এবাদত হোসেন : বাংলাদেশের ভবিষ্যৎ পেসার!

কালের কণ্ঠ অনলাইন
কালের কণ্ঠ অনলাইন
শেয়ার
এবাদত হোসেন : বাংলাদেশের ভবিষ্যৎ পেসার!

সপ্তাহ খানেকের জন্য পাকিস্তানি সাবেক ফাস্ট বোলার আকিব জাভেদ এসেছিলেন বাংলাদেশে। আগস্টে। এবাদত হোসেনের বোলিং দেখে মুগ্ধ। যাওয়ার আগে বলেছিলেন, "শুনেছি ও নাকি বিমান বাহিনীতে ফিরে যাবে।

প্র্যাকটিস করা হবে না। তাকে কারো ক্রিকেট সংশ্লিষ্ট চাকরি দেওয়া উচিৎ। এবাদতকে দেখে আমার মোহাম্মদ ইরফানের (পাকিস্তানের দীর্ঘদেহী ফাস্ট বোলার) কথা মনে পড়ে যায়। ইরফানকে আমরা ৬ মাসের মধ্যে ফার্স্ট ক্লাস ক্রিকেটের জন্য তৈরি করে ফেলেছিলাম।
এবাদত ঘণ্টায় ১৩৮/৪০ কিলোমিটার গতিতে বল করতে পারে। শরীরটা গড়ে তুলতে পারলে ও বাংলাদেশের ভবিষ্যৎ বোলার হবে।"

এবাদত হোসেন চৌধুরী। বয়স ২২।

উঠে এসেছেন মৌলভীবাজারের বড় লেখা থেকে। এই বছরের গোড়ায় ২০১৬ রবি পেসার হান্ট জেতা ডান হাতি ফাস্ট বোলার। ১৪,৬১১ জন প্রতিযোগী সামলেছিলেন শুরুতে। ঢাকায় চূড়ান্ত পর্বে তার সর্বোচ্চ গতির বলটি ছিল ১৩৯.৯ কিলোমিটার/ঘণ্টা। একমাত্র ফার্স্ট ক্লাস ম্যাচটি এবাদত খেলেছেন গত মাসেই।
২০১২ সালে বিমান বাহিনীতে তিনি যোগ দেন ভলিবল খেলোয়াড় হিসেবে। দেশের ভবিষ্যৎ তারকা হওয়ার দরজায় যে প্রবল করাঘাত করে ফেলেছেন। আকিবের দুর্ভাবনার বিষয়টি তাতে হয়তো ফুরলো।

বাংলাদেশে হালে তরুণ ফাস্ট বোলারদের বেশ জাগরণই শুরু হয়েছে। ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করছেন নিয়মিত এমন বেশ কয়েকজনের নাম বলে দেওয়া যায় না ভেবেই। কিন্তু এমন অনভিজ্ঞ 'স্পিডস্টার' এবাদতকে ইংল্যান্ডের বিপক্ষে বিসিবি একাদশের দলে রাখা কেন? আজ মঙ্গলবার এবাদত সেই ব্যাখ্যাটাই দিলেন বল হাতে।

ফতুল্লায় ইমরুল কায়েসের সেঞ্চুরিতে ৯ উইকেটে ৩০৯ রান করলো ইংল্যান্ড। দারুণ বটে। কিন্তু জাতীয় দলে প্রতিষ্ঠিত আল-আমিন হোসেন ও জাতীয় দলের দরজায় কড়া নাড়া পেসার কামরুল ইসলাম রাব্বি মার খেতে লাগলেন। দুই ইংলিশ ওপেনার জ্যাসন রয় ও জেমস ভিন্স প্রথম ৮ ওভারেই তুললেন ৬৫ রান। এবাদত বল পেলেন। এবং নিজের পঞ্চম বলেই শিকার করে ফেললেন বিপজ্জনক রয়কে (২৮)। ক্যাচ দিয়েছেন রয়। নিজের তৃতীয় ওভারে আরেক ওপেনার ভিন্সকে (৪৮) উইকেটের পেছনে নুরুল হাসানের ক্যাচ বানিয়েছেন এবাদত। ৫ ওভারের প্রথম স্পেলে এ মেডেন দিয়ে ২৬ রানে ২ উইকেট তুলে নিয়ে ইংলিশ ঝড় থামিয়েছেন আনকোড়া এবাদত। চার পেসারের মধ্যে সেরা প্রথম স্পেল। আরো তো ৫ ওভার বাকি তখনো!

