<p>রসায়নবিদ্যার জগতে এক বড় পরিবর্তনের দ্বারপ্রান্তে আমরা। শত বছর ধরে শেখানো এক গুরুত্বপূর্ণ সূত্র বদলে যাচ্ছে। ‘ব্রেডটের নীতি’ নামের এই সূত্রটিকে নিয়ে নতুনভাবে ভাবা শুরু হয়েছে। ১৯২৪ সাল থেকে জৈব রসায়নে এই নিয়ম পড়ানো হচ্ছিল। নিয়মটি বলে, ছোট আকৃতির রিং সিস্টেম—যেখানে ৮টি বা তার কম পরমাণু থাকে—ব্রিজহেড অবস্থানে দ্বিবন্ধন স্থাপন করা সম্ভব নয়। কারণ এতে অণু অস্থিতিশীল হয়ে পড়ে।  </p> <p>এই সূত্র জৈব রসায়নের অণু গঠনের পথে অনেকটাই দিকনির্দেশনা দিয়েছে। কিন্তু মার্কিন রসায়নবিদ বিজ্ঞানী নিল গার্গ ও তাঁর দল নতুনভাবে ব্যাখ্যা করছেন। তাঁরা এমন এক ধরনের অণু তৈরি করেছেন, যা যা ব্রেডটের নীতি অমান্য করে। তাঁরা ‘অ্যান্টি-ব্রেডট অলেফিনস’ নামে নতুন ধরনের অণু উদ্ভাবন করেছেন। এটি এমন এক অণু যেখানে ছোট রিং সিস্টেমের ব্রিজহেড অবস্থানেও দ্বিন্ধন তৈরি করতে পারে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="শীতে বায়ুদূষণ বেশি হয় কেন?" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/20/1732083155-7e6166e60125f3ac714a7c9b0e4e2cb5.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>শীতে বায়ুদূষণ বেশি হয় কেন?</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/11/20/1448672" target="_blank"> </a></div> </div> <p> </p> <p>এই উদ্ভাবনের পেছনে রয়েছে বিশেষ ধরনের রাসায়নিক প্রক্রিয়া। গার্গ ও তাঁর দল ফ্লোরাইড উৎস এবং সিলিল হ্যালাইড অণু ব্যবহার করে অ্যান্টি-ব্রেডট অলেফিনস তৈরি করেছেন। এই অণু খুবই অস্থির। তবে বিজ্ঞানীরা একে টেকসই করতে অন্য রাসায়নিক যোগ করেছেন।  </p> <p>এই গবেষণা বিজ্ঞানীদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। এটি ওষুধ তৈরির ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখতে পারে। নিল গার্গ বলছেন, শত বছরের পুরনো এই নিয়মকে চ্যালেঞ্জ করে রসায়নবিদরা নতুন পণ্য তৈরি করতে এবং রসায়নের নতুন দিগন্ত উন্মোচন করতে পারবেন।  </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="শীতকালে কেন গাছের পাতা ঝরে যায়?" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/11/1731319231-008bf762b068c7ac91b86036550a453e.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>শীতকালে কেন গাছের পাতা ঝরে যায়?</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/11/11/1445373" target="_blank"> </a></div> </div> <p>বিজ্ঞানীদের এই আবিষ্কার সায়েন্স জার্নালে প্রকাশিত হয়েছে এবং আশা করা হচ্ছে, এটি খুব শিগগিরই রসায়নের পাঠ্যপুস্তকে যুক্ত হবে। </p> <p>সূত্র: লাইভ সায়েন্স</p>