<p>সম্প্রতি বিজ্ঞানীরা জানিয়েছেন, পাঁচটি বৃহৎ গ্রহাণু পৃথিবীর দিকে অগ্রসর হচ্ছে। এই গ্রহাণুগুলি আগামী কয়েক সপ্তাহে পৃথিবীর খুব কাছে দিয়ে যাবে। কিন্তু পৃথিবীর জন্য এটি কতটা বিপজ্জনক? </p> <p>এই গ্রহাণুগুলি আকারে বেশ বড়, যাদের ব্যাস কয়েক শ মিটার পর্যন্ত হতে পারে। এগুলি প্রতি সেকেন্ডে প্রায় কয়েক কিলোমিটার বেগে মহাকাশে ঘুরতে থাকে। নাসা এবং অন্য মহাকাশ সংস্থাগুলি বিভিন্ন অত্যাধুনিক টেলিস্কোপ এবং উপগ্রহ ব্যবহার করে এসব গ্রহাণুকে পর্যবেক্ষণ করছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"> <div class="card"> <div class="row"> <div class="col-8 col-md-9"> <p> </p> </div> </div> </div> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="গ্রহাণু ধ্বংসের যত প্রযুক্তি: মানবজাতি কি রক্ষা পাবে?" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/01/1727768959-ad0aa022bf0a8dd3fb7fe0eb7e596be7.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>গ্রহাণু ধ্বংসের যত প্রযুক্তি : মানবজাতি কি রক্ষা পাবে?</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/10/01/1430737" target="_blank"> </a></div> </div> </div> </div> <p>পৃথিবীর ধেয়ে আসা যেকোনো বড় গ্রহাণু আমাদের জন্য একটি সম্ভাব্য ঝুঁকি হতে পারে। এদের সংঙ্গে পৃথিবীর সংঘর্ষ বড় ক্ষতি করতে পারে। তবে বিজ্ঞানীরা আশ্বস্ত করেছেন যে এই পাঁচটি গ্রহাণু পৃথিবীর অনেক দূর দিয়ে অতিক্রম করবে, তাই সরাসরি কোনো সংঘর্ষের আশঙ্কা নেই। গ্রহাণু পৃথিবীর কাছে এলেও আমাদের বায়ুমণ্ডল অনেকাংশে এগুলোর ক্ষতিকর প্রভাব থেকে পৃথিবীকে রক্ষা করতে পারে। </p> <p>ঝুঁকি না থাকলেও বিজ্ঞানীরা মহাকাশে আসন্ন বিপদ সম্পর্কে আগাম সতর্ক থাকতে বিভিন্ন পদ্ধতি অনুসরণ করেন। নাসা, ইউরোপিয়ান স্পেস এজেন্সি (ESA) এবং অন্য সংস্থাগুলি ডার্ট (DART) প্রগ্রামের মতো প্রযুক্তি ব্যবহার করে সম্ভাব্য বিপজ্জনক গ্রহাণুদের মোকাবেলা করার প্রস্তুতি নিচ্ছে। DART মিশনের মূল উদ্দেশ্য হলো একটি গ্রহাণুর গতিপথ বদলানো, যা ভবিষ্যতে সংঘর্ষের ঝুঁকি হ্রাস করতে পারে।</p> <p><strong>আরো পড়ুন</strong></p> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="হাইপারসনিক মিসাইল কিভাবে কাজ করে?" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/04/1728034942-77d771caef366742aca8421dc9358b3e.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>হাইপারসনিক মিসাইল কিভাবে কাজ করে?</p> </div> </div> </div> <p>উল্লেখ্য, গ্রহাণু হলো মহাকাশে ঘুরতে থাকা বিশাল শিলা এবং ধাতব বস্তুর টুকর, যেগুলি সাধারণত সৌরজগতের গ্রহদের মতো বিরাকারের নয়। এগুলি মূলত গ্রহাণু বেল্ট থেকে আসে। এই বেল্টের অবস্থান মঙ্গল এবং বৃহস্পতির মাঝামাঝি এলাকায়।</p>