পেসার হান্টের সেরা হওয়ার পর বিসিবির হাই পারফরম্যান্স দলে চলে এলেন এবাদত। বিপিএলের প্লেয়ার্স ড্রাফটে ছিলেন। তাকে কিনে নিয়েছে রাজশাহী কিংস। এখন ইংল্যান্ডের বিপক্ষে শুরুতেই নিজেকে চিনিয়ে দেওয়া। এবাদত তো দেশের ভবিষ্যৎ তারকা হওয়ার সঠিক পথেই আছেন।

মন্তব্য

বিএনপি নেতার বাড়ি থেকে অস্ত্র ও গুলি উদ্ধার, আটক ৩

নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া
নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া
শেয়ার
বিএনপি নেতার বাড়ি থেকে অস্ত্র ও গুলি উদ্ধার, আটক ৩

কুষ্টিয়ার খোকসা উপজেলার ওসমানপুর ইউনিয়নে এক বিএনপি নেতার বাড়িতে অভিযান চালিয়ে বিদেশি রিভলবার, গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। এ ঘটনায় ওই নেতা, তার ভাই ও ভাতিজাসহ তিনজনকে আটক করা হয়েছে। 

মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে কুষ্টিয়া সেনাবাহিনীর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, খোকসার ওসমানপুর ইউনিয়নের ওসমানপুর গ্রামে শহিদুল ইসলামের বাড়িতে অভিযান চালানো হয়। 

অভিযানে একটি বিদেশি পিস্তল, ৫টি পিস্তলের গুলি এবং বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

এ সময় গৃহকর্তা শহিদুল ইসলামকে আটক করা হয়। সেনাবাহিনী একই রাতে পৃথক অভিযান চালিয়ে শহিদুল ইসলামের ভাই জিল্লুর রহমান এবং তার ছেলে জুবায়ের ইসলাম জ্যাকীকে আটক করে। আটক ব্যক্তিদের খোকসা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। 

আটক শহিদুল ইসলাম ওসমানপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এবং খোকসা ইউনিয়নের সাবেক মেম্বার।

তার ভাই জিল্লুর রহমানও আটক হয়েছেন। তারা উভয়েই ওসমানপুর গ্রামের মৃত শাহাজাহান আলী বিশ্বাসের ছেলে। অপর আটক জুবায়ের ইসলাম জ্যাকী, খোকসা উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন। তার বাবা জিল্লুর রহমানও এই ঘটনায় আটক হয়েছেন।
 

প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠায় সেনাবাহিনী কাজ করে চলেছে। তারই ধারাবাহিকতায় খোকসার ওসমানপুরে সফল অভিযান চালানো হয়।

খোকসা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম জানান, সেনাবাহিনীর পৃথক অভিযানে আটক ও দেশীয় অস্ত্র উদ্ধার সংক্রান্ত দুটি মামলা হয়েছে। আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

মন্তব্য

‘হামজা দেখিয়েছে সে কতটা ভালো’

শিলং থেকে প্রতিনিধি
শিলং থেকে প্রতিনিধি
শেয়ার
‘হামজা দেখিয়েছে সে কতটা ভালো’
ছবি: মীর ফরিদ, শিলং থেকে

ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা অভিজ্ঞতাসম্পন্ন একজন ফুটবলার বাংলাদেশ দলের সঙ্গে কীভাবে মানিয়ে নেয় সেটা নিয়ে ছিল কৌতূহল। রাকিব হোসেন-শেখ মোরসালিনরা হামজাকে বুঝতে পারবেন কিনা এ নিয়েও ছিল নানা প্রশ্ন। তবে লাল-সবুজের জার্সিতে প্রথম ম্যাচেই অবিশ্বাস্য নৈপুণ্য দেখিয়েছেন হামজা। কড়া ট্যাকেল, নিখুঁত পাসিংয়ে মাঠ মাতিয়েছেন তিনি।

