<p>ক্লাব নটর ডেমিয়ানস বাংলাদেশ লিমিটেড আয়োজিত সিএনবিএল-ইন্ডিগো টেবিল টেনিস প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ৯৪ ব্যাচের সুজন মাহমুদ। এই নিয়ে টানা ৩ বছর সুজন মাহমুদ ক্লাবে টেবিল টেনিস সিঙ্গেলসের চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন।</p> <p>গত ২৮ থেকে ৩০ নভেম্বর ২০২৪ অনুষ্ঠিত ক্লাব নটর ডেমিয়ানসের এবারের প্রতিযোগিতায় ১৯৮৩ থেকে শুরু করে ২০০৭ ব্যাচের ৪০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় রানার আপ হয়েছেন ১৯৯৮ ব্যাচের মো. জিয়াউল হক রাজীব। প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়েছেন ১৯৯৮ ব্যাচের মোহাম্মদ সাইফুল আলম দিপু এবং সেকেন্ড রানার আপ হয়েছেন ১৯৯১ ব্যাচের মোহাম্মদ বদরুল আলম।</p> <p>গতকাল পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন ক্লাব নটর ডেমিয়ানসের প্রেসিডেন্ট এবং নটর ডেম কলেজের গভর্নর কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল রেফায়েত উল্লাহ (অব.)। এ সময় ক্লাবের ইসি সদস্যদের মধ্যে মোহাম্মদ খালেদ বিন সালাম, মোহাম্মদ বদরুল হাসান, মোহাম্মদ আরিফ চৌধুরী, শেখ আমিনুর রহমান চঞ্চল, খালেদ ফয়সাল রহমান জিতু, ক্লাবের টিটি কোচ মোহাম্মদ শাখাওয়াতসহ ক্লাবের প্রায় অর্ধশতাধিক সদস্য উপস্থিত ছিলেন।</p> <p style="text-align:center"><img alt="33" height="600" src="https://asset.kalerkantho.com/public/news_images/share/photo/shares/Bhanu/দল.jpg" width="1000" /></p> <p>ক্লাব প্রেসিডেন্ট বিগ্রেডিয়ার জেনারেল রেফায়েত উল্লাহ (অব.) বলেন, ‘খেলাধুলার মাধ্যমে ক্লাবের সদস্যদের মধ্যে নটরডেমিয়ান ভাতৃত্ববোধ আরো সুদৃঢ় করতে বনানীর ১০ নং রোডস্থ নতুন ভবনে টেবিলটেনিস, বিলিয়ার্ডও স্নুকার, ক্যারামবোর্ড, দাবা এবং ইন্টারন্যাশ ব্রিজের জন্য দুটি ফ্লোরকে বরাদ্দ রাখা হয়েছে। খুব শিগগিরই ক্লাবে আরো কিছু নতুন ফ্যাসেলেটিজ যুক্ত হতে যাচ্ছে।’</p> <p>ক্লাবের স্পোর্টস এন্ড ইভেন্ট ইসি এবং বাংলাদেশ স্নুকার ফেডারেশনের সদস্য মোহাম্মদ খালেদ বিন সালাম টুর্নামেন্ট সফলভাবে আয়োজনের জন্য টাইটেল স্পন্সর ইন্ডিগো মার্বেল এন্ড গ্রানাইট, পাইনউড ক্যাফে এন্ড কিচেন, অ্যাকফিনট্যাক্স, শালবন রিসোর্ট, আরলা ফুডস এবং একমি বেভারেজ লিমিডেটকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তার বক্তব্যে ভবিষ্যতে ক্লাবে নিয়মিত বিভিন্ন স্পোর্টস ইভেন্টের কার্যক্রমের আশাবাদ ব্যক্ত করেন।</p>