<p>কনুইয়ের চোটে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে খেলতে পারবেন না টেম্বা বাভুমা। এটা জানাই ছিল। তবু চোট নিয়েই দলের সঙ্গে আসেন তিনি। দ্বিতীয় টেস্টের আগেই সুস্থ হয়ে যাবেন বলেই।</p> <p>সে আশায়ও গুঁড়েবালি। চোট থেকে পুরোপুরি সুস্থ না হওয়ায় দ্বিতীয় টেস্টেও খেলা হচ্ছে না বাভুমার। চট্টগ্রাম টেস্টেও যে তাকে দর্শক হয়ে থাকতে হচ্ছে তা নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড (সিএসএ)। গত মাসের শুরুতে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে পাওয়া চোট ৩৪ বছর বয়সী ব্যাটারকে সফর সঙ্গীই করে রাখল।</p> <p>অথচ এই সিরিজে বাভুমাই অধিনায়কত্ব করতেন। দলের নিয়মিত অধিনায়ককে না পাওয়ায় দ্বিতীয় টেস্টেও নেতৃত্ব দেবেন এইডেন মাক্রাম। টি-টোয়েন্টি অধিনায়কের অধীনে মিরপুর টেস্টে ৭ উইকেটের জয়ও পেয়েছে দক্ষিণ আফ্রিকা। এবার তার কাঁধে দায়িত্ব সিরিজ জেতানোর। আগামী ২৯ অক্টোবর শুরু হবে চট্টগ্রাম টেস্ট।</p> <p>বাভুমার ছিটকে যাওয়ার বিষয়ে দীর্ঘ সংস্করণের প্রধান কোচ শুকরি কনরড ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফোকে বলেছেন, ‘চিকিৎসকদের পর্যবেক্ষণ শোনার পর আমাদের মনে হয়েছে, দ্বিতীয় টেস্টের জন্যও সে প্রস্তুত হতে পারবে না। তার পুনর্বাসন প্রক্রিয়ার সময় কমিয়ে আনব আমরা যাতে সে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি হতে পারে।’</p>