মোরসালিন, হৃদয়রা ভুল করলে উজ্জীবিত করার চেষ্টা করেছেন। আবার ট্যাকেল জিতে পুরো দলকে সাহস জুগিয়েছেন। ভারতের সঙ্গে গোলশূন্য ড্রয়ের পর বাংলাদেশ কোচ হাভিয়ে কাবরেরা তাই হামজার প্রশংসায় মেতে উঠলেন।

ম্যাচের পর সংবাদ সম্মেলনে এসে কাবরেরা বলেছেন, ‘হামজা দেখিয়েছে সে কতটা ভালো।

সে তার মান দেখিয়েছে। দারুণ ফুটবলার সে। এই দলের সঙ্গে সে দারুণভাবে মানিয়ে নিয়েছে।’ র‍্যাংকিংয়ে ৫৯ ধাপ এগিয়ে থাকা দলের বিপক্ষে আধিপত্য দেখিয়ে খেলতে পেরেই খুশি কাবরেরা, ‘ম্যাচে কোনো সময়ই ভারত আমাদের উপরে ছিল না।
আমরা ম্যাচ নিয়ন্ত্রণ করেছি। প্রথমার্ধে আমরা তিনটা-চারটা সুযোগ তৈরি করেছি, কিন্তু কোনোটাই কাজে লাগাতে পারিনি।’

ফিনিশিং আরো নিখুঁত হওয়ার আশা করেছিলেন কাবরেরা, ‘আসলে আমাদের নিখুঁত স্ট্রাইকারের অভাব নেই। রাকিব আজ অসাধারণ ছিল, সে সারাক্ষণ ওদের রক্ষণে চাপ দিয়ে গেছে। আল আমিন, ফয়সাল আহমেদ ফাহিম, শাহরিয়ার ইমন আছে স্ট্রাইকার হিসেবে, কিন্তু আমাদের ফিনিশিংয়ে নিখুঁত হতে হবে।


 

প্রাসঙ্গিক
মন্তব্য

আমরা জিততে পারতাম বললেন হামজা

রানা শেখ শিলং থেকে
রানা শেখ শিলং থেকে
শেয়ার
আমরা জিততে পারতাম বললেন হামজা
ছবি : মীর ফরিদ, শিলং থেকে

ভারতের সঙ্গে গোলশূন্য ড্রয়ের পর শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামের মিক্সড জোনে গণমাধ্যমকর্মীদের ভিড়। উদ্দেশ্য হামজা চৌধুরীর সঙ্গে কথা বলা। সুনীল ছেত্রী, লিস্টন কোলাসোরা মন খারাপ নিয়ে বেরিয়ে যাওয়ার মিনিট দশেক পর এক এক করে বের হয়ে এলেন শেখ মোরসালিন, তপু বর্মণ, তারিক কাজীরা। যার জন্য অপেক্ষা সেই হামজা এলেন একদম শেষে।

তাকে পেয়েই গণমাধ্যমকর্মীররা একের পর এক প্রশ্ন ছুঁড়লেন।

হামজাও হাসি-মুখে প্রশ্নের উত্তর দিতে থাকলেন। চার-পাঁচটি সহজ সুযোগ এসেছিল বাংলাদেশের সামনে। কিন্তু তা কাজে লাগিয়ে গোল পাওয়া হয়নি।

হামজার এ নিয়ে আক্ষেপ আছে কিনা? ২৭ বছর বয়সী এই মিডফিল্ডারের সহজ সরল উত্তর, ‘আমরা আজ জিততে পারতাম। কিন্তু ফুটবলে এরকম মিস হয়েই থাকে। ইংলিশ প্রিমিয়ার লিগেও হয় এরকম। আমাদের এটা বাজে দিন ছিল।
’ ভারতের বিপক্ষে বাংলাদেশ যেভাবে শুরু করেছিল তাতে জয় পেতে পারত কয়েক গোলের ব্যবধানে। কিন্তু মজিবুর রহমান জনি, মোহাম্মদ হৃদয়, শাহরিয়ার ইমনরা সুযোগ নষ্টের মিছিলে নামেন এদিন। হামজার তাই জয় না পাওয়ার আক্ষেপ করে গেলেন।

তবে ব্যক্তিগতভাবে দারুণ উজ্জ্বল ছিলেন হামজা। লাল-সবুজের জার্সিতে অভিষেক ম্যাচেই হৃদয় জয় করে নিয়েছেন শেফিল্ড ইউনাইটেডে খেলা এই ফুটবলার।

