<p>ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বৃহস্পতিবার বলেছেন, গাজায় এক বছরেরও বেশি সময় ধরে চলা সংঘাতের অস্থায়ী বিরতি প্রস্তাবকে দলটি প্রত্যাখ্যান করেছে এবং স্থায়ী যুদ্ধবিরতির দাবিতে অনড় রয়েছে। এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।</p> <p>সংগঠনটির জ্যেষ্ঠ নেতা তাহের আল-নানু এএফপিকে বলেন, ‘যুদ্ধের মধ্যে সাময়িক বিরতির ধারণা, যা পরবর্তীতে ফের আক্রমণের জন্য পথ খুলে দেয়—এ বিষয়ে আমাদের অবস্থান ইতিমধ্যে স্পষ্ট করা হয়েছে। হামাস যুদ্ধের স্থায়ী অবসান চায়, সাময়িক বিরতি নয়।’</p> <p>এর আগে একজন সূত্র বুধবার এএফপিকে জানান, গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবের বিষয়ে মধ্যস্থতাকারীরা হামাসের কাছে এক মাসের কম সময়ের জন্য একটি সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব দেবে বলে আশা করা হচ্ছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="শর্ত ‘উপযুক্ত’ হলে যুদ্ধবিরতিতে সম্মত হবেন হিজবুল্লাহপ্রধান" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/30/1730304220-22166c445cedd060e68c4c0dcdb545af.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>শর্ত ‘উপযুক্ত’ হলে যুদ্ধবিরতিতে সম্মত হবেন হিজবুল্লাহপ্রধান</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/world/2024/10/30/1440926" target="_blank"> </a></div> </div> <p>প্রতিবেদন থেকে আরো জানা যায়, কাতারের প্রধানমন্ত্রী, মোসাদপ্রধান ডেভিড বার্নিয়া ও সিআইএ পরিচালক বিল বার্নসের মধ্যে দোহায় অনুষ্ঠিত বৈঠক সোমবার শেষ হয়েছে। সেখানে ‘স্বল্পমেয়াদি’ যুদ্ধবিরতির একটি প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, যা ‘এক মাসের কম’ হতে পারে।</p> <p>সংবেদনশীলতার কারণে নাম প্রকাশে অনিচ্ছুক ওই সূত্রটি আরো জানায়, প্রস্তাবে ইসরায়েলি জিম্মিদের বিনিময়ে ইসরায়েলি কারাগারে আটক ফিলিস্তিনিদের মুক্তি এবং গাজায় সহায়তা বৃদ্ধির বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে।</p> <p>সূত্রটির মতে, ‘মার্কিন কর্মকর্তাদের ধারণা, যদি একটি স্বল্পমেয়াদি চুক্তি করা যায়, তাহলে তা স্থায়ী সমঝোতার পথ তৈরি করতে পারে।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="মধ্যপ্রাচ্যে সংকট সমাধানের পথ আরো অনেক দূরে?" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/26/1729948176-f3ccdd27d2000e3f9255a7e3e2c48800.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>মধ্যপ্রাচ্যে সংকট সমাধানের পথ আরো অনেক দূরে?</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/world/2024/10/26/1439393" target="_blank"> </a></div> </div> <p>তবে হামাসের নেতা তাহের জানান, তারা এ ধরনের কোনো প্রস্তাব এখনো পাননি, পেলে তারা প্রতিক্রিয়া জানাবেন। পাশাপাশি তিনি হামাসের কয়েক মাস ধরে করা দাবিগুলো ফের উল্লেখ করেন, যার মধ্যে রয়েছে, ‘স্থায়ী অস্ত্রবিরতি, গাজা থেকে ইসরায়েলি বাহিনীর প্রত্যাহার, বাস্তুচ্যুতদের ফেরত, গাজায় পর্যাপ্ত মানবিক সহায়তা ও একটি কার্যকর বন্দি বিনিময় চুক্তি।’</p>