<p>সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্পের রানিংমেট জেডি ভ্যান্সের স্ত্রী আইনজীবী ঊষা চিলুকুরি ভারতীয় বংশোদ্ভূত। চিলুকুরি পরিবার আদতে অন্ধ্র প্রদেশের বাসিন্দা। ঊষার মা-বাবা ভারত থেকে অভিবাসী হয়ে যুক্তরাষ্ট্রে যান।<br /> ক্যালিফোর্নিয়ার সান দিয়েগোয় জন্ম ও বড় হয়েছেন ঊষা।</p> <p>তাঁর বাবা ছিলেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, মা বায়োলজিস্ট। ঊষা একসময় নিবন্ধিত ডেমোক্র্যাট ভোটার ছিলেন। ২০১৩ সালে ইয়েল ল স্কুলে ভ্যান্সের সঙ্গে ঊষার প্রথম পরিচয়। তাঁরা দুজনই খ্যাতনামা ওই ল স্কুলের শিক্ষার্থী ছিলেন।</p> <p>নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ‘শ্বেতাঙ্গ আমেরিকায় সামাজিক অবক্ষয়’ বিষয়ে একটি আলোচকদলে তাঁরা উভয়ই যুক্ত হয়েছিলেন। পড়াশোনায় তুখোড় হওয়ার পাশাপাশি ইয়েল জার্নাল অব ল অ্যান্ড টেকনোলজির সম্পাদক ছিলেন ঊষা। কাজ করেছেন ইয়েল ল জার্নালের ডেভেলপমেন্ট এডিটর হিসেবেও। এরপর কেমব্রিজে গেটস ফেলো হিসেবে উচ্চশিক্ষা চালিয়ে যান।</p> <p>কেমব্রিজে থাকার সময় বিভিন্ন বামপন্থী ও উদারপন্থী দলের সঙ্গে ঊষার যোগাযোগ ছিল। ২০১৪ সালে কেন্টাকি শহরে বিয়ে করেন ভ্যান্স ও ঊষা। এই দম্পতির তিন সন্তান রয়েছে। ভ্যান্স বলেছেন, তিনি স্ত্রী ঊষাকে তাঁর ‘ইয়েল তাত্ত্বিক গুরু’ মনে করেন। জীবনযাত্রার প্রতিটি স্তরে, তা আধ্যাত্মিক কিংবা রাজনৈতিক যা-ই হোক না কেন, স্ত্রী ঊষা অনুপ্রেরণার উৎস বলে স্বীকার করেছেন ভ্যান্স।</p> <p>কর্মজীবনে ঊষা বিচারপতি ব্রেট কাভানাফের অধীনে কাজ করেছেন। কাভানাফ এখন সুপ্রিম কোর্টের একজন বিচারপতি। এরপর ঊষা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্টসের অধীনেও কাজ করেছেন।</p> <p><br /> সূত্র : বিবিসি, আনন্দবাজার পত্রিকা</p>