ঢাকা, রবিবার ০৬ এপ্রিল ২০২৫
২৩ চৈত্র ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৬

ঢাকা, রবিবার ০৬ এপ্রিল ২০২৫
২৩ চৈত্র ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৬
এশিয়া কাপ

ফাইনালে বাংলাদেশের আম্পায়ার, গর্বিত মুশফিক

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার

আজ এশিয়া কাপের ফাইনাল। দুবাইয়ে আজ শিরোপার জন্য লড়বে পাকিস্তান ও শ্রীলঙ্কা। এমন বড় ম্যাচে আম্পায়ারিং করবেন বাংলাদেশের মাসুদুর রহমান মুকুল। এতে গর্বিত আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় জানানো মুশফিকুর রহিম।

নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে মাসুদুর রহমান মুকুলের ছবি আপলোড করেছেন মুশফিক। ক্যাপশনে লিখেছেন, ‘আম্পায়ার মুকুল ভাইয়ের জন্য অনেক শুভকামনা। উচ্চ পর্যায়ে বাংলাদেশের আম্পায়ারদের দেখতে পেলে ভালো লাগে। আপনাকে নিয়ে অনেক গর্বিত ভাই।

মুকুল চলতি আসরে আম্পায়ারিং করে আলোচিত হয়েছেন। বিশেষ করে ভারত-পাকিস্তানের দুই ম্যাচে দুর্দান্ত আম্পায়ারিং করে তিনি সবার নজর কেড়ে নেন।

উল্লেখ্য, মাসুদুর রহমান মুকুল এখন পর্যন্ত ২৬টি টি-টোয়েন্টি ম্যাচে আম্পায়ারিং করেছেন। তার মধ্যে ১৮ ম্যাচে অনফিল্ড আম্পায়ার ছিলেন।

এছাড়া ১৭ বার ওয়ানডে ম্যাচে আম্পায়ারিং করেছেন। তবে এবারের এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ দিয়েই তার বড় মঞ্চে আম্পায়ারিংয়ের শুরু। গ্রুপ পর্ব এবং সুপার ফোরে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মুখোমুখি দুটি লড়াইয়েই তিনি দারুণ আম্পায়ারিং করেছেন।

মন্তব্য

সম্পর্কিত খবর

পিএসএলের ধারাভাষ্যে আতাহার আলী

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
পিএসএলের ধারাভাষ্যে আতাহার আলী
বাংলাদেশি ধারাভাষ্যকার আতাহার আলী খান।

পিএসএলের দশম আসরের জন্য ধারাভাষ্য প্যানেল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। যেখানে মাইক্রোফোন হাতে প্রথমবারের মতো কোনো বাংলাদেশি হিসেবে দেখা যাবে আতাহার আলীকে।

এর আগে দেশের ক্রিকেটে খেলাগুলোতেই ধারাভাষ্যকার হিসেবে দেখা গেছে বাংলাদেশের আতাহার আলীকে। ছিলেন অনেক আইসিসি ইভেন্টেও।

এবার  বৃহত্তম ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ পিএসএলেও দেখা যাবে তাকে।  

এ ছাড়াও পিএসএলের ধারাভাষ্য প্যানেলে থাকছেন ইংল্যান্ডের সাবেক টেস্ট অধিনায়ক স্যার অ্যালিস্টার কুক, এমসিসির সাবেক সভাপতি মার্ক নিকোলাস, ডমিনিক কর্ক এবং মার্ক বুচার। দক্ষিণ আফ্রিকা থেকে থাকছেন জেপি ডুমিনি এবং মাইক হেইসম্যান। নিউজিল্যান্ডের মার্টিন গাপটিলও থাকছেন এই প্যানেলে।

অস্ট্রেলিয়ার দুইবারের নারী বিশ্বকাপজয়ী লিসা স্তালেকারও থাকছেন ধারাভাষ্য প্যানেলে।

পাকিস্তান থেকে থাকছেন চারজন সাবেক টেস্ট অধিনায়ক—আমির সোহেল, রমিজ রাজা, ওয়াকার ইউনুস ও ওয়াসিম আকরাম। তাদের সঙ্গে থাকবেন সাবেক টেস্ট খেলোয়াড় বাজিদ খান, পাকিস্তান নারী দলের সাবেক অধিনায়ক উরুজ মুমতাজ, এবং ক্রিকেট বিশ্লেষক সিকান্দার বখত।