ম্যাচ না জিতলেও হামজা যেন ‘জিতে’ গেছেন এদিন। নিখুঁত পাসিং, কড়া ট্যাকেল করে ভারতীয় ফরোয়ার্ডদের আক্রমণ ভেস্তে দিয়েছেন। সামনে থেকে নেতৃত্ব দিয়ে এক পয়েন্ট এনে দিয়েছেন। প্রতিটা ট্যাকেলের পর সতীর্থদের উজ্জীবিত করেছেন। হামজা বলেছেন, ‘খেলায় আমাদের খুব ব্যস্ত থাকতে হয়েছে। আমি আমার অভিজ্ঞতা কাজে লাগানোর চেষ্টা করেছি।’ প্রথমবার লাল-সবুজের জার্সি গায়ে চাপাতে পেরে গর্বিত হামজা, ‘আমি খুবই গর্বিত। গত পাঁচদিন এই দলের সঙ্গে খুবই ভালো সময় কেটেছে।’

মন্তব্য

২০২৭ সাল পর্যন্ত সিমন্সই বাংলাদেশের কোচ

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
২০২৭ সাল পর্যন্ত সিমন্সই বাংলাদেশের কোচ
বাংলাদেশের সঙ্গে মেয়াদ বাড়ার পর এমনই খুশি হয়েছেন সিমন্স। ফাইল ছবি

গুঞ্জনটা আগে থেকেই ছিল মেয়াদ বাড়ছে ফিল সিমন্সের। আজ সেই গুঞ্জনটাই সত্যি হলো। ২০২৭ সাল পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের কোচের সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ এক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।

চন্দিকা হাতুরাসিংহ চাকরিচ্যুত হওয়ার পর স্বপ্ল সময়ের জন্য দায়িত্ব পেয়েছিলেন সিমন্স। নির্দিষ্ট করে বললে শেষ হওয়া চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত। পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে হওয়া ‘হাইব্রিড মডেলের’ টুর্নামেন্টে বাংলাদেশ ভালো না করলেও ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখেই ৬১ বছর বয়সী কোচকে দায়িত্ব দিয়েছে বিসিবি। ২০২৭ সালের অক্টোবর-নভেম্বরে হবে পরবর্তী ওয়ানডে বিশ্বকাপ।

আরো পড়ুন
সুযোগ পেয়েও ২২ বছরের জয়খরা কাটানো হলো না বাংলাদেশের

সুযোগ পেয়েও ২২ বছরের জয়খরা কাটানো হলো না বাংলাদেশের

 

মেয়াদ বাড়ায় খুশি হয়েছেন সিমন্স। তিনি বলেছন, ‘দীর্ঘ সময়ের জন্য বাংলাদেশের ক্রিকেটে কাজ করার সুযোগ পেয়ে আমি আনন্দিত। দলে দারুণ সব প্রতিভাবান ক্রিকেটার আছে। বিশ্বাস করি এক সঙ্গে দারুণ কিছু অর্জনের সম্ভাবনা আমাদের রয়েছে।

নতুন যাত্রায় এগিয়ে যেতে মুখিয়ে আছি।’

আরো পড়ুন
‘আপনাদের ভালোবাসা ছাড়া আমি তামিম ইকবাল কিছুই না’

‘আপনাদের ভালোবাসা ছাড়া আমি তামিম ইকবাল কিছুই না’

 

২০০০ সালে পেশাদার ক্রিকেট থেকে অবসর নেওয়া সিমন্স জিম্বাবুয়ের হয়ে কোচিং ক্যারিয়ার শুরু করেন। ২০০৪ সালে জিম্বাবুয়ের কোচ হওয়ার পর পরে আয়ারল্যান্ডের দায়িত্ব পালন করেছেন। সাফল্য পেয়েছে নিজ দেশের হয়েই। ২০১৬ সালে তার অধীনেই দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে ওয়েস্ট ইন্ডিজ।

পরে আফগানিস্তান, ক্যারিবিয়ান হয়ে বাংলাদেশের দায়িত্ব নেন ২৬ টেস্ট ও ১৪৩ ওয়ানডে খেলা সাবেক ওয়েস্ট ইন্ডিজ ব্যাটার।

মন্তব্য

সর্বশেষ সংবাদ