<p>সর্বশেষ সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে ভারতের কাছে স্বপ্নভঙ্গ হয়েছিল বাংলাদেশের যুবাদের। এবার সেটা হতে দেননি মিরাজুল ইসলাম-রাব্বী হোসেন রাহুলরা। হিমালয়ের দেশ নেপালকে হারিয়ে শিরোপা নিয়ে দেশে ফিরছেন যুবারা।</p> <p>আজ স্বাগতিক নেপালকে ৪-১ গোলে হারিয়ে ভারতের পর দ্বিতীয় দল হিসেবে অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশীপে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেছেন টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা মিরাজুল ইসলাম, আর একটি করে গোল করেছন রাব্বী হোসেন রাহুল ও পিয়াস আহমেদ নোভা।</p> <p>এবার চ্যাম্পিয়ন হতে ভারতের কাছে গতবার ট্রফি হারানোর হতাশা তো ছিলই, সঙ্গে গত এক মাসে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি যুবাদের অনুপ্রেরণা জুগিয়েছে। বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ হওয়া শিক্ষার্থী-জনতার জন্য তাই চ্যাম্পিয়ন হওয়ার দৃঢ়প্রতিজ্ঞা করেছিলেন মিরাজুল-রাব্বীরা। সঙ্গে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের মুখে হাসি ফোটানোর উপলক্ষ আনতে চেয়েছিলেন তারা।</p> <p>আজ কাঠমুন্ডুতে চ্যাম্পিয়ন হওয়ার পর বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত হওয়া সেসব শহীদের উদ্দেশে ট্রফি উৎসর্গ করেছে বাংলাদেশ দল। ফাইনালের জোড়াসহ ৪ গোল নিয়ে টুর্নামেন্টে সেরা মিরাজুল বলেছেন, ‘সত্যি কথা বলতে আমাদের প্রথম লক্ষ্য ছিল ফাইনালে যাওয়া। দেশের অবস্থা এখন ভালো নয়। বন্যায় অনেক ক্ষয়-ক্ষতি হয়েছে। তাদের একটু খুশি করতে এই শিরোপা জিততে চেয়েছিলাম। সেটা করতে পেরে ভালো লাগছে। আমরা নিজেদের জন্য খেলিনি, দেশের মানুষের জন্য খেলেছি। দেশের ফুটবল যেন এগিয়ে যায় সে জন্য এই ট্রফি জিততে চেয়েছিলাম।’</p> <p>ফাইনালের আরেক গোলদাতা রাব্বীও শহীদদের এই ট্রফি উৎসর্গ করেছেন। তিনি বলেছেন, ‘আমাদের এই জয়টা উৎসর্গ করতে চাই যারা গত মাসে মারা গেছে। সেসব শহীদের জন্য আমরা আজ খেলেছি। দেশের অবস্থা ভালো নয়। বন্যায় অনেক ক্ষতি হয়েছে। আশা করি, এই জয়ে তারা খুশি হবে। </p> <p>গ্রুপ পর্বে ওদের কাছে হেরেছিলাম তাই চেয়েছিলাম যেভাবেই হোক আজ জিততে হবে। পরিকল্পনা অনুযায়ী খেলেছি বলেই চ্যাম্পিয়ন হয়েছি।’</p> <p>ট্রফি জয়ের পুরো কৃতিত্ব খেলোয়াড়দের হলেও নেপথ্যের নায়ক ছিলেন কোচ মারিফুল হক। বাংলাদেশি কোচও শিষ্যদের মতো ট্রফি উৎসর্গ করেছেন শহীদদের উদ্দেশে। কোচ বলেছেন, ‘এই জয় আমি উৎসর্গ করতে চাই যারা গত মাসে এবং এই মাসে যাদের প্রাণ হারিয়েছে। এ মাসে বন্যায় অনেকেই মারা গেছে। আশা করি, এই শিরোপা বাংলাদেশের মানুষের মুখে হাসি ফুটাবে।’</p>