এ ছাড়া প্রথমবারের মতো সম্পূর্ণ উর্দু ধারাভাষ্যও প্রচার করবে তারা।

সেই প্যানেলে থাকবেন—আলি ইউনুস, আকিল সামার, মারিনা ইকবাল, সালমান বাট এবং তারিক সাঈদ। পাকিস্তানের মূল ধারাভাষ্যকাররাও কিছু নির্বাচিত অংশে উর্দু ধারাভাষ্যে অংশ নেবেন। তাদের সঙ্গে এরিন হল্যান্ড ও জয়নাব আব্বাস উপস্থাপকের দায়িত্ব পালন করবেন।

উল্লেখ্য, ১১ এপ্রিল থেকে শুরু হবে পিএসএল। চলবে ১৮ মে পর্যন্ত।

মন্তব্য

১৫ বলে হাফ সেঞ্চুরির রেকর্ড পারভেজ ইমনের

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
১৫ বলে হাফ সেঞ্চুরির রেকর্ড পারভেজ ইমনের
১৫ বলে ফিফটি করে রেকর্ড গড়েছেন পারভেজ হোসেন ইমন।

১৫ বলে ফিফটি করে রেকর্ড বইয়ে না লিখিয়েছেন পারভেজ হোসেন ইমন। স্বীকৃত ক্রিকেটে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ড এটি। 

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে আবাহনীর ওপেনার ইমন ১৫ বলে ফিফটি করেন পারভেজ। পরে ৪ চার ও ৬ ছক্কায় ২৩ বলে ৬১ রান করেন এই টাইগার ব্যাটার।

সব সংস্করণ মিলিয়ে বাংলাদেশের দ্রুততম ফিফটির রেকর্ডটি আগে ছিল শুভাগত হোমের। ২০১৯ সালে ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টিতে শাইনপুকুরের হয়ে মোহামেডানের বিপক্ষে ১৬ বলে ফিফটি করেছিলেন তিনি।

লিস্ট ‘এ’ ক্রিকেটে ১৮ বলে ফিফটি আছে ফরহাদ রেজা ও হাবিবুর রহমানের। ২০১৯ সালের প্রিমিয়ার লিগে প্রাইম দোলেশ্বরের হয়ে ১৮ বলে ফিফটি করেন ফরহাদ।

চার বছর পর বাংলাদেশ ক্রিকেট লিগের লিস্ট ‘এ’ সংস্করণে হাবিবুরও করেন ১৮ বলে ফিফটি। 

বিকেএসপিতে আজ রবিবার শাইনপুকুরের মুখোমুখি হয়েছিল আবাহনী লিমিটেড। শাইনপুকুরকে ৮৮ রানে গুটিয়ে দিয়ে মাত্র ৬ দশমিক ৪ ওভারেই ১০ উইকেটে ম্যাচ জিতে নেয় আবাহনী।

ছোট লক্ষ্যে পারভেজের টর্নেডো ব্যাটিংয়ে ৪০ বলে ম্যাচ জিতে যায় বর্তমান চ্যাম্পিয়নরা।

আরেক ওপেনার জিসান আলম ২ চার ও ১ ছক্কায় ১৭ বলে ১৭ রানে অপরাজিত থাকেন।

মন্তব্য

বুমরাহ দলে ফেরায় মুম্বাইয়ের হুংকার, ‘লায়ন ইজ ব্যাক’

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
বুমরাহ দলে ফেরায় মুম্বাইয়ের হুংকার, ‘লায়ন ইজ ব্যাক’
জাসপ্রীত বুমরাহ। ছবি : বিসিসিআই

পিঠের চোট কাটিয়ে মুম্বাই ইন্ডিয়ানস দলে ফিরেছেন জাসপ্রীত বুমরাহ। রবিবার সকালে মুম্বাই ইন্ডিয়ানস শিবিরে যোগ দেন তিনি। আইপিএলের মৌসুমের বাকি অংশ খেলবেন ৩১ বছর বয়সী এই পেসার। 

ভারতীয় বোর্ডের সেন্টার অব এক্সিলেন্সের মেডিক্যাল টিমের কাছ থেকে সবুজ সংকেত পেয়েই দলে যোগ দিয়েছেন বুমরাহ।

