাণ কত?
ক. ১০,০০,০০০ টাকা খ. ২২,০০,০০০ টাকা
গ. ৭২,০০,০০০ টাকা
ঘ. ৮১,০০,০০০ টাকা
১৯। ব্যবসায়ের নিট মুনাফার পরিমাণ কত?
ক. ২,০৭,৫০০ টাকা খ. ১,০০,০০ টাকা
গ. ৪৭,৫০০ টাকা ঘ. ১৭,০০০ টাকা
২০। বিক্রয়ের ওপর মুনাফার হার ২০% অংশ হলে বিক্রীত পণ্যের ব্যয়ের ওপর মুনাফার হার কত হবে?
ক. ২৫% খ. ৪৯%
গ. ২০% ঘ. ৩৩%
২১। প্রারম্ভিক মজুদ পণ্যের মূল্য বেশি দেখানো হলে—
i. চলতি দায় বেশি দেখানো হবে
ii. নিট মুনাফা কম দেখানো হবে
iii. বিক্রীত পণ্যের ব্যয় বেশি দেখানো হবে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
২২। মোট লাভ জানা যায় কোনটির মাধ্যমে?
ক. বিশদ আয় বিবরণী
খ. নগদ প্রবাহ বিবরণী
গ. মালিকানাস্বত্ব বিবরণী
ঘ. দায় ও সম্পদ বিবরণী
নিচের উদ্দীপকটি পড়ে ২৩ ও ২৪ নং প্রশ্নের উত্তর দাও :
জামান ট্রেডার্স বিজ্ঞাপন বাবদ ৩০,০০০ টাকা ব্যয় করেন।
বিনামূল্যে পণ্য বিতরণ করেন ১০,০০০ টাকা, যা হিসাবভুক্ত হয়নি। বিজ্ঞাপন খরচ ৫ বছরে অবলোপন করতে হবে।
২৩। বিনামূল্যে পণ্য বিতরণ করলে—
i. ক্রয় হ্রাস পায়
ii. বিজ্ঞাপন খরচ বৃদ্ধি পায়
iii. সম্পদ হ্রাস পায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
২৪। চলতি বছর আর্থিক বিবরণীতে বিলম্বিত বিজ্ঞাপন ব্যয় কত দেখানো হবে?
ক. ২৭,৫০০ টাকা খ. ৩২,০০০ টাকা
গ. ৪৭,৫০০ টাকা ঘ. ১৭,০০০ টাকা
২৫। বিক্রীত পণ্যের ব্যয় বিক্রয় অপেক্ষা বেশি হলে—
ক. মোট লাভ হয় খ. মোট ক্ষতি হয়
গ. নিট লাভ হয় ঘ. নিট ক্ষতি হয়
২৬। ১৫% ভ্যাটসহ পণ্য ক্রয় ৩৬,৫০০ টাকা এবং ক্রয় ফেরত ২,০০০ টাকা হলে ক্রয় ভ্যাটের পরিমাণ কত টাকা?
ক. ৭,৫০০ টাকা খ. ৪,৫০০ টাকা
গ. ৪,০০০ টাকা ঘ. ৬,০০০ টাকা
২৭। পরিচালন আয়ের উদাহরণ কোনটি?
ক. বিক্রয় আয় খ. উত্তোলনের সুদ
গ. বিনিয়োগের সুদ ঘ. উপভাড়া
২৮। কম্পানি আইন অনুযায়ী সুনাম কোন ধরনের সম্পদ?
ক. স্থায়ী সম্পদ খ. বিনিয়োগ
গ. চলতি সম্পদ ঘ. অসমন্বিত ব্যয়
২৯। ঘোষিত লভ্যাংশ কিসের ওপর ভিত্তি করে নির্ণয় করা হয়?
ক. অনুমোদিত মূলধন
খ. আদায়কৃত মূলধন
গ. সংরক্ষিত মূলধন
ঘ. ইস্যুকৃত মূলধন
৩০। একটি কম্পানির ক্রয় (১৫% ভ্যাটসহ) ৩০,০০০ টাকা, ক্রয় ফেরত ৩,০০০ টাকা, ক্রয় বাট্টা ২,০০০ টাকা হলে ভ্যাটের পরিমাণ কত টাকা?
ক. ৭,৪৪০ টাকা খ. ৩,২৬১ টাকা
গ. ৪,০৮০ টাকা ঘ. ৬,০০০ টাকা
উত্তর : ১৪. খ ১৫. খ ১৬. ক ১৭. খ ১৮. ক ১৯. খ ২০. ক ২১. গ ২২. ক ২৩. ক ২৪. খ ২৫. খ ২৬. খ ২৭. ক ২৮. ক ২৯. খ ৩০. খ।