<p>বার্সেলোনার লা মাসিয়া, ম্যানচেস্টার ইউনাইটেড একাডেমি, আয়াক্স ফুটবল একাডেমি—একেবারে ছোট বয়স থেকে ফুটবল শেখার জন্য সারা বিশ্বে শীর্ষ ফুটবল ক্লাবগুলোর এমন একাডেমিগুলোই সবচেয়ে বেশি জনপ্রিয়। বাংলাদেশে তেমন কিছুই শুরু করছে বসুন্ধরা কিংস। শীর্ষ পর্যায়ের ফুটবলে সব রকম আধুনিকতা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা ক্লাবটি এবার এগিয়ে এসেছে সেই একাডেমি গড়ার প্রত্যয় নিয়ে।</p> <p>প্রাথমিকভাবে আগামী ৪ অক্টোবর থেকে তিনটি বয়সভিত্তিক পর্যায়ে পেশাদার প্রশিক্ষণের ব্যবস্থা করতে যাচ্ছে কিংস, যেখানে স্বতন্ত্র একটি কোচিং স্টাফের সঙ্গে সেই প্রশিক্ষণার্থীদের শেখাবেন বসুন্ধরা কিংসের পেশাদার কোচরা।</p> <p>খুদে শিক্ষার্থীরা তাই ফুটবল পাঠের প্রাথমিক পর্যায়েই সাহচর্য পাবে এএফসি কাপজয়ী রোমানিয়ান কোচ ভ্যালেরিও তিতার। কিংসের পেশাদার ফুটবলার রবসন রোবিনহো বা শেখ মোরসালিনদের সঙ্গেও মিলবে অনুশীলনের সুযোগ। সর্বনিম্ন ছয় বছর বয়সীরা এই পেশাদার অনুশীলনে অংশ নিতে পারবে। বয়সভিত্তিক তিনটি গ্রুপ হলো ৬-১১, ১১-১৫ ও ১৫-১৮।</p> <p>অনুশীলন হবে সপ্তাহে তিন দিন। প্রতিটি সেশন হবে ছয় মাসের। ৩০ সেপ্টেম্বরের মধ্যে ভর্তির আনুষ্ঠানিকতা শেষ করতে হবে।</p> <p>একাডেমি নিয়ে বড় আশা বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসানের, ‘আমাদের দেশে ফুটবলের জনপ্রিয়তা অনেক। কিন্তু আমরা বাফুফে বা ক্লাব সেই জনপ্রিয়তাকে কাজে লাগাতে পারেনি। ফুটবলের নতুন করে জাগরণের জন্য জাতীয় দলের সাফল্য অপরিহার্য। সেখানে আমরা পিছিয়ে পড়েছি আমাদের পাইপলাইন সমৃদ্ধ না হওয়ায়। সেই চিন্তা থেকেই এই একাডেমির চেষ্টা। যদিও এখনই এটিকে পূর্ণাঙ্গ একাডেমি বলছি না অনাবাসিকভাবে শুরু করায়। ভবিষ্যতে ডরমিটরিও হবে।’</p> <p>কিংসের ক্লাব ভবন সম্পন্ন হওয়ার পর তা আবাসিক করার পাশাপাশি বাইরের কোনো একাডেমির সঙ্গে চুক্তির মাধ্যমে সেখানকার কোচদেরও আনার পরিকল্পনা জানিয়েছেন কিংস সভাপতি।</p> <p>বসুন্ধরা কিংসের নিজস্ব অনুশীলন মাঠ এবং নতুন ছয়টি অ্যাস্ট্রোটার্ফে চলবে একাডেমির কার্যক্রম। প্রাথমিকভাবে যারা ভালো করবে তাদের নিয়ে থাকবে আলাদা প্রশিক্ষণ কর্মসূচি। ক্রমে কিংসের মূল দল বা জাতীয় দলেরও দরজা খুলে যেতে পারে তাদের জন্য।</p>