ভারতীয় ক্রিকেট বোর্ডও (বিসিসিআই) তাকে খেলার অনুমতি দিয়েছে। চোট সেরে ফেরা বুমরাহের মুম্বাইয়ের হয়ে আইপিএল খেলতে আর কোনো বাধা নেই।

আজ ৬ই এপ্রিল মুম্বাই ইন্ডিয়ানস তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি ভিডিও প্রকাশ করে বুমরাহর ফিরে আসার বার্তা দেয়। ভিডিওর শেষে বলা হয়েছে দ্য লায়ন ইজ ব্যাক।

ফিরে এসেছে জঙ্গলের রাজা। সেই সিংহ-ই জাসপ্রীত বুমরাহ। 

দলের সঙ্গে যোগ দিলেও সোমবার  রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে খেলার সম্ভাবনা নেই বুমরাহর। মুম্বাই ইন্ডিয়ানসের সাপোর্ট স্টাফ ও কোচ মাহেলা জয়াবর্ধনে বুমরাহর অবস্থা বুঝে তাকে খেলানোর সিদ্ধান্ত নেবেন।

পরের রবিবার দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচ দিয়ে হয়তো ফিরতে পারেন তিনি।

বোর্ডার-গাভাস্কার ট্রফির পঞ্চম টেস্ট খেলার সময় পিঠে চোট পেয়েছিলেন বুমরাহ। খেলতে পারেননি ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ এবং চ্যাম্পিয়নস ট্রফি। আইপিএলের শুরুর ম্যাচগুলিতেও দর্শক হয়ে থাকতে হয় তাকে। অবশেষে এখন তিনি মাঠে ফেরার কাছাকাছি।

মন্তব্য

ভিনিসিয়ুসের পেনাল্টি ঠেকিয়ে বাজির টাকা পাননি ভ্যালেন্সিয়া গোলকিপার

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
ভিনিসিয়ুসের পেনাল্টি ঠেকিয়ে বাজির টাকা পাননি ভ্যালেন্সিয়া গোলকিপার
ছবি : এএফপি ও এক্স

সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়ালকে ২-১ গোলে হারিয়েছে ভ্যালেন্সিয়া। ম্যাচে ভ্যালেন্সিয়ার জয়ের অন্যতম নায়ক ছিলেন গোলরক্ষক গিওর্গি মামারদাশভিলি। ভিনিসিয়ুসের সঙ্গে বাজি ধরে তারই পেনাল্টি ঠেকিয়েছেন জর্জিয়ান এই গোলরক্ষক। 

লা লিগার ম্যাচে শনিবার কিলিয়ান এমবাপ্পে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় রিয়াল মাদ্রিদ।

শট নিতে এগিয়ে যান ভিনিসিয়ুস। তার দুর্বল শট অনায়াসেই ঠেকিয়ে দেন মামারদাশভিলি গত মাসের মাঝামাঝি চ্যাম্পিয়নস লিগে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষেও পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হয়েছিলেন ভিনি। 

ম্যাচের পর মামারদাশভিলি সাংবাদিকদের শোনালের ভিনিসিয়ুসের সঙ্গে সেই বাজির গল্প।  ‘ভিনিসিয়ুসের সঙ্গে ৫০ ইউরোর একটা বাজি ধরেছিলাম।

পেনাল্টির ঠিক আগে আমি ভিনিকে বলেছিলাম, যদি সে চায় তাহলে আমরা ৫০ ইউরোতে বাজি ধরতে পারি। গোল হলে আমি ৫০ ইউরো দেব ওকে, না হলে সে আমাকে ৫০ ইউরো দেবে। আমিই জিতেছি বাজি।’

তবে, এই বাজি তাকে ‘হতাশ’ করেছে মামারদাশভিলি, কারণ ভিনিসিয়ুস এখনো বাজির ৫০ ইউরো তাকে দেয়নি।

ভ্যালেন্সিয়ার গোলরক্ষক হাসতে হাসতে বলেছেন, ‘খেলা শেষেই ওর আমাকে টাকাটা দেওয়ার কথা ছিল। কিন্তু এখন পর্যন্ত কিছুই দেয়নি।’

ভ্যালেন্সিয়ার কাছে এই হারের পর ৩০ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে লা লিগায় দুই নম্বরে রিয়াল মাদ্রিদ। একই রাতে রিয়াল বেতিসের সঙ্গে ১-১ ড্র করার পর শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট ৩০ ম্যাচে ৬৭।

মন্তব্য

সর্বশেষ সংবাদ