লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিতব্য ২০২৮ সালের গ্রীষ্মকালীন অলিম্পিক গেমসে যুক্ত হচ্ছে একাধিক নতুন মিশ্র-লিঙ্গ দলগত ইভেন্ট। গলফ, জিমন্যাস্টিকসহ বেশ কয়েকটি জনপ্রিয় ক্রীড়ায় প্রথমবারের মতো একই দলে প্রতিদ্বন্দ্বিতা করবেন পুরুষ ও নারী ক্রীড়াবিদরা।
আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) বুধবার ২০২৮ সালের অলিম্পিকের সম্পূর্ণ ক্রীড়া কর্মসূচি প্রকাশ করে এই ঘোষণা দেয়।
অলিম্পিকে এতদিন কেবল পুরুষ ও নারীদের একক প্রতিযোগিতাই হতো গলফে।
এবার যুক্ত হচ্ছে মিশ্র দলগত ইভেন্ট, যা এই খেলায় এক নতুন মাত্রা যোগ করবে বলে বিশ্বাস অলিম্পিক আয়োজকদের। একইভাবে, জিমন্যাস্টিকসেও এখন পর্যন্ত অলিম্পিকে দলগত প্রতিযোগিতা লিঙ্গভেদে হতো, লস এঞ্জেলেস অলিম্পিকে সেটাও বদলাচ্ছে। এ ছাড়াও অ্যাথলেটিকসে থাকবে নতুন ৪x১০০ মিটার মিশ্র-লিঙ্গ রিলে রেস, যা আগের দুই অলিম্পিকে হওয়া ৪x৪০০ মিশ্র রিলের পাশে আরেকটি নতুন সংযোজন।

আইওসির ক্রীড়া পরিচালক কিট ম্যাককোনেল বলেন, ‘মিশ্র ইভেন্টগুলো লিঙ্গ সমতার প্রকৃত উদাহরণ।
যেখানে পুরুষ ও নারী একসাথে একই মাঠে, একই দলের হয়ে দেশের প্রতিনিধিত্ব করছে। আমরা দেখেছি এই ইভেন্টগুলো কতটা সফল হতে পারে। এটা অ্যাথলেটদের জন্য দারুণ এক অভিজ্ঞতা।’
গলফ ও জিমন্যাস্টিকসে মিশ্র ইভেন্ট খুব সাধারণ না হলেও, একেবারে নতুন নয়।
গলফে মিশ্র ইভেন্টের ক্ষেত্রে গ্রান্ট থরন্টন ইনভাইটেশনাল উল্লেখযোগ্য।
২০২৩ সাল থেকে হওয়া এই টুর্নামেন্টে পিজিএ ট্যুরের পুরুষ এবং এলপিজিএ ট্যুরের নারী খেলোয়াড়দের সমন্বয়ে গঠিত ১৬টি দল প্রতিদ্বন্দ্বিতা করে। প্রতিটি দলে একজন পুরুষ ও একজন নারী খেলোয়াড় থাকেন, যারা একসাথে টিম হিসেবে খেলেন।
জিমন্যাস্টিকসের ক্ষেত্রে জার্মানির ডিটিবি পোকাল মিক্সড কাপ বিশেষভাবে উল্লেখযোগ্য। এই প্রতিযোগিতায় নারী ও পুরুষ জিমন্যাস্টরা একই দলে অংশগ্রহণ করে।
বিভিন্ন ইভেন্টে তাদের সম্মিলিত স্কোরের ভিত্তিতে এই প্রতিযোগিতার বিজয়ী নির্ধারণ হয়।
ম্যাককনেল জানান, আন্তর্জাতিক জিমন্যাস্টিকস ফেডারেশনকে ২০২৮ সালের অলিম্পিকের মিশ্র দলগত ইভেন্টের চূড়ান্ত ফরম্যাট মে মাসের মধ্যে চূড়ান্ত করতে হবে।
এ ছাড়া অ্যাঞ্জেলেস অলিম্পিকে যুক্ত হচ্ছে নতুন পাঁচটি খেলা। সেগুলো হলো; বেসবল/সফটবল, ক্রিকেট, ফ্ল্যাগ ফুটবল, ল্যাক্রোস ও স্কোয়াশ।
২০২৮ অলিম্পিকে মোট অ্যাথলেটের সংখ্যা হবে প্যারিস ২০২৪-এর মতোই ১০,৫০০ জন। তবে নতুন পাঁচটি খেলায় অতিরিক্ত ৬৯৮ জন অ্যাথলেট অংশগ্রহণ করবে লস এঞ্জেলেস অলিম্পিকে।
লস এঞ্জেলেস অলিম্পিকের আরেকটি উল্লেখযোগ্য দিক হলো — এই অলিম্পিকে নারী অ্যাথলেটদের সংখ্যা হবে মোটের ৫০.৫ শতাংশ। প্রত্যেক দলগত খেলায় পুরুষদের মতোই সমসংখ্যক অথবা বেশি নারী দল থাকবে — যা অলিম্পিক ইতিহাসে প্রথম।