<p>একটা সময় বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি লিগের দল নিয়ে আয়োজিত হতো চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টি। সর্বশেষ ২০১৪ সালের পর অবশ্য সেই টুর্নামেন্ট আর হয়নি। তবে তারাই আদলে এবার গ্লোবাল সুপার লিগ হতে যাচ্ছে। বাংলাদেশ থেকে বিপিএলেল দল রংপুর রাইডার্সের খেলার সম্ভাবনা আছে।</p> <p>পাঁচ দেশের ৫ ফ্র্যাঞ্চাইজি দল নিয়ে গ্লোবাল সুপার লিগ হবে। এমনটা নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ। আজ বোর্ড সভা শেষে সংবাদ মাধ্যমকে তিনি বলেছেন, ‘গ্লোবাল সুপার লিগ, পাঁচটা দল নিয়ে খেলা হবে এবং ৫টা দেশ থেকে আসবে। বাংলাদেশ, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া থেকে আসবে।’</p> <p>সর্বশেষ বিপিএলের চ্যাম্পিয়ন ফরচুন বরিশালকে টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য জানিয়েছিল বিসিবি। তবে তারা না করে দেওয়ায় রংপুর রাইডার্সের যাওয়ার সম্ভাবনার কথা জানান ফারুক। বিসিবি সভাপতি বলেছেন, ‘আমাদের অফার করেছে, আমরা প্রথমে গত বছরের বিপিএল চ্যাম্পিয়ন ফরচুন বরিশালকে অফার করেছিলাম। তারা তাদের অপারগতা জানিয়েছে। তারপর আমরা আরেকটা সেমিফাইনালিস্ট দলকে দায়িত্ব দিয়েছি তারা যাবে যদি সব কিছু ঠিক থাকে। সেমিফাইনালিস্ট রংপুর রাইডার্স, তাদের যাওয়ার সম্ভাবনা আছে।’</p> <p>বিসিবিকে টুর্নামেন্টে দল পাঠানোর প্রস্তাব দিয়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। গায়ানা সরকারের পরিকল্পনা এই ‍টুর্নামেন্ট আগামী ২৬ নভেম্বর শুরু হয়ে ৭ ডিসেম্বর পর্যন্ত চলবে। টুর্নামেন্টের মোট ম্যাচ হবে ১১টি। লিগটির সভাপতি কিংবদন্তি ক্লাইভ লয়েড।</p>