‘যেখানে মাদক সেখানেই প্রতিরোধ, যেখানে মাদক সেখানেই প্রতিবাদ’ স্লোগানকে সামনে রেখে বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলায় মাসব্যাপী মাদক বিরোধী প্রচারণা শুরু করেছে বসুন্ধরা শুভসংঘ আগৈলঝাড়া উপজেলা শাখা। আজ শনিবার (৫ এপ্রিল) আগৈলঝাড়া ইউনিয়নের রামের বাজারে এ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ আগৈলঝাড়া শাখার উপদেষ্টা ও দৈনিক কালের কণ্ঠের প্রতিনিধি এসএম ওমর আলী সানি, সহ-সভাপতি আয়কর আইনজীবী সমিরন রায়, যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আ. রহিম, সাংগঠনিক সম্পাদক সাকিব খান, স্থানীয় জনপ্রতিনিধি জয়নাল আবেদীন, সমাজ সেবক মো. শহিদুল ইসলাম আকন, মো.খোরসেদ আলী মোল্লা, মো. রুস্তম আলী মোল্লা, মো.জলীল সরদার ও মো.মাহবুব।
বক্তারা বলেন, এখন শহর থেকে গ্রাম সবখানেই নেশায় আসক্ত তরুণের সংখ্যা বাড়ছে।
যা সমাজে বিপর্যয় ডেকে আনছে। এই তরুণরাই আমাদের শক্তি। তাদের এভাবে ধ্বংস হতে দেওয়া যাবে না। গোটা দেশের ন্যায় বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলাটিও মাদকের রাহুগ্রাসে আক্রান্ত। ভাইরাসের ন্যায় ব্যাপকহারে ছড়িয়ে পড়ছে এর ভয়াবহতা। এ সময় বক্তারা মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন।
বক্তারা আরো বলেন, এলাকায় মাদক ব্যবসায়ীদের কল্যাণে মাদক ব্যবস্যা যেমন জমজমাট, ঠিক তেমনি এলাকার উঠতি তরুন সমাজও আকৃষ্ট হচ্ছে প্রতিনিয়ত। এসব মাদকদ্রব্যর মধ্যে ইয়াবা, গাঁজা, বাংলা মদ বিস্তার ও ব্যবহার এতটাই ভয়াবহ ও সর্বগ্রাসী রূপ ধারণ করেছে যে, মাদকের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ না নিলে এর পরিণতি যে কি হবে তা বলা প্রায় অসম্ভব।
সামাজিক দায়বদ্ধতা থেকেই দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের মানবিক সংগঠন বসুন্ধরা শুভসংঘ মাদকের বিরুদ্ধে সামাজিক জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে নিরলসভাবে। উপজেলার মাদক ক্রয়-বিক্রয়ের জায়গাগুলোকে চিহ্নিত করার পাশাপাশি মাদক বিক্রেতাদের একটি সংক্ষিপ্ত তালিকা তৈরি করে তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যাবস্থা নিতে স্থানীয় প্রশাসনকে সহয়তা করে আসছে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ আগৈলঝাড়া উপজেলা শাখার সদস্য মো.ওমর মোল্লা, মো. মুরাদ মোল্লা, মো.অন্তর মোল্লা, মো.জহুরুল ইসলাম, মো.ইমন মোল্লা, মো.সজিব মোল্লা, মো.রকিব মোল্লা, মো.তাহাতুল মোল্লা, মো.রবিন মোল্লা, জগদীস, মো.সাবিউল মোল্লা, মো.আবির আকন, মো.ইমরান, আরমান মোল্লা, আতিক মোল্লা, মো. নাহিদ মোল্লা প্রমুখ।
সচেতনতা সভা শেষে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়। স্লোগানে মুখরিত মাদক বিরোধী র্যালিটি রামের বাজারের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে।