<p style="text-align:justify">শিক্ষকতা পেশা থেকে অবসর নিয়েছেন বসুন্ধরা শুভসংঘ রাজবাড়ী জেলা শাখার সহসভাপতি ও সদর উপজেলার বরাট ইউনিয়নের রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমিতা রাণী সাহা। শনিবার (১৩ জুলাই) ছিল তার বিদায় সংবর্ধনা।</p> <p style="text-align:justify">অনেকটাই ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে ওই শিক্ষকের বিদায় জানিয়েছেন শিক্ষক, কর্মকর্তা, অভিভাবক ও শিক্ষার্থীরা। এদিন বিকেলে অশ্রুসিক্ত নয়নে রোভার দের সালাম বিনিময়, ফুল ছিটিয়ে প্রাইভেট কার পর্যন্ত এগিয়ে দেওয়া এবং বিদ্যালয় কর্তৃপক্ষের ব্যতিক্রমী আয়োজনস্বরূপ ফুল দিয়ে পরিপাটি করে সাজানো একটি প্রাইভেট কারে ওই প্রধান শিক্ষককে বাড়িতে পৌঁছে দেন তারা।</p> <p style="text-align:justify">বিদায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার নৃপেন্দ্রনাথ সরকার ও নাসরিন নাহার, ইউনিয়নের চেয়ারম্যান কাজী শামসুদ্দিন, শিক্ষক নেতা শহিদুল ইসলাম, হাবিবুর রহমান প্রমুখ। মানপত্র পাঠ করেন বরাট-ভাকলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বসুন্ধরা শুভসংঘ রাজবাড়ী জেলা শাখার অন্য সহসভাপতি শম্পা প্রামাণিক।</p> <p style="text-align:justify">বিদায়ি বক্তব্যে অমিতা রাণী সাহা বলেন, ‘আমি কাজ করতে ভালোবাসি, কাজকে পছন্দ করি। এ জন্য কাজ করে গেছি, কাজ করতে চাই। কোনো কাজ দিয়ে কেউ আমাকে কখনো বিরক্ত করতে পারেনি। কাজ দেখে আমি বিরক্ত হইনি, এটা আমার একটা গুণ, এত দিন পর আমি নিজেকে চিনতে পেরেছি।